আসরের নামাজ কত রাকাত? | আসরের নামাজের নিয়ত ও নিয়মকানুন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

প্রিয় পাঠকগণ আসরের নামাজ কত রাকাত এই সম্পর্কে জানার জন্য আপনারা অনেকেই গুগলের মাধ্যমে সার্চ করেছেন। আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমি আপনাদের সামনে উল্লেখ করব আসরের নামাজ কত রাকাত এবং আসরের নামাজের নিয়ম ও নামাজের নিয়ত সম্পর্কে।

প্রতিটি মুসলমান ব্যক্তির জন্য মহান আল্লাহ তা’আলা পাঁচ ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক করে দিয়েছেন। তাই অবশ্যই আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং এর পাশাপাশি আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে চলার নির্দেশ দিয়েছেন সেভাবে চলতে হবে।

তাই আজকের এই আর্টিকেলটি আসরের নামাজ কত রাকাত এবং আসরের নামাজের নিয়ত নিয়ম কানুন সম্পর্কে জানতে শেষ পর্যন্ত পড়ুন।

আসরের নামাজ কয় রাকাত

সালাতুল আসর নামাজ কয় রাকাত
সালাতুল আসর নামাজ কয় রাকাত

আসরের নামাজ প্রতিটি মুসলমানের জন্য আবশ্যক পালনীয় দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে অন্যতম।

ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে সর্বপ্রথম স্তম্ভ হচ্ছে নামাজ।

দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ গুলোর মধ্যে আসরের নামাজ হচ্ছে তৃতীয়। বিকেল বেলায় এই নামাজ আদায় করা হয়।

সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত এই নামাজ আদায় করা যায়।

আরবিতে আসরের নামাজ কে বলা হয় সালাতুল আসর। 

মূলত আসরের নামাজ সর্বমোট ৮ রাকাত। এর মধ্যে চার রাকাত সুন্নত এবং বাকি চার রাকাত ফরজ।

ফরজ অংশ ইমাম সাহেবের নেতৃত্বে জামাতের সাথে আদায় করতে হয়।

তবে ব্যক্তি মুসাফির অবস্থায় থাকলে সে ক্ষেত্রে তার জন্য চার রাকাত ফরজ সংক্ষিপ্ত করে দুই রাকাত করতে পারেন।

কিন্তু নামাজ ৫ ওয়াক্ত পড়া আবশ্যক।

জুমার দিনের একটি গুরুত্বপূর্ণ আমল:-

হজরত আবু হুরাইরা (রা.) হতে বর্ণিত। রাসূল পাক (সা.) ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর না উঠে ওই স্থানে বসা অবস্থায় ৮০ বার নিম্নে উল্লেখিত দরুদ শরীফ পাঠ করবে, তার ৮০ বছরের গুনাহ মাফ হবে এবং ৮০ বছরের নফল ইবাদতের সওয়াব তার আমল নামায় লেখা হবে।

দোয়াটি হলো- ‘আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা।

নামাজের ফরজ কয়টি?

জুম্মার নামাজ কয় রাকাত?

ফজরের নামাজ কয় রাকাত

আসরের নামাজের নিয়ত 

মূলত যেহেতু আসরের নামাজ দুইটি ভাগে পড়তে হয় সর্বপ্রথমে সুন্নত এবং এরপর ফরজ আলাদা আলাদা নিয়তে আদায় করতে হয়।

এখন আমরা সেই আলাদা আলাদা নিয়ত গুলো আপনাদের সামনে উল্লেখ করছি।

চার রাকাত সুন্নত নামাজের ক্ষেত্রেঃ

 نَوَيْتُ اَنْ اُصَلِّىَ لِلَّهِ تَعَا لَى اَرْبَعَ رَكْعَتِ صَلَوةِ الْعَصْرِسُنَّةُ رَسُوْلِ للَّهِ تَعَا لَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِ يْفَةِ اَللَّهُ اَكْبَرُ

উচ্চারণঃ নাওয়াইতুয়ান উসালিয়া-লিল্লাহি তা’আলা আরবায়া রাকাআতি ছালাতিল আসরি সুন্নাতু রাসূলিল্লাহি তা’য়াল মোতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতি আকবর

অর্থঃ আছরের চার রাকাত সুন্নত নামাজ আদায় করার উদ্দেশ্যে কিবলামুখী হয়ে নিয়্যত করলাম,আল্লাহু আকবার।

চার রাকাত ফরজ নামাজের ক্ষেত্রেঃ

 نَوَيْتُ اَنْ اُصَلِّىَ لِلَّهِ تَعَا لَى اَرْبَعَ رَكْعَتِ صَلَوةِ الْعَصْرِ فَرْضُ اللَّهِ تَعَا لَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِ يْفَةِ اَللَّهُ اَكْبَرُ

উচ্চারণঃ নাওয়াইতুয়ান উসালিয়া-লিল্লাহি তা’আলা আরবায়া রাকাআতি ছালাতিল আসরি ফারদুল্লাহি তা’য়াল মোতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতি আকবর।

বিঃদ্রঃ-ঈমামের পিছনে পড়লে ফারদীল্লা-হি তাআ’লা বলার পরে ইকতাদাইতু বিহা-যাল ইমাম বলবে।

অর্থঃ আছরের চার রাকাত ফরজ নামাজ আদায় করার উদ্দেশ্যে কিবলামুখী হয়ে নিয়্যত করলাম,আল্লাহু আকবার।

আরও পড়ুনঃ

যোহরের নামাজ কয় রাকাত

মাগরিবের নামাজ কয় রাকাত?

কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে? 

আসরের নামাজ কত রাকাত FAQS

আসরের নামাজ কত রাকাত?

দৈনিক ৫ ওয়াক্ত নামাজের মধ্যে আসরের নামাজও অন্যতম। আসরের নামাজ সর্বমোট ৮ রাকাত। এর মধ্যে ৪ রাকাত হচ্ছে সুন্নত এবং বাকি ৪ রাকাত ফরজ।

দৈনিক ৫ ওয়াক্ত নামাজের মধ্যে আসরের নামাজ কততম?

প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজের মধ্যে আসরের নামাজ তৃতীয়।

আসরের ফরজ নামাজের নিয়ত?

 نَوَيْتُ اَنْ اُصَلِّىَ لِلَّهِ تَعَا لَى اَرْبَعَ رَكْعَتِ صَلَوةِ الْعَصْرِ فَرْضُ اللَّهِ تَعَا لَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِ يْفَةِ اَللَّهُ اَكْبَرُ
উচ্চারণঃ নাওয়াইতুয়ান উসালিয়া-লিল্লাহি তা’আলা আরবায়া রাকাআতি ছালাতিল আসরি ফারদুল্লাহি তা’য়াল মোতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতি আকবর।

উপসংহার 

প্রিয় পাঠকগণ আজকের এই আর্টিকেলে আসরের নামাজ কত রাকাত সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানো হয়েছে।

আশা করছি আজকের এই আর্টিকেলটি আপনাদের ভাল লেগেছে এবং আপনারা আজকের এই আর্টিকেল থেকে আসরের নামাজের নিয়ত এবং আসরের নামাজ কত রাকাত কিভাবে পড়তে হয় সে সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।

আপনাদের যদি এই আর্টিকেল সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান।

আমাদের ওয়েবসাইটে আপনারা কিভাবে অনলাইন থেকে আয় করতে হয় সে সংক্রান্ত আর্টিকেল পেয়ে যাবেন।

বর্তমান পেক্ষাপটে বেশিরভাগ তরুণ ছাত্র ছাত্রীরা অনলাইন কাজের প্রতি আগ্রহ প্রকাশ করছে।

যার কারণে অনলাইন ভিত্তিক কাজগুলোর গাইডলাইন আমাদের ওয়েবসাইটে আর্টিকেল আকারে রয়েছে।

আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন এবং জয়েন করুন আমাদের ফেসবুক পেজে

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।