অলিম্পিক ফুটবল চ্যাম্পিয়ন কোন দল কতবার এই সম্পর্কে জানতে চলে এলাম। সম্প্রতি ফিফা বিশ্বকাপ এর ২২তম আসর কাতারে অনুষ্ঠিত হয়েছে, এবারের ২০২২ ফিফা বিশ্বকাপে নিজেদের তৃতীয় ফুটবল বিশ্বকাপ শিরোপা ঘরে তুলে লিওনেল মেসির দল আর্জেন্টিনা।
আর্জেন্টিনা ফুটবল বিশ্বকাপ 2022 জয়ের পর বাংলাদশের আর্জেন্টাইন ফুটবল প্রেমীরা এখন জানতে চান অলিম্পিক ফুটবল আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে কত বার।
ডিজিটালটাচ সাইটে ফিফা বিশ্বকাপ শিরোপা জয়ী দলের তালিকা প্রকাশ করা হয়েছে, তাই আজ জনপ্রিয় আরও একটি ফুটবল টুর্নামেন্ট অলিম্পিক ফুটবল চ্যাম্পিয়ন তালিকা জনাতে পারবেন, কে হয়েছে কতবার শিরোপা জয়ী দল।
Contents In Brief
- 1 অলিম্পিক ফুটবল চ্যাম্পিয়ন কি ও কবে থেকে শুরু হয় খেলাটি?
- 2 অলিম্পিক ফুটবল চ্যাম্পিয়ন কত সালে শুরু হিয়েছিল?
- 3 Men’s Olympics football winners list 1900 To 2020 – পুরুষ অলিম্পিক ফুটবল চ্যাম্পিয়ন তালিকা
- 4 ২০২০ অলিম্পিক ফুটবল চ্যাম্পিয়ন কোন দল
- 5 অলিম্পিক ফুটবল চ্যাম্পিয়ন কোন দল কতবার তালিকা – অলিম্পিক ফুটবল চ্যাম্পিয়ন লিস্ট
- 6 অলিম্পিক ফুটবল চ্যাম্পিয়ন কোন দল কতবার প্রশ্ন ও উত্তর পর্ব
অলিম্পিক ফুটবল চ্যাম্পিয়ন কি ও কবে থেকে শুরু হয় খেলাটি?
বিশ্বে অনুষ্ঠিত ক্রিয়া চ্যাম্পিয়নশীপ গুলোর অন্যতম একটি হচ্ছে অলিম্পিক খেলাধুলার বা ক্রিয়া আসর।
এই ক্রিয়া চ্যাম্পিয়নশীপে বিশ্বের প্রায় সকল দেশের ও বিশ্বে জনপ্রিয় সমস্ত খেলা গুলি অনুষ্ঠিত হয়ে থাকে, এবং পৃথিবীর প্রথম ক্রিয়া সংগঠন হচ্ছে অলিম্পিক অ্যাসোসিয়েশন।
বর্তমান সময়ের সবথেকে জনপ্রিয় ফিফা ফুটবল বিশ্বকাপের পর ফুটবলের আরও একটি ঐতিহ্যবাহী টুর্নামেন্টে হচ্ছে এই অলিম্পিক ফুটবল চ্যাম্পিয়ন শিপ।
অলিম্পিক খেলায় অংশগ্রহণকারীরা স্বর্ণপদক লাভ করে থাকেন। প্রতিযোগিতায় একাধিক খেলা থাকায় প্রতিটি দেশ ইচ্ছা করলে যেকোন খেলায় অংশ নিতে পারেন।
আবার অলিম্পিক’-এ একজন খেলোয়ার একাধিক খেলায় অংশগ্রহণ করতে পারেন। তাকে প্রতিটি খেলায় জয়ের জন্য একটি করে স্বর্ণপদক দেয়া হবে।
অলিম্পিক ফুটবল চ্যাম্পিয়ন কত সালে শুরু হিয়েছিল?
অলিম্পিক ফুটবল চ্যাম্পিয়ন ১৯০০ সালে শুরু হয়েছিল। ৩৩ তম অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হচ্ছে আপনি জানেন কি?
৩৩ তম অলিম্পিক অনুষ্ঠিত হচ্ছে ফ্রান্সের প্যারিস শহরে। তবে ১৯০০ সাল থেকে প্রথম ফুটবল যুক্ত হয়েছে অলিম্পিক আসরে। এখন পর্যন্ত ২৭ টি অলিম্পিক ফুটবল চ্যাম্পিয়ন অনুষ্ঠিত হয়েছে।
অলিম্পিক ফুটবল ৩৩তম আসরে ২৮তম অলিম্পিক ফুটবল চ্যাম্পিয়ন অনুষ্ঠিত হবে।
তারপর ১৯৩০ সাল থেকে ফিফা ফুটবল কে আরো বেশী সমগ্র বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য ফুটবল খেলুড়ে দেশগুলোর অংশগ্রহণে অলিম্পিক ফুটবল চ্যাম্পিয়ন শিপ রয়েছে, যা এই প্রতিযোগিতার অন্যতম একটি আকর্ষণ।
তবে বর্তমানে শুধু অনূর্ধ্ব-২৩ পর্যন্ত সীমিত করা হয়েছে অলিম্পিক ফুটবল চ্যাম্পিয়ন প্রতিযোগিতাকে।
Men’s Olympics football winners list 1900 To 2020 – পুরুষ অলিম্পিক ফুটবল চ্যাম্পিয়ন তালিকা
১৯০০ সাল থেকে এখন পর্যন্ত অলিম্পিক ফুটবল চ্যাম্পিয়ন তালিকা আমাদের সামনে তুলে ধরবো।
ফিফা ফুটবল বিশ্বকাপ এর আসরে যতগুলো দল অংশগ্রহণ করে অলিম্পিক ফুটবল খেলায় ঠিক ততগুলো দল অংশগ্রহণ করে না।
১৮৯৬ সালে উদ্বোধনী আধুনিক গ্রীষ্মকালীন অলিম্পিক এবং 1932 সালে লস অ্যাঞ্জেলেস গেমস বাদে, পুরুষদের ফুটবল চতুর্বার্ষিক শোপিসের প্রতিটি সংস্করণে একটি নিয়মিত খেলা হয়েছে।
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।
টোকিও 2020 এ, 16টি দেশ পুরুষদের ফুটবলে অংশ নিয়েছিল যেখানে মহিলাদের ইভেন্টে 12টি দল ছিল।
পুরুষ ও মহিলা উভয় ইভেন্টে আটটি দল কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়ে প্রতিটি চারটি দলের গ্রুপ ছিল।
২০২০ অলিম্পিক ফুটবল চ্যাম্পিয়ন কোন দল
টোকিও অলিম্পিকে পুরুষদের ফুটবল প্রতিযোগিতায় ব্রাজিল তাদের টানা দ্বিতীয় স্বর্ণপদক জিতেছে এবং কানাডা প্রথম বারের মত মহিলাদের অলিম্পিক বিভাগে জিতেছে।
তবে মহিলাদের রিও 2016 স্বর্ণপদকজয়ী জার্মানি টোকিওতে যোগ্যতা অর্জন করতে পারেনি।
ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) সিস্টেমটি প্রথমবারের মতো টোকিও 2020 সালের গ্রীষ্মকালীন অলিম্পিকে ব্যবহার করা হয়েছিল।
প্যারিস 1900 গেমস থেকে অলিম্পিক ফুটবল প্রতিযোগিতা অনেক দূর এগিয়েছে, যেখানে তিনটি ক্লাব দল অংশ নিয়েছিল-
প্রথম অলিম্পিক ফুটবল খেলায় অংশ নেয়া দল গুলি হচ্ছে-
- প্যারিসের ক্লাব ফ্রাঙ্কাইস,
- লন্ডনের আপটন পার্ক
- এবং ব্রাসেলসের ইউনিভার্সিটি ডি ব্রুকসেলস অংশগ্রহণ করেছিল৷
তবে প্রতিটি ক্লাব পক্ষই নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করেছে।
জাতীয় দলগুলি শুধুমাত্র লন্ডন 1908 থেকে মাঠে নেমেছিল এবং পেশাদার ফুটবলারদের শুধুমাত্র লস এঞ্জেলেস 1984 থেকে অংশগ্রহণ করার অনুমতি দেওয়া হয়েছিল।
বার্সেলোনা 1992 থেকে, অলিম্পিকে পুরুষ ফুটবলারদের বয়স 23 বছরের কম হতে হবে, আটলান্টা 1996 সাল থেকে তিনজন 23-প্লাস খেলোয়াড়কে অনুমতি দেওয়া হয়েছে। তবে অলিম্পিকে ফুটবল মহিলা দলের জন্য এই ধরনের কোনো বিধিনিষেধ নেই।
অলিম্পিকে পুরুষদের ফুটবলে হাঙ্গেরি এবং গ্রেট ব্রিটেন সর্বাধিক স্বর্ণপদক জিতেছে তিনটি করে- যেখানে ব্রাজিল, আর্জেন্টিনা, সোভিয়েত ইউনিয়ন এবং উরুগুয়ে দুইবার করে জয়ী হয়েছে।
অলিম্পিক ফুটবল চ্যাম্পিয়ন কোন দল কতবার তালিকা – অলিম্পিক ফুটবল চ্যাম্পিয়ন লিস্ট
দল | জয়ী |
হাঙ্গেরি | ৩ বার |
গ্রেট ব্রিটেন | ৩ বার |
ব্রাজিল | ২ বার |
আর্জেন্টিনা | ২ বার |
সোভিয়েত ইউনিয়ন | ২ বার |
উরুগুয়ে | ২ বার |
ইটালি | ২ বার |
মেক্সিকো | ১ বার |
ক্যামেরুন | ১ বার |
নাইজেরিয়া | ১ বার |
ফ্রান্স | ১ বার |
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিল দুইবার স্বর্ণপদক, তিনটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জসহ সবচেয়ে বেশি সাতটি পদক রয়েছে।
আরও পড়ুনঃ
ব্রাজিলের সবচেয়ে বড় পরাজয়গুলো
মহিলাদের প্রতিযোগিতায় ইউএসএ প্রাধান্য পেয়েছে, যারা এখন পর্যন্ত সাতটি স্বর্ণপদকের মধ্যে চারটি জিতেছে, জার্মানি, নরওয়ে এবং কানাডা একবার করে সোনা জিতেছে। USA সিডনি 2000 অলিম্পিকেও রৌপ্য পদক জিতেছে
Olympics | Gold Medal | Silver Medal |
Tokyo 2020 | Brazil | Spain |
Rio 2016 | Brazil | Germany |
London 2012 | Mexico | Brazil |
Beijing 2008 | Argentina | Nigeria |
Athens 2004 | Argentina | Paraguay |
Sydney 2000 | Cameroon | Spain |
Atlanta 1996 | Nigeria | Argentina |
Barcelona 1992 | Spain | Poland |
Seoul 1988 | Soviet Union | Brazil |
Los Angeles 1984 | France | Brazil |
Moscow 1980 | Czechoslovakia | East Germany |
Montreal 1976 | East Germany | Poland |
Munich 1972 | Poland | Hungary |
Mexico City 1968 | Hungary | Bulgaria |
Tokyo 1964 | Hungary | Czechoslovakia |
Rome 1960 | Yugoslavia | Denmark |
Melbourne 1956 | Soviet Union | Yugoslavia |
Helsinki 1952 | Hungary | Yugoslavia |
London 1948 | Sweden | Yugoslavia |
Berlin 1936 | Italy | Austria |
Amsterdam 1928 | Uruguay | Argentina |
Paris 1924 | Uruguay | Switzerland |
Antwerp 1920 | Belgium | Spain |
Stockholm 1912 | Great Britain | Denmark |
London 1908 | Great Britain | Denmark |
St Louis 1904 | Canada | Christian BrothersCollege (USA) |
Paris 1900 | Great Britain | France |
Women’s Olympics football winners list 1900 To 2020 – নারী অলিম্পিক ফুটবল চ্যাম্পিয়ন তালিকা
১৯৯৬ সাল থেকে ফুটবলে নারীদের জন্য ভিন্ন একটি স্বর্ণপদক যুক্ত করা হয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে।
তাই ১৯৯৬ সাল থেকে শুরু হয় নারী অলিম্পিক ফুটবল চ্যাম্পিয়ন খেলা।
নারী অলিম্পিক ফুটবল চ্যাম্পিয়ন তালিকা ১৯৯৬-২০২০ পর্যন্ত অ্যামেরিকান নারীরা (USA) পরপর ৩ বার সহ মোট ৪ বার স্বর্ণপদক জিতে শীর্ষস্থানে আছে অলিম্পিক নারী ফুটবল চ্যাম্পিয়ন তালিকায়।
এছাড়াও কানাডা, জার্মানি, নরওয়ে ১ বার করে নারী অলিম্পিক ফুটবল চ্যাম্পিয়ন হয়েছে এবং স্বর্ণপদক জয়ের ইতিহাস গড়েছে।
পুরুষ ফুটবলের অন্যতম পরাশক্তি গুলির মধ্যে শুধুমাত্র ব্রাজিল দল দুইবার ফাইনাল খেলে ব্রোঞ্জ পদক অর্জন করেছে এছাড়া তেমন কোনো বড় দল এখনও পর্যন্ত ফাইনাল খেলতে পারেনি, তাই অলেম্পিক নারী ফুটবলে শুধু আমেরিকান নারীদের এই জয়জয়কার।
নারী অলিম্পিক ফুটবল চ্যাম্পিয়ন তালিকা ২০২০
Olympics | Gold Medal | Silver Medal |
Tokyo 2020 | Canada | Sweden |
Rio 2016 | Germany | Sweden |
London 2012 | USA | Japan |
Beijing 2008 | USA | Brazil |
Athens 2004 | USA | Brazil |
Sydney 2000 | Norway | USA |
Atlanta 1996 | USA | China |
অলিম্পিক ফুটবল চ্যাম্পিয়ন কোন দল কতবার প্রশ্ন ও উত্তর পর্ব
How many times has a team won the Olympic football championship 2020 is common quations. তবে এই পোস্টে এই প্রশ্নের উত্তর আমরা বাংলা ভাষায় দেয়ার চেষ্টা করেছি।
আরও পড়ুনঃ
আর্জেন্টিনা vs brazil পরিসংখ্যান
আর্জেন্টিনার সবচেয়ে বেশি গোল খাওয়ার রেকর্ড
১৯৯০ থেকে শুরু হওয়া অলিম্পিক ফুটবল চ্যাম্পিয়ন তালিকা থেকে দেখা যায় পুরুষদের ফুটবলে হাঙ্গেরি এবং গ্রেট ব্রিটেন সর্বাধিক স্বর্ণপদক জিতেছে ৩ বার করে। অলিম্পিক ফুটবল চ্যাম্পিয়ন কোন দল কতবার তা জানতে সম্পূর্ণ পোস্ট পড়ুন।
২ বার। এখনো পর্যন্ত অলিম্পিক ফুটবল চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দুইবার স্বর্ণ পদক জিতেছে।
২ বার। অলিম্পিক ফুটবল চ্যাম্পিয়ন ব্রাজিল ২ বার স্বর্ণ পদক জিতেছে।
অলিম্পিক ফুটবল চ্যাম্পিয়ন ১৯০০ সাল থেকে শুরু হয়।
উপসংহার,
আশাকরি আপনি অলিম্পিক ফুটবল চ্যাম্পিয়ন কোন দল কতবার হয়েছে এই সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।
এই পোস্টে আমরা আপনাদের পুরুষ ও নারী উভয় অলিম্পিক ফুটবল চ্যাম্পিয়ন কোন দল কতবার নিয়েছে জানিয়েছি।
অলিম্পিক ফুটবল চ্যাম্পিয়ন তালিকা বা অলিম্পিক ফুটবল চ্যাম্পিয়ন কোন কোন দল সম্পর্কে আপনার আরও কিছু জানার থাকলে আমাদের কমেন্ট করে জানান।
আপনারা অনেকেই অনলাইনের মাধ্যমে ঘরে বসে আয় করার কথা ভাবছেন। তাই আমাদের Online Help ক্যাটাগরি তে ভিজিট করে আপনার পছন্দের অনলাইনে ইনকাম অপরচুনিটি খুজে বের করুন।
এছাড়াও বিভিন্ন ধরনের জ্ঞান মূলক ও খেলাধুলা বিষয়ক আর্টিকেল পড়তে আমাদের সাইটে ভিজিট করুন।
তাই অবশ্যই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এবং চোখ রাখুন আমাদের ফেসবুক পেইজে।
আরও পড়ুনঃ
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।