আবার আসিব ফিরে কবিতা | আবার আসিব ফিরে কবিতার মূলভাব

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

প্রিয় পাঠকগণ আপনারা অনেকে আবার আসিব ফিরে কবিতা এর জন্য গুগলের মাধ্যমে সার্চ করে থাকেন। আজকের এই আর্টিকেলে আমরা আপনাদেরকে আবার আসিব ফিরে কবিতাটি প্রদান করতে চলেছি।

একই সাথে আমরা আজকের এই আর্টিকেলে আলোচনা করবো আবার আসিব ফিরে কবিতার মূলভাব সম্পর্কে। কারন আপনাদের জন্য পরীক্ষায় অতীব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হচ্ছে একটি কবিতার মূলভাব লেখ।

তাই আপনাদেরকে সে বিষয়ে পূর্ণ ধারণা দেওয়ার জন্য আজকে এই আর্টিকেলে আমরা আবার আসিব ফিরে কবিতার মূলভাব আপনাদের সামনে তুলে ধরব।

আবার আসিব ফিরে কবিতার মূলভাব – আবার আসিব ফিরে কবিতার ব্যাখ্যা

এই আবার আসিব ফিরে কবিতার মূলভাব
এই আবার আসিব ফিরে কবিতার মূলভাব

আবার আসিব ফিরে 

(জীবনানন্দ দাশ)

আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে – এই বাংলায়

হয়তো মানুষ নয় – হয়তো বা শঙখচিল শালিকের বেশে,

হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিঁকের নবান্নের দেশে

কুয়াশার বুকে ভেসে একদিন আসিব কাঁঠাল ছায়ায়।

হয়তো বা হাঁস হবো – কিশোরীর – ঘুঙুর রহিবে লাল পায়

সারাদিন কেটে যাবে কলমীর গন্ধভরা জলে ভেসে ভেসে।

আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে

জলঙ্গীর ঢেউ এ ভেজা বাংলারি সবুজ করুণ ডাঙ্গায়।

হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে।

@ হয়তো শুনিবে এক লক্ষীপেঁচা ডাকিতেছে শিমুলের ডালে।

হয়তো খৈয়ের ধান সরাতেছে শিশু এক উঠানের ঘাসে।

রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে

ডিঙ্গা বায় – রাঙ্গা মেঘে সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে,

দেখিবে ধবল বক; আমারে পাবে তুমি ইহাদের ভীড়ে।

বুদ্ধিজীবীদের কবিতা কোনগুলো?

আবার আসিব ফিরে কবিতার মূলভাব, সারমর্ম, বিষয়বস্তু

জীবনানন্দ দাশের অতি বিখ্যাত একটি কবিতা “আবার আসিব ফিরে”।

এই কবিতাটি জীবনানন্দ দাশের লেখা “রূপসী বাংলা” কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে।

কবি এই কবিতার মধ্যে নিজের প্রিয় জন্মভূমি অত্যন্ত জিনিসগুলো মধ্যে নজর দিয়েছেন।কবির দৃষ্টিতে এই সকল জিনিসগুলোই আশ্চর্য সুন্দর।

কবে মনে করে থাকেন, যখন তিনি মৃত্যুবরণ করবেন তখনও দেশের সঙ্গে তাঁর মমতার বাঁধন শেষ হবে না। মূলত কবে এই কবিতাটি সম্পূর্ণ তার দেশপ্রেম ফুটিয়ে তুলেছেন।

তিনি এই বাংলার নদী, মাঠ, ফসলের ক্ষেত ভালোবেসে শঙ্খচিল শালিকের বেশে এই দেশে ফিরে আসবেন।

আবার কখনো কখনো কবি ভোরের কাক হয়ে কুয়াশার মধ্যে মিশে যাবেন।

এ কবিতার মধ্যে তিনি আরো বলেছেন, তিনি হাস হয়ে সারাদিন কলমীর গন্ধভরা জলে ভেসে বেড়াতে যান।

এমনকি দিনের শেষে যে সাদা বকের দল মেঘের কোল ঘেঁষে নীড়ে ফিরে আসে; তাদের মাঝেও কবিকে খুঁজে পাওয়া যাবে।

এভাবে তিনি বাংলাদেশের সুন্দর প্রকৃতির সঙ্গে মিশে যাবেন।

আরও পড়ুনঃ

পৃথিবীর সবচেয়ে ভালো কাজ কি?

কিডনির পয়েন্ট কত হলে ভালো

পৃথিবীর সবচেয়ে ভালো প্রধানমন্ত্রী কে?

আবার আসিব ফিরে কবিতা FAQS

আবার আসিব ফিরে কবিতাটির লেখক কে?

বিখ্যাত এই কবিতা “আবার আসিব ফিরে” কবিতার লেখক হচ্ছে জীবনানন্দ দাস।

আবার আসিব ফিরে কবিতাটি কিসের উপর ভিত্তি করে লেখা হয়েছে?

কবির দেশ প্রেম থেকে মূলত এই কবিতাটি লিখেছেন।

আবার আসিব ফিরে কবিতার উপসংহার

প্রিয় পাঠকগণ আজকের এই আর্টিকেলের আবার আসিব ফিরে কবিতা, এই কবিতার মূলভাব এবং আবার আসিব ফিরে কবিতার উপসংহার সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করা হয়েছে।

আশা করছি আজকের এই আর্টিকেলটি আপনাদের ভাল লেগেছে এবং আজকের এই আর্টিকেল থেকে আপনারা এই কবিতাটি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।

আপনাদের যদি আজকের এই আর্টিকেল সংক্রান্ত কোন প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।

অনলাইন থেকে ঘরে বসে টাকা আয় কিভাবে করতে হয় সেই সংক্রান্ত বিষয়ে জানতে আপনারা অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন।

আমাদের ওয়েবসাইটে এই সংক্রান্ত অনেকগুলো আর্টিকেল ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে।

তাই অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এবং আমাদের ওয়েবসাইটের ফেসবুক পেইজে ফলো করে রাখুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।