সুপ্রিয় পাঠকবৃন্দ আইপিএল ২০২৩ পয়েন্ট টেবিল জানতে আপনারা অনেকেই গুগল সার্চ করে থাকেন। আজকের এই গুরুত্বপূর্ণ আর্টিকেলের মাধ্যমে আমরা আপনাদেরকে আইপিএল ২০২৩ পয়েন্ট টেবিল সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদানের চেষ্টা করব।
গত ২৫ মাস থেকে অনুষ্ঠিত হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে বেশি জনপ্রিয় ফ্রাঞ্চাইজি লীগ আইপিএল। আর এই আইপিএল কে ঘিরে আপনাদের সকলের মাঝেই নানান ধরনের জল্পনা-কল্পনার দেখা দিয়েছে।
সকল বিষয়গুলোর পাশাপাশি আইপিএল ২০২৩ পয়েন্ট টেবিল সম্পর্কে জানতে চাওয়ার কমতি নেই কারো মাঝেই। কেননা আইপিএল ২০২৩ পয়েন্ট টেবিল এর উপর ভিত্তি করেই কোন দলগুলো দ্বিতীয় রাউন্ডের জন্য নির্ধারণ হবে সেই সম্পর্কে জানা সম্ভব।
গত বছরের মতো এবারও দশটি দল নিয়ে শুরু হয়েছে আইপিএল ২০২৩ টুর্নামেন্ট। চলুন আইপিএল ২০২৩ পয়েন্ট টেবিল সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেয়া যাক।
Content Summary
আইপিএল 2023 পয়েন্ট টেবিল | IPL 2023 Points Table
বর্তমান সময়ে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি লীগ হচ্ছে আইপিএল।
ভারতীয় এই লিগে বিভিন্ন দেশ থেকে প্লেয়ারদের খেলানো হয়ে থাকে।
একটি দলে সর্বোচ্চ চারজন বিদেশি প্লেয়ার ম্যাচের জন্য খেলানো যেতে পারে তবে সাইড বেঞ্চে অনেক বিদেশী প্লেয়ারই বসে থাকেন।
বাংলাদেশ থেকে এবারের আইপিএল ২০২৩ এর আসরে সর্বমোট তিনজন খেলোয়াড় নেয়া হয়েছে।
পৃথিবীর বর্তমান সময়ের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং বাংলাদেশের ওপেনার লিটন কুমার দাস খেলছেন কলকাতা নাইট রাইডার্স এর হয়ে।
অপরদিকে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান খেলছেন তার আগের দল দিল্লি ক্যাপিটালসে।
চলুন পয়েন্ট টেবিলের কিভাবে মানবন্টন করা হবে সে সম্পর্কে বিস্তারিত তথ্য গুলো জেনে নেয়া যাক।
- জয়ী দল প্রতি ম্যাচের জন্য দুই পয়েন্ট করে পাবে।
- যদি অনাবশত কারণে ম্যাচ কখনো ড্র হয়ে যায় তখন এক পয়েন্ট করে পাবে দুই দল।
- যদি ম্যাচের মধ্যে ড্র হয় তবে সেক্ষেত্রে সুপার ওভারের খেলা হবে।
- টেবিলের শীর্ষে থাকা চার দল খেলবে কোয়ালিফায়ারে।
- কোয়ালিফায়ার-১ এর মধ্যে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দলের লড়াই হবে।
- এরপর অনুষ্ঠিত হবে পয়েন্ট টেবিলের ৩ নম্বর দল এবং ৪ নম্বর দলের সাথে সেটি হবে এলিমিনেটর ম্যাচ।
- এলিমিনেটর বিজয়ী দলের সঙ্গে কোয়ালিফায়ার-১ পরাজিত দলের খেলা অনুষ্ঠিত হবে এবং সেটি হবে কোয়ালিফায়ার-২।
- কোয়ালিফায়ার-১ এবং কোয়ালিফায়ার-২ বিজয় দলগুলো ফাইনাল খেলবে।
আই পি এল পয়েন্ট টেবিল মূলত এভাবেই নির্ধারণ করা হয়ে থাকে প্রতি বছরই।
দশটি দলের অংশগ্রহণে এবারও আইপিএল অনুষ্ঠিত হতে যাচ্ছে। চলুন এ পর্যায়ে আই পি এল পয়েন্ট টেবিল দেখে নেয়া যাক।
আইপিএল পয়েন্ট তালিকা ২০২৩ | IPL Points List 2023
নং- | দল | ম্যাচ | জয় | হার | নেট রানরেট | পয়েন্ট |
---|---|---|---|---|---|---|
1 | গুজরাট টাইটানস | 11 | 8 | 3 | +0.951 | 16 |
2 | চেন্নাই সুপার কিংস | 11 | 6 | 4 | +0.409 | 13 |
3 | লখনউ সুপার জায়ান্টস | 11 | 5 | 5 | +0.294 | 11 |
4 | রাজস্থান রয়্যালস | 11 | 5 | 6 | +0.388 | 10 |
5 | রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর | 10 | 5 | 5 | -0.209 | 10 |
6 | মুম্বাই ইন্ডিয়ান্স | 10 | 5 | 5 | -0.454 | 10 |
7 | পাঞ্জাব কিংস | 10 | 5 | 5 | -0.472 | 10 |
8 | কলকাতা নাইট রাইডার্স | 10 | 4 | 6 | -0.103 | 8 |
9 | সানরাইজার্স হায়দ্রাবাদ | 10 | 4 | 6 | -0.472 | 8 |
10 | দিল্লি ক্যাপিটালস | 10 | 4 | 6 | -0.529 | 8 |
আইপিএল দলের তালিকা ২০২৩
এবারের আইপিএলে সর্বমোট দশটি দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে সকল ম্যাচগুলো।
সে সকল দলগুলোর তালিকা সম্পর্কে জানতে অনেকেই আপনারা গুগলের মাধ্যমে সার্চ করে থাকেন।
চলুন সকল দলগুলো এবং দলের অধিনায়ক সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেয়া যাক।
ক্রমিক নং | দলের নাম | দলের অধিনায়ক |
১. | চেন্নাই সুপার কিংস | এম এস ধোনি |
২. | মুম্বাই ইন্ডিয়ানস | রোহিত শর্মা |
৩. | রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর | ফাফ ডু প্লেসিস |
৪. | কলকাতা নাইট রাইডার্স | শ্রেয়াস আইয়ার |
৫. | সানরাইজার্স হায়দ্রাবাদ | N/A |
৬. | দিল্লি ক্যাপিটালস | ঋষভ পন্ত |
৭. | পাঞ্জাব কিংস | শিখর ধাওয়ান |
৮. | রাজস্থান রয়্যালস | সাঞ্জু সেমসান |
৯. | গুজরাট টাইটানস | হার্দিক পান্ডিয়া |
১০. | লখনউ সুপার জায়ান্টস | কে এল রাহুল |
আরও পড়ুনঃ
আইপিএল ২০২৩ পয়েন্ট টেবিল FAQS
এবারের আইপিএল ২০২৩ পয়েন্ট টেবিল আপনাদের পোস্টের মাধ্যমে দেয়া হয়েছে।
২৫ মার্চ ২০২৩ তারিখে আইপিএল ২০২৩ শুরু হবে।
১০ টি দল নিয়ে হতে যাচ্ছে আইপিএল ২০২৩।
উপসংহার
প্রিয় পাঠক বৃন্দ আইপিএল ২০২৩ পয়েন্ট টেবিল সম্পর্কে আজকের এই আর্টিকেলে আপনাদেরকে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।
আশা করছি আইপিএল পয়েন্ট টেবিল সম্পর্কে আজকের এই আর্টিকেল থেকে আপনারা বিস্তারিত তথ্য জানতে পেরেছেন।
আপনাদের যদি এই আর্টিকেল সংক্রান্ত আরো কোন প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন।
এছাড়াও আপনারা যারা অনলাইন থেকে ঘরে বসে টাকা আয় এবং বিভিন্ন ধরনের জ্ঞানমূলক ও খেলাধুলা বিষয়ক আর্টিকেল পড়তে চান সেই আর্টিকেলগুলো আমাদের ওয়েবসাইট থেকে আপনারা পেয়ে যাবেন।
তাই অবশ্যই ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট এবং জয়েন করতে পারেন আমাদের ফেসবুক পেইজে।
ধন্যবাদ।
আরও পড়ুনঃ
আইপিএলে সবচেয়ে দামি প্লেয়ার কে
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।