Jibon Khub Koster Bangla SMS পোস্টে আপনাদের সকলকে স্বাগতম। আমাদের মনের ভেতরে জমে থাকা দুঃখ-কষ্ট, ব্যথা ও বেদনাকে SMS এর মাধ্যমে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে মন হালকা করার জন্য অনেকেই Jibon Khub Koster এসএমএস গুলি সার্চ করে থাকেন।
Jibon Khub Koster Sms বা Dukher Sms কখনো খোঁজ করেননি এমন লোকের সংখ্যা খুবই কম। বর্তমান ডিজিটাল সময় লোকেরা গুগলে Jibon Khub Koster এসএমএস খুঁজে থাকেন।
আপনিও যদি গুগলে দুঃখ কষ্টের এসএমএস খুঁজেন তবে আপনি সঠিক জায়গায় এসেছেন। আজকের এই পোস্টে আমরা চমৎকার কিছু জীবন নিয়ে কষ্টের এসএমএস দেওয়ার চেষ্টা করব।
Jibon Khub Koster Sms ও Bengali Sad Poem নিয়ে এসেছি। এই SMS গুলোকে আপনি খুব সহজেই কপি করে আপনার প্রিয়জনদের পাঠিয়ে মন হালকা করতে পারবেন এবং নিজেকে অনেকটা হালকা মনে করতে পারবেন।
Jibon Khub Koster Bangla SMS 2023 | জীবন নিয়ে খুব কষ্টের এসএমএস স্ট্যাটাস
সকল ধরণের অনুভূতি দিয়েই মহান আল্লাহ তায়ালা আমাদের আমাদের জীবনকে পরিপূর্ণ করেছেন। মানুষের জীবন দুঃখ কষ্ট নিয়ে গঠিত।
জীবনে ( Khub Kosto ) দুঃখ-কষ্ট হলো সেই অনুভূতি গুলোর একটা অংশ যার সাথে কমবেশি আমরা সকলেই পরিচিত।
আনন্দকে যেমন আমরা বন্ধু-বান্ধব ও প্রিয়জনদের সাথে ভাগ করে নেই, ঠিক সেই রকম কষ্টকেও বন্ধু-বান্ধব ও প্রিয়জনদের সাথে ভাগ করে নিতে হয়। কিন্তু সকল কষ্টের অংশীদার সবাই হয়না এবং কিছু কষ্ট থাকে যা সকলের কাছে প্রকাশ করাও যায় না।
আবার অনেক সময় সঠিক বাক্যের অভাবে আপনি যদি আপনার খুব কষ্টের অনুভূতি গুলোকে প্রিয়জনদের সাথে শেয়ার না করতে পারেন, তাহলে এই Koster SMS গুলো আপনার কষ্টের অনুভূতি গুলোকে শেয়ার করতে সাহায্য করবে বলে আমি মনে করি।
“ভালােবাসা পেতে ভাগ্য লাগে,
আর আমার তাে ভাগ্য নেই
সব দুর্ভাগ্য!!”
একলা আমি…বড় একলা সময়…
আধার যেনো এই মনের শহরে,
বৃষ্টি ঝরে এই হৃদয় জুরে…
সারা রাত-সারা দিন আর প্রতিটি প্রহর…
“প্রচন্ড অপমান নিয়ে
যারা হারিয়ে যায়!!
তারা শত অনুরােধেও
আর ফিরে আসে না!”
জীবন নিয়ে খুব কষ্টের এসএমএস
একলা আমি…বড় একলা সময়…
আধার যেনো এই মনের শহরে,
বৃষ্টি ঝরে এই হৃদয় জুরে…
সারা রাত-সারা দিন আর প্রতিটি প্রহর…
বেদনা হলো এমন একটা আলোড়ন,
যেটা জীবন নামক তরঙ্গের অস্তিত্বটাই প্রমাণ করে ..
dukher jibon khub koster bangla sms
দেয়ালে দেয়ালে খেয়ালে খেয়ালে…
হিসেবে বেহিসাবে তোমাকে খুজি,
আড়ালে আড়ালে কোথায় হারালে…
ফিরে তুমি আর আসবে না বুঝি…।
ব্লগ লিখে আয় করার উপায় | ঘরে বসে বাংলা লিখে টাকা আয় করুন! বিকাশ পেমেন্ট
Jibon Khub Koster Bangla SMS – অতি কষ্টের এসএমএস
মিথ্যা বাদী বন্ধুর চেয়ে সত্যবাদী বন্ধু অনেক ভালো যদিও সে আপনাকে ক্ষণিকের জন্য কষ্ট দেয় তবে সে আপনার কষ্ট ফিল করবে।
তাই জীবনে ভালো থাকতে মিথ্যাবাদী সাথে বন্ধুত্ব করা থেকে বিরত থাকুন।
আর এখান থেকে কষ্টের এসএমএস (dukher jibon khub koster bangla sms) গুলো ভালোভাবে পড়ে আপনার মিথ্যাবাদী বন্ধুটিকে একটি এসএমএস সেন্ড করুন।
“মন তাকেই পছন্দ করে যে ভাগ্যে থাকে না!”
দুঃখ তখনই আসে…
যখন শত চেষ্টায়ও আপনজনকে আপন করতে পারিনা….।
“যে বৃষ্টির ফোঁটা তােমায় আজ
নতুন প্রেমের স্পর্শ মাখায় ,
সেই বৃষ্টির ফোঁটায় পুরাতন প্রেম
দুচোখের জল লুকায়।”
দুঃখকে দুরে রাখার জন্যে যদি প্রাচীর দিয়ে রাখো,
তাহলে সুখও আটকে যাবে ..
দুঃখ কষ্টের সমন্বয়ে জীবন মনে করি।
জীবনের এক নাম সুখ।
জীবনের অপর নাম দুঃখ
সব ভালো জিনিসই একদিন না একদিন শেষ হয়ে যায় ,
কিন্তু মন্দ জিনিস চিরকাল ধরেও চলতে পারে …
“তাকেই বেশি মনে পরে
যে সারাদিন একবার ও আমার
খোঁজ নেয় না!!”
মানুষের চোখে হচ্ছে সবচেয়ে বড় বোকা
এরা নিজের হয়ে ও অন্যের জন্য কাঁদে।
আরও পড়ুনঃ
NESCO Bill Check Online | অনলাইনে নেসকো বিদ্যুৎ বিল চেক পদ্ধতি
বিকাশে টাকা দেখার নিয়ম কি? How to check Bkash account balance?
জীবন নিয়ে খুব কষ্টের স্ট্যাটাস
“গুরুত্ব বেশি দিলে
একসময় নিজেকেই
গুরুত্বহীন হয়ে যেতে হয়!”
“পৃথিবীতে সবকিছু বুঝতে
সময় লাগে,
কিন্তু ভুল বুঝতে একটা
মুহূর্তই যথেষ্ট!”
“চলে গেলে চলে যাবে
পিছু আর ডাকবো না।
কথা যদি না বলো
মনে আর রাখবো না।”
“শুরুতে সবই ভালাে লেগে যায়,
মনে হয় সে একই নয়।
কালের নিয়মে ভুলও ভেঙে যায়,
পড়ে থাকে শুধু অভিনয়..”
মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো !
কষ্ট মানুষ কে পরিবর্তন করে
আবার কষ্ট মানুষ কে শক্তি শালি করে ।
“ব্যাথা সবসময় কান্না দিয়ে
প্রকাশ করা যায় না ,
কিছু কিছু সময় সেটা
হাসি দিয়ে প্রকাশ করতে হয়।”
“মনে ছিলো কতো সপ্ন,
ছিলো কতো আসা..
সব কিছুই মিথ্যে ছিলো
তোমার ভালোবাসা।”
আমার রাত জাগা তারা
তোমার আকাশ ছোঁয়া বাড়ি!!!!
“ছেড়ে গিয়েও স্মৃতির মাঝে
ডুবিয়ে রাখে যে।
অভিশাপ দিলাম স্মৃতি ছাড়াই
ভালাে থাকুক সে।”
“বৃষ্টি না আসলে বােঝা যায়না
নিখুঁত ঘরের ছিদ্র কোথায় টিনে।
খারাপ সময় না আসলে।
বােঝা যায় না কি আছে কার মনে।”
যদি মনের আকাশে মেঘ জমে তবে
অসরু হয়ে ঝড়ে পরে,যদি ব্যথার
আকাশ নীল হয় তবে কষ্ট সব পাথর হবে.?
আরও পড়ুনঃ
How To Check Teletalk Number? Teletalk Number Check Code
Brta.gov.bd ড্রাইভিং লাইসেন্স চেক পদ্ধতি । Driving license check in BD
dukher jibon khub koster bangla sms
মহান আল্লাহতালা মানুষকে খুব বেশিদিন কষ্টে রাখতে পছন্দ করেন না তিনি তাঁর বান্দাদেরকে অনেক ভালবাসেন এবং ভালোবেসে তিনি তাদের সৃষ্টি করেছেন।
তবে সাময়িক পরীক্ষায় নিজেকে অসফল মনে করবেন না অন্ধকারের পর আলো আসবেই ধৈর্য ধারণ করুন। এখান থেকে আপনার জন্য বাছাই করা কিছু dukher jibon khub koster bangla sms এসএমএস নিয়ে এসেছি তা পড়ুন।
“একা থাকার কষ্টটা
একমাত্র সেই মানুষটাই
ভালােভাবে উপলব্ধি করতে পারে ..
যে এক বুক ভালােবাসা দিয়েও
শুধু অবহেলাই পেয়েছে।”
সিঙ্গেলদের আরেক কষ্ট,
ঘন ঘন মানুষের রিলেশনশিপ
স্ট্যাটাস দেখা
“অভিযােগ, অভিমান আজ থেকে
সব বন্ধ, ভালােবাসা যে
আজ বড়ই ক্লান্ত।”
“মনটাও কি জিনিস
বুকের মধ্যে তাে থাকে
কিন্তু আয়ত্বে থাকে না।”
“ভরা পকেট…
পৃথিবী কিনিয়ে দেয়
খালি পকেট…
মানুষ চিনিয়ে দেয়।”
“লােকে ঠিকই বলে
পৃথিবীতে কেউ কারাের নয়
কিছুটা মায়া বাকিটা অভিনয়৷”
“কাউকে মিথ্যা প্রতিশ্রুতি
দিয়ে হাসানাের চেয়ে ,
সত্য বলে কাদানাে শ্রেয়…”
কষ্টে ভরা জীবন আমার,, দুঃখ ভরা মন,,
মনের সাথে যুদ্ধ করে আছি সারাক্ষন..
তারার সাথে থাকি আমি,,
চাঁদের পাশাপাশি,,
আজব এক ছেলে আমি দুঃখ পেলেও হাসি..!!
কষ্ট গুলো যদি কাগজ হতো
আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিতাম।
কিন্তু কষ্ট গুলো হল আগুন
যা আমাকে কাগজের মত পুড়িয়ে ছাই করে দিচ্ছে।
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আছি
তুমি চাইলে আমি দেবো
অথৈ সাগর পাড়ি
“বর্তমান সম্পর্কগুলাে
কাঁচের ঘরের মতাে,
অল্প আঘাতে ভেঙে যায়।”
“প্রয়েজন শেষ তাই
ব্যবহার টা বদলে গিয়েছে…”
“খুব কষ্ট হয় যখন
পরিস্থিতি না বুঝেই ভুল
বোঝে কাছের মানুষগুলাে!”
“এখন আর অন্ধকার কে
ভয় পাই না,
কারণ জীবনটাই পুরাে
অন্ধকার হয়ে গেছে।”
“বন্ধুত্র কখনো নকল হয় না
নকল তো সেই মানুষটা হয়
যে বন্ধুরতের মূল্য দিতে পারে না!”
কিছু রাত কেটে যায় সপ্ন বিহিন..
কিছুআশা ভেঙ্গে যায় নিরবে..
কিছুস্রিতি কাদিয়ে যায় আরালে..
কিছু মানুষদুরে হারায় কিছু না বলে..!!
মানুষের মন।
সত্যি আজ দু চোখের জল দিয়ে সেটা বিশ্বাস করতে হচ্ছে।
“মনটাও কি জিনিস
বুকের মধ্যে তাে থাকে
কিন্তু আয়ত্বে থাকে না…”
Bangla Valobashar Koster Sms – ভালোবাসার কষ্টের এসএমএস
“তোমার হারানো স্মৃতি আমাকে
এখনো কাঁদায়।
কেন চলে গেলে আমাকে ছেড়ে,
তোমাকে ভুলে যাবার অনেক
চেষ্টা করেছি,
কিন্তু তোমাকে ভুলতে পারি না…”
আমি যখন তোমার নামমাটিতে লিখলাম ,,
বৃষ্টিতে ভিজে গেলো …..আকাশে লিখলাম ,
আকাশমেঘে ঢেকে গেলো ….
কিন্তু যখনইহৃদয়ে লিখলাম ,,
ঠিক তখনইতুমি আমায় ভুলে গেলে
“যখন তোমাকে খুব মিস করি,
তখন ঐ আকাশের দিকে
তাকিয়ে থাকি…
জানি সেখানে তোমাকে
দেখতে পাবনা…
কিন্তু এই ভেবে শান্তনা পাই যে,
দুজনে এক আকাশের
নিচেই তো আছি….”
“কষ্ট তাে তখন হয়,
যখন কেউ অনেকটা কাছে এসে,
আবার দূরে চলে যায়।”
“গোলাপকে ছিড়তে গেলে
কাঁটা লাগে হাতে।
মনের মানুষকে ভুলতে চাইলে
ব্যথা লাগে বুকে।
তাই শত কষ্টের মাঝে মনে
রাখতে চাই তোমাকে…”
“ভুলটা তোমারই ছিল,
আজও তো বুঝলে না।
চলে তো গেলে তুমি,
দিয়ে মোরে যন্ত্রনা।”
“যখন তোমায় মনে পরে,
মনজে আমার কেমন করে
তোমায় মিস করছি ভীষন
যত দিন এদেহে প্রান আছে,
তোমায় বধহয় আমার
ভুলে থাকা সম্ভব নয়।”
“মাঝে মাঝে তোমার কথা ভেবে
আমার চোখে জল এসে পড়ে…
এতটা Miss করি তোমাকে…
আবার সাথে সাথে যখন
তোমার সাথে কাটানো প্রিয়
মুহূর্ত গুলোর কথা মনে পড়ে,
তখন আমি কান্না ভেজা
চোখেই হেঁসে উঠি।”
তোমার শহরের কোণে
কেউ মায়া জমায় কি?
আমি এখনো ভাবি
সেই তোমাকে ফেরানো যাবে কি?
“তুমি কি অনুভব করতে পারো
আমার হৃদয় ভাঙ্গার বেদনা?
তুমি কি শুনতে পাও
আমার সপ্ন ভাঙ্গার কান্না?
যদি তুমি আমাকে বুঝতে
তবে আমাকে একা ফেলে
চলে যেতে না I Miss U”
jobin Koster Status Bangla
“মাঝে মাঝে তোমার স্মৃতি
গুলো ভীষন কাঁদায়।
আনমনে ভাবতে থাকি,
কোথায় যেন হারিয়ে যাই।
তখন তোমাকে কাছে
পাবার বাসনা খুব তীব্র হয়।”
“মন ভালো নেই,
বারে বারে মনে হয়
তুমি কাছে নেই।
কেন কাটেনা সময়,
সাতটি রঙে তোমাকে
খুঁজে বেরাই।
বৃষ্টি শেষে দেখা না হলে
বড়ো অভিমান হয়।
রাত কাটে নিরঘুম,
আমি নিশচুপ,
নিঃশব্দ ভেবে যাই।
কাছে চাই তোমায় এতোটাই।”
“এখনও তোমায় খুঁজি হাজার
লোকের ভিড়ে।
এখনও তোমার স্মৃতি আছে
হৃদয় জুড়ে,
হৃদয় জুড়ে অস্থিরতা
এখনও আমি বুঝি,
লোকালয় ছেঁড়ে
নির্জনেতে তোমায় খুঁজি…”
কেন এসেছিলে মনের আঙিনায়?
কেন মুগ্ধ করেছিলে কথার ছলনায়?
কেনই বা ভালবেসে ছিলে আমায়?
আর আজ কেনই বা হারিয়ে গেলে, আমায় ফেলে দুর অজানায়….!
তোমার চলে যাবার খুব বেশি কি তাড়া ছিল?
এতো তাড়াতাড়ি তবে কেন গেলে?
খুব বেশি কি তাড়া ছিল চলে যাবার,
খুব বেশি কি তাড়া ছিল ভুলে যাবার?
দুই পাখির দুই মন “যদি হয় এক মন”
দুই মনের একটি আশা
“এর নাম ভালবাসা”
ফুল ফুটে বা প্রেম হয় গোপনে বাড়ির পাশে
প্রেম করলে সুখ নেই কার জীবনে.
আরও পড়ুনঃ
Happy Valentines Day SMS Bangla
Bangla caption for pic picture
শেষ কথা
আশা করি Jibon Khub Koster Bangla SMS পোস্টে আপনার পছন্দের এসএমএস টি খুজে পেয়েছেন।
দুঃখ কষ্ট মানুষের জীবনে চিরস্থায়ী নয়। তাই দুঃখ-কষ্ট থেকে নিজেকে ওভারকাম করে সুখী হতে সবসময় দুঃখ কষ্ট নিয়ে পড়ে থাকবেন না।
চেষ্টা করুন বাইরের দুনিয়াকে জানতে এবং বুঝতে। কিছু সময়ের জন্য হলো কাছের মানুষদের কে বোঝানোর জন্য আপনি Jibon Khub Koster Bangla SMS গুলি আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় একাউন্টে শেয়ার করতে পারেন যাতে তারা বুঝতে পারে আপনি দুঃখী।
সিমের অফার মোবাইল ব্যাংকিং সেবা সমূহ ব্যবহারে মোবাইল ব্যাংকিং সেবার খরচে ইন্টারনেট থেকে টাকা আয় সম্পর্কে রেগুলার আপডেট পেতে রেগুলার ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।
অনলাইনে ঘরে বসে টাকা ইনকাম, টেলিকম অফার, মোবাইল ব্যাংকিং অফার ও ইন্টারনেট থেকে সঠিক তথ্য পেতে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়ের সাইট.
এই সম্পর্কে আরও জানার থাকলে কমেন্ট করুন।
জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
আরও পড়ুনঃ
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।