Brta.gov.bd ড্রাইভিং লাইসেন্স চেক – Driving license check in BD 

আপনি কি জানেন brta.gov.bd ড্রাইভিং লাইসেন্স চেক করতে হয় কিভাবে? নিজস্ব অথবা পেশাগত ভাবে ড্রাইভিং করেন অথচ ড্রাইভিং লাইসেন্স চেক করতে হয় না এমন লকের সংখ্যা নেই বললেই চলে। এখন ঘরে বসে মুঠোফোনের মাধ্যমে এবং অনলাইনে মুহূর্তের মধ্যে দুই ভাবেই brta.gov.bd ড্রাইভিং লাইসেন্স চেক করা যায়। 

আজকে আমরা জানবো, কিভাবে খুব সহজে মুহূর্তের মধ্যে ড্রাইভিং লাইসেন্স চেক করা যায়। অনলাইন ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম সম্পর্কে। পরিচিত হব অনলাইনে ড্রাইভিং লাইসেন্স চেক করার জন্য প্রয়োজনীয় সফটওয়ার এর সাথে।

একটা সময় brta.gov.bd ড্রাইভিং লাইসেন্স চেক করার জন্য বি আর টি এ ছোটাছুটি করা লাগতো দিনের পর দিন। এখন মুহূর্তের মধ্যে চেক করে নেওয়া যায় ড্রাইভিং লাইসেন্স চেক অনলাইন এবং মুঠোফোনের মাধ্যমে। কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক brta.gov.bd ড্রাইভিং লাইসেন্স চেক সম্পর্কে বিস্তারিত। 

Brta.gov.bd ওয়েবসাইট থেকে ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম পদ্ধতি – Brta.gov.bd Driving license check BD

Brta.gov.bd ড্রাইভিং লাইসেন্স চেক পদ্ধতি
Brta.gov.bd ড্রাইভিং লাইসেন্স চেক পদ্ধতি

আজ থেকে কয়েক বছর আগেও যখন ঘরে বসে ড্রাইভিং লাইসেন্স চেক করার সিস্টেম চালু হয়নি তখন ড্রাইভিং লাইসেন্স চেক করার জন্য সারাদিন বিআরটিএ অফিসে ঘুরতে হতো। পড়তে হতো বিভিন্ন ধরনের হয়রানি কিংবা দালালের খপ্পরে। 

সেখানে এখন মুহূর্তের মধ্যে ঘরে বসে একাধিক উপায়ে brta.gov.bd ড্রাইভিং লাইসেন্স চেক করা যায় মুহূর্তের মধ্যে। এখন পর্যন্ত বিআরটি অফিসে সাধারণত না গিয়েই দুই ভাবে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স চেক করতে পারবেন। 

প্রথম উপায়ে হচ্ছে রেফারেন্স নাম্বার দিয়ে মোবাইলের এসএমএস এর মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক করতে পারবেন। 

দ্বিতীয়ত সফটওয়্যার ব্যবহার করে অনলাইনের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক এবং ড্রাইভিং লাইসেন্স অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন।

রেফারেন্স নাম্বার ড্রাইভিং লাইসেন্স চেক 

রেফারেন্স নাম্বার দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক
রেফারেন্স নাম্বার দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক

এবার জানবো, রেফারেন্স নাম্বার দিয়ে মোবাইলে এসএমএস এর মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক এবং  সফটওয়্যার ব্যবহার করে অনলাইনের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক এবং ড্রাইভিং লাইসেন্স অনলাইন কপি ডাউনলোড এর উপায় সম্পর্কে। 

রেফারেন্স নাম্বার দিয়ে মোবাইলে এসএমএস এর মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক করার পদ্ধতি

ড্রাইভিং লাইসেন্সের জন্য বায়োমেট্রিক্স সম্পন্ন করার পরে বিআরটিএ এর এ্যাকনলেজমেন্ট স্লিপে রেফারেন্স নাম্বার টি দেয়া থাকে।

মোবাইলের এসএমএস এর মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স দেখার জন্য স্লিপে দেওয়া রেফারেন্স নাম্বারটি ব্যবহার করতে হবে। 

আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে DL লিখে স্পেস দিয়ে রেফারেন্স নাম্বারটি লিখুন।

ধরুন আপনার রেফারেন্স নাম্বারটি যদি হয় MN56Q039 হয় তাহলে আপনি মেসেজ অপশনে গিয়ে লিখবেন DL MN56Q039 লিখে মেসেজটি পাঠিয়ে দিন 26969 নাম্বারে। 

Example: Write “DL MN56Q039” and Send 26969.

এবার ফিরতি এসএমএস এ আপনার চিপ যুক্ত স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স এর বর্তমান স্বাভাবিক অবস্থা জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুনঃ

বঙ্গবন্ধুর প্রথম জীবনীকার কে? Who is the first biographer of Bangabandhu?

ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

স্কলারশিপ কিভাবে পাওয়া যায় । বিদেশে স্কলারশিপ পাওয়ার যোগ্যতা

যেখান থেকে আপনি আপনা ড্রাইভিং লাইসেন্স এর সব ধরনের তথ্য দেখতে পাবেন।

বলে রাখা ভালো, ফিরতি মেসেজ আসতে কয়েক মিনিট পর্যন্ত সময় লাগতে পারে। 

ব্লগ লিখে আয় করার উপায় | ঘরে বসে বাংলা লিখে টাকা আয় করুন! বিকাশ পেমেন্ট

সফটওয়্যার ব্যবহার করে চেক পরীক্ষা পদ্ধতি

এবার দেখে নেওয়া যাক সফটওয়্যার ব্যবহার করে অনলাইনের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক এবং ড্রাইভিং লাইসেন্স অনলাইন কপি ডাউনলোড করার উপায় 

অনলাইনে brta.gov.bd ড্রাইভিং লাইসেন্স চেক করতে হলে আপনাকে একটি সফটওয়ার নামাতে হবে।

এক্ষেত্রে প্রথমে আপনি আপনার মোবাইলের প্লে স্টোরে প্রবেশ করবেন। ইমেইল থেকে সাইন ইন করা না থাকলে সাইন ইন করে নিবেন। তা নাহলে কোনো সফটওয়ারই নামাতে পারবেন না। 

ড্রাইভিং লাইসেন্স হয়েছে কিনা কিভাবে জানবো বা পরীক্ষা করবো

আপনার কাছে যদি brta.gov.bd ড্রাইভিং লাইসেন্স স্লিপ নম্বর থেকে তবে আপনি ড্রাইভিং লাইসেন্স হয়েছে কিনা জানতে পারবেন।

ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

কেননা স্লিপ নম্বরে রেফারেন্স নাম্বারটি উল্লেখ থাকে। যা brta gov bd ড্রাইভিং লাইসেন্স online পরীক্ষা করতে প্রয়োজন পড়ে।

ড্রাইভিং লাইসেন্স অনলাইন কপি ডাউনলোড

ড্রাইভিং লাইসেন্স অনলাইন কপি ডাউনলোড
ড্রাইভিং লাইসেন্স অনলাইন কপি ডাউনলোড

এরপর প্লে স্টোরে আপনি DL Checker লিখে সার্চ করুন। এবার DL Checker নামের প্রথম সফটওয়ারটি ডাউনলোড করে নিন আপনার মোবাইলে। 

আপনি যদি সফটওয়্যারের মাধ্যেমে অনলাইনে ড্রাইভিং লাইসেন্স চেক করতে চান, অথবা ড্রাইভিং লাইসেন্স অনলাইন কপি নামাতে চান তাহলে নিচে দেখানো পদ্ধতি টি অবলম্বন করুন।

  • ডাউনলোড শেষে সফটওয়ারটি ওপেন করুন।
  • এবার আপনার কাছে আপনার জন্ম তারিখ এবং DL Number দিতে বলা হবে।
  • নির্ধারিত স্থানে আপনি আপনার জন্ম তারিখ এবং DL Number বসান। এবার সার্চ বাটনে ক্লিক করুন। 

আপনি এখন আপনার নাম,জন্ম তারিখ, সহ লাইসেন্সের মেয়াদ এবং ড্রাইভিং লাইসেন্সের অনলাইন কপিতি দেখতে পাবেন। এখানে আপনি ড্রাইভিং লাইসেন্স অনলাইন কপিটি ডাউনলোড করে নিতে পারবেন। 

এতক্ষণে নিসচই জানা হয়ে গেছে কিভাবে আপনারা ঘরে বসেই মুহূর্তের মধ্যে আপনাদের brta.gov.bd ড্রাইভিং লাইসেন্স চেক করে নিতে পারবেন এবং ডাউলোড করতে পারবেন। 

এবার ড্রাইভিং লাইসেন্স নবায়ন বা রিনিউ করার বিষয়ে জেনে নেওয়া যাক।

আরও পড়ুনঃ

স্নাপটিউব অ্যাপ কি? What is Snaptube App?

অনলাইন চালান ভেরিফিকেশন । Online Invoice Verification Detail 

ড্রাইভিং লাইসেন্স নবায়ন বা রিনিউ করার পদ্ধতি

একটি ড্রাইভিং লাইসেন্স এর মেয়াদ সাধারণত ৫ থেকে ১০ বছর পর্যন্ত হয়ে থাক। এই মেয়াদ শেষে ড্রাইভিং লাইসেন্স টিকে পুনরায় নবায়ন অর্থাৎ নতুন বা রিনিউ করতে হয়।

এক্ষেত্রে কিছু ডকুমেন্ট এর দরকার হবে। ডকুমেন্ট এর কপিগুলো নিয়ে বিআরটি অফিসে যোগাযোগ করলে তারা খুব সহজ কিছু স্টেপের মাধ্যমে আপনাকে আপনার ড্রাইভিং লাইসেন্স নবায়ন করে দিবে। 

brta.gov.bd ড্রাইভিং লাইসেন্স নবায়ন করার জন্য যেসব প্রয়োজনীয় ডকুমেন্ট দরকার সেসব নিচে উল্লেখ করা হলোঃ 

১) নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করে পূরণ করতে হবে। 

২) নির্ধারিত ফি জমা দানের রশিদ সংগ্রহ করতে হবে। 

৩) রেজিস্টার্ড ডাক্তার প্রদত্ত মেডিকেল সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। 

৪) পেশাদার লাইসেন্সের জন্য পুলিশ তদন্ত প্রতিবেদন সংগ্রহ করতে হবে। 

৫) জন্ম সনদ বা NID Card বা পাসপোর্টের ফটোকপি সাথে জমা দেওয়ার জন্য ফটোকপি রাখতে হবে। 

৬) এক কপি স্ট্যাম্প এবং এক কপি পাসপোর্ট সাইজের ছবি সাথে নিতে হবে। 

লাইসেন্স নবায়নের জন্য এই সব ডকুমেন্ট গুলো সংগ্রহ করে আপনাকে বিআরটিআই অফিসে যোগাযোগ করতে হবে। 

আজকে আমরা জানতে চেষ্টা করেছি কিভাবে ঝামেলা ছাড়াই ঘরে বসে মুহূর্তের মধ্যে brta.gov.bd ড্রাইভিং লাইসেন্স চেক করা যায়।

এছাড়াও মোবাইলের মেসেজের মাধ্যমে এবংসফটওয়ারের মাধ্যমে কিভাবে ড্রাইভিং লাইসেন্স চেক এবং ডাউনলোড করা যায় তা জানার চেষ্টা করেছি।

উপরের নিয়ম অনুযায়ী আপনি যেকোনো সময়ে বি আর টি এ ড্রাইভিং লাইসেন্স চেক করতে পারবেন মুহূর্তের মধ্যে। 

অনলাইনে বি আর টি এ ড্রাইভিং লাইসেন্স চেক FAQS

brta.gov.bd ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম?

অফিশিয়ালি brta.gov.bd ড্রাইভিং লাইসেন্স চেক করতে সাইটে ভিজিট করুন এবং ড্রাইভিং লাইসেন্স দেখার জন্য স্লিপে দেওয়া রেফারেন্স নাম্বারটি ব্যবহার করুন।

অনলাইনে ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম পদ্ধতি?

ঘরে বসে মোবাইল অনলাইনে ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম হচ্ছে স্লিপে দেওয়া রেফারেন্স নাম্বার টি ব্যাবহার করা। আপনার রেফারেন্স নাম্বার টি যদি MN56Q039 হয় তাহলে আপনি মেসেজ অপশনে গিয়ে DL MN56Q039 লিখে মেসেজটি পাঠিয়ে দিন 26969 নাম্বারে। 

ড্রাইভিং লাইসেন্স হয়েছে কিনা কিভাবে জানবো?

এখন ড্রাইভিং লাইসেন্স হয়েছে কিনা জানতে আপনার মোবাইল থেকে DL লিখে স্পেস দিয়ে রেফারেন্স নাম্বার টি লিখে ২৬৯৬৯ নম্বরে এসএমএস সেন্ড করুন।

ড্রাইভিং লাইসেন্স চেক করার সফটওয়্যার কোনটি?

ঘরে বসে ড্রাইভিং লাইসেন্স চেক করার সফটওয়্যার হচ্ছে DL Checker অ্যাপ। গুগল প্লে স্টোরে আপনি DL Checker লিখে সার্চ করুন এবং আমাদের দেখানো পদ্দতি অনুসরণ করুন।

রেফারেন্স নাম্বার দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক করার উপায় কি?

রেফারেন্স নাম্বার দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক করতে DL Checker aap ডাউনলোড করুন।

আরও পড়ুনঃ

পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন?

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট চেক । Biman Bangladesh Airlines ticket

ট্রেড লাইসেন্স করার নিয়ম কি? Rules For Trade Licensing in BD

উপসংহার

সর্বোপরি, দৈনন্দিন জীবনে গাড়ি চালাতে পারার কোনো বিকল্প হয় না। আর এটি নিয়ন্ত্রণের জন্য ড্রাইভিং লাইসেন্স আইন আছে।

যা বর্তমানে সড়ক পরিবহন আইন ২০১৮ কার্যকর আছে। সঠিক ও বৈধ উপায়ে আপনার ড্রাইভিং লাইসেন্স নিশ্চিত করুন এবং নিয়মিত নবায়ন করুন এবং চেক করুন।

মনে রাখবেন একটু গাফেলতিতে আপনি যেকোনো ধরনের বড় বিপদের সম্মুখীন হতে পারেন। 

আশা করছি আজকের আর্টিকেলটি পড়ার পরে Brta.gov.bd ড্রাইভিং লাইসেন্স চেক বিষয়ে আর ভ্রান্ত ধারণা বা অজ্ঞতা থাকবেনা।

সকল বিষয়ে এরকম নিত্য নতুন আর্টিকেল পেতে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট। কানেক্ট থাকুন আমাদের ফেসবুক পেজে।

অনলাইনে ঘরে বসে টাকা ইনকাম, টেলিকম অফার, মোবাইল ব্যাংকিং সেবা অফার ও ইন্টারনেট থেকে সঠিক তথ্য পেতে আমাদের সাথে থাকুন।

আরও পড়ুনঃ

রকেট একাউন্ট দেখার নিয়ম

বিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম

কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

Leave a Comment