Nagad account open offer সম্পর্কে আজকে আপনাদের জানাবো। নগদ একাউন্ট খোলার পদ্ধতি, Nagad নতুন account offer সম্পর্কে জনাতে পারবেন। নগদ একাউন্ট খোলার পদ্ধতি সম্পর্কে অনেকেই চিন্তিত হতে লক্ষণীয়।
অথচ বাংলাদেশে যতগুলি মোবাইল ব্যাংকিং সেবা রয়েছে, সকল মোবাইল ব্যাংকিং থেকে সহজে নগদে একাউন্ট খোলা যায়।
আপনি কি দেশের সেরা ক্যাশ আউট খরচে টাকা লেনদেন করতে চান? আপনি চাইলেই হাতের কাছে পাচ্ছেন নগদ। এখন দেশে ডাক বিভাগ পরিচালিত মোবাইল ব্যাংকিং সেবা নগদ ব্যাবহারকারীর সংখ্যা বেড়ে চলেছে।
বন্ধুরা আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে, আপনার মোবাইল লাগানো সিমে নগদ একাউন্ট খোলা রয়েছে। আপনাকে শুধু *১৬৭# ডায়াল করে একটি পিন কোড সেট করতে হবে।
নগদ একাউন্ট খোলার পর আপনি উপভোগ করতে পারবেন নতুন Nagad account open offer সমূহ। চলুন দেখে নেই ঘরে বসে নগদ একাউন্ট খোলার নিয়ম পদ্দতি।
Contents In Brief
- 1 Nagad account open offer system Bangla – নগদ একাউন্ট খোলার নিয়ম ২০২৩
- 1.1 নগদ একাউন্ট খোলার নিয়ম | ঘরে বসে নিজেই নিজের নগদ একাউন্ট খোলার পদ্ধতি
- 1.2 নগদ উদ্যোক্তা পয়েন্ট থেকে নগদ একাউন্ট খোলার পদ্ধতি
- 1.3 নগদ অ্যাপ থেকে নগদ একাউন্ট খোলার পদ্ধতি
- 1.4 Nagad account open syastem and pin set
- 1.5 Nagad account open offer
- 1.6 Nagad 20 TK Cashback offer – নগদ ২০ টাকা ক্যাশব্যাক অফার
- 2 Nagad Account Open Offer FAQS
Nagad account open offer system Bangla – নগদ একাউন্ট খোলার নিয়ম ২০২৩
বন্ধুরা Nagad account open করা যে কোন সিম থেকে ফ্রি। আপনি ঘরে বসে নিজেই নিজের নগদ একাউন্ট খুলতে পারবেন এছাড়াও নগদ উদ্যোক্তা পয়েন্ট থেকে আপনি ফ্রিতে Nagad account চালু করতে পারবেন।
আপনি দেশের যে কোন মোবাইল অপারেটর ব্যবহার করেননা কেন এখন আপনি অতি সহজেই Nagad account খুলতে পারবেন যেকোন সিমে দেশের যেকোন প্রান্ত থেকে।
আরও পড়ুনঃ
পৃথিবীতে কয়টি মুসলিম দেশ আছে?
নগদ একাউন্ট খোলার নিয়ম | ঘরে বসে নিজেই নিজের নগদ একাউন্ট খোলার পদ্ধতি
ঘরে বসে নিজেই নিজের নগদ একাউন্ট খুলতে আপনার মোবাইল থেকে *167# ডায়াল করুন। আপনার মোবাইল স্ক্রিনে Set 4-digit PIN: লেখা দেখতে পাবেন।
আপনি যে সিম ব্যবহার করতেছেন এই অপারেটর নগদের সাথে আইডি শেয়ার সম্পর্কিত কিছু তথ্য থাকবে এবং পরবর্তীতে Enter New PIN থাকবে। তারপর Confirm new PIN ( প্রথমে যে পিন কোড লিখেছেন পুনরায় একই পিন কোড লিখুন )।
প্রথম এবং দ্বিতীয় বার প্রবেশ করানো পিনকোড একই থাকলে আপনার Nagad account open হয়ে যাবে। এখন আপনি নিশ্চিন্তে নগদ লেনদেন করতে পারবেন।
নগদ উদ্যোক্তা পয়েন্ট থেকে নগদ একাউন্ট খোলার পদ্ধতি
আমরা আপনাদের জানাতে চায় যে নিজে নিজে ঘরে বসে নগদ একাউন্ট খোলা হয় গ্রাহক মাঝেমধ্যে কিছু সমস্যার সম্মুখীন হয়ে থাকেন।
এই সমস্যা সম্পর্কে আমরা পরবর্তীতে আলোচনা করার চেষ্টা করব।
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।
উদ্যোক্তা পয়েন্ট থেকে একাউন্ট খোলা ফ্রি।
আপনি যদি নগদ উদ্যোক্তা পয়েন্টে থেকে নগদ একাউন্ট খুলতে চান তবে আপনি আপনার ভোটার আইডি কার্ড নিয়ে নগদ উদ্যোক্তা পয়েন্টে হাজির হন।
ভোটার আইডি কার্ড ব্যতীত কোনো ধরনের তথ্য আপনার কাছে চাওয়া হবে না।
দ্রুত নগদ উদ্যোক্তা পয়েন্ট থেকে নগদ একাউন্ট খোলার সুবিধা হচ্ছে আপনি নগদ এর সকল ফিচার উন্মুক্ত করতে পারবেন অনায়াসেই।
আরও পড়ুনঃ
Free Taka Income Bkash Payment
নগদ অ্যাপ থেকে নগদ একাউন্ট খোলার পদ্ধতি
বন্ধুরা সহজে Nagad account open করতে আপনি ব্যাবহার করতে পারেন জন্য Nagad APP. নগদ অ্যাপ দিয়ে একাউন্ট খোলা, *167# ডায়াল করে বা নগদ উদ্যোক্তা পয়েন্ট থেকে নগদ এর একাউন্ট খোলা থেকে অনেক সহজ।
নগদ অ্যাপ থেকে একাউন্ট খুলতে আপনার একটি স্মার্টফোন থাকা জরুরি। আপনার স্মার্টফোনে নগদ অ্যাপস টি ডাউনলোড করুন এবং ইন্সটল করুন।
নগদ অ্যাপে উপরে ডানপাশে ভাষা সেটিং অপশন থেকে আপনি বাংলা অথবা ইংরেজি ভাষা সিলেক্ট করে নিতে পারেন প্রথমেই।
No#1. সফলভাবে ডাউনলোড হয়ে গেলে রেজিস্ট্রেশন করুন বাটনে ট্যাপ করুন।
No#2. মোবাইল নাম্বার দিয়ে পরবর্তী বাটনে ট্যাব করুন।
No#3. মোবাইল অপারেটর ( টেলিটক/গ্রামীনফোন/রবি/এয়ারটেল/বাংলালিঙ্ক) নির্বাচন করে, পরবর্তী ধাপ বাটনে ট্যাব করুন।
No#4. আপনি কি মুনাফা পেতে চান? হ্যাঁ/না সিলেক্ট করে পরবর্তী বাটনে ট্যাব করুন।
No#5. এখন নগদ পিন সেট করার জন্য একটি সেলফি প্রয়োজন। নগদ এই চবি আপনার অনিমুতি ছাড়া কোথাও ব্যাবহার করবে না। নগদ প্রদত্ত নির্দেশনাগুলো ভালোভাবে পড়ে পরবর্তী ধাপ বাটনে ট্যাব করুন।
No#6. সফলভাবে সেলফি তোলা হলে এখন আপনার মোবাইলে একটি ওটিপি (OTP) ভেরিফিকেশন কোড পাঠানো হবে সিম টি যদি উক্ত মোবাইলের মধ্যে থাকে তবে অটোমেটিক ভেরিফাই হবে, অন্য মোবাইলে থাকলে ওটিপি দিন এবং পরবর্তী বাটনে টাইপ করুন।
আপনার সকল তথ্য ঠিক থাকলে সহজেই আপনার নগদ অ্যাকাউন্ট খোলা হোয়ে যাবে।
এখন আপনি পিন সেট করে নগদ ব্যাবহার করতে পারবেন।
এটাই নগদ অ্যাপস থেকে নগদ একাউন্ট খোলার নিয়ম।
আশা করি সম্পূর্ণ পদ্ধতিটি বুঝতে পেরেছেন।
আরো পড়ুনঃ
Nagad account open syastem and pin set
নগদ একাউন্ট ওপেন পরবর্তীতে সঠিক নিয়মে Nagad account pin set করা অত্যন্ত জরুরি।
সঠিক নিয়ম বলতে আমরা বুজাচ্ছি শক্তিশালী পিন কোড সেট করাকে।
অনেকেই জানেন না কিভাবে একটি শক্ত পিন রাখতে হয়।
শক্তিশালী পিন সেট করতে কখন এই একই ধরনের সংখ্যা ব্যবহার করবেন না।
এলোমেলো সংখ্যা ব্যবহার করুন।
- সাধারণ পিন কোড ১২৩৪, ১১২২, ১২৩৪, ৭৮৯০ ইত্যাদি।
- শক্তিশালী পিনকোড ১৯৫৮, ২৩৫৯, ২৯৭৩,২৬৫৯ ইত্যাদি।
Nagad account open offer
বর্তমানে Nagad account open করে আপনি 120 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন।
Nagad account open offer থেকে ক্যাশব্যাক বোনাস পেতে আপনাকে মোবাইল রিচার্জ করতে হবে।
আপনার নতুন নগদ একাউন্ট থেকে আপনার নিজের নাম্বারে 20 টাকা মোবাইল রিচার্জ করলে আপনি 20 টাকা ক্যাশব্যাক পাবেন।
Nagad 20 TK Cashback offer – নগদ ২০ টাকা ক্যাশব্যাক অফার
প্রতি মাসে একবার করে ছয় মাস পর্যন্ত আপনি 20 টাকা করে ৬ বারে মোট 120 টাকা ক্যাশব্যাক পেতে পারেন নগদ নতুন অ্যাকাউন্ট খুলে।
Nagad Account Open Offer বছরের বিভিন্ন সময় পরিবর্তন হয়ে থাকে, তাই নগদ নতুন একাউন্ট অফার পেতে অবশ্যই নিয়মিত আপনার নগদ অ্যাপ এ ভিজিট করতে হবে।
নগদ এক হোমপেজে সব সময় আপনি নতুন নতুন অফার সম্পর্কে জানতে পাবেন। সেই সাথে যারা নতুন অ্যাকাউন্ট ব্যবহার করছেন না তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও টিভি চ্যানেলের বিজ্ঞাপনে নজর রাখুন।
Nagad Account Open Offer FAQS
At present Nagad is available in all SIMs of Bangladesh. All the customer needs to do is dial * 167 # and set the PIN. Also, use the Cash app to properly open a Nagad account.
ঘরে বসে নগদ একাউন্ট খোলার পদ্ধতি হচ্ছে *১৬৭# ডায়াল করে পিন সেট করা। তবে সঠিক ভাবে নিজ আইডি কার্ড ব্যাবহার করে নগদ একাউন্ট খুলতে নগদ অ্যাপ ব্যাবহার করুন।
একটি আইডি কার্ড দিয়ে ১ টি নগদ একাউন্ট খোলা যায়।
নগদ একাউন্ট লক হলে করনীয় হচ্ছে নগদ হেল্পলাইন ১৬১৬৭ নম্বরে কল করা। অথবা আপনি নগদ কাস্টমার কেয়ার নম্বরে কল করুন।
আরও পড়ুনঃ
নগদ মোবাইল ব্যাংকিং ক্যাশ আউট চার্জ
নগদ মোবাইল ব্যাংকিং এজেন্ট কমিশন
⇒ নগদ মোবাইল ব্যাংকিং ব্যালেন্স চেক কোড
In conclusion,
আশা কারী, Nagad account open system সম্পর্কে জানতে পেরেছেন। নগদ একাউন্ট খোলার নিয়ম পদ্ধতি সম্পর্কে আপনার আরও জানার থাকলে কমেন্ট করুন।
Nagad account open bangla পোস্টটি আপনার উপকারে আসলে অবশ্যই আপনি আপনার বন্ধুদের সাথে এই পোস্ট সম্পর্কিত তথ্যগুলো শেয়ার করতে পারেন। ইন্টারনেট থেকে ঘরে বসে টাকা ইনকাম মোবাইল ব্যাংকিং সেবা ও টেলিকম অফার সম্পর্কে জানতে আমাদের সাথে থাকুন।
জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।
নগদ বিষয়ে বলার জন্য ধন্যবাদ।