নগদ একাউন্ট হালনাগাদ করার নিয়ম | Nagad Account Update

নগদ একাউন্ট হালনাগাদ করার নিয়ম অনেক সহজ হলেও অনেক নগদ মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহারকারী নিজেদের একাউন্টটি হালনাগাদ করতে পারেন না। কিভাবে আপনি নিজেই নিজের নগদ একাউন্ট হালনাগাদ করবেন এই সম্পর্কে বিস্তারিত জানতে পাবেন এই নিবন্ধে। কেননা যদি আপনার নগদ একাউন্টটি হালনাগাদ করা না থাকে তাহলে আপনি যেকোনো সময় সমস্যায় পড়তে পারেন।

এমন অনেক নগদ মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহারকারী রয়েছেন যারা নিজেদের একাউন্ট থেকে টাকা উত্তোলন করতে পারছেন না?

আপনি জানেন কি আপনার নগদ একাউন্টটি হালনাগাদ বা আপডেট করে আপনি খুব সহজেই টাকা বের করতে পারবেন।

তাই দেরি না করে আমাদের সাথে থাকুন এই নিবন্ধে আপনি নগদ একাউন্টের হালনাগাদ করার সকল উপায়গুলো জানতে পারবেন।

আমরা আপনাদের নগদ একাউন্ট হালনাগাদ করার নিয়ম গুলি ইমেজ সহকারে দেয়ার চেষ্টা করব।

নগদ একাউন্ট হালনাগাদ করার নিয়ম – এখন নিজেই নিজের Nagad Account Update করুন

নিজেই নিজের নগদ একাউন্ট হালনাগাদ করার নিয়ম
নিজেই নিজের নগদ একাউন্ট হালনাগাদ করার নিয়ম

আপনারা নিশ্চয়ই জানেন নগদ ডায়াল কোড *১৬৭# ডায়াল করে খুব সহজেই নগদ একাউন্ট খোলা যায়। মূলত এই নিয়মে যারা তাদের নগদ মোবাইল ব্যাংকিং একাউন্ট চালু করেছিলেন তাদের ক্ষেত্রেই একাউন্টটি হালনাগাদ করা জরুরি।

তবে এক্ষেত্রে যে যে সিমে নগদ একাউন্ট খোলা হয়েছে ওই সিমটি যদি স্মার্ট ভোটার আইডি কার্ড দিয়ে ক্রয় করা হয়ে থাকে তাহলে একাউন্ট হালনাগাদ জনিত সমস্যা খুব কম আসে।

কেননা নতুন স্মার্ট ভোটার আইডি কার্ড গুলির তথ্য খুব সহজেই সংগ্রহ করতে পারে নগদ।

নগদ একাউন্ট হালনাগাদ করার নিয়ম দুইটি, একটি হচ্ছে সরাসরি নগদ কাস্টমার কেয়ার সেন্টারে ভিজিট করে একাউন্ট হালনাগাদ করা এবং অন্যটি হচ্ছে নিজেই ঘরে বসে নিজের নগদ একাউন্ট হালনাগাদ করা।

তবে যদি আপনি ঘরে বসে নিজেই নিজের নগদ একাউন্ট হালনাগাদ করার নিয়ম অনুসরণ করতে চান তাহলে আপনার কাছে স্মার্টফোন থাকতে হবে।

চলুন কথা না বাড়িয়ে জেনে নেয়া যাক কিভাবে খুব সহজে ঘরে বসে নগদ একাউন্ট হালনাগাদ করা যায়।

নগদ একাউন্ট হালনাগাদ করতে কি কি লাগে?

নিজেই ঘরে বসে নগদ একাউন্ট হালনাগাদ করতে আপনার কাছে ভোটার আইডি কার্ড থাকতে হবে, দ্বিতীয়ত আপনার কাছে একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন থাকতে হবে।

কেননা নগদ একাউন্ট হালনাগাদ করার জন্য আপনাকে নগদ অ্যাপ ব্যবহার করতে হবে।

সেই সাথে আপনার মোবাইলে ইন্টারনেট সংযোগ থাকাও জরুরী, তাই উল্লেখিত ৪টি সামগ্রী আপনার কাছে থাকলে আপনি এখনই আমাদের দেখানো পদ্ধতি অনুসরণ করে আপনার নগদ একাউন্ট হালনাগাদ করে নিতে পারেন।

Nagad Account Update Requirement

  1. ভোটার আইডি কার্ড
  2. একটি স্মার্টফোন
  3. নগদ অ্যাপ – ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
  4. ইন্টারনেট সংযোগ

কিভাবে নগদ একাউন্ট হালনাগাদ করবেন?

সর্বপ্রথম আপনার মোবাইলের ইন্টারনেট সংযোগটি চালু করুন, তারপর গুগল প্লে স্টোর থেকে নগদ অ্যাপস ডাউনলোড করে ইন্সটল করুন, এরপর আপনার নগদ নম্বরটি দিয়ে নগদ একাউন্টে লগইন করুন।

১) নগদ একাউন্টে লগইন পরবর্তী নগদ এক ড্যাশবোর্ড এর নিচের অংশে “মাই নগদ” (My Nagad) লেখা দেখতে পাবেন। মাই নগদ মেনুতে ট্যাব করুন।

ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

নগদ একাউন্ট হালনাগাদ করতে নগদ অ্যাপে লগইন করুন

২) আপনার সম্মুখে মাই নগদ মেনু ওপেন হবে, মেনুতে পাঁচ নাম্বারে রি-সাবমিট কেওয়াইসি (Re- submit KYC) লেখা দেখতে পাবেন, এই মেনুতে ক্লিক করুন।

৩) আপনি স্ক্যান আইডি (Scan ID) নামের একটি পেজে চলে আসবেন, এখানে আপনাকে আপনার ভোটার আইডি কার্ড (National ID) এর উভয় বাসের ছবি তুলতে হবে ক্যামেরা সম্বলিত বাটনে ক্লিক করে। প্রথমে উপরের ক্যামেরা বাটনে ক্লিক করে ভোটার আইডি কার্ডের সামনের অংশের ছবি তুলুন এবং তারপর একইভাবে ক্যামেরা বাটনে ক্লিক করে ভোটার আইডি কার্ডের ব্যাক ছবি তুলুন এবং নেক্সট বাটনে টাইপ করুন।

নগদ একাউন্ট হালনাগাদ করতে আইডি কার্ডের ছবি তুলুন
নগদ একাউন্ট হালনাগাদ করতে আইডি কার্ডের ছবি তুলুন

৪) সফলভাবে আপনি আপনার আইডি কার্ডের উভয় পাশের ছবি তোলার সম্পন্ন করলে, আপনাকে আপনার আইডি কার্ডের তথ্যগুলো দেখানো হবে, তথ্যগুলো মিলিয়ে নিন এবং নেক্সট বাটনে ক্লিক করুন।

৫) এ পর্যায়ে আপনাকে আপনার ব্যক্তিগত কিছু তথ্য প্রদান করতে হবে।

ব্যক্তিগত তথ্য প্রদান করুন
ব্যক্তিগত তথ্য প্রদান করুন
  • আপনার লিঙ্গ নির্বাচন করুন (পুরুষ/মহিলা/ অন্যান্য)
  • একাউন্টের ধরন নির্বাচন করুন (পার্সোনাল একাউন্ট/ ব্যবসায়ী একাউন্ট)
  • আপনি কি কাজ করেন তা নির্বাচন করুন। ( সেবা/ব্যবসা/ গৃহিণী/ ছাত্র/ অন্যান্য)
  • আপনি কি নগদ থেকে প্রফিট চান? (হা/ না সিলেক্ট করুন)

৬) এ পর্যায়ে আপনার পেজ ভেরিফিকেশন করার জন্য মুখমন্ডলের সেলফি নিতে হবে, এজন্য আপনাকে কিছু নির্দেশনা দেয়া হয়েছে সেই নির্দেশনা গুলো নিম্মে উল্লেখ করা হলো। সুতরাং নির্দেশনা অনুসরণ করে মুখমন্ডলের সেলফি তুলে নেক্সট বাটনে ট্যাব করুন।

সেলফি তুলুন
সেলফি তুলুন

(ছবি তোলার পূর্বে যা যা করবেন )

  • আপনার চোখে চশমা থাকলে তা সরিয়ে ফেলুন
  • আপনার চেহারা ফটো ফ্রেমের মধ্যে রাখুন
  • আপনার সামনে পর্যাপ্ত আলো নিশ্চিত করুন
  • ছবি তোলার সময় আপনার চেহারা নড়াচড়া করিবেন না
  • ছবি তোলার সময় আপনার চোখের পর্দা উঠানামা করুন

Note: কিছু কিছু মোবাইলের ক্যামেরার এক্সেস অটোমেটিক দেয়া থাকে না, যদি আপনার কাছে এরর আসে তাহলে বুঝবেন আপনার ক্যামেরার সেটিং থেকে অ্যাক্সেস দিতে হবে। সেটিং এ ক্লিক করে আপনার মোবাইল ক্যামেরার অ্যাক্সেস দিন।

৭) এখন ক্যামেরার সামনে নিজেকে উপস্থিত করে সেলফি তুলুন, সেলফিতে আপনার ছবি কি ধরনের এসেছে তা দেখানো হবে, যদি ঠিক থাকে তাহলে নেক্সট বাটনে ক্লিক করুন।

8) এডিশনাল ডকুমেন্ট হিসাবে আপনার কাছে ট্রেড লাইসেন্স চাওয়া হতে পারে আপনি স্ক্রিপ করে পরবর্তী মেনুতে চলে যান।

৯) সিগনেচার ( Signature ) পেজে নগদের শর্ত সমূহে সম্মতি দিন এবং চেক বক্সে ক্লিক করুন, তারপর আপনার সিগনেচার দিন এবং নেক্সট বাটনে ক্লিক করুন।

১০) এখন আপনাকে আপডেট স্টেটাস পেজে নিয়ে যাওয়া হবে, যেখানে আপনার প্রদান করা ভোটার আইডি কার্ড ছবি এবং সিগনেচার সফলভাবে দেয়া হয়েছে কিনা তার বর্ণনা দেখানো হবে।

১১) এ পর্যায়ে আপনি আপনার নগদ একাউন্ট নম্বর, আইডি কার্ড নম্বর, ব্যক্তিগত তথ্য এবং আপনার সিগনেচার সহ সকল তথ্যগুলো সকল তথ্যগুলো দেখতে পাবেন। তথ্যগুলো পুনরায় ভালো করে মিলিয়ে নিন এবং নেক্সট বাটনে ট্যাব করুন।

এভাবে খুব সহজেই আপনি আপনার নগদ একাউন্ট হালনাগাদ করতে পারবেন। আমরা এখানে নগদ একাউন্ট হালনাগাদ করার নিয়ম বিস্তারিত আলোচনা করেছি।

আশা করি উল্লেখিত ১১ টি স্টেপ সঠিকভাবে অনুসরণ করলে আপনি খুব সহজেই আপনার নগদ একাউন্টটি হালনাগাদ করতে পারবেন।

আরও পড়ুনঃ

ব্লগ কি? 

ব্লগ তৈরি করার নিয়ম

ব্লগিং করে কত টাকা আয় করা যায়?

নগদ কাস্টমার কেয়ার সেন্টার থেকে একাউন্ট হালনাগাদ

আপনার কাছে এন্ড্রয়েড স্মার্টফোন থাকলে আপনি খুব সহজেই নগদ একাউন্ট হালনাগাদ করার নিয়ম অনুসরণ করে ঘরে বসে তা করতে পারবেন।

তবে যদি আপনি বাটন ফোন ব্যবহার করেন তাহলে আপনাকে নগদ কাস্টমার কেয়ার সেন্টারে ভিজিট করতে হবে নগদ একাউন্ট হালনাগাদ করার জন্য।

বাংলাদেশের প্রতিটি জেলায় একাধিক নগদ কাস্টমার কেয়ার সেন্টার রয়েছে, তাই আপনি আপনার নিকটস্থ নগদ কাস্টমার কেয়ার সেন্টার ঠিকানা নগদ হেল্পলাইনে কল করার মাধ্যমে সংগ্রহ করতে পারেন।

নগদ কাস্টমার কেয়ার সেন্টার থেকে নগদ একাউন্ট হালনাগাদ করার জন্য আপনার কাছে যা যা থাকা প্রয়োজন-

  • আপনার অরজিনাল ভোটার আইডি কার্ড
  • ভোটার আইডি কার্ডের এক কপি রঙিন ছবি
  • যে নাম্বারে আপনি নগদ একাউন্ট হালনাগাদ করতে চান ঐ নম্বর
  • ভোটার আইডি কার্ড যেই নামে রয়েছে ওই ব্যক্তিকে সরাসরি হাজির হতে হবে কাস্টমার কেয়ারে।

আরও পড়ুনঃ

ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো? 

Blog meaning in Bengali

নগদ একাউন্ট ঠিক করতে পরামর্শ | নগদ একাউন্ট হালনাগাদ করার নিয়ম

কিভাবে ঘরে বসে কিভাবে নগদ একাউন্ট হালনাগাদ করবেন? এই বিষয়ে এতক্ষণে নিশ্চয়ই আপনি অবগত।

তবে অনেক সময় আপনারা আপনাদের নগদ একাউন্টের পিন কোড ভুলে যান, ফলে নগদ একাউন্টে লগইন করতে পারেন না।

এই ধরনের সমস্যায় যারা জর্জরিত তাদেরকে প্রথমে নিজের নগদ একাউন্টের পিন রিসেট করে নিতে হবে।

নগদ একাউন্টের পিন কোড রিসেট করা সম্পর্কে ইতিমধ্যে আমরা একটি নিবন্ধন তৈরি করেছি, আপনি চাইলে নগদ একাউন্ট পিন রিসেট পদ্ধতি দেখে নিতে পারেন।

পিন রিসেট করে আপনি আপনার নগদ অ্যাপ এ লগইন করে খুব সহজেই নগদ একাউন্ট হালনাগাদ করতে পারবেন।

আরও পড়ুনঃ

নগদ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম

নগদ একাউন্টের সেন্ড মানি চার্জ কত

বিকাশ মার্চেন্ট কি ও ব্যাবহার

ডিজিটাল মার্কেটিং কি?

SEO MEANING BANGLA

FAQS – নগদ একাউন্ট হালনাগাদ করার উপায়

কিভাবে নগদ একাউন্ট হালনাগাদ করবো?

ঘরে বসে নিজেই নিজের নগদ একাউন্ট হালনাগাদ করার জন্য আপনাকে নগদ অ্যাপস লগইন করে আপনার ভোটার আইডি কার্ড ছবি নিজ সেলফি ও সিগনেচার দিতে হবে।

নগদ কাস্টমার কেয়ারে নগদ একাউন্ট হালনাগাদ করতে কত টাকা লাগে?

নগদ কাস্টমার কেয়ার থেকে নগদ একাউন্ট হালনাগাদ করতে কোন টাকা লাগে না, সম্পূর্ণ ফ্রি।

উপসংহার

আশা করি আপনি নগদ একাউন্ট হালনাগাদ করার নিয়ম সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরেছেন। কেন আমরা নগদ অ্যাপ থেকে নগদ একাউন্ট করার উপায় স্টেপ বাই স্টেপ আলোচনা করেছি।

আমাদের দেখানো পদ্ধতি অনুসরণ করে যদি নগদ একাউন্ট তথ্য হালনাগাদ করতে আপনার কোন সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান।

আরও পড়ুনঃ

ডিজিটাল মার্কেটিং কি?

SEO MEANING BANGLA

বিকাশে টাকা দেখার নিয়ম কি?

বিকাশ একাউন্ট খোলার নিয়ম

নগদের সাথে অফিশিয়ালি কাজ করায় আমরা আপনাদেরকে নগদ সম্পর্কিত সকল তথ্যগুলো ভালোভাবে জানাতে পারবো বলে মনে করি।

ইন্টারনেট থেকে সঠিক তথ্য আরোহণে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এবং জয়েন করুন আমাদের ফেসবুক পেজ। 

কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।

Leave a Comment