ইমান শব্দের অর্থ কি? ইমান কাকে বলে? Iman Kake Bole

ইমান শব্দের অর্থ কি? আপনি জানেন কি Iman Kake Bole ও ইমানের গুরুত্ব কি। আজকেরে আর্টিকেলের মাধ্যমে ইমান শব্দের মানে কি এবং ঈমানের গুরুত্ব সম্পর্কে সম্পূর্ণ জানানোর চেষ্টা করব। তাই সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।

প্রত্যেকটি মুসলিমের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইমান এবং what is iman সম্পর্কে পরিষ্কার ধারনা থাকা জরুরী। আল্লাহ তাআলা তার আনুগত্য করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন।

তাই ইমানের হেফাজত করা এবং Iman Kake Bole বিষয়ে সম্পর্কে আমাদের জানার খুবই প্রয়োজনীয়।

ইমান শব্দের অর্থ কি? Iman Kake Bole – ইমানদার কাকে বলা হয়?

ইমান শব্দের অর্থ কি
ইমান শব্দের অর্থ কি

ইমান শব্দের অর্থ হলো বিশ্বাস করা, এবং ইমান শব্দের আভিধানিক অর্থ হচ্ছে স্বীকার করা, স্বীকৃতি দেওয়া, মতান্তরে দৃঢ় বিশ্বাস করা এবং সেই অনুযায়ী চলা। পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম অনুসারে প্রত্যেক মুমিনের জন্য ঈমান আনা জরুরী এবং ঈমানের গুরুত্ব অপরিসীম। 

কেউ যদি আল্লাহর প্রতি ঈমান না আনে অর্থাৎ আল্লাহকে বিশ্বাস না করে তাহলে সে কখনোই মুসলিম হতে পারে না। ঈমানের সাতটি স্তম্ভ রয়েছে। 

ইমানের মূল বিষয় কয়টি? ঈমানের সাতটি স্তম্ভের কি কি?

Iman Kake Bole? ঈমানের সাতটি স্তম্ভ কি কি
Iman Kake Bole? ঈমানের সাতটি স্তম্ভ কি কি
  • আল্লাহ এক এবং অদ্বিতীয় বিশ্বাস করা।
  • আল্লাহ তাআলার ফেরেশতাদের উপর বিশ্বাস আনা।
  • সমস্ত আসমানী কিতাব সমূহের উপর বিশ্বাস আনা।
  • সকল নবী রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন।
  • তাকদীর অর্থাৎ ভাগ্য অথবা আপনার জীবনের সকল ভাল-মন্দের উপর আল্লাহর ক্ষমতা রয়েছে তা বিশ্বাস করা।
  • আখিরাত বা পরকালের প্রতি বিশ্বাস করা।
  • মৃত্যুর পরবর্তী পুনর্জীবিত হওয়া উপর বিশ্বাস করা।

পবিত্র কোরআন মজিদে সূরা আল বাকারার ২ থেকে ৪ নং আয়াতে ঈমান সম্পর্কে সকল বিষয়গুলো উল্লেখ করা হয়েছে।

একজন প্রকৃত মুমিন হতে হলে অবশ্যই আল্লাহ তাআলার এ সকল নির্দেশের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। 

আল্লাহ এক এবং অদ্বিতীয় তিনি ব্যতীত আর কোন ইলাহ নেই। এই উক্তিটি বিশ্বাস করতে হবে।

আরও পড়ুনঃ

মাকে নিয়ে ইসলামিক উক্তি

কারবালা কোথায় অবস্থিত

আসসালামু আলাইকুম অর্থ কি?

ইসলামে ভালো কিছু উপাধি

আল্লাহতায়ালা একেক ধরনের মানুষকে একেক ধরনের উপাধি দিয়েছেন।

সেগুলোর মধ্যে ভালো কিছু উপাধি হলো-

  • মুহসিন
  • মুমিন
  • মুসলিম 

মুহসিন- মুহসিন হলেন তাঁরা পূর্ণতা ও উৎকর্ষ অর্জনকারী। অর্থাৎ মুহসিন শব্দের অর্থ হচ্ছে পূর্ণতা ও উৎকর্ষ অর্জনকারী।

মুমিন- মুমিন হলেন তারা যারা আল্লাহর উপর বিশ্বাসী। অর্থাৎ মুমিন অর্থ হচ্ছে আল্লাহর উপর সম্পূর্ণ বিশ্বাসী বা বিশ্বাস স্থাপনকারী।

ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

মুসলিম- মুসলিম হলেন তাঁরা যারা আল্লাহর নিকট আত্মসমর্পণকারী।

ইসলামে নিকৃষ্ট কিছু উপাধ

যারা আল্লাহ তাআলার আনুগত্য করে আল্লাহ তা’আলার সন্তুষ্টি অর্জন করেছে তাদের যেমন ভাল উপাধি দিয়েছেন।

তেমনি আল্লাহকে অবিশ্বাস করে এবং মানুষের প্রতি জুলুম করে তাদেরকে আল্লাহ তা’আলা নিকৃষ্ট কিছু উপাধি দিয়েছেন।

সেগুলো হলো-

  • ফাসিক- ফাসিক মানে হচ্ছে অধার্মিক, লঘু পাপী, দুশ্চরিত্র
  • ফাজির- ফাজির মানে হহচ্ছে পাপাচারী, অনিষ্টকারী
  • মুনাফিক- মুনাফিক মানে হহচ্ছে কপট, ধর্মধ্বজী
  • কাফের- কাফের মানে হহচ্ছে গোপনকারী, অস্বীকারকারী, প্রত্যাখ্যানকারী
  • মুশরিক- মুশরিক মানে হহচ্ছে পৌত্তলিক, বহুঈশ্বরবাদী, [আল্লাহর সঙ্গে] শরিককারী
  • জিন্দিক- জিন্দিক মানে হহচ্ছে ধর্মদ্রোহী
  • মুরতাদ- মুরতাদ মানে হহচ্ছে ধর্মত্যাগী
  • মুলহিদ- মুলহিদ মানে হচ্ছে নাস্তিক, অবিশ্বাসী

আল্লাহ তায়ালা এ সকল ব্যক্তিদের আখিরাতে কঠিন থেকে কঠিনতর শাস্তি প্রদান করবেন।

আরও পড়ুনঃ

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এর অর্থ

পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম কি?

ইমান শব্দের অর্থ কি? এবং Iman Sobdar Ortho Ki FAQS

ইমান শব্দের অর্থ কি?

আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করাই হল ইমান। ইমান শব্দের অর্থ হল বিশ্বাস স্থাপন করা।

ইমানের স্তম্ব কয়টি?

ইমানের স্তম্ব ৭ টি।

কোন সূরায় ইমানের স্তম্ব উল্লেখ করা হয়েছে?

সূরা আল-বাকারার ২-৪ নাম্বার আয়াতে উল্লেখ করা হয়েছে।

ইমান কাকে বলে?

একজন খাঁটি মুসলমান হিসাবে আল্লাহ ও আল্লাহর রাসূলের উপর ঈমান আনা এবং ইসলামের হুকুম ও আহকাম গুলো সঠিকভাবে মেনে চলার নাম হচ্ছে ইমান। 

ইমানের মূল বিষয় কয়টি?

ইমানের মূল বিষয় হচ্ছে ৭ টি।

ইমানদার কাকে বলে?

যিনি ইসলামের হুকুম ও আহকাম গুলো সঠিকভাবে মেনে চলেন তাহাকে ইমানদার বলা হয়।

উপসংহার

সুপ্রিয় পাঠক আজকে আর্টিকেল এর মাধ্যমে আমরা আপনাদেরকে ইমান শব্দের অর্থ কি (iman meaning) এবং ঈমানের গুরুত্ব সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেয়ার চেষ্টা করেছি।

আশা করছি আপনারা ঈমান সম্পর্কিত সকল তথ্য আমাদের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ার মাধ্যমে জানতে পেরেছেন।

তবুও যদি এ সম্পর্কে যেকোনো প্রশ্ন বা মতামত আপনাদের থাকে তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন।

আপনারা যদি ঘরে বসে অনলাইন থেকে ইনকাম করতে চান এবং শিক্ষামূলক নানান পোস্ট আপনাদের থেকে জানতে চান তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।

অনলাইন থেকে কিভাবে আপনি টাকায় শুরু করতে পারেন তা আমাদের সাইটে আর্টিকেল আকারে উল্লেখ করা হয়েছে।

এবং আমাদের ওয়েবসাইট সম্পর্কিত সকল তথ্য পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজটি ফলো করুন।

ধন্যবাদ।

আরও পড়ুনঃ

বাংলাদেশের পতাকা প্রথম কোথায় উত্তোলন হয়?

১ কুইন্টাল সমান কত কেজি? কুইন্টাল কি?

গণসংবর্ধনা কোথায় অনুষ্ঠিত হয়েছিল?

কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।

Leave a Comment