অনলাইনে নিজের পাসপোর্ট চেক করুন ঘরে বসে

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

অনলাইনে নিজের পাসপোর্ট চেক করুন সম্পর্কে অনেকেই জানতে পারেন। অনলাইনে কিভাবে নিজের পাসপোর্ট চেক করবেন তা নিয়ে প্রতিনিয়ত অনেক মানুষ গুগলে সার্চ করে থাকে। পাসপোর্ট অনেক গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট যা বিদেশ ভ্রমণের জন্য আপনার অবশ্যই প্রয়োজন। পাসপোর্ট ছাড়া বৈধ উপায়ে বাইরের কোনো দেশে যাওয়া সম্ভব না।

কিভাবে অনলাইনে নিজের পাসপোর্ট চেক করা যায় এই আর্টিকেলে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। 

আপনার যদি নতুন পাসপোর্ট থেকে থাকে তাহলে পাসপোর্ট অফিসে জমা দেওয়ার পর পাসপোর্ট চেক করার প্রয়োজন হতে পারে। কিন্তু এখন পাসপোর্ট চেক করার জন্য আপনার ম্যানুয়ালী পাসপোর্ট অফিসে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি চাইলে ঘরে বসে অনলাইনে নিজের পাসপোর্ট চেক করতে পারেন। 

তাছাড়াও বাংলাদেশে কিছু কিছু ক্ষেত্রে পাসপোর্টের প্রয়োজন পড়ে এবং এই পাসপোর্ট দিয়ে প্রায় সকল জাতীয় সেবা ভোগ করা যায়। তাই বিস্তারিত জানতে অনলাইনে নিজের পাসপোর্ট চেক করুন আরটিকেলটি শেষ পর্যন্ত পড়ুন।

পাসপোর্ট কি? ই-পাসপোর্ট কি?

পাসপোর্ট হচ্ছে এক ধরনের ভ্রমণ নথি, যা সাধারণত একটি দেশের সরকারকর্তৃক দেশের নাগরিকদের জন্য জারি করা হয়। এটি আন্তর্জাতিক ভ্রমনের সময় বাহকের জাতীয়তা ও পরিচয় বহন ও প্রত্যয়িত করে থাকে।

দেশের সরকারের পক্ষ থকে প্রদান করা পাসপোর্ট বা ই পাসপোর্ট হচ্ছে বাংলাদেশের সকল নাগরিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ পাসপোর্ট একজন ব্যক্তির দেশের বাহিরে তার জাতীয় পরিচয় বহন করে।

কোন দেশ ভ্রমণের জন্য পাসপোর্ট অত্যান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে। আর অনেক সময় আমাদের বিভিন্ন প্রয়োজনে পাসপোর্ট চেক করার প্রয়োজন হয়। 

আর সাধারণত আমরা পাসপোর্ট জমা দেওয়ার পর থেকে পাসপোর্ট পাওয়া পর্যন্ত অত্যান্ত উৎসাহী হয়ে থাকি যে পাসপোর্ট কবে আমরা হাতে পাবো। তাই কিভাবে পাসপোর্ট চেক করবেন বাংলাদেশে পাসপোর্ট নং দিয়ে তা জানা আমাদের জন্য অনেক প্রয়োজনীয়।

নতুন পাসপোর্ট চেক করার নিয়ম – অনলাইনে নিজের পাসপোর্ট চেক করুন

ঘরে বসে mrp পাসপোর্ট চেক বা ই পাসপোর্ট চেকিং বিষয়ে অনেকেই জানতে চান।

আমি পাঠকদের বলছি আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করতে পারবেন।

এছাড়াও পাসপোর্টের জন্য কাগজপত্র জমা দেয়ার পর আপনাকে যে স্লিপ নম্বর দেয়া হয়েছিল তা ব্যাবহার করে একাধিক উপায়ে পাসপোর্ট চেকিং করতে পারবেন।

চলুন ই পাসপোর্ট চেক করার নিয়ম ২০২৩ সম্পর্কে সবগুলি পদ্ধতি সম্পর্কে জেনে নিন।

পদ্ধতি ১ঃ অনলাইনে পাসপোর্ট চেক করার জন্য https://www.epassport.gov.bd/  লিংকে ভিজিট করে Application Status এ যাবেন। এরপরে ডেলিভারি স্লিপে থাকা ইনরোলমেন্ট নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে সার্চ করবেন, এই নিয়মেই পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করতে পারবেন। 

ই পাসপোর্ট চেক করার নিয়ম
ই পাসপোর্ট চেক করার নিয়ম

এখন বাংলাদেশে ই-পাসপোর্ট নতুন একটি প্রযুক্তির মাধ্যম। শুধুমাত্র দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে যে পাসপোর্ট এর প্রয়োজন পড়ে এমনটি নয়।

আর এই ধরনের ভ্রান্ত ধারণা থেকে অনেক মানুষ বেরিয়ে এসেছে।

তবে সরকার যেহেতু নতুন প্রযুক্তির ই-পাসপোর্ট নিয়ে এসেছে সেজন্য আপনি যদি বাংলাদেশে পাসপোর্ট চেক করতে চান, সেক্ষেত্রে আপনার পাসপোর্ট এর বর্তমান অবস্থা জানতে পারবেন। 

পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক
পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক

পাসপোর্টের ইনরোলমেন্ট নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে সার্চ করবেন। তারপর সঠিকভাবে ক্যাচাটি পূরণ করবেন।

বন্ধুরা এভাবেই পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করতে হয়।  

এসএমএস এর মাধ্যমে ই-পাসপোর্টের অবস্থা চেক করার উপায় – mrp পাসপোর্ট চেক

বর্তমানে খুব সহজেই আপনি SMS এর মাধ্যমে ই-পাসপোর্টের চেক করতে পারবেন। এক্ষেত্রে  e passport online status check by sms পদ্ধতিটি খুবই সহজ।

আপনি খুব সহজেই অনলাইনে নিজের পাসপোর্ট চেক করুন, আরটিকেলের নিচের ধাপগুলো অনুসরণ করে আপনার ই-পাসপোর্ট চেক করতে পারবেন।

  1. প্রথমে আপনার মোবাইল ফোনের SMS অপশনে অবশ্যই সঠিকভাবে টাইপ করতে হবে, MRP (Space) EID Number (ইআইডি নম্বর) সঠিকভাবে লিখতে হবে।  উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি EID নম্বর 3322742 পেয়েছেন। তাকে “MRP 3322742” টাইপ করতে হবে।
  2. এরপর 6969 নম্বরে একটি টেক্সট মেসেজ পাঠাতে হবে।
  3. তারপর ফিরতি SMS এর মাধ্যমে আপনি আপনার পাসপোর্টের অবস্থা চেক করতে ও জানতে পারবেন।

এই সমস্ত পদক্ষেপগুলি ভালোভাবে অনুসরণ করার পরে আপনি আপনার ই-পাসপোর্টের যাবতীয় ইনফরমেশন জানতে পারবেন। 

এছাড়াও আপনি অনলাইন পোর্টালে আপনার ই-পাসপোর্ট বের করতে পারেন যা ইতিমধ্যে দেখানো হয়েছে। 

যেহেতু আপনি আপনার ই-পাসপোর্ট সম্পর্কে জানার জন্য উভয় মাধ্যম ব্যবহার করতে পারেন তাই আপনার জন্য কোন মাধ্যমটি সহজ হবে তা নিজেই বেছে নিন৷

পাসপোর্ট আসতে কখনও কখনও অনেক সময় লাগে আবার কখনও 21 দিনের মধ্যেই পাসপোর্ট চলে আসে।

অনলাইনে পাসপোর্ট চেক করার আরেকটি পদ্ধতি – ই পাসপোর্ট চেক করার নিয়ম

পদ্ধতি ৩ঃ  অনলাইনে নিজের পাসপোর্ট চেক করুন এর ৩ নম্বর পদ্ধতি এখন আলোচনা করে হবে।  

বাংলাদেশে পাসপোর্ট চেক করার জন্য আপনার মোবাইল বা কম্পিউটারে যেকোনো একটি ওয়েব ব্রাউজার ওপেন করতে হবে। তারপর সার্চ বারে টাইপ করবেন  www.epassport.gov.bd/landing  এইটা  বাংলাদেশ ই-পাসপোর্ট এর অফিশিয়াল ওয়েবসাইট। এই সাইটে প্রবেশ করার পর মোবাইলের মাধ্যমে পাসপোর্ট চেক করে থাকলে মেনু বারে ক্লিক করলে নিচে দেওয়া ছবির মত একটি পেজ আসবে এবং Check Status নামের অপশনে ক্লিক করবেন।

ই পাসপোর্ট চেক করার নিয়ম
ই পাসপোর্ট চেক করার নিয়ম

Check Status অপশনে ক্লিক করার পর আপনি আপনার সামনে নিচের দেওয়া পিকচারের মতো একটি পেইজ ওপেন হবে যেখানে আপনি আপনার Application ID এবং জন্ম তারিখ দিয়ে ই-পাসপোর্ট বা পাসপোর্ট চেক করতে পারবেন।  

ই পাসপোর্ট চেকিং
ই পাসপোর্ট চেকিং

এই পেইজটি ওপেন হওয়ার পর সেখানে দুইটি অপশন দেখতে পাবেন একটি Application ID এবং Online registration ID.

এই দুইটি নাম্বারের মাধ্যমে পাসপোর্ট চেক করতে হবে। এখন প্রয়োজন হবে পাসপোর্টএর একটি  স্লিপ নাম্বার যেটি পাসপোর্টের সব তথ্য পাসপোর্ট অফিসে জমা দেওয়ার সময় একটি স্লিপ নাম্বার দিয়ে থাকে।  

  • আপনারা পাসপোর্ট কিভাবে অনলাইনে চেকিং করবেন? 
  • অনলাইনে নিজের পাসপোর্ট চেক করুন? 
  • পাসপোর্ট আবেদন প্রক্রিয়া সঠিকভাবে হয়েছে কিনা? 
  • পাসপোর্টে এখন কি অবস্থায় আছে? 
  • এটি পরবর্তীতে কোন ধাপে যাবে? 
  • আপনার পাসপোর্টটি প্রিন্ট আউট হয়েছে কিনা? 
  • পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হয়েছে কিনা? 

পাসপোর্টে ডেলিভারির জন্য প্রস্তুত কিনা ইত্যাদি যাবতীয়  তথ্য ঘরে বসে জানতে পারবেন।

সেজন্য আপনাকে পাসপোর্টের স্লিপ নাম্বার দিয়ে অনলাইনে পাসপোর্ট চেক করতে হবে।

অনলাইনে নিজের পাসপোর্ট চেক করুন যাবতী প্রশ্ন উত্তর– 

আমি ইতোমধ্যে আপনাকে  তিনটা পদ্ধতি বলেছি। যখন আপনি পাসপোর্ট এর জন্য আবেদন করবেন তখন পাসপোর্ট দেবে না বরং তারা আপনাকে একটি স্লিপ দিবে।

সেই স্লিপে একটি enrolment Id থাকবে। এই আইডিটা আপনার অনলাইনে passport চেক করার সময় কাজে লাগবে। 

ই পাসপোর্ট ফি কত? 

বর্তমানে বাংলাদেশের  প্রায় সব জেলাতেই ই-পাসপোর্ট সুবিধা চালু রয়েছে। আপনি অনলাইন থেকেই খুব সহজেই  নির্ভূলভাবে ই-পাসপোর্টের আবেদন করতে পারবেন।

ই-পাসপোর্ট ফি এর বর্তমান পরিমান

ডেলিভারী48 Pages48 Pages64 Pages64 Pages
5 Years10 Years5 Years10 Years5 Years
রেগুলার৪,০২৫ টাকা৫,৭৫০ টা্কা৬,৩২৫ টাকা৮,০৫০ টাকা
এক্সপ্রেস৬,৩২৫ টা্কা৮,০৫০ টাকা৮,৬২৫ টাকা১০,৩৫০ টাকা
সুপার এক্সপ্রেস৮,৬২৫ টা্কা১০,৩৫০ টাকা১২,০৭৫ টাকা১৩,৮০০ টাকা
এ পাসপোর্ট ফি অ্যান্ড চেক অনলাইন বাংলাদেশ

বিশেষ দ্রষ্টব্যঃ

  • উপরোক্ত সকল ফি এর মধ্যে ১৫% ভ্যাট অর্ন্তভূক্ত আছে।
  • সরকারি চাকরিজীবিদের যাদের NOC আছে বা অবসর গ্রহণ করেছেন তারা রেগুলার ফি দিয়ে জরুরী সুবিধা পাবেন। 

ই-পাসপোর্ট ফি নিয়ে কিছু প্রশ্ন

ই পাসপোর্ট করতে কত টাকা লাগবে?

ই-পাসপোর্টের মেয়াদ, পাতার সংখ্যা ও ডেলিভারী সময়ের উপর নির্ভর করে ফি ভিন্ন ভিন্ন হয়ে থাকে। ৫ বছর মেয়াদী সাধারণ আবেদনে ই-পাসপোর্ট ফি ৪০২৫ টাকা।

ঘরে বসে ই-পাসপোর্ট ফি কিভাবে জমা দেব?

আপনি ঘরে বসেই বিকাশ, রকেট, সোনালী ব্যাংক সহ অন্যান্য ব্যাংকের মাধ্যমে সহজেই আপনার ই-পাসপোর্ট ফি জমা দিতে পারবেন। এজন্য আপনাকে সরাসরি  ব্যাংকে ভিজিট করতে হবে না।

পাসপোর্ট বাতিল হলে করণীয় কি? 

পাসপোর্ট বাতিল দুইটি কারণে হতে পারে।

১. পুলিশ ভেরিফিকেশন এর ক্ষেত্রে আপনার কোন খারাপ রিপোর্ট আসলে। 

২. আপনি ইনফর্মেশন যদি ভুল দিয়ে থাকেন তাহলে।

পাসপোর্ট ভেরিফাই না হলে কি কি করণীয় ?

একটি পাসপোর্ট তৈরি হতে সময় লাগে 21 দিন। তাই অবশ্যিই সময়ের দিকে লক্ষ করবেন সময় এখন হয়েছে নাকি হয়নি ? তারপর পূনরায় আবেদন করতে হবে। 

পুলিশ ভেরিফিকেশন কতটা গুরুত্বপূর্ণ ?

হ্যাঁ পুলিশ ভেরিফিকেশন অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। একবার পুলিশ ভেরিফিকেশন হয়ে গেলে খুব সহজেই আপনি পাসপোর্ট হাতে পাবেন।

অনলাইনে নিজের পাসপোর্ট চেক করুন FQAS

অনলাইনে পাসপোর্ট চেক করার নিয়ম?

ঘরে বসে অনলাইনে নিজের পাসপোর্ট চেক করতে epassport.gov.bd অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করে Application Status মেন্যুটি নির্বাচন করে নিজের তথ্য দিন।

ই পাসপোর্ট চেক করার নিয়ম কি?

ই পাসপোর্ট চেক করতে www.epassport.gov.bd/landing পেজটি ভিজিট করুন। তারপর Check Status নামের অপশনে ক্লিক করুন। এখন আপনি আপনার Application ID এবং জন্ম তারিখ দিয়ে ই-পাসপোর্ট বা পাসপোর্ট চেক করতে পারবেন।

নতুন পাসপোর্ট চেক করার নিয়ম?

ঘরে বসে নতুন পাসপোর্ট চেক করার নিয়ম হচ্ছে অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করা অথবা মোবাইল থেকে পাসপোর্ট নম্বর এসএমএস সেন্ড করা।

শেষ কথা 

আশা করছি আপনি অনলাইনে নিজের পাসপোর্ট চেক করুন আরটিকেলটি শেষ পর্যন্ত পরেছেন। যদি পরে থাকেন তাহলে আপনার এই বিষয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। 

তারপরও যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। 

সব বিষয়ে নিত্য নতুন আর্টিকেল পেতে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট। 

আমরা আপনাদেরকে আপনাদের সুবিধার্থে  –

অনলাইন থেকে ঘরে বসে টাকা আয়

টেলিকম অফার, ইন্টারনেট অফার এবং ব্লগিং টিপস সহ নানান ধরনের গুরুত্বপূর্ণ আর্টিকেলগুলো প্রদান করে থাকি।

জয়েন করুন আমাদের ফেসবুক পেজ। 

আরও পড়ুনঃ

ঘরে বসে মোবাইলে আয়

ইউটিউব থেকে আয় করার উপায়

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।