সুপ্রিয় পাঠকগণ পিএসএল ২০২৩ পয়েন্ট টেবিল সম্পর্কে জানতে আপনারা অনেকেই গুগলের মাধ্যমে সার্চ করে থাকেন। আজকের এই গুরুত্বপূর্ণ আর্টিকেলের মাধ্যমে পিএসএল ২০২৩ পয়েন্ট টেবিল সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত সকল তথ্যগুলো প্রদান করার চেষ্টা করব।
প্রতিবছরের মতো এবছরও শুরু হয়ে গেছে পিএসএল ২০২৩ এবং পাকিস্তান সুপার লিগের অষ্টম আসর। পিএসএল ২০২৩ সময়সূচি অনুযায়ী প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৩ই ফেব্রুয়ারি ২০২৩ তারিখে।
এবং এই টুর্নামেন্টের ফাইনাল হতে যাচ্ছে আগামী ১৯ শে মার্চ ২০২৩। পাকিস্তান সুপার লিগের এই টুর্নামেন্ট টানা ৩৫ দিন ধরে চলতে থাকবে, এবারও Psl 2023 এর আসরে অংশগ্রহণ করছে ছয়টি দল এবং টুর্নামেন্টের শুরু থেকে ফাইনাল ম্যাচ পর্যন্ত সর্বমোট ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
পি এস এল এর সকল তথ্যগুলো বিস্তারিত জানতে আজকের এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইল। এবং পিএসএল ২০২৩ পয়েন্ট টেবিল এই আর্টিকেলের মাধ্যমে আপনাদেরকে সহজ ভাবে সাজিয়ে দেওয়া হবে বাংলায়।
Content Summary
পিএসএল ২০২৩ দল, ম্যাচ সংখ্যা
টুর্নামেন্ট: | পাকিস্থান সুপার লিগ / পিএসএল – ২০২৩ |
খেলার ধরন: | টি টোয়েন্টি ( T20 ) |
অংশগ্রহণকারী দল: | ৬টি |
টুর্নামেন্টের সময়কাল: | ৩৫ দিন |
টুর্নামেেন্ট শুরু: | ১৩ ই ফেব্রুয়ারি ২০২৩ |
ফাইনাল ম্যাচ: | ১৯ শে মার্চ ২০২৩ |
মোট ম্যাচ: | ৩৮টি |
মোট ভেনু: | ৪টি |
বর্তমান চ্যাম্পিয়ন: | লাহোর কালান্দার্স |
পিএসএল পয়েন্ট টেবিল ২০২৩
নিচে আপনাদের উদ্দেশ্যে পিএসএল ২০২৩ পয়েন্ট টেবিল দেয়া হয়েছে।
তবে পয়েন্ট টেবিলের পাশাপাশি পয়েন্ট টেবিলের পয়েন্ট বন্টন সম্পর্কে অবশ্যই বিস্তারিত তথ্য জানার প্রয়োজনীয়তা রয়েছে।
প্রতিটি ম্যাচে বিজয়ী দল দুই পয়েন্ট করে পাবে এবং পরাজিত দল কোন পয়েন্ট পাবে না।
যদি বৃষ্টি কিংবা অন্যান্য যে কোন কারণে ম্যাচ পরিত্যক্ত হয় সে ক্ষেত্রে দুই দলের মাঝে এক পয়েন্ট করে বন্টন করা হবে।
তবে ম্যাচের মধ্যে যদি এমনিতেই ড্র হয় তাহলে সে ক্ষেত্রে অবশ্যই সুপার ওভারের খেলা হবে।
তালিকা | দল | ম্যাচ | জয় | হার | পয়েন্ট | নিট রানরেট |
০১. | লাহোর কালান্দার্স | 7 | 6 | 1 | 12 | +1.321 |
০২. | ইসলামাবাদ ইউনাইটেড | 7 | 5 | 2 | 10 | -0.093 |
০৩. | মুলতান সুলতানস | 7 | 4 | 3 | 8 | +0.568 |
০৪. | পেশোয়ার জালমি | 6 | 3 | 3 | 6 | -0.896 |
০৫. | করাচি কিংস | 9 | 2 | 7 | 4 | +0.358 |
০৬. | কোয়েটা গ্ল্যাডিয়েটরস | 8 | 2 | 6 | 4 | -1.344 |
আরও পড়ুনঃ
পিএসএল ২০২৩ অষ্টম আসর
পিএসএল ২০২৩ অষ্টম আসর
২০১৬ সাল থেকে পাকিস্তান সুপার লিগ শুরু হয়েছিল এবং ২০১৬ তে পাকিস্তান সুপার লিগের প্রথম আসর অনুষ্ঠিত হয়।
এরপর থেকে ২০২২ সাল পর্যন্ত পিএসএলের মোট সাতটি আসল অনুষ্ঠিত হয়েছে। পিএসএল ২০২৩ হবে পিএসএল এর অষ্টম আসর।
পিএসএল 2023 টুর্নামেন্ট ফরম্যাট হবে ডাবল রাউন্ড রবিন এবং পেলে অফ পদ্ধতিতে।
পিএসএল 2023 এর এবারের আসরে যে ৩৪ টি ম্যাচ অনুষ্ঠিত হবে তার মধ্যে ৩০ টি ম্যাচ থাকবে গ্রুপ পর্বের।
গ্রুপ পর্ব শেষে ৬ টি দলের মধ্যে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা চারটি দল যাবে সেমিফাইনালে।
শুরু থেকেই পিএসএলে ছয়টি দলের অংশগ্রহণের মধ্য দিয়েই আসর গুলো হয়ে আসছে।
পিএসএল ২০২৩ আসরের জন্য বর্তমানে ক্রিকেটপ্রেমীদের মাঝে উন্মাদনা চলছে।
এবারের psl আসরের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সর্বমোট চারটি স্টেডিয়ামের মধ্যে।
পাকিস্তানের ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম গুলোর মধ্যে লাহোর, করাচি তে গতবার কর্নার কারণে পিএসএল ২০২২ এর আসর অনুষ্ঠিত হয়েছিল।
তবে এবারের আসরে পাকিস্তানের আন্তর্জাতিক চারটি স্টেডিয়ামের মধ্যে পিএসএল ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
আরও পড়ুনঃ
পিএসএল ২০২৩ পয়েন্ট টেবিল FAQS
১৩ ই ফেব্রুয়ারি ২০২৩ থেকে পিএসএল শুরু হবে।
আগামী ১৯ শে মার্চ ২০২৩ সালে পিএসএল এর ফাইনাল অনুষ্ঠিত হবে।
পিএসএল ২০২৩ আসরে ০৬ টি দল অংশগ্রহণ করবে।
২০২২ সালে পিএসএল চ্যাম্পিয়ন দল হচ্ছে লাহোর।
উপসংহার
পিএসএল ২০২৩ পয়েন্ট টেবিল সম্পর্কে আজকের এই গুরুত্বপূর্ণ আর্টিকে আপনাদেরকে সম্পূর্ণ তথ্য গুলো জানানোর চেষ্টা করা হয়েছে।
আশা করছি আজকের এই আর্টিকেল থেকে আপনারা পিএসএল পয়েন্ট টেবিল জানতে পেরেছেন।
আপনাদের যদি আজকের এই আর্টিকেল সংক্রান্ত অথবা পিএসএল, বিপিএল, আইপিএল সংক্রান্ত কোনো প্রশ্ন কিংবা মতামত অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।
আমাদের ওয়েবসাইটে অনলাইন থেকে আয় সংক্রান্ত আর্টিকেলগুলো রয়েছে যেখানে আপনারা কিভাবে অনলাইন থেকে ইনকাম করতে হয় সে বিষয়ে বিস্তারিত তথ্য গুলো জানতে পারবেন।
তাই আপনি যদি অনলাইন থেকে ইনকামে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের সেই সকল আর্টিকেলগুলো পড়তে পারেন।
আমাদের ওয়েবসাইট সংক্রান্ত সকল আপডেটগুলো সবার আগে পেয়ে যেতে জয়েন করতে পারেন আমাদের ফেসবুক পেইজে।
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।