কাতার ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২ নকআউট পর্বের সময়সূচী

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কাতার ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২ নকআউট পর্বের সময়সূচী জানার সময় চলে এসেছে। অনেক অঘটন, নাটকীয়তা, শ্বাসরুদ্ধকর ম্যাচ উপহার দিয়ে কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের সবগুলি ম্যাচ সম্পন্ন হয়েছে ভালোভাবে।

অনেক রোমাঞ্চ ছড়িয়ে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ‘দ্য গ্রেটেস্ট অন আর্থ’খ্যাত ফিফা বিশ্বকাপের ২২তম আসরের গ্রুপ পর্বের ৪৮ টি খেলা শেষ হয়েছে।

যেখানে ৩২ টি দল ৪টি করে ভাগ হয়ে ৮টি গ্রুপে বিভক্ত হয়ে গ্রুপ পর্ব শেষে ফুফা ২০২২ কাতার বিশ্বকাপ এখন নেমে এসেছে ১৬ দলে। তাই ফুটবল বিশ্বকাপের আসল লড়াই শুরু হচ্ছে আজ ৩ ডিসেম্বর থেকেই।

কাতার বিশ্বকাপের দ্বিতীয় পর্বকে রাউন্ড অফ ১৬ বলা হলেও, এই পর্বকে আপনি নকআউট পর্ব ও বলতে পারেন।

কেননা নকআউট পর্বে উন্নীত হওয়ায় প্রতিটি দলের জন্যই ম্যাচগুলো এখন একেকটি ফাইনাল খেলার সমান, কারণ হারলেই বিশ্বকাপ মিশন শেষ হবে যে কোন দলের।

যেখানে জয় পেলে পরের রাউন্ডে যাওয়া নিশ্চিত হবে, আরও হারলে বিদায় ঘটবে সেখান থেকেই, তাই দ্বিতীয় পর্বকে কাতার ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২ নকআউট পর্ব বলতে পারেন।

এছাড়া এই রাউন্ড থেকেই শুরু হবে পেনাল্টি শুটআউট। তাই কাতার ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২ নকআউট পর্বের সময়সূচী সম্পর্কে জেনে রাখুন।

চলুন দেখে নেওয়া যাক কাতার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের সূচি বাংলাদেশ সময় অনুসারে।

কাতার ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২ নকআউট পর্বের সময়সূচী

কাতার ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২ নকআউট পর্বের সময়সূচী
কাতার ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২ নকআউট পর্বের সময়সূচী

রাউন্ড অফ ১৬ এ ১৬ দলের ৮ টি খেলার সময়সূচি জেনে নিন।

ম্যাচ নংতারিখম্যাচসময়ভেন্যু
৪৯৩ ডিসেম্বর, শনিবারনেদারল্যান্ডস বনাম যুক্তরাষ্ট্ররাত ৯টাখলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম
৫০৩ ডিসেম্বর, শনিবারআর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়ারাত ১টাআহমেদ বিন আলি স্টেডিয়াম
৫২৪ ডিসেম্বর, রোববারফ্রান্স বনাম পোল্যান্ডরাত ৯টাআল থুমামা স্টেডিয়াম
৫১৪ ডিসেম্বর, রোববারইংল্যান্ড বনাম সেনেগালরাত ১টাআল বাইত স্টেডিয়াম
৫৩৫ ডিসেম্বর, সোমবারজাপান বনাম ক্রোয়েশিয়ারাত ৯টাআল জানোব স্টেডিয়াম
৫৪৫ ডিসেম্বর, সোমবারব্রাজিল বনাম দ. কোরিয়ারাত ১টাস্টেডিয়াম ৯৭৪
৫৫৬ ডিসেম্বর, মঙ্গলবারমরক্কো বনাম স্পেনরাত ৯টাএডুকেশন সিটি স্টেডিয়াম
৫৬৬ ডিসেম্বর, মঙ্গলবারপর্তুগাল বনাম সুইজারল্যান্ডরাত ১টালুসাইল স্টেডিয়াম

ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২ নকআউট পর্ব সময়সূচী বাংলাদেশ সময়

ফুটবল বিশ্বকাপ রাউন্ড ১৬ খেলার সময় সূচী বাংলাদেশ সময়

উপরে উল্লেখিত টেবিলে ফুটবল বিশ্বকাপ রাউন্ড ১৬ খেলার সময় সূচী বাংলাদেশ সময় অনুসারে দেয়া হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২২ সুপার ১৬ (সিক্সটিন) ম্যাচ তালিকা অনুসারে প্রুপ পর্ব থেকে পেরিয়ে আশা ১৬ দলের মধ্যে ৮ টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময় অনুসারে প্রথম ম্যাচ সহ মোট ৪ টি ম্যাচ তার ৯ টায় অনুষ্ঠিত হবে। বাকী ৪ টি খেলা বাংলাদেশ সময় রাত ১ টায় অনুষ্ঠিত হবে।

উপরে উল্লেখিত সারণী যেখানে কাতার ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২ নকআউট পর্বের সময়সূচী বাংলাদেশ সময় অনুসারে উল্লেখ করা হয়েছে।

সারণীটি অনুসরণ করলেই Qatar FIFA Football World Cup 2022 Knockout Stage Schedule দেখতে পারেবন বাংলাদেশ সময় অনুসারে।

বিশ্বকাপ নকআউট রাউন্ড কি? – FIFA world cup knockout Round 2022

বিশ্বকাপ নকআউট রাউন্ড কি
বিশ্বকাপ নকআউট রাউন্ড কি?

নকআউট রাউন্ড হচ্ছে ঐ পর্ব যে পর্বের খেলায় ফলাফল আবশ্যক। কেননা দুটি দল থেকে একটি দলই পরবর্তী রাউন্ডে যেতে পারবে। 

কাতার বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিন ( Round Of 16) বলা হলেও, এই পর্ব নকআউট পর্বের মতই।

বিশ্বকাপ ২০২২ গ্রুপ পর্ব ছাড়া সুপার সিক্সটিন, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল সবগুলো খেলাই নকআউট পদ্ধতিতে হবে।

রাউন্ড অফ 16 থেকে শুরু করে ফাইনাল খেলা পর্যন্ত, প্রতিটি ম্যাচই একক এলিমিনেশন, যেখানে বিশ্বকাপ মিশনে টিকে থাকতে হলে জয় নিশ্চিত করতে হবে অন্যথায় ঘরে ফিরে যেতে যেতে হবে।

দলগুলি রাউন্ড অফ 16 ম্যাচে জয় পেলে নকআউট পর্বে চলে যাবে, তারপর সেমিফাইনালে এবং সবশেষে ফাইনালে যায়।

যেকোনো একটি দল ফাইনাল খেলায় জয়ের মাধ্যমে বিশ্ব চ্যাম্পিয়ন নির্ধারণ হয়। পরবর্তী বিশ্বকাপ পর্যন্ত অর্থাৎ ৪ বছরের জন্য একটি দল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবার মুকুট আরোহন করে।

রাউন্ড অফ ১৬ থেকে নকআউট পর্বের ৮ টি দল যেভাবে নির্ধারিত হবে

নির্ধারিত ৯০ মিনিটের নিয়মানুবর্তিতা শেষে খেলার ফলাফল নির্ধারিত না হলে, দলগুলিকে পুনরায় অতিরিক্ত ৩০ মিনিট সময়ে খেলানো হয়, তাতেও যদি ফলাফল না আশে এবং প্রয়োজনে পেনাল্টি শুটআউট হবে।

এভাবেই রাউন্ড অফ ১৬ থেকে নকআউট পর্বের ৮ টি দল নির্বাচিত হবে।

ঠিক একই ভাবে বিশ্বকাপ সেমিফাইনাল ও ফাইনাল খেলা গুলি পরিচালিত হবে। এভাবেই অল্প কিছুদিনের মধ্যে ২০২২ ফিফা ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন খুঁজে পাওয়া যাবে।

যারা আগামী ৪ বছরের জন্য ফুটবল বিশ্ব চ্যাম্পিয়ের মুকুট পাবে।

২০২২ কাতার বিশ্বকাপ গ্রুপ পর্বের ৪৮ টি খেলার ফলাফল

ইতিমধ্যে ২২তম ফুটবল বিশ্বকাপ আসরের গ্রুপ পর্বের ৪৮টি খেলা শেষ হয়েছে। সকল দলের গ্রুপ পর্বের খেলার সময়সূচী ও ফলাফল জনাতে পারবেন এখানে।

ম্যাচ নংতারিখম্যাচফলাফলবাংলাদেশ সময়
২০ নভেম্বরকাতার বনাম ইকুয়েডর০ – ২রাত ১০টা
২১ নভেম্বরইংল্যান্ড বনাম ইরান৬ – ২সন্ধ্যা ৭টা
২১ নভেম্বরসেনেগাল বনাম নেদারল্যান্ডস০ – ২রাত ১০টা
২২ নভেম্বরযুক্তরাষ্ট্র বনাম ওয়েলস১ – ১রাত ১টা
২২ নভেম্বরআর্জেন্টিনা বনাম সৌদি আরব১ – ২বিকেল ৪টা
২২ নভেম্বরডেনমার্ক বনাম তিউনিসিয়া০ – ০সন্ধ্যা ৭টা
২২ নভেম্বরমেক্সিকো বনাম পোল্যান্ড০ – ০রাত ১০টা
২৩ নভেম্বরফ্রান্স বনাম অস্ট্রেলিয়া৪ – ১রাত ১টা
২৩ নভেম্বরমরক্কো বনাম ক্রোয়েশিয়া০ – ০বিকেল ৪টা
১০২৩ নভেম্বরজার্মানি বনাম জাপান১ – ২সন্ধ্যা ৭টা
১১২৩ নভেম্বরস্পেন বনাম কোস্টারিকা৭ – ০রাত ১০টা
১২২৪ নভেম্বরবেলজিয়াম বনাম কানাডা১ – ০রাত ১টা
১৩২৪ নভেম্বরসুইজারল্যান্ড বনাম ক্যামেরুন১ – ০বিকেল ৪টা
১৪২৪ নভেম্বরউরুগুয়ে বনাম দক্ষিণ কোরিয়া০ – ০সন্ধ্যা ৭টা
১৫২৪ নভেম্বরপর্তুগাল বনাম ঘানা৩ – ২রাত ১০টা
১৬২৫ নভেম্বরব্রাজিল বনাম সার্বিয়া২ – ০রাত ১টা
১৭২৫ নভেম্বরওয়েলস বনাম ইরান০ – ২বিকেল ৪টা
১৮২৫ নভেম্বরকাতার বনাম সেনেগাল১ – ৩সন্ধ্যা ৭টা
১৯২৫ নভেম্বরনেদারল্যান্ডস বনাম ইকুয়েডর১ – ১রাত ১০টা
২০২৬ নভেম্বরইংল্যান্ড বনাম যুক্তরাষ্ট্র০ – ০রাত ১টা
২১২৬ নভেম্বরতিউনিসিয়া বনাম অস্ট্রেলিয়া০ – ১বিকেল ৪টা
২২২৬ নভেম্বরপোল্যান্ড বনাম সৌদি আরব২ – ০সন্ধ্যা ৭টা
২৩২৬ নভেম্বরফ্রান্স বনাম ডেনমার্ক২ – ১রাত ১০টা
২৪২৭ নভেম্বরআর্জেন্টিনা বনাম মেক্সিকো২ – ০রাত ১টা
২৫২৭ নভেম্বরজাপান বনাম কোস্টারিকা০ – ১বিকেল ৪টা
২৬২৭ নভেম্বরবেলজিয়াম বনাম মরক্কো০ – ২সন্ধ্যা ৭টা
২৭২৭ নভেম্বরক্রোয়েশিয়া বনাম কানাডা৪ – ১রাত ১০টা
২৮২৮ নভেম্বরস্পেন বনাম জার্মানি১ – ১রাত ১টা
২৯২৮ নভেম্বরক্যামেরুন বনাম সার্বিয়া৩ – ৩বিকেল ৪টা
৩০২৮ নভেম্বরদক্ষিণ কোরিয়া বনাম ঘানা২ – ৩সন্ধ্যা ৭টা
৩১২৮ নভেম্বরব্রাজিল বনাম সুইজারল্যান্ড১ – ০রাত ১০টা
৩২২৯ নভেম্বরপর্তুগাল বনাম উরুগুয়ে২ – ০রাত ১টা
৩৩২৯ নভেম্বরইকুয়েডর বনাম সেনেগাল১ – ২রাত ৯টা
৩৪২৯ নভেম্বরনেদারল্যান্ডস বনাম কাতার২ – ০রাত ৯টা
৩৫৩০ নভেম্বরইরান বনাম যুক্তরাষ্ট্র০ – ১রাত ১টা
৩৬৩০ নভেম্বরওয়েলস বনাম ইংল্যান্ড০ – ৩রাত ১টা
৩৭৩০ নভেম্বরতিউনিসিয়া বনাম ফ্রান্স১ – ০রাত ৯টা
৩৮৩০ নভেম্বরঅস্ট্রেলিয়া বনাম ডেনমার্ক১ – ০রাত ৯টা
৩৯১ ডিসেম্বরপোল্যান্ড বনাম আর্জেন্টিনা০ -২রাত ১টা
৪০১ ডিসেম্বরসৌদি আরব বনাম মেক্সিকো০ – ২রাত ১টা
৪১১ ডিসেম্বরকানাডা বনাম মরক্কো১ – ২রাত ৯টা
৪২২ ডিসেম্বরকোস্টারিকা বনাম জার্মানি২ – ৪রাত ৯টা
৪৩২ ডিসেম্বরজাপান বনাম স্পেন২ – ১রাত ১টা
৪৪২ ডিসেম্বরক্রোয়েশিয়া বনাম বেলজিয়াম০ – ০রাত ১টা
৪৫২ ডিসেম্বরদক্ষিণ কোরিয়া বনাম পর্তুগাল২ – ১রাত ৯টা
৪৬২ ডিসেম্বরঘানা বনাম উরুগুয়ে০ – ২রাত ৯টা
৪৭৩ ডিসেম্বরসার্বিয়া বনাম সুইজারল্যান্ড২ – ৩রাত ১টা
৪৮৩ ডিসেম্বরক্যামেরুন বনাম ব্রাজিল১ – ০রাত ১টা
২০২২ কাতার ফিফা ফুটবল বিশ্বকাপ গ্রুপ পর্বের ৪৮ টি খেলার ফলাফল

আরও পড়ুনঃ

ব্রাজিল বনাম আর্জেন্টিনার রেকর্ড

আর্জেন্টিনার সবচেয়ে বড় পরাজয়গুলো কি?

কাতার বিশ্বকাপ গ্রুপ তালিকা ২০২২

=> কাতার ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২ নকআউট পর্ব সম্পর্কে প্রশ্ন ও উত্তর

কাতার ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২ নকআউট পর্বের সময়সূচী কি?

কাতার ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২ নকআউট পর্বের সময়সূচী হচ্ছে ৩ ডিসেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত মোট ৮ খেলা হবে।

ফুটবল বিশ্বকাপ রাউন্ড অফ ১৬ এ কতটি ম্যাচ হবে?

কাতার ফুটবল বিশ্বকাপ রাউন্ড অফ ১৬ এ ৮ টি ম্যাচ হবে। জয়ী ৮ টি পরবর্তী রাউন্ডে চলে যাবে।

নকআউট পর্ব কি?

ফিফা ফুটবল বিশ্বকাপে নকআউট পর্ব হচ্ছে সেই পর্ব যে পর্বের খেলায় জয়ী দল বিশ্বকাপ মিশনে টিকে থাকবে।

কাতার বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপের কততম আসর?

কাতার বিশ্বকাপ ২০২২ ফুটবল বিশ্বকাপের ২২তম আসর।

ফুটবল বিশ্বকাপের ২২তম আসরে কতটি দল অংশ নিচ্ছে?

২২তম ফিফা কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২ আসরে ৩২টি দল অংশ নিচ্ছে।

উপসংহার,

আশাকরি আপনি কাতার ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২ নকআউট পর্বের সময়সূচী সম্পর্কে জানতে পেরেছেন।

গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে ৪ বারের বিশ্বকাপ জয়ী জার্মানি। রাউন্ড অফ ১৬ এ নতুন করে অনেক অঘটন ঘটবে।

কাতার ফিফা বিশ্বকাপের নক আউট পর্বের ম্যাচের উত্তেজনায় নিজেকে সামিল করতে খেলা দেখতে নির্দিষ্ট সময়ে টিভি সেটের পর্দায় চোখ রাখুন।

কেননা গোলের খেলা ফুটবলে নাটকীয়তা, শ্বাসরুদ্ধকর ম্যাচ উপহার দিয়ে যাবে বিশ্বকাপ আসর।

ব্লগিং, ইন্টারনেট থেকে টাকা ইনকাম ও টেলিকম অফার সম্পর্কিত তথ্য জানতে এবং সঠিক ও নির্ভুল তথ্য নিয়মিত পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।

এবং ফেজবুকে আমাদের ওয়েবসাইট এর আপডেট পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ। 

আরও পড়ুনঃ

ফ্রান্স বনাম পোল্যান্ড এর পরিসংখ্যান 

আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়ার পরিসংখ্যান 

ফুটবল বিশ্বকাপ পয়েন্ট টেবিল ২০২২

আর্জেন্টিনার খেলা কবে ২০২২

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।

1 thought on “কাতার ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২ নকআউট পর্বের সময়সূচী”

Comments are closed.