কাতার ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২ নকআউট পর্বের সময়সূচী জানার সময় চলে এসেছে। অনেক অঘটন, নাটকীয়তা, শ্বাসরুদ্ধকর ম্যাচ উপহার দিয়ে কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের সবগুলি ম্যাচ সম্পন্ন হয়েছে ভালোভাবে।
অনেক রোমাঞ্চ ছড়িয়ে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ‘দ্য গ্রেটেস্ট অন আর্থ’খ্যাত ফিফা বিশ্বকাপের ২২তম আসরের গ্রুপ পর্বের ৪৮ টি খেলা শেষ হয়েছে।
যেখানে ৩২ টি দল ৪টি করে ভাগ হয়ে ৮টি গ্রুপে বিভক্ত হয়ে গ্রুপ পর্ব শেষে ফুফা ২০২২ কাতার বিশ্বকাপ এখন নেমে এসেছে ১৬ দলে। তাই ফুটবল বিশ্বকাপের আসল লড়াই শুরু হচ্ছে আজ ৩ ডিসেম্বর থেকেই।
কাতার বিশ্বকাপের দ্বিতীয় পর্বকে রাউন্ড অফ ১৬ বলা হলেও, এই পর্বকে আপনি নকআউট পর্ব ও বলতে পারেন।
কেননা নকআউট পর্বে উন্নীত হওয়ায় প্রতিটি দলের জন্যই ম্যাচগুলো এখন একেকটি ফাইনাল খেলার সমান, কারণ হারলেই বিশ্বকাপ মিশন শেষ হবে যে কোন দলের।
যেখানে জয় পেলে পরের রাউন্ডে যাওয়া নিশ্চিত হবে, আরও হারলে বিদায় ঘটবে সেখান থেকেই, তাই দ্বিতীয় পর্বকে কাতার ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২ নকআউট পর্ব বলতে পারেন।
এছাড়া এই রাউন্ড থেকেই শুরু হবে পেনাল্টি শুটআউট। তাই কাতার ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২ নকআউট পর্বের সময়সূচী সম্পর্কে জেনে রাখুন।
চলুন দেখে নেওয়া যাক কাতার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের সূচি বাংলাদেশ সময় অনুসারে।
Content Summary
কাতার ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২ নকআউট পর্বের সময়সূচী
রাউন্ড অফ ১৬ এ ১৬ দলের ৮ টি খেলার সময়সূচি জেনে নিন।
ম্যাচ নং | তারিখ | ম্যাচ | সময় | ভেন্যু |
৪৯ | ৩ ডিসেম্বর, শনিবার | নেদারল্যান্ডস বনাম যুক্তরাষ্ট্র | রাত ৯টা | খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম |
৫০ | ৩ ডিসেম্বর, শনিবার | আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া | রাত ১টা | আহমেদ বিন আলি স্টেডিয়াম |
৫২ | ৪ ডিসেম্বর, রোববার | ফ্রান্স বনাম পোল্যান্ড | রাত ৯টা | আল থুমামা স্টেডিয়াম |
৫১ | ৪ ডিসেম্বর, রোববার | ইংল্যান্ড বনাম সেনেগাল | রাত ১টা | আল বাইত স্টেডিয়াম |
৫৩ | ৫ ডিসেম্বর, সোমবার | জাপান বনাম ক্রোয়েশিয়া | রাত ৯টা | আল জানোব স্টেডিয়াম |
৫৪ | ৫ ডিসেম্বর, সোমবার | ব্রাজিল বনাম দ. কোরিয়া | রাত ১টা | স্টেডিয়াম ৯৭৪ |
৫৫ | ৬ ডিসেম্বর, মঙ্গলবার | মরক্কো বনাম স্পেন | রাত ৯টা | এডুকেশন সিটি স্টেডিয়াম |
৫৬ | ৬ ডিসেম্বর, মঙ্গলবার | পর্তুগাল বনাম সুইজারল্যান্ড | রাত ১টা | লুসাইল স্টেডিয়াম |
ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২ নকআউট পর্ব সময়সূচী বাংলাদেশ সময়
ফুটবল বিশ্বকাপ রাউন্ড ১৬ খেলার সময় সূচী বাংলাদেশ সময়
উপরে উল্লেখিত টেবিলে ফুটবল বিশ্বকাপ রাউন্ড ১৬ খেলার সময় সূচী বাংলাদেশ সময় অনুসারে দেয়া হয়েছে।
ফিফা বিশ্বকাপ ২০২২ সুপার ১৬ (সিক্সটিন) ম্যাচ তালিকা অনুসারে প্রুপ পর্ব থেকে পেরিয়ে আশা ১৬ দলের মধ্যে ৮ টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময় অনুসারে প্রথম ম্যাচ সহ মোট ৪ টি ম্যাচ তার ৯ টায় অনুষ্ঠিত হবে। বাকী ৪ টি খেলা বাংলাদেশ সময় রাত ১ টায় অনুষ্ঠিত হবে।
উপরে উল্লেখিত সারণী যেখানে কাতার ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২ নকআউট পর্বের সময়সূচী বাংলাদেশ সময় অনুসারে উল্লেখ করা হয়েছে।
সারণীটি অনুসরণ করলেই Qatar FIFA Football World Cup 2022 Knockout Stage Schedule দেখতে পারেবন বাংলাদেশ সময় অনুসারে।
বিশ্বকাপ নকআউট রাউন্ড কি? – FIFA world cup knockout Round 2022
নকআউট রাউন্ড হচ্ছে ঐ পর্ব যে পর্বের খেলায় ফলাফল আবশ্যক। কেননা দুটি দল থেকে একটি দলই পরবর্তী রাউন্ডে যেতে পারবে।
কাতার বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিন ( Round Of 16) বলা হলেও, এই পর্ব নকআউট পর্বের মতই।
বিশ্বকাপ ২০২২ গ্রুপ পর্ব ছাড়া সুপার সিক্সটিন, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল সবগুলো খেলাই নকআউট পদ্ধতিতে হবে।
রাউন্ড অফ 16 থেকে শুরু করে ফাইনাল খেলা পর্যন্ত, প্রতিটি ম্যাচই একক এলিমিনেশন, যেখানে বিশ্বকাপ মিশনে টিকে থাকতে হলে জয় নিশ্চিত করতে হবে অন্যথায় ঘরে ফিরে যেতে যেতে হবে।
দলগুলি রাউন্ড অফ 16 ম্যাচে জয় পেলে নকআউট পর্বে চলে যাবে, তারপর সেমিফাইনালে এবং সবশেষে ফাইনালে যায়।
যেকোনো একটি দল ফাইনাল খেলায় জয়ের মাধ্যমে বিশ্ব চ্যাম্পিয়ন নির্ধারণ হয়। পরবর্তী বিশ্বকাপ পর্যন্ত অর্থাৎ ৪ বছরের জন্য একটি দল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবার মুকুট আরোহন করে।
রাউন্ড অফ ১৬ থেকে নকআউট পর্বের ৮ টি দল যেভাবে নির্ধারিত হবে
নির্ধারিত ৯০ মিনিটের নিয়মানুবর্তিতা শেষে খেলার ফলাফল নির্ধারিত না হলে, দলগুলিকে পুনরায় অতিরিক্ত ৩০ মিনিট সময়ে খেলানো হয়, তাতেও যদি ফলাফল না আশে এবং প্রয়োজনে পেনাল্টি শুটআউট হবে।
এভাবেই রাউন্ড অফ ১৬ থেকে নকআউট পর্বের ৮ টি দল নির্বাচিত হবে।
ঠিক একই ভাবে বিশ্বকাপ সেমিফাইনাল ও ফাইনাল খেলা গুলি পরিচালিত হবে। এভাবেই অল্প কিছুদিনের মধ্যে ২০২২ ফিফা ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন খুঁজে পাওয়া যাবে।
যারা আগামী ৪ বছরের জন্য ফুটবল বিশ্ব চ্যাম্পিয়ের মুকুট পাবে।
২০২২ কাতার বিশ্বকাপ গ্রুপ পর্বের ৪৮ টি খেলার ফলাফল
ইতিমধ্যে ২২তম ফুটবল বিশ্বকাপ আসরের গ্রুপ পর্বের ৪৮টি খেলা শেষ হয়েছে। সকল দলের গ্রুপ পর্বের খেলার সময়সূচী ও ফলাফল জনাতে পারবেন এখানে।
ম্যাচ নং | তারিখ | ম্যাচ | ফলাফল | বাংলাদেশ সময় |
১ | ২০ নভেম্বর | কাতার বনাম ইকুয়েডর | ০ – ২ | রাত ১০টা |
২ | ২১ নভেম্বর | ইংল্যান্ড বনাম ইরান | ৬ – ২ | সন্ধ্যা ৭টা |
৩ | ২১ নভেম্বর | সেনেগাল বনাম নেদারল্যান্ডস | ০ – ২ | রাত ১০টা |
৪ | ২২ নভেম্বর | যুক্তরাষ্ট্র বনাম ওয়েলস | ১ – ১ | রাত ১টা |
৫ | ২২ নভেম্বর | আর্জেন্টিনা বনাম সৌদি আরব | ১ – ২ | বিকেল ৪টা |
৬ | ২২ নভেম্বর | ডেনমার্ক বনাম তিউনিসিয়া | ০ – ০ | সন্ধ্যা ৭টা |
৭ | ২২ নভেম্বর | মেক্সিকো বনাম পোল্যান্ড | ০ – ০ | রাত ১০টা |
৮ | ২৩ নভেম্বর | ফ্রান্স বনাম অস্ট্রেলিয়া | ৪ – ১ | রাত ১টা |
৯ | ২৩ নভেম্বর | মরক্কো বনাম ক্রোয়েশিয়া | ০ – ০ | বিকেল ৪টা |
১০ | ২৩ নভেম্বর | জার্মানি বনাম জাপান | ১ – ২ | সন্ধ্যা ৭টা |
১১ | ২৩ নভেম্বর | স্পেন বনাম কোস্টারিকা | ৭ – ০ | রাত ১০টা |
১২ | ২৪ নভেম্বর | বেলজিয়াম বনাম কানাডা | ১ – ০ | রাত ১টা |
১৩ | ২৪ নভেম্বর | সুইজারল্যান্ড বনাম ক্যামেরুন | ১ – ০ | বিকেল ৪টা |
১৪ | ২৪ নভেম্বর | উরুগুয়ে বনাম দক্ষিণ কোরিয়া | ০ – ০ | সন্ধ্যা ৭টা |
১৫ | ২৪ নভেম্বর | পর্তুগাল বনাম ঘানা | ৩ – ২ | রাত ১০টা |
১৬ | ২৫ নভেম্বর | ব্রাজিল বনাম সার্বিয়া | ২ – ০ | রাত ১টা |
১৭ | ২৫ নভেম্বর | ওয়েলস বনাম ইরান | ০ – ২ | বিকেল ৪টা |
১৮ | ২৫ নভেম্বর | কাতার বনাম সেনেগাল | ১ – ৩ | সন্ধ্যা ৭টা |
১৯ | ২৫ নভেম্বর | নেদারল্যান্ডস বনাম ইকুয়েডর | ১ – ১ | রাত ১০টা |
২০ | ২৬ নভেম্বর | ইংল্যান্ড বনাম যুক্তরাষ্ট্র | ০ – ০ | রাত ১টা |
২১ | ২৬ নভেম্বর | তিউনিসিয়া বনাম অস্ট্রেলিয়া | ০ – ১ | বিকেল ৪টা |
২২ | ২৬ নভেম্বর | পোল্যান্ড বনাম সৌদি আরব | ২ – ০ | সন্ধ্যা ৭টা |
২৩ | ২৬ নভেম্বর | ফ্রান্স বনাম ডেনমার্ক | ২ – ১ | রাত ১০টা |
২৪ | ২৭ নভেম্বর | আর্জেন্টিনা বনাম মেক্সিকো | ২ – ০ | রাত ১টা |
২৫ | ২৭ নভেম্বর | জাপান বনাম কোস্টারিকা | ০ – ১ | বিকেল ৪টা |
২৬ | ২৭ নভেম্বর | বেলজিয়াম বনাম মরক্কো | ০ – ২ | সন্ধ্যা ৭টা |
২৭ | ২৭ নভেম্বর | ক্রোয়েশিয়া বনাম কানাডা | ৪ – ১ | রাত ১০টা |
২৮ | ২৮ নভেম্বর | স্পেন বনাম জার্মানি | ১ – ১ | রাত ১টা |
২৯ | ২৮ নভেম্বর | ক্যামেরুন বনাম সার্বিয়া | ৩ – ৩ | বিকেল ৪টা |
৩০ | ২৮ নভেম্বর | দক্ষিণ কোরিয়া বনাম ঘানা | ২ – ৩ | সন্ধ্যা ৭টা |
৩১ | ২৮ নভেম্বর | ব্রাজিল বনাম সুইজারল্যান্ড | ১ – ০ | রাত ১০টা |
৩২ | ২৯ নভেম্বর | পর্তুগাল বনাম উরুগুয়ে | ২ – ০ | রাত ১টা |
৩৩ | ২৯ নভেম্বর | ইকুয়েডর বনাম সেনেগাল | ১ – ২ | রাত ৯টা |
৩৪ | ২৯ নভেম্বর | নেদারল্যান্ডস বনাম কাতার | ২ – ০ | রাত ৯টা |
৩৫ | ৩০ নভেম্বর | ইরান বনাম যুক্তরাষ্ট্র | ০ – ১ | রাত ১টা |
৩৬ | ৩০ নভেম্বর | ওয়েলস বনাম ইংল্যান্ড | ০ – ৩ | রাত ১টা |
৩৭ | ৩০ নভেম্বর | তিউনিসিয়া বনাম ফ্রান্স | ১ – ০ | রাত ৯টা |
৩৮ | ৩০ নভেম্বর | অস্ট্রেলিয়া বনাম ডেনমার্ক | ১ – ০ | রাত ৯টা |
৩৯ | ১ ডিসেম্বর | পোল্যান্ড বনাম আর্জেন্টিনা | ০ -২ | রাত ১টা |
৪০ | ১ ডিসেম্বর | সৌদি আরব বনাম মেক্সিকো | ০ – ২ | রাত ১টা |
৪১ | ১ ডিসেম্বর | কানাডা বনাম মরক্কো | ১ – ২ | রাত ৯টা |
৪২ | ২ ডিসেম্বর | কোস্টারিকা বনাম জার্মানি | ২ – ৪ | রাত ৯টা |
৪৩ | ২ ডিসেম্বর | জাপান বনাম স্পেন | ২ – ১ | রাত ১টা |
৪৪ | ২ ডিসেম্বর | ক্রোয়েশিয়া বনাম বেলজিয়াম | ০ – ০ | রাত ১টা |
৪৫ | ২ ডিসেম্বর | দক্ষিণ কোরিয়া বনাম পর্তুগাল | ২ – ১ | রাত ৯টা |
৪৬ | ২ ডিসেম্বর | ঘানা বনাম উরুগুয়ে | ০ – ২ | রাত ৯টা |
৪৭ | ৩ ডিসেম্বর | সার্বিয়া বনাম সুইজারল্যান্ড | ২ – ৩ | রাত ১টা |
৪৮ | ৩ ডিসেম্বর | ক্যামেরুন বনাম ব্রাজিল | ১ – ০ | রাত ১টা |
আরও পড়ুনঃ
ব্রাজিল বনাম আর্জেন্টিনার রেকর্ড
আর্জেন্টিনার সবচেয়ে বড় পরাজয়গুলো কি?
কাতার বিশ্বকাপ গ্রুপ তালিকা ২০২২
=> কাতার ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২ নকআউট পর্ব সম্পর্কে প্রশ্ন ও উত্তর
কাতার ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২ নকআউট পর্বের সময়সূচী হচ্ছে ৩ ডিসেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত মোট ৮ খেলা হবে।
কাতার ফুটবল বিশ্বকাপ রাউন্ড অফ ১৬ এ ৮ টি ম্যাচ হবে। জয়ী ৮ টি পরবর্তী রাউন্ডে চলে যাবে।
ফিফা ফুটবল বিশ্বকাপে নকআউট পর্ব হচ্ছে সেই পর্ব যে পর্বের খেলায় জয়ী দল বিশ্বকাপ মিশনে টিকে থাকবে।
কাতার বিশ্বকাপ ২০২২ ফুটবল বিশ্বকাপের ২২তম আসর।
২২তম ফিফা কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২ আসরে ৩২টি দল অংশ নিচ্ছে।
উপসংহার,
আশাকরি আপনি কাতার ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২ নকআউট পর্বের সময়সূচী সম্পর্কে জানতে পেরেছেন।
গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে ৪ বারের বিশ্বকাপ জয়ী জার্মানি। রাউন্ড অফ ১৬ এ নতুন করে অনেক অঘটন ঘটবে।
কাতার ফিফা বিশ্বকাপের নক আউট পর্বের ম্যাচের উত্তেজনায় নিজেকে সামিল করতে খেলা দেখতে নির্দিষ্ট সময়ে টিভি সেটের পর্দায় চোখ রাখুন।
কেননা গোলের খেলা ফুটবলে নাটকীয়তা, শ্বাসরুদ্ধকর ম্যাচ উপহার দিয়ে যাবে বিশ্বকাপ আসর।
ব্লগিং, ইন্টারনেট থেকে টাকা ইনকাম ও টেলিকম অফার সম্পর্কিত তথ্য জানতে এবং সঠিক ও নির্ভুল তথ্য নিয়মিত পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।
এবং ফেজবুকে আমাদের ওয়েবসাইট এর আপডেট পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
আরও পড়ুনঃ
ফ্রান্স বনাম পোল্যান্ড এর পরিসংখ্যান
আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়ার পরিসংখ্যান
ফুটবল বিশ্বকাপ পয়েন্ট টেবিল ২০২২
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।
Banglalink দিচ্ছে চমৎকার Minute Offe