Robi emergency balance code 2021 এবং এই post এ আপনাকে রবি ইমারজেন্সি ব্যালেন্স সহ রবি সিমের সকল অফার গুলি কিভাবে চেক করবেন সেই সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো। কেননা বর্তমানে অনেকেই রবি ব্যালেন্স চেক কোড ,মিনিট চেক ও রবি এম বি চেক করার পদ্দতি google করে থাকেন।
বন্ধুরা রবি বাংলাদেশের শীর্ষস্থানীয় একটি টেলিকম সেবা সরবরাহকারী, বর্তমানে যার অবস্থান দ্বিতীয় বৃহত্তম।
বলা হয়ে থাকে যে Robi নেটওয়ার্কে ৫০ মিলিয়নেরও বেশি গ্রাহক সংখ্যা রয়েছে, রবির একটি শেয়ারের দাম 68.7% রয়েছে বলে মনে করা হচ্ছে।
Read More: Banglalink 1000 minute offer
Robi মালয়েশিয়ার এক্সিয়াটা গ্রুপ বেরহাদ, ভারতী এয়ারটেল লিমিটেড অফ ইন্ডিয়ার সাথে যুক্ত হয়ে এশিয়ার বিভিন্ন দেশে তাদের টেলিকম ব্যবসা পরিছালনা করছে।
এই বিপুল সংখ্যক গ্রাহকদের মধ্যে অনেকের জরুরী প্রয়োজনে Robi emergency balance code প্রয়োজন হয়।
তার মূল কারন হচ্ছে নতুন ফোন ব্যাবহার কারী সংখ্যা প্রতদিন বাড়ছে। সেই সাথে আমাদের অনেকের নিজেদের ব্যাবহার করা সিমে মধ্যে জরুরী ইমারজেন্সি ব্যালেন্স দরকার হয়।
এবং google serch করে রবি ইমারজেন্সি ব্যালেন্স পদ্দতি খুজেন।
Robi balance check code BD 2021
রবি বাংলাদেশের প্রথমে Aktel নামে তাদের ব্যবসা শুরু করে। আগে একটেল নামে পরিচিত ছিল, তবে একটেল মোবাইল অপারেটর বর্তমান নাম হচ্ছে রবি।
রবি অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করার বেশ কিছু পদ্দতি রয়েছে। তবে রবি অ্যাকাউন্ট চেক করার সহজ পদ্দতি হচ্ছে USSD code.
Robi balance check code BD is *222#. Just dial this USSD code and see your own mobile balance on your mobile screen.
বন্ধুরা রবি সিমের ব্যালেন্স চেক কোড হচ্ছে *২২২#। আপনার যে কোন রবি নাম্বার থেকে আপনি এই উসসডি কোড টি ডায়াল করুন, আপনি আপনার মোবাইল স্ক্রিনে রবি সিমের ব্যালেন্স দেখতে পাবেন।
- Read More: Robi bondho sim offer 2021
Robi emergency balance code bd 2021

বন্ধুরা Robi balance check কোড জানার পর আমাদের রবি রজেন্সি ব্যালেন্স সম্পর্কে জানা প্রয়োজন। রবি সম্প্রতি তাদের গ্রাহকদের জন্য robi emergency balance code প্রকাশ করেছে।
আপনার প্রয়োজনীয় সময়ে ব্যালেন্স দিয়ে সাহায্য করতে রবির এই পদক্ষেপ। এখন একজন গ্রাহক তাদের সিমে ১০ টাকা থেকে ১০০ পর্যন্ত রবি ইমারজেন্সি ব্যালেন্স পেতে পারেন।
তবে Robi Jhotpot Emergency Balance পেতে গ্রাহকের জন্য কিছু শর্ত রয়েছে। শর্ত যাই হোক আপনি যদি রেগুলার রবি সিম ব্যাবহার করেন তবে আপনি Robi Jhotpot Emergency Balance পেতে পারেন সহজেই।
Robi emergency balance code is * 123 * 007 #. If you are an Eligible Robi customer, you will get up to a 100 BDT Robi emergency balance.
অনেক গ্রাহক রবি জটপট ব্যালেন্স বলে থাকেন। আপনি যে নামে ডাকেন তাতে কোন সমস্যা নেই। রবি ইমারজেন্সি ব্যালেন্স পেতে আপনাকে *১২৩*০০৭# ডায়াল করতে হবে।
দেখার বিষয় হচ্ছে রবি তাদের গ্রাহকদের জন্য রবি ইমারজেন্সি ব্যালেন্স পেতে যোগ্য গ্রাহক পদ্দতি রেখেছে
রবি ব্যালেন্স চেক কোড | |
Robi number check code | *222# |
রবি ইমারজেন্সি ব্যালেন্স চেক কোড | * 1 # বা * 222 # |
To check your Robi emergency balanc Eligibility by Dialing *8#.
রবি ইমারজেন্সি ব্যালেন্স চেক কোড
বন্ধুরা Robi balance check code পোস্টে এখন আপনাদের রবি ঝটপট ব্যালেন্স চেক করার পদ্দতি সম্পর্কে জানাবো।
রবি ইমারজেন্সি ব্যালেন্স চেক কোড হচ্ছে * 1 # বা * 222 # (বিনা মূল্যে)। উপরের কোডটি দুটির যে কোন একটি ব্যাবহার করে রবি সিমের রবি ইমারজেন্সি ব্যালেন্স পরীক্ষা করতে সক্ষম হবেন।
Robi balance check code *222# ব্যাবহার করে রবি ইমারজেন্সি ব্যালেন্স চেক করলে আপনি রবি অ্যাকাউন্টে দুটি ব্যালেন্স দেখতে পাবেন।
প্রথমে দেখানো ব্যালেন্স টি আপনার রবি মূল অ্যাকাউন্ট ব্যালেন্স এবং দ্বিতীয় সারিতে দেখানো ব্যালেন্স টি আপনার সিমে দেয়া রবি ইমারজেন্সি ব্যালেন্স।
For instance, প্রথম ব্যালেন্স টি হচ্ছে আপনার মূল অ্যাকাউন্ট ব্যালেন্স এবং দ্বিতীয় টি আপনার
রবি ইমারজেন্সি ব্যালেন্স পেতে শর্তাবলী পড়ুন
- যোগ্য রবি প্রিপেইড গ্রাহকরা ইমারজেন্সি ব্যালান্স পরিষেবাটি থেকে ১০০ টাকা পর্যন্ত ইমারজেন্সি নিতে পারবেন।
- আপনি রবি ইমারজেন্সি ব্যালেন্স পাবেন কিনা তা জানতে * ৮ # ডায়াল করে যোগ্যতা যাচাই করতে পারেন।
- রবি ইমারজেন্সি ব্যালেন্স পেতে আপনার * 123 * 007 # ডায়াল করুন ( কোন চার্জ প্রযোজ্য নয়)
- রবি 2 টাকা এসএমএস বিজ্ঞপ্তি ফি প্রযোজ্য হবে প্রতিটি ইমারজেন্সি ব্যালেন্স সফল প্রাপ্তিতে।
- For Expale: আপনাকে ১২ টাকা লোণ দেয়া হল আপনার কাছ থেকে ২ টাকা কেটে ১০ টাকা আপনার রবি একাউন্তে পাবেন।
- গ্রাহক যে কোনও ভয়েস কল ও এসএমএস করতে রবি ঝটপট ব্যালেন্স ব্যবহার করতে পারেন।
- মিনিট বান্ডিল এবং অন্যান্য ফ্রি বোনাস অফার গুলি ঝটপট ব্যালেন্স থেকে আগে ব্যবহারে অগ্রাধিকার পাবে।
- ঝটপট ব্যালেন্সের পরিমাণ যে কোনও সময় ব্যবহার করা যেতে পারে।
- আপনি * 1 # বা * 222 # (বিনা মূল্যে) ডায়াল করে জোতপট ব্যালেন্সের পরিমাণ পরীক্ষা করতে সক্ষম হবেন।
- ১৫% সম্পূরক শুল্ক (এসডি), এসডি সমেত ট্যারিফের উপর ১৫% ভ্যাট এবং বেস ট্যারিফের উপর ১% উপার্জন প্রযোজ্য হবে।
To check your won Robi number Just dial *2#.
To check your Robi SIM balance Just dial *222#.
To check your Robi internet balance Just dial *8444*88#.
Also read:
- Robi bundle offer 2021
- Banglalink SMS pack 2021
- Airtel bondho sim offer 2021
- Teletalk minute offer 2021
In conclusion,
আশা করি আপনি Robi balance check code BD সম্পর্কে জানতে পেরেছেন। For instance, Robi emergency balance code সম্পর্কে আপনার আরও জানার থাকলে কমেন্ট করুন।
জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।