Rocket Account Check Code Number কত, আপনি জানেন কি? বাংলাদেশের প্রথম মোবাইল ব্যাংকিং সেবা ডাচ-বাংলা ব্যাংক পরিচালিত রকেট একাউন্ট চেক কোড নাম্বার সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে করুন।
ব্যাংকিং সেবাকে জনগণের হাতের কাছে পৌঁছে দিতে ইন্টারনেট ব্যাংকিং সেবা চালু হয়েছিল। ইন্টারনেট ব্যাংকিং সেবা কে আরও এক ধাপ এগিয়ে নিতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস মোবাইল ব্যাংকিং সেবা বর্তমানে ব্যাপক ভূমিকায় রাখচে।
বাংলাদেশের সর্ব প্রথম ইন্টারনেট ব্যাংকিং সেবার পাশাপাশি মোবাইল ব্যাংকিং সেবা নিয়ে আসে ডাচ বাংলা ব্যাংক।
ডাচ বাংলা ব্যাংক পরিচালিত মোবাইল ব্যাংকিং সেবার নাম প্রথমে রাখা হয়েছিল ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিং।
পরবর্তীতে নাম পরিবর্তন করে ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং সেবার নাম করা হয় রকেট।
আজকে আমরা এই পোষ্টের মাধ্যমে আপনাদের Rocket Account Check Code সম্পর্কে জানাবো এবং কিভাবে রকেট একাউন্ট ব্যালেন্স চেক করবেন তা হাতে কলমে দেখিয়ে দেব।
Content Summary
Rocket Account Check Code Number | রকেট একাউন্ট চেক কোড নাম্বার
Rocket Account Check Code Number is *322#. After dial rocket dial code *322# seclect number 5 Option (My Rocket), then seclect number 1 Option (Check Balance), then “Enter Your 4 Digit pin”. Your all process are right Rocket Account balance will show on your mobile screen.
রকেট একাউন্ট চেক কোড নাম্বার হচ্ছে *৩২২#। রকেট ডায়াল কোড *৩২২# ডায়াল করে রকেট মেনু থেকে ৫ নম্বরে অপশন (মাই একাউন্ট) নির্বাচন করুন, তারপর নতুন মেনু থেকে ১ নম্বরে থাকা অপশন ব্যালেন্স চেক নির্বাচন করে আপনার রকেট একাউন্টের পিন কোড প্রদান করুন, সকল পদক্ষেপগুলো সঠিকভাবে অনুসরণ করলে আপনার রকেট একাউন্ট ব্যালেন্স মোবাইল স্ক্রিনে দেখানো হবে।
আরও পড়ুনঃ
অধ্যক্ষ বরাবর দরখাস্ত কিভাবে লিখতে হয়?
বাংলালিংক সিমের নাম্বার কিভাবে দেখে?
How To Check Rocket Account? রকেট একাউন্ট ব্যালেন্স চেক করার নিয়ম
রকেট একাউন্ট চেক করার সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি রকেট ডায়াল কোড ( Rocket dial code ) ব্যবহার করে কিভাবে আপনি রকেট একাউন্ট ব্যালেন্স চেক করবেন তা আপনাদের বিস্তারিত জানানো হলো।
তবে রকেট ডায়াল কোড ব্যবহার করা ছাড়াও আপনি রকেট একাউন্ট ব্যালেন্স চেক করতে পারেন।
রকেট একাউন্ট ব্যালেন্স চেক করার সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি হচ্ছে রকেট ইউএসএসসি কোড ব্যবহার করা।
এছাড়াও আপনি Rocket App ব্যবহার করে দ্রুত ও সহজেই রকেট একাউন্ট ব্যালেন্স চেক করতে পারবেন।
আরও পড়ুনঃ
TIN Certificate BD Registration Download
রকেট অ্যাপ থেকে রকেট একাউন্ট ব্যালেন্স চেক করতে আপনার কাছে একটি স্মার্ট ফোন থাকতে হবে।
গুগল প্লে স্টোর অথবা আইওএস স্টোর থেকে আপনার স্মার্টফোনে রকেট মোবাইল ব্যাংকিং সেবার অ্যাপসটি ডাউনলোড ও ইন্সটল করুন।
তারপর রকেট মোবাইল ব্যাংকিং অ্যাপসটি ইন্সটল পরবর্তীতে ওপেন করুন আপনার রকেট নাম্বারটি ব্যবহার করে রকেট অ্যাপসে লগইন করুন।
রকেট এপসের ড্যাশবোর্ডে প্রবেশ করলে আপনি সবথেকে উপরে “Tap to balance” লেখাতে ক্লিক করলেই আপনার রকেট একাউন্ট ব্যালেন্স প্রদর্শিত হবে।
রকেট অ্যাপ থেকে রকেট একাউন্ট ব্যালেন্স চেক করা খুবই সহজ, তবে যদি আপনার কাছে স্মার্টফোন না থাকে তবে আপনাকে রকেট একাউন্ট ব্যালেন্স চেক করতে রকেট একাউন্ট ব্যালেন্স চেক কোড *৩২২# ডায়াল করতে হবে।
Rocket Account Check Code *৩২২# ডায়াল করে আপনি যেকোনো সময় যেকোনো ধরনের মোবাইল থেকে সহজেই রকেট একাউন্টের টাকা চেক করতে পারেন।
আরও পড়ুনঃ
আর্থিক অনুদানের জন্য আবেদন পত্র লেখার নিয়ম
আজকের সৌদি রিয়াল রেট বাংলাদেশ
To Check Rocket Account balance dial *322# and fallow the instructions.
রকেট একাউন্ট ব্যালেন্স চেক কোড হচ্ছে *৩২২#। তাই রকেট একাউন্ট চেক করতে *৩২২# ডায়াল করুন এবং মেনু থেকে মাই একাউন্ট অপশনটি নির্বাচন করে তারপর চেক ব্যালেন্স নির্বাচন করে আপনার পিন কোড দিয়ে রকেট ব্যালেন্স চেক করুন।
উপসংহার,
আশা করি আপনি Rocket Account Check Code number সম্পর্কে জানতে পেরেছেন। সেই সাথে এই পোষ্টের মাধ্যমে আমরা জানানোর চেষ্টা করেছি রকেট একাউন্ট ব্যালেন্স চেক কোড ডায়াল করার পরবর্তী আপনাকে কি কি পদক্ষেপ নিতে হবে।
Rocket Account Check Code কত তা আপনারা জেনেছেন।
রকেট বাংলাদেশের জনপ্রিয় একটি মোবাইল ব্যাংকিং সেবা, রকেট ব্যালেন্স দেখতে *৩২২# ডায়াল করুন।
আরও পড়ুনঃ
আজকের আবহাওয়া কেমন থাকবে বৃষ্টি হবে কিনা বাংলাদেশ
১ রিংগিত কত টাকা | মালয়েশিয়া ১ টাকা বাংলাদেশের কত টাকা
ইন্টারনেট থেকে টাকা ইনকাম, শিক্ষামূলক তথ্য, টেলিকম অপারেটর অফার ও জ্ঞানমূলক তথ্য বাংলায় জানতে নিয়মিত ভিজিট করুন ডিজিটাল টাচ অফিসিয়াল ওয়েবসাইট।
এবং জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।