Rocket account Balance Check code অনেকেই খুঁজে থাকেন, কেননা রকেট একাউন্ট ব্যালেন্স করতে এখন অনেকেই সমস্যায় পরেন। তবে চিন্তা করবেন না, এখাবে আপনাকে rocket dial code সম্পর্কে জানানো হবে। জানতে পারবেন রকেট একাউন্ট চেক করার কোড সম্পর্কে।
বাংলাদেশে মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী সংস্থা সমূহের মধ্যে ডাচ বাংলা ব্যাংক পরিচালিত রকেট সর্বপ্রথমে গ্রাহকদের জন্য এই সার্ভিসটি নিয়ে আসে।
বর্তমানে বাংলাদেশে ১৫ টিরও বেশি মোবাইল ব্যাংকিং সেবা পরিচালিত হচ্ছে। মোবাইল ব্যাংকিং সেবার গুরুত্ব সম্পর্কে বর্তমানে আমরা বেশিরভাগ লোকই জানি।
নিত্যদিনের প্রয়োজনীয় কাজে বর্তমানে মোবাইল ব্যাংকিং সেবার বিকল্প নেই। ছোট ছোট আর্থিক লেনদেন গুলো সম্পন্ন করতে মাসের কোন না কোন সময় আমাদের মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করতে হয়।
বাংলাদেশের চলমান মোবাইল ব্যাংকিং সেবা সমূহের মধ্যে বর্তমানে অগ্রণী ভূমিকায় রয়েছে ডাচ বাংলা ব্যাংক পরিচালিত রকেট মোবাইল ব্যাংকিং সেবা। যদিও মার্কেটপ্লেসে প্রথম স্থান দখল করে আছে বিকাশ।
Rocket Account Balance Check Code | Rocket Dial Code

মোবাইল ব্যাংকিং সেবা গুলো ব্যবহার করার জন্য গ্রাহকদের একটি ইউএসএসডি কোড প্রদান করা হয়ে থাকে মোবাইল ব্যাংকিং কোম্পানি থেকে।
বাংলাদেশের চলমান প্রতিটি মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করার জন্য তাদের ভিন্ন ভিন্ন ইউএসএসডি ডায়াল কোড রয়েছে।
Rocket Balance Check Code is *322#. Dial *322# Rocket Dial Code and check your rocket mobile Banking account balance.
- To check your rocket mobile banking account balance open your mobile dial pad and dial *322#. The rocket services menu will come on your mobile screen.
- Then select 5. My Acc.
- After that select 1. Balance.
- Then enter your 4-Digit PIN.
Your all step is right, then your Rocket mobile banking account balance will be displayed on your mobile screen.
রকেট একাউন্ট চেক করার কোড কত?
রকেট একাউন্ট চেক করার কোড হচ্ছে *৩২২#। আপনি রকেট ডায়াল কোড *৩২২# ডায়াল করুন এবং আপনার রকেট মোবাইল ব্যাংকিং সেবার একাউন্ট ব্যালেন্স চেক করুন।
বন্ধুরা রকেট একাউন্ট চেক করতে-
- প্রথমেই আপনার মোবাইলের ডায়াল প্যাড ওপেন করুন এবং *৩২২# ডায়াল করুন। রকেট সেবা সমূহের মেনু আপনার মোবাইল স্ক্রিনে চলে আসবে।
- তারপর আপনি মেনু লিস্ট থেকে 5. My Acc সিলেক্ট করুন।
- এরপর 1. Balance সিলেক্ট করুন।
- তারপর আপনার 4 সংখ্যার রকেট পিন কোড লিখুন।
আপনার দেয়া তথ্য গুলি সঠিক থাকলে রকেট মোবাইল ব্যাংকিং একাউন্ট ব্যালেন্স আপনার মোবাইল স্ক্রিনে প্রদর্শিত হবে।
এখানে উল্লেখিত Rocket balance check code ব্যাবহার করে আপনি সহজেই রকেট একাউন্ট চেক করতে পারবেন।
অনেকে dbbl rocket code লিখেও গুগল করে থাকেন, আপাদের জন্যও rocket balance check করার সহজ পদ্দতি এটি।
Rocket Balance Check Code OR app
বাংলাদেশে চলমান সকল মোবাইল ব্যাংকিং সেবাসমূহের প্রত্যেকেরই নিজেদের একটি মোবাইল অ্যাপস রয়েছে গুগল প্লে স্টোরে।
রকেট মোবাইল ব্যাংকিং সেবা সহ সকল মোবাইল ব্যাংকিং সেবা সমূহের একাউন্ট ব্যালেন্স চেক থেকে শুরু করে যাবতীয় কাজ সম্পাদনের জন্য অ্যাপগুলো ইউএসএসডি কোড থেকে বেশ জনপ্রিয়।
সহজে এবং দ্রুত সময়ে রকেট মোবাইল ব্যাংকিং এর একাউন্ট ব্যালেন্স চেক করতে আপনি রকেট মোবাইল ব্যাংকিং অ্যাপস টি আপনার ফোনে ইন্সটল করতে পারেন।
রকেট অ্যাপ থেকে একাউন্ট ব্যালেন্স চেক করতে লগইন পরবর্তী উপরের অংশে ” ট্যাপ ব্যালেন্স” বাটনে ক্লিক করলেই আপনি আপনার বর্তমান রকেট একাউন্ট ব্যালান্স সম্পর্কে জানতে পারবেন।
রকেট একাউন্ট চেক করা জরুরী কেন?
আপনার ডাচবাংলা মোবাইল ব্যাংকিং একাউন্ট এখন ঠিক কী পরিমাণ ব্যালেন্স রয়েছে তা জানা আপনার জন্য জরুরী।
তবে মনে রাখবেন বর্তমানে অনেক বুয়া ও স্ক্যামারদের পক্ষ থেকে আপনাকে এসএমএস পাঠানোর মাধ্যমে বলা হয়ে থাকে যে আপনার মোবাইলে এই পরিমাণ টাকা ভুলে চলে গেছে।
অথবা আপনার কোন আত্মীয় দেশের যে কোন প্রান্ত থেকে আপনার জন্য কিছু টাকা আপনার রকেট একাউন্টে সেন্ড করেছে।
টাকা আসলে কি মোবাইলে যুক্ত হয়েছে নাকি আপনাকে কোন ভুয়া মেসেজের মাধ্যমে প্রতারণা করা হচ্ছে এই বিষয়গুলো নিশ্চিত করতে অবশ্যই আপনার বর্তমান অ্যাকাউন্ট ব্যালান্স সম্পর্কে আপনার জানা দরকার।
আপনার পূর্বের রকেট একাউন্ট বর্তমান ব্যালেন্স জানা থাকলে বর্তমান রকেট একাউন্ট ব্যালেন্স চেক করুন এবং পূর্বের রকেট একাউন্ট ব্যালেন্স মিলিয়ে দেখতে পারেন ঠিক যে পরিমাণ টাকার কথা বলা হচ্ছে ঠিক ওই পরিমাণ টাকা আপনার একাউন্টে যুক্ত হয়েছে কিনা।
এটি অবশ্যই করা দরকার প্রতারণা এড়াতে। অবশ্যই আপনি আপনার রকেট একাউন্ট ব্যালেন্স চেক করার পরবর্তী নিশ্চিত হবেন যে আপনার একাউন্টে টাকাটা এসেছে কিনা।
In conclusion,
আশা করি আপনি Rocket Balance Check Code ও পদ্দতি সম্পর্কে জানতে পেরেছেন। রকেট একাউন্ট চেক করার কোড ব্যাবহারে আপনার কোন সমস্যা হোলে আমাদের কমেন্ট করে জানান।
টেলিকম অপারেটর অফার সমূহ সম্পর্কে জানতে এবং মোবাইল ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিং সম্পর্কে জানতে আমাদের কমেন্ট করে জানান।
এবং জয়েন করুন আমাদের ফেসবুক পেজ নিয়মিত আপডেট পেতে।