রকেট একাউন্ট চেক করার কোড কত? Rocket Account Check code

বাংলাদেশের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবা রকেট একাউন্ট চেক করার কোড সম্পর্কে অনেকেই জানতে চান। মূলত মোবাইলের মাধ্যমে টাকা লেনদেন করার জন্য প্রতিদিনই অনেক নতুন গ্রাহক রকেট মোবাইল ব্যাংকিং সেবার সাথে যুক্ত হচ্ছে, তাই তারা তাদের রকেট একাউন্টের ব্যালেন্স চেক করতে কোড খুঁজে করতে থাকে। 

বাংলাদেশ মোবাইল ব্যাংকিং সেবার অগ্রদূত হিসেবে অতি পরিচিত একটি মোবাইল ব্যাংকিং সেবা হচ্ছে রকেট। 

কেননা বাংলাদেশের প্রথম মোবাইল ব্যাংকিং সেবা নিয়ে আসে ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং সার্ভিস, যার বর্তমান নাম হচ্ছে রকেট।

আমরা বিগত ১০ বছর যাবত ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং সেবার সাথে কাজ করছি বলে আপনাকে ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং একাউন্ট চেক থেকে শুরু করে Rocket account cash out charge ও যাবতীয় তথ্য গুলো সঠিকভাবে প্রদান করতে সক্ষম। 

তাই আপনি রকেট একাউন্ট চেক করার কোড এবং একাউন্ট চেক করার নিয়ম সম্পর্কে জানতে আমাদের সাথে থাকুন।

ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং রকেট একাউন্ট চেক করার কোড কত

রকেট একাউন্ট চেক করার কোড নম্বর কত
রকেট একাউন্ট চেক করার কোড নম্বর কত

রকেট একাউন্ট চেক করার কোড হচ্ছে *৩২২#, তবে এখানেই শেষ নয় ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং একাউন্ট ব্যালেন্স চেক করার জন্য আপনাকে মোবাইল মেন্যু থেকে সঠিক অপশনটি নির্বাচন করতে হবে। 

  • তাই রকেট একাউন্ট ব্যালেন্স চেক করার জন্য আপনি প্রথমেই ডায়াল করুন *৩২২# কোড নম্বরটি।
  • আপনার রকেট একাউন্ট থেকে  রকেট কোড *৩২২# ডায়াল পরবর্তী আপনার সামনে একটি মোবাইল মেনু ওপেন হবে। 
  • আপনি যদি আপনার রকেট একাউন্টের ব্যালেন্স চেক করতে চান তবে আপনাকে রকেট মোবাইল মেনুর পাঁচ নম্বরে থাকা মাই অ্যাকাউন্ট অপশনটি নির্বাচন করতে হবে। 
  • মাই অ্যাকাউন্ট টি সিলেক্ট করে সেন্ড বাটনে ট্যাপ করুন। 
  • তারপর নতুন আরেকটি মোবাইল মেনু ওপেন হবে, এই মনেতে এক নম্বর অবস্থানে রয়েছে ব্যালেন্স। 
  • আপনি এক নম্বর অপশনটি নির্বাচন করে সেন্ড বাটনে ট্যাপ করুন। 
  • এরপর নতুন একটি পপ-আপ আসবে যেখানে ইন্টার পিন লেখা থাকবে। 
  • অর্থাৎ এখানে আপনাকে আপনার রকেট একাউন্টের গোপন পিন কোড টি দিয়ে সেন্ড বাটনে টিপ করতে হবে। 

উপরে বর্ণিত সকল ধাপগুলো সঠিকভাবে অনুসরণ করে আপনার পিনকোড প্রদান করলে আপনি আপনার রকেট একাউন্টের ব্যালেন্স আপনার মোবাইল স্ক্রিনে দেখতে পাবেন। 

উদাহরণস্বরূপ: রকেট একাউন্ট চেক করতে ডায়াল করুন *৩২২#, তারপর নম্বর ৫ মাই একাউন্ট নির্বাচন করুন, তারপরে নম্বর ১ ব্যালেন্স চেক নির্বাচন করে আপনার ৪ ডিজিটের পিন কোড চাপুন। 

আরও পড়ুনঃ

আল্লাহ পিকচার ডাউনলোড করার উপায় । ফ্রী আল্লাহ পিক ডাউনলোড সাইট

কাজী নজরুল ইসলাম জীবনী । বিদ্রোহী কবির উক্তি, প্রথম কবিতা, ছদ্মনাম কি

রকেট একাউন্ট দেখার নিয়ম । রকেটে টাকা দেখার নিয়ম

আশা করি আপনি রকেট একাউন্ট চেক করার কোড খুঁজে পেয়েছেন। সেই সাথে রকেট একাউন্ট দেখার নিয়ম সম্পর্কেও জানতে পেরেছেন। 

এখানে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আপনি দুইটি ভিন্ন ভিন্ন উপায়ে রকেট একাউন্ট দেখতে পারেন।

  1. একটি হচ্ছে ইউএসএসডি *322# কোড ব্যবহার করে রকেট একাউন্ট চেক। 
  2. অন্যটি হচ্ছে রকেট মোবাইল ব্যাংকিং অ্যাপস ব্যবহার করে রকেট একাউন্ট চেক। 

উপরোক্ত উল্লেখিত দুটি পদ্ধতির মধ্যে সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং অ্যাপস ব্যবহার করে রকেট একাউন্ট দেখা।  

রকেটে টাকা দেখার নিয়ম এর থেকে অনেক সহজ হলেও এক্ষেত্রে আপনার কাছে অ্যান্ড্রয়েড স্মার্টফোন এবং ইন্টারনেট কানেকশন থাকতে হবে। 

যদি আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ ইন্টারনেট ডাটা না থাকে তবে আপনি রকেট ব্যালেন্স চেক করার জন্য রকেট ইউএসএসডি কোড *৩২২# ব্যবহার করতে পারেন।

রকেট একাউন্টে টাকা দেখার জন্য আপনি দিনের যেকোনো সময় ইন্টারনেট কানেকশন ছাড়াই আপনার একাউন্ট ব্যালেন্স জানতে পারবেন।

অ্যাপ থেকে রকেট ব্যালেন্স চেক কোড ও অ্যাপ

সহজে ও দ্রুত রকেট একাউন্ট ব্যালেন্স চেক করার জন্য গুগল প্লে স্টোর থেকে আপনার মোবাইলের রকেট অ্যাপস টি ডাউনলোড করুন।

রকেট অ্যাপস ডাউনলোড পরবর্তী অ্যাপসটি ইন্সটল করে আপনার রকেট একাউন্ট নাম্বার টি ব্যবহার করে লগইন করুন।

আপনার রকেট অ্যাপস সফলভাবে লগইন হলে আপনি সবার উপরে ট্যাপ টু ব্যালেন্স অপশন দেখতে পাবেন এখানে প্রেস করলেই আপনি আপনার রকেট একাউন্টের বর্তমান ব্যালেন্স দেখতে পাবেন।

আরও পড়ুনঃ

বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে?

ফুসফুসের সমস্যা ও সমাধান | সমস্যার লক্ষণ ও প্রতিকারের উপায়

রকেট মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহারে সর্তকতা

আপনি যদি রকেট একাউন্ট ব্যবহার করেন আপনার আর্থিক লেনদেনের ক্ষেত্রে তবে আপনাকে সতর্ক থাকতে হবে। 

শুধু রকেটে নয় যেকোনো মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহারে আপনাকে সতর্ক থাকা জরুরি। 

কেননা অসাধু লোকের টাকা হাতিয়ে নেওয়ার জন্য সব সময় সজাগ লক্ষ্য রাখে সাধারণ গ্রাহক এর দিকে।

দুষ্কৃতিকারীদের হাত থেকে আপনার রকেট একাউন্ট কে সুরক্ষিত করতে আপনি যে কাজগুলো করবেন-

  • কখনোই আপনার রকেট একাউন্টের পিন কারো সাথে শেয়ার করবেন না।
  • যদি সম্ভব হয় তবে আপনি প্রতিমাসে একবার আপনার রকেট একাউন্টের পিন পরিবর্তন করুন।
  • ওটিপি (OTP) ভেরিফিকেশন পাসওয়ার্ড কখনোই কারো সাথে শেয়ার করবেন না।
  • ওটিপি মূলত আপনার একাউন্ট টি মোবাইল অ্যাপ্লিকেশনে লগইন করার ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। 

এছাড়াও যদি রকেট অফিস থেকে বলছি আপনার একাউন্ট তথ্য হালনাগাদ এর জন্য কোন প্রলোভন বা কোন নেটওয়ার্ক উন্নয়নের কথা বলে তবে কখনোই তাতে সাড়া দিবেন না।

কেননা রকেট কর্তৃপক্ষ কখনোই আপনাকে সরাসরি কল করে তাদের সেবা সম্পর্কে অবগত করবে না তারা মেসেজের মাধ্যমে অবহিত করবেন।

এছাড়াও রকেট একাউন্টে যদি আপনার নামে চালু করা থাকে তবে আপনার চিন্তার কোন কারণ নেই।

কেননা যেকোনো সমস্যায় আপনি রকেট সার্ভিস সেন্টারে অথবা রকেট এজেন্ট পয়েন্টে ভিজিট করার মাধ্যমে আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য জেনে নিতে পারেন।

আরও পড়ুনঃ

কিভাবে জন্ম নিবন্ধন অনলাইন করা যায়?

কাগজ দিয়ে বানানো সবচেয়ে দামি জিনিস কি

রকেট একাউন্ট দেখার নিয়ম FAQS

রকেট একাউন্ট দেখার নিয়ম কি?

সহজে ও দ্রুত রকেট একাউন্ট দেখার নিয়ম হচ্ছে রকেট ইউএসএসডি কোড ব্যবহার করা। রকেট একাউন্ট চেক করতে ইউএসএসডি কোড *৩২২#  ডায়াল পরবর্তী মেনু থেকে 5 নম্বর একাউন্ট অপশনটি নির্বাচন করে নতুন মেনুতে ব্যালেন্স চেক অপশনটি নির্বাচন পরবর্তী পিনকোড দিলেই আপনি আপনার রকেট একাউন্টের ব্যালেন্স দেখতে পাবেন।

রকেট ডায়াল কোড কত? 

অ্যাকাউন্ট দেখা এবং অন্যান্য যাবতীয় লেনদেন ও সেবা পেতে রকেট ডায়াল কোড *৩২২#  ব্যবহার করুন।

রকেট একাউন্ট চেক কোড কত?

রকেট একাউন্ট চেক হচ্ছে *৩২২#। রকেট ডায়াল কোড চেপে রকেট একাউন্ট চেক করতে মেনু থেকে মাই একাউন্ট নির্বাচন করে আপনার পিন প্রদান করুন।

উপসংহার

আশা করি আপনি রকেট একাউন্ট চেক করার কোড খুঁজে পেয়েছেন এবং আপনার রকেট একাউন্ট ব্যালেন্স চেক করতে সমর্থ হয়েছেন।  

মনে রাখবেন রকেট কর্তৃপক্ষ পূর্ব ঘোষণা ছাড়াই যেকোনো সময় প্রয়োজনে তাদের রকেট একাউন্টে টাকা দেখার নিয়ম এ পরিবর্তন আনতে পারে।

তাই আমরা চেষ্টা করবো আপনাদের সঠিক আপডেট সবসময় পৌঁছে দিতে।

তবে বর্তমানে রকেটে টাকা দেখার নিয়ম এটি যা আপনাদের বিস্তারিত আলোচনার মাধ্যমে জানানো হয়েছে। 

সব বিষয়ে নিত্য নতুন আর্টিকেল পেতে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।

টেলিকম অফার ও ইন্টারনেট থেকে তথ্য পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে। 

আরও পড়ুনঃ

বিকাশে টাকা দেখার নিয়ম কি?

BKash App Download for PC

Palli Bidyut Bill Payment Online

কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।

Leave a Comment