জন্ম তারিখ বের করার নিয়ম | বয়স বের করার সহজ পদ্ধতি

জন্ম তারিখ বের করার নিয়ম কি? আপনারা কি জানেন। আজকে পোস্ট এর মাঝে জন্ম তারিখ বের করার নিয়ম সম্পর্কে আমি আপনাদের সঠিক ধারণা দেয়ার চেষ্টা করব। এবং কি কি মাধ্যমে জন্মতারিখ সঠিক ভাবে বের করা যায় সে সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেবার চেষ্টা করব।

বর্তমানে আমাদের মধ্যে অনেকেই নিজের জন্ম তারিখ বের করবার জন্য গুগল সার্চ করে থাকি। এমন কিছু মাধ্যম রয়েছে যার সহজেই আপনার জন্ম তারিখ বের করতে পারেন।

মূলত জন্ম তারিখ কি? জন্ম তারিখ বের করার নিয়ম

জন্ম তারিখ কি
জন্ম তারিখ কি

একটি মানুষের জন্ম হতে শুরু করে তার মৃত্যু পর্যন্ত তার এই জন্ম তারিখটি খুবই প্রয়োজনীয় একটি জিনিস। মানুষটি কত সালে জন্মগ্রহণ করেছে এবং কত তারিখে জন্মগ্রহণ করেছে এ বিষয়টি তার পরিচয়ের ওপর ব্যাপক ভূমিকা রাখে।

সাধারণত যৌক্তিক জন্ম তারিখ মানুষের সকল কাজে ব্যবহৃত হয়। যেমন তার জন্ম নিবন্ধন, ভোটার আইডি কার্ড, স্কুল সার্টিফিকেট, কলেজ সার্টিফিকেট, চাকরি ইত্যাদি প্রায় সকল ক্ষেত্রেই তারিখের গুরুত্ব রয়েছে।

বর্তমান সময় আমাদের মধ্যে অনেক মানুষই রয়েছেন যারা নিজেদের জন্ম তারিখ বা বয়স ঠিকঠাক ভাবে জানিনা।

আমার পর থেকে বর্তমান সময় পর্যন্ত যে তারিখ নির্ধারণ করা সেটি হল একটি মানুষের জন্ম তারিখ।

এছাড়াও যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখবেন আপনার যত জমিজমা, ড্রাইভিং লাইসেন্স সকল ক্ষেত্রে তারিখ  বিশেষভাবে ভূমিকা পালন করছে।

আরও পড়ুনঃ

100 টি মজার ধাঁধা । উত্তর সহ ধাঁধা পড়ুন

Pasoori meaning in Bengali | Pasoori Bangla Lyrics Bangla

জন্ম তারিখ বের করার নিয়ম – Rules for Finding Date of Birth

জন্ম তারিখ বের করার অনেকগুলো নিয়ম রয়েছে।

আজকে আমরা আপনাদের সামনে সবগুলো নিয়ম তুলে ধরার চেষ্টা করব।

তাহলে চলুন দেখে নেয়া যাক কিভাবে নিজেদের জন্ম তারিখ সঠিক এবং নির্ভুল ভাবে বের করতে পারি।

নিয়ম- ১ঃ

সর্ব প্রথমে আমরা যে নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে আজকের বর্তমান যে তারিখ রয়েছে সে তারেকের সাথে আপনার জন্মসালের যে তারিখ রয়েছে শে তারিখ বিয়োগ করা।

উদাহরণস্বরূপঃ

 ২০২২-৬-২৭

ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

– ১৯৯৮-৫-১৫

—————

২৪-১১-২

বিয়োগ দেওয়ার পর যে সংখ্যাটি বের হবে সেটি হলো আপনার বয়স।

যেমন এখানে আপনার বয়স হল ২৪ বছর ১১ মাস ২ দিন।

নিয়ম- ২ঃ বয়স বের করার সহজ পদ্ধতি

নিয়ম ১ এর মতো জন্ম তারিখ বের করতে গিয়ে বর্তমানের তারিখ এর সংখ্যা গুলো আপনার জন্ম তারিখের সংখ্যা গুলোর চেয়ে বড় হয় অর্থাৎ, যদি নিচের সংখ্যা বড় হয় তবে নিয়ম ২ ব্যবহার করে আপনি আপনার বয়স বের করতে পারবেন।

উদাহরণস্বরূপঃ

২০২২-০৪-১৫

ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

– ১৯৯৭-১০-১২

—————

২৬-৬-৩ 

এ নিয়মে মাসের যায়গায় ০৪ সংখ্যাটি ১০ এর চেয়ে বড় হওয়ায় ১৯৯৭ থেকে এক বছর ধার নিতে হবে। আমরা জানি, এক বছর সমান ১২ মাস।

তাই ১২+৪ তখন উপরের মাসের সংখ্যাটিকে মনে মনে ১৬ ধরে তারপর বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ ফল হবে ৬।

তারপর ২০২২ থেকে ১৯৯৭ বিয়োগের সময় ধার নেয়া ১ বছর ১৯৯৭ এর সাথে যোগ দিতে হবে। ফলে ২০২২ থেকে ১৯৯৭ বিয়োগ করতে হবে।

সেক্ষেত্রে তখন বিয়োগ ফল হবে ২৬।

তাহলে আপনার বয়স হবে ২৬ বছর ৬ মাস ৩ দিন।

এভাবে সহজেই যেকোন বয়স বের করা সম্ভব।

আরও পড়ুনঃ

কোরবানির ঈদ কত তারিখে

শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক এর কাজ কি

সম্পর্ক থেকে বেরিয়ে আসার উপায় । কিভাবে একটি সম্পর্ক সমাপ্তি করতে হয়

সেকেন্ডের মধ্যে অন্যের জন্ম তারিখ বের করার নিয়ম – jonmo tarik ber korar niyom

জন্ম তারিখ বের করার নিয়ম - Rules for Finding Date of Birth
জন্ম তারিখ বের করার নিয়ম – Rules for Finding Date of Birth

সেকেন্ডের মধ্যে অন্যের জন্ম তারিখ বের করার নিয়ম

কিভাবে আপনি অন্য কারো জন্ম তারিখ মুখে মুখে খুব সহজে খুবই তাড়াতাড়ি বলে দিতে পারবেন। এই নিয়ম সম্পর্কে এখন আমরা আলোচনা করব।

ধাপ- ১ঃ

প্রথম ধাপে আপনি মুখে মুখে কোন হিসাব ছাড়াই বলে দিতে চান তার কাছ থেকে তার জন্ম  তারিখটি জেনে নেবেন এর সাথে মনে মনে ২ গুন করতে বলবেন।

তারপর যে গুনফল পাওয়া যাবে তার সাথে ২ যোগ করতে বলবেন। 

ধাপ- ২ঃ

তারিখ বের করার নিয়ম  এর এই ধাপে প্রথম ধাপে যে যোগফল আমরা পেয়েছিলাম এর সাথে মনে মনে ৫ গুন করতে হবে।

৫ গুণ করার পর যে ফলাফল টি পাওয়া যাবে তার সাথে ১০ গুণ করতে বলবেন।

ধাপ- ৩ঃ

দ্বিতীয় ধাপ থেকে আমরা যে গুণফলটি পাবো তার সাথে ১০০ বিয়োগ করতে বলবেন। বিয়োগফলের সাথে মনে মনে তার জন্ম মাস টি যোগ করতে বলবেন।

ধাপ- ৪ঃ

জন্ম তারিখ বের করার পদ্ধতি এর শেষ ধাপ হচ্ছে তার কাছ থেকে যোগফলটি জানতে চাইবেন।

সব হিসাব ঠিকঠাক মত করতে পারলে এটি একটি ৪ ডিজিটের সংখ্যা হবে।

এ সহজে সংখ্যাটি আপনাদের সামনে বের হয়েছে প্রথম দুই সংখ্যা হবে তার জন্ম তারিখ এবং শেষে দুই সংখ্যা হবে তার জন্ম মাস। 

উদাহরণস্বরূপ আমরা বলতে পারি।

দিন মাস বছর বের করার নিয়ম

মনে করি একজন ব্যক্তির জন্ম তারিখ ১০।

  • ১০×২=২০
  • ২০+২=২২
  • ২২×৫=১১০
  • ১১০×১০=১১০০
  • ১১০০-১০০=১০০০
  • ১০০০+১০=১০১০

সকল গুণফল এবং যোগফল শেষ করবার পর যে সংখ্যাটি আপনারা পাবেন তার মধ্যে প্রথম দুই সংখ্যা হল তার জন্ম তারিখ এবং শেষের দুই সংখ্যা হল তার জন্ম মাস।

অর্থাৎ, আমরা উদাহরণে পেয়েছি ১০১০ এরমধ্যে প্রথম দুই সংখ্যা হল ১০ এবং শেষের দুই সংখ্যা হল ১০।

সুতরাং আমরা যে ব্যক্তির জন্ম তারিখ বের করেছি সে ব্যক্তি ১০ই অক্টোবর জন্মগ্রহণ করেছিলেন। আশা করছি আপনারা এই নিয়মটি ভালোভাবে বুঝতে পেরেছেন। 

মোবাইল অ্যাপস ব্যবহার করে জন্ম তারিখ বের করার নিয়ম

মোবাইল অ্যাপস ব্যবহার করে জন্ম তারিখ বের করার নিয়ম
মোবাইল অ্যাপস ব্যবহার করে জন্ম তারিখ বের করার নিয়ম

আমরা এসকল নিয়মের বাইরেও মোবাইল অ্যাপস ব্যবহার করে কোন তারিখ বের করতে হয় কিভাবে সে সম্পর্কে আমরা জানব।

আমরা এতক্ষণ যে সকল পদ্ধতি অনুসরণ করেছি এসকল পদ্ধতির চাইতেও মোবাইলের ব্যবহার করে জন্ম তারিখ বের করা সহজ।

আপনারা যদি কোন ঝামেলায় না গিয়ে সরাসরি মোবাইলের মাধ্যমে আপনার জন্ম তারিখ বের করে নিতে চান তাহলে অবশ্যই আপনারা মোবাইল অ্যাপসের মাধ্যমে আপনাদের জন্ম তারিখ বের করে নিবেন।

আমরা আপনাদেরকে এখন তিনটি মোবাইল অ্যাপস এর সাথে পরিচয় করিয়ে দেব। 

Boyos Ber Korar Niyom ও অ্যাপস গুলো হলো-

এই সকল অ্যাপ থেকে আপনি আপনার জন্ম তারিখ টা খুব ভালোভাবে বের করে নিতে পারবেন। এবং হিসাব করার চাইতে অ্যাপসের মাধ্যমে বের করে নেওয়া অনেক সহজ।

আশা করি এই ব্লগ পোস্ট পড়ে আপনারা জন্ম তারিখ দিয়ে বয়স বের করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এখানে আমরা আপনাদেরকে jonmo tarik ber korar niyom, jonmo sal ber korar niom এবং boyos ber korar niyom সম্পর্কে বিস্তারিত জানিয়েছি।

এখানে আমরা জন্ম সাল বের করার নিয়ম সম্পর্কে আপনার আপনাদের অনেকগুলো পদ্ধতি জানিয়েছি, যেখানে জন্ম তারিখ বের করার সফটওয়্যার সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা করা হয়েছে।

আরও পড়ুনঃ

কোরবানির ঈদ কত তারিখে

শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক এর কাজ কি

জন্ম তারিখ বের করার নিয়ম – বয়স বের করার নিয়ম FAQS

কিভাবে জন্ম তারিখ বের করতে হয়?

আপনি নিজের জন্ম সাল থেকে বর্তমান তারিখ বিয়োগ করে আপনার জন্ম সাল বের করতে পারেন। আবার চাইলে মোবাইল আপস ব্যবহার করে বের করতে পারেন।

জন্ম তারিখ কি কি কাজে লাগে?

স্কুল, কলেজ, জমি জমা, ভোটার আইডি কার্ড ইত্যাদি সকল যায়গায় জন্ম তারিখ খুব গুরুত্বপূর্ণ।

জন্ম তারিখ বের করার নিয়ম কি?

আপনার মোবাইলের ক্যালকুলেটরের অপশনে গিয়ে তারপর আপনার জন্মসালের সাথে আপনার বর্তমান বয়স কে বিয়োগ করবেন।


অথবা মোবাইলে অনেক ধরনের অ্যাপস রয়েছে যেগুলোর মাধ্যমে আপনার বয়স বের করা যায়। আপনি চাইলে সহজ পদ্ধতিতে ব্যবহার করতে পারেন।

উপসংহার

এ পোস্টে আমরা আপনাদেরকে কিভাবে আপনার জন্ম তারিখ আপনার বয়স সঠিকভাবে বের করবেন সেই নিয়ম সম্পর্কে অবগত করেছে।

আশা করছি আমাদের পোস্টটি আপনাদের কাছে ভালো লাগবে।

তবুও যদি আপনাদের এ বিষয়ে বা এ সংক্রান্ত কোন প্রশ্ন, তথ্য অথবা মতামত থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন।

যদি আমাদেরনিত্যনতুন আরও পোস্ট পেতে চান তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।

চোখ রাখুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে।

আমরা আপনাদেরকে আপনাদের সুবিধার্থে  –

অনলাইন থেকে ঘরে বসে টাকা আয়

টেলিকম অফার, ইন্টারনেট অফার এবং ব্লগিং টিপস সহ নানান ধরনের গুরুত্বপূর্ণ আর্টিকেলগুলো প্রদান করে থাকি।

আরও পড়ুনঃ

ঘরে বসে মোবাইলে আয়

ইউটিউব থেকে আয় করার উপায়

কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

Leave a Comment