স্কুল বিদায় বেলার কবিতা আবৃতি কিভাবে করতে হয়?

প্রিয় পাঠকগণ স্কুল বিদায় বেলার কবিতা সম্পর্কে জানার জন্য আপনারা অনেকেই গুগলের মাধ্যমে সার্চ করে থাকেন। আজকের এই আর্টিকেলে আমরা আপনাদেরকে এমন কিছু কবিতা প্রদর্শন করব যেগুলো আপনারা বিদায় বেলার সময় আবৃত্তি করতে পারেন।

আবার আপনি নিজেই চাইলেও এই সকল কবিতা গুলো খুব সহজে কিভাবে নিজের ভিতর থেকে তৈরি করতে পারেন সে সম্পর্কে আজকের এই আর্টিকেলের মাধ্যমে আলোচনা করা হবে। স্কুল জীবনের সব বিদায় বেলা টা সকলের জন্য খুবই কষ্টের এবং শিক্ষা জীবনের সবচেয়ে ভালো দিনগুলো শেষ সময় হারিয়ে যায়।

নিজের স্কুল থেকে বিদায় নেওয়ার সময় এই কষ্ট ভাষায় প্রকাশ করা সম্ভব হয়না। তাই স্কুল বিদায় বেলার কবিতা গুলো আপনারা বিদায় অনুষ্ঠানে আবৃত্তি করতে পারেন নিজেদের স্মৃতি হিসেবে।

স্কুল বিদায় বেলার ছন্দ ও কবিতা 

স্কুল বিদায় বেলার ছন্দ ও কবিতা
স্কুল বিদায় বেলার ছন্দ ও কবিতা 

১/ সকাল ফেলে শেষ বিকেলের ছায়া

ছেয়ে আছে শত মায়া;

এ আঙিনা বলে”বিদায়”

দেই আর দেই না, মন তো ভীষণ কাঁদায়।

২/ ফেলে যাওয়া শত স্মৃতি,

ব্লাকবোর্ডের সাদা চকে জামা ভরতি।

ঘাসেরা জানায় বিষাদের বিদায় অভিবাদন

এ বেলা থেমে যাক সব, জমুক বুকে অনন্ত কাদন।

৩/ স্কুলের সেই বেজে ওঠা ঘন্টা

শুনবো না কভু আর করবো না লাফালাফি।

শেষ বিকেলের মত নেমে এলো সন্ধ্যা।

জীবন প্রবাহমান কিন্তু স্কুলেই পরে রয় মনটা।

৪/ স্তব্ধ হয়ে যাক ঘড়ির কাটা

ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

ধুলো না জমুক জুড়ে বইয়ের পাতা।

বেজেছে স্কুলের সেই ধাতব ঘন্টা,

বাতাসে ভাসে দুঃখের বার্তা

স্কুলের এ আঙিনা জুড়ে দাঁড়িয়ে ঠায়,

বেলা শেষে তবুও বলতে হয় বিদায়।

৫/ ভারি হয়ে উঠেছে মেঘের কায়া

বাজিয়ে স্কুল বেলার বিদায় বেলা

যে ঘন্টায় একদিন ছিলো খুশির ফোয়ারা

ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

সেই ঘন্টায় আজ কেবল বিষন্নতার ছায়া।

আরও পড়ুনঃ

আবার আসিব ফিরে কবিতা

জীবনের কিছু বাস্তব কথা

বিদায় অনুষ্ঠানের কবিতা কোনগুলো?

স্কুল বিদায় বেলার স্ট্যাটাস

১/ বন্ধুদের সাথে মারামারি,

টিফিনের বক্স নিয়ে কাড়াকাড়ি,

চারপাশে বিদায় ঘন্টা শুনি

কালই মনে পরবে এই সকল স্মৃতি

বিদায়ের হাত ধরে চললেও,

ফেরার আজও দিন গুনি।

সেই সুরে স্বপ্ন বুনি।

২/ দুঃখ কাদায়,ভেসে আসে বিষাদের সুর,

বিদায় বেলার কবিতা দিয়ে সাজায় কবিরা

এই আঙিনা, থাকি যতই না দূর।

হবে না আর খাওয়া শিক্ষকদের সেই বকুনি

হবে না পাওয়া সেই আদর ভালোবাসা মাখা খুনসুটি।

৩/ ছিড়ে যাওয়া ব্যাগ, ছিড়ে যাওয়া জুতো

বিদায় সুরে হয়ে উঠে স্মৃতিময়

ক্যান্টিনের সেই হুরোহুরি।

যেভাবে বাজে শঙখ ধ্বনি, 

ছুটে যাব না আর করবোনা মাঠে দৌড়াদৌড়ি।

৪/ আজ এ বেলাশেষের গান ও কবিতায়

লিখে বিদায় সবুজ ঘাসের রঙ।

ডেকে যায় নীল এ আকাশ,

বিষাদে ভরা স্নিগ্ধ বাতাস।

যে ঘাসে মেখেছি আলো

পেছনের বেঞ্চে ফেলে আসা ধুলো জমা সেই স্মৃতিই আজ মিষ্টি-মধুর লাগছে ভালো।

৫/ নতুন বইয়ে ভরা সেই ব্যাগ

হবে না আর কাধে তোলা।

শুতে যাব না আর এই প্রাঙ্গণে,

তবুও কি যাবে স্কুলকে ভোলা।

বিদায় আজ এ বেলা বিদায় জানাই

স্কুল বিদায়ের এই মিলন মেলাতে,

রেখে যাই সকল স্মৃতি এ বিদায় বেলাতে।

শিক্ষকদের উদ্দেশ্যে স্কুল বিদায় বেলার বক্তব্য

প্রিয় পাঠকগণ এতক্ষণ আমরা স্কুলে বিদায় বেলার কবিতা গুলো আপনারা কিভাবে আবৃত্তি করবেন সে সম্পর্কে বলেছি এখন আমরা কিভাবে আপনারা আপনাদের শিক্ষকদের উদ্দেশ্যে বিদায় বেলায় বক্তব্য প্রদান করতে পারেন সে সম্পর্কে জানাবো।

“আজ এই বিদায়ের দিনে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি আমার সকল শিক্ষকদের কে সালাম জানাই।

গত দশটি বছর আমি এই বিদ্যালয়ে পড়াশোনা করেছি।

আমার নিজস্ব পরিবারের বাইরে একটি পরিবার হয়ে গিয়েছিল এই স্কুলের মাঝে। সকল শিক্ষকরা ছিলেন আমার পিতা-মাতার মত আর সহপাঠীরা আমার ভাই বোনের মত।

আজ এই দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে এতটাই কষ্ট হচ্ছে যে আমার মন চাইছে না আমি এই স্কুল থেকে বিদায় নিয়ে চলে যাই।

কিন্তু ভবিষ্যৎ প্রেক্ষাপট চিন্তা করলে আমাকে এখান থেকে চলে যেতেই হবে। আমি আমার শিক্ষকগণ এবং আমার সহপাঠী ছোট ভাই ও বোনেদের একটি কথাই বলতে চাই।

আমি আপনাদেরকে অনেক বেশি ভালোবাসি এবং আপনাদের সবসময় আমি আমার পাশে অনুভব করব।

আমাকে আপনারা সকলেই দোয়া করবেন এবং আমার ভবিষ্যৎ এর জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ সবাইকে।”

আরও পড়ুনঃ

বুদ্ধিজীবীদের কবিতা কোনগুলো?

পৃথিবীর সবচেয়ে ভালো কাজ কি?

কিডনির পয়েন্ট কত হলে ভালো

স্কুল বিদায় বেলার কবিতা FAQS

স্কুল বিদায় বেলার কবিতা কিভাবে আবৃত্তি কিভাবে করতে হবে?

মূলত আপনার বিদায়ের সময় মন খারাপ থাকবে এইটাই স্বাভাবিক। এই সময় সুন্দর ভাবে আপনি কবিতা আবৃতি করতে পারেন।

উপসংহার 

প্রিয় পাঠকগণ আজকের এই আর্টিকেলের স্কুল বিদায় বেলার কবিতা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানো হয়েছে।

আশা করি আজকের এই আর্টিকেলটি আপনাদের খুবই ভালো লেগেছে এবং আজকের এই আর্টিকেল থেকে আপনারা স্কুলের বিদায় বেলায় যে সকল কবিতাগুলো পাঠ করতে পারেন সেগুলো পেয়ে গিয়েছেন।

এছাড়াও আপনাদেরকে আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনাদেরকে কিভাবে আপনারা বিদায় অনুষ্ঠানের সময় শিক্ষকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে পারেন সে সম্পর্কে জানানো হয়েছে।

আপনাদের যদি বিদায় অনুষ্ঠানের সময় কবিতা কিংবা বক্তব্য নিয়ে কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন।

অনলাইন থেকে ঘরে বসে টাকা, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ব্লগিং সহ অন্যান্য সেক্টরে যদি আপনারা অনলাইন ভিত্তিক কাজগুলো করতে চান তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে আর্টিকেল পড়ুন।

আমাদের ওয়েবসাইটে এই সকল বিষয়গুলো আলাদা আলাদাভাবে আর্টিকেল আকারে সাজানো আছে।

এছাড়া আমাদের রয়েছে সংশ্লিষ্ট সকল আপডেট পেতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেইজে। 

কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

Leave a Comment