Search Engine Optimization শর্ট ফর্ম SEO meaning Bangla পোস্টে আপনাদের সবাইকে স্বাগতম। এসইও কি এই বিষয়ে বাংলা ভাষায় তথ্য অনেক কম। তাই এই পোস্টে আপনাদের SEO ( Search Engine Optimization) সম্পর্কে জানাবো। এই পোস্ট পড়ার পর আপনার প্রশ্ন what is SEO? থাকবে না বলে মনে করি।
আমাদের অনেকেই ব্রাউজার ও সার্চ ইঞ্জিনের মধ্যে পার্থক্য আছে কিনা এই সম্পর্কে চিন্তা করে থাকি। অনেক সময় সার্চ ইঞ্জিন আর ব্রাউজার কে অনেকেই এক মনে করেন। তাই বিষয়টা ভালো ভাবে আপনার জানা দরকার কেননা আপনি যদি ইন্টারনেট থেকে টাকা ইনকাম করতে আগ্রহীন তাহলে অবশ্যই আপনাকে সার্চ ইঞ্জিন সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে।
SEO ( Search Engine Optimization) বাংলায় বললে এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান। তবে এক কথায় বললে এসইও হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অর্থাৎ কোন লেখাকে সার্চ ইঞ্জিনের উপযোগী করে তোলা তবে এ সম্পর্কে সম্পর্কে বলে এক লাইনে শেষ করা যাবেনা।
৫০,০০০ হাজার শব্দের পোস্ট লিখলেও এসইও সম্পর্কে লিখে শেষ করা যাবেনা। তবে এই পোস্টে আপনাদের এসইও মূল বিষয় সম্পর্কে জানাবো।
বন্ধুরা, বর্তমানে পৃথিবী সেরা সার্চ ইঞ্জিন গুগল তাদের এলগরিদম পরিবর্তন রেগুলার পরিবর্তন করে থাকে।
হয়ত আমি আপনাকে Seo meaning bangla পোস্টে যে বিষয় সম্পর্কে বলবো সেই বিষয় গুলি পরিবর্তন হয়ে যেতে পারে, কেননা গুগলে তাদের এলগরিদম অনেক তারাতারি পরিবর্তন করে।
তাই এখানে আপনাকে আমরা এসইও মৌলিক বিষয় গুলি সম্পর্কে জানানোর চেষ্টা করবো। বন্ধুরা আপনারা এসইও কি? এর বেসিক বিষয় সম্পর্কে জানা থাকলে আপনার এসইও করতে তেমন কোন সমস্যা হবেনা।
Content Summary
What is SEO? এসইও কি?
SEO full form Search Engine Optimization. অর্থাৎ এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও হলো এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ায় কোন কন্টেন্টকে সার্চ ইঞ্জিনের উপযোগী করে অপটিমাইজ করা হয়, যাতে সার্চ ইঞ্জিন গুলো তাদের ব্যবহারকারীদের সঠিক প্রশ্নের উত্তর দিতে পারে।
সার্চ ইঞ্জিনের জন্ম হয়েছিল ১৯৯০ সালে। ঐ সময়ে প্রথম একটি ওয়েবসাইট তৈরি হয়। প্রথম ওয়েবসাইট তৈরি হওয়ার পরবর্তী আরো কিছু ওয়েবসাইট ইন্টারনেটে চলে আসে।
101112131415 টিকেন সার্চ ইঞ্জিন তৈরি করা হয়?
ইন্টারনেটে থাকা বিভিন্ন ওয়েবসাইটগুলোর কন্টেন্ট সম্পর্কে গুলোকে প্রক্রিয়াকরণের মাধ্যমে ব্যবহারকারীদের সঠিক প্রদান তথ্য প্রদান করার জন্যই সার্চ ইঞ্জিন তৈরি করা হয়েছিল।
প্রতিটি ওয়েব সাইটের কনটেন্ট গুলি ভিন্ন-ভিন্ন হয়, কন্টেন্টগুলি সম্পর্কে সার্চ ইঞ্জিন ভালো ভাবে জানতে পারা জরুরী, এই বেসিক ধারণা থেকেই এসইও উৎপত্তি।
আড়ও পড়ুনঃ
Freelancing meaning in Bengali
ব্লগ লিখে আয় করার উপায় | ঘরে বসে বাংলা লিখে টাকা আয় করুন! বিকাশ পেমেন্ট
website content সম্পর্কে যানার জন্যই সার্চ ইঞ্জিন উৎপত্তি হয়। বর্তমান বিশ্বে গুগল এক নম্বর সার্চ ইঞ্জিন হলেও প্রথম দিকে ইন্টারনেটে একমাত্র সার্চ ইঞ্জিন হিসাবে ইয়াহু ছিল।
মূলত এসইও শুরু হয় ১৯৯৬ সাল থেকে, যখন Larry Page and Brin যখন বিশ্বের প্রথম সফল সার্চ ইঞ্জিন তৈরি করেন।
বর্তমান গুগল যার প্রথম নাম ছিল Backrub, পরবর্তীতে গুগল নাম করন করা হয়। প্রথমে Seo meaning এতটা কঠিন ছিলনা।
Google আমাদের থেকে অনেক আগেই বুজে গিয়ে ছিল Seo সম্পর্কে। তাই তারা Seo বিষয়ে অনেক আগে থেকেই তাদের সার্চ ইঞ্জিন এলগরিদম নিয়ে কাজ শুরু করে।
যাতে তারা ইউজারকে সঠিক তথ্য সঠিক ফলাফল আকারে ইউজারের সামনে নিয়ে আসতে পারে। তাই বর্তমানে বিশ্বের ৬৫% থেকে বেশি ইন্টারনেট সার্চ গুগল থেকে হয়ে থাকে।
কেননা Search Engine Optimization হসাবে গুগল বিশ্বে পরিচিত।
Also read:
How to buy skitto Mb without app
SEO Full Meaning Bangla ( Seo meaning in Bengali)
SEO meaning Bangla হলো কোন কনটেন্টকে সার্চ ইঞ্জিনের উপযোগী করে তৈরি করা, যাতে সার্চ ইঞ্জিন গুলো ব্যবহারকারীদের সঠিক তথ্যটি সবার আগে প্রদর্শন করতে পারে। এক্ষেত্রে কনটেন্ট ভিডিও ফরমেটে, অডিও ফরম্যাট ও টেক্সট ফরমেটে হতে পারে।
এখন আমারা আপনাদের বলতে পারি Seo meaning bangla বা এসইও কি এই সম্পর্কে।
বন্ধুরা এসইও হচ্ছে একটি পদ্দতি, যে পদ্দতিতে কোন ওয়েবপেজ রেঙ্কিং নাম্বার এবং ভিজিটরদের সার্চ করা বিশয়ে সঠিক তথ্য দেখানো হয় যাতে তারা সঠিক তথ্য জানতে পারে।
Types of SEO? এসইও কত প্রকার
কোন ওয়েবসাইট গুগলে রেঙ্ক করাতে হলে অনেক গুলি ফ্যাক্টর কাজ করে থাকে।
গুগল সরাসরি না বললে অনেক Expert দের মতে এই সংখ্যা অনেক।
তবে আমরা আগেই বলেছি আপনাকে আমরা এসইও সম্পর্কে প্রধান পার্ট গুলি সম্পর্কে বলবো।
SEO মধ্যে প্রধান ৩ টি পার্ট হচ্ছে-
- On page SEO / অন পেজ এসইও
- Off page SEO / অফ পেজ এসইও
- Technical SEO / টেকনিকাল এসইও
On page SEO meaning? অন পেজ এসইও কি
বন্ধুরা অন পেজ এসইও মূলত ওয়েবসাইট কনটেন্টের সাথে সম্পর্কিত। বন্ধুরা On page SEO যত ভালো হবে আপনার গুগলে রেঙ্কিং পাওয়ার সম্ভাবনা তত বেশি।
অন পেজ এসইও তে মূল বিষয় গুলি হচ্ছে-
- H1, H2, H3 TAG ব্যাবহার,
- content অনুসারে টাগ ব্যাবহার করা।
- ইমেজ আলটার ট্যাগ ব্যাবহার করা।
- SEO Optimization content লেখার চেষ্টা করা।
What Off page SEO? অফ পেজ এসইও কি
অফ পেজ এসইও আপনার ওয়েব সাইটের content এর সাথে জরিত নয়। যেমন Back link.
আপনাকে আপনার ওয়েব সাইটের অথারিটি বাড়াতে ব্যাক লিংক করা জরুরী।
Back link করার মাধ্যমে এক ওয়েবসাইট অন্য ওয়েবসাইটের সাথে সম্পর্ক তৈরি করে থাকে। গুগলে ওয়েবসাইট রেঙ্কিং বাড়াতে এটাও অত্যন্ত জরুরী।
What is Technical SEO? টেকনিকাল এসইও কি
বন্ধুরা Technical SEO আপনার সাইট কনটেন্ট ও ব্যাকলিংকের উপর নির্ভর করে না।
আরও পড়ুনঃ
Nagad Send Money Charge, Limit
Blogger Meaning In Bengali | ব্লগার কি করে Full Gide Line
এটি নির্ভর করে আপনার ওয়েবসাইট স্পিডের উপর। তাই ভালো ওয়েব হোস্টিং ব্যাবহার করতে আপনাকে Technical SEO নিয়ে চিন্তা করতে হবে না।
SEO meaning Bangla or Bengali – এসইও মানে কি
বন্ধুরা Bangla বা Bengali একই শব্দ, আপ্নি গুগলে যে ভাবেই সার্চ করেন না কেন গুগল থেকে বাংলা ভাষায় আপনার সার্চের বিষয়ে লেখা থাকলে আপনাকে প্রথমেই দেখানো হবে।
তার মানে হচ্ছে গুগল বাংলা ভাষা সম্পর্কেও জানে। কেননা গুগল সার্চ ইঞ্জিন SEO টেকনিক ব্যাবহার করে ভাষা সম্পর্কে জানতে চেষ্টা করছে।
তাই এসইও সুফল এখন বাংলা ভাষায় সার্চ করেও আমরা পাচ্ছি।
See More Article
এক্সপার্টরা বলে SEO হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (Search Engine Optimization). সহজ বাংলায় বললে এসইও হচ্ছে গুগকে আপনার ওয়েবসাইটকে সম্পর্কে সঠিক ভাবে জানানোর চেষ্টা করা। Google বলে কন্টেন্ট ভালভাবে গুছিয়ে লিখাই হচ্ছে এসইও।
গুগলের মতে SEO হচ্ছে গুগলকে আপনার কন্টেন্ট সম্পর্কে বুজানো এবং অন্যান্য ওয়েবপেজ এর সাথে আপনার সম্পর্কে স্থাস্পন করা, যাতে লোকেরা তাদের পছন্দের বিষয় গুলি সম্পর্কে সঠিক তথ্য খুজে পায়।
In conclusion,
আশা করি আপনারা SEO meaning Bangla ভাষায় জানতে পেরেছেন। এসইও কি বা Search Engine Optimization বেসিক বিষয়ে আপনার বুজতে কোন সমস্যা হলে কমেন্ট করুন।
আমরা আপনার এসইও সম্পর্কিত সকল প্রশ্নের উত্তর এখানে দেয়ার চেষ্টা করবো।
অনলাইনে ঘরে বসে টাকা ইনকাম, টেলিকম অফার, মোবাইল ব্যাংকিং সেবা অফার ও ইন্টারনেট থেকে সঠিক তথ্য পেতে আমাদের সাথে থাকুন।
জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
আরও পড়ুনঃ
বিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।