Skitto SIM Balance Check Code | স্কিটো ব্যালেন্স চেক কোড

How to check skitto sim balance? বা স্কিটো সিমের ব্যালেন্স চেক সম্পর্কে গুগলে সার্চ করে থাকেন। অনেকেই তাদের স্কিটো সিমের ইন্টারনেট ব্যালেন্স ও মূল অ্যাকাউন্ট ব্যালেন্স চেক (Skitto sim balance check) করতে সমস্যায় পড়েন। আমরা এই নিবন্ধের মাধ্যমে আপনাদেরকে স্কিটো সিমের ব্যালেন্স চেক করার সকল উপায়গুলো বিস্তারিত জানাবো।

স্কিটো গ্রামীণফোনের একটি সিম হলেও, গ্রামীনফোনের ব্যালেন্স চেক পদ্ধতি এবং স্কিটো ব্যালেন্স চেক কোড এক নয়। 

বাংলাদেশ প্রতিনিয়ত ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়ে চলেছে।

যে সকল গ্রাহকের ইন্টারনেটের ব্যবহার বেশি, বা যারা বেশি বেশি ইন্টারনেট ব্যবহারে পছন্দ করেন, সে সকল গ্রাহকদের জন্য রয়েছে একটি বিশেষ সিম, এই সিম ক্রয়ে গ্রাহক ফোরজি স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারেন দেশের যে কোন স্থানে। 

What is Skitto? 

অনান্য সাধারণ সিমের মত স্কিটো একটি সিম।তবে গ্রামীণফোন কোম্পানির একটি রেগুলার সিম রয়েছে।

In addition, জিপি তাদের গ্রাহকদের কে আরো বেশি দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা প্রদান করার লক্ষ্যে একটি ভিন্ন সিম নিয়ে এসেছ, তার নাম হচ্ছে (Skitto) স্কিটো।  

মূলত বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীদের কে আরো বেশি ইন্টারনেট ব্যবহারে উৎসাহিত করতে গ্রামীণফোনের পক্ষ থেকে এই পদক্ষেপ।

সিমটি কে বিশেষভাবে সাজানো হয়েছে এবং সকল প্রকার ইন্টারনেট অফার গুলো অনেক সস্তা দামে এবং গ্রাহক সহজেই ক্রয় করতে পারেন এমন পদ্দতি স্কিটো সিমে রাখা হয়েছে।

Skitto sim balance check code এবং স্কিটো ব্যালেন্স চেক অনেক সহজ। 

বন্ধুরা স্কিটো সিম এর মূল বিশেষত্ব হচ্ছে এর ইন্টারনেট অফার গুলি সেই সাথে skitto balance check সহজ পদ্দতি তো থাকছেই।

আপনি যদি ইন্টারনেট অফার ব্যবহার করতে চান বেশি বেশি তবে অবশ্যই গ্রামীণফোনের পক্ষ থেকে প্রদান করা এই Skitto sim ক্রয় করতে পারেন।

Also Read:

রবি মিনিট কেনার কোড 2024

Robi 1000 Minute offer 2024

Banglalink minute offer 2024

Skitto SIM balance check code – স্কিটো ব্যালেন্স চেক কোড কত

Skitto sim balance check code is *121#. কিন্তু এই কোড ডায়াল পরবর্তী আপনি সরাসরি ব্যালেন্স দেখতে পাবেন না আপনাকে আরো কিছু ধাপ অনুসরণ করতে হবে Skitto sim ব্যালেন্স চেক করার জন্য।

ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

স্কিটো ব্যালেন্স চেক কোড ১২১ ডায়াল পরবর্তী ( 1. Balance check ) ব্যালেন্স চেক সিলেক্ট করলে আপনার একাউন্ট ব্যালেন্স প্রদর্শিত হবে।

স্কিটো সিমের ব্যালেন্স চেক কোড হল *১২১*১#, তাই দেরি না করে এখনই আপনার স্কিটো সিম থেকে *১২১# ডায়াল করে ১ নম্বরে থাকা ব্যালেন্স চেক অপশনটি নির্বাচন করুন। এছাড়াও আপনি স্কিটো ব্যালেন্স চেক করার জন্য তাদের অফিসিয়াল স্কিটো অ্যাপসটি ব্যবহার করতে পারেন।

এবং সেই সাথে আপনাকে আরো কিছু মেনু প্রদর্শন করা হবে।

যেখান থেকে আপনি আপনার বর্তমান ব্যালেন্স, মিনিট ব্যালেন্স, ইন্টারনেট ডাটা ব্যালেন্স, স্কিটো এসএমএস ব্যালেন্স চেক করতে পারবেন। 

বন্ধুরা স্কিটো ব্যালেন্স চেক করার জন্য স্কিটো পক্ষ থেকে পূর্বে গ্রাহককে কোন ধরনের ব্যালেন্স চেক কোড প্রদান করা না হলেও বর্তমানে এই সুবিধা রয়েছে।

তবে গ্রামীণফোন সিম হওয়াতে অনেকেই মনে করেন গ্রামীণফোনের রেগুলার সিমের ব্যালেন্স চেক কোড দিয়ে ব্যালেন্স চেক করতে পারেন কি করে চেষ্টা করে থাকেন। 

কিন্তু স্কিটো সম্পূর্ণ ভিন্ন একটি সিম, এর ব্যালেন্স চেক পদ্ধতি গ্রামীণফোন থেকে সম্পূর্ণ আলাদা।

আরও পড়ুনঃ

ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

জিপি মিনিট অফার 2024

রবি মিনিট দেখার কোড 2024

GP call rate offer 2024

Robi minute offer 2024

Skitto sim balance check form apps

তবে স্কিটো সিমের অফার করা থেকে শুরু করে Skitto sim balance check করা সকল প্রকার অফার গুলি আপনাকে স্কিটো অ্যাপস এর মাধ্যমে সম্পন্ন করতে Skitto থেকে উৎসাহিত করা হয়। 

Skitto সিম চালু করলেই আপনি Skitto sim apps সম্পর্কে জানতে পারবেন।

Skitto sim অ্যাপস এর সফল ভাবে লগইন হলে আপনি আপনার ব্যালেন্স সর্বপ্রথম দেখতে পাবেন।

তারপর আপনি টেপ করে অন্যান্য অপশন গুলিও দেখতে পাবেন। 

তবে অনেকেই স্কুটি পাসওয়ার্ড নিয়ে সমস্যায় থাকেন।

তবে স্কিটো সিমের অ্যাপ লগিন করতে ইউজারনেম হিসেবে স্কিটো নাম্বার টি ব্যবহার করা হয় এবং প্রথমত ডিফল্ট পাসওয়ার্ড এক থেকে ছয় পর্যন্ত সংখ্যা দেওয়া থাকে। 

আপনি যদি Skitto sim balance check পরীক্ষা করতে চান তবে অবশ্যই আপনাকে ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।

আরও পড়ুনঃ

বিশ্বকাপ ক্রিকেট ২০২৪ সময় সূচি

ওয়ানডে ক্রিকেটে সাকিবের অভিষেক হয় কোন দলের বিপক্ষে?

বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম অধিনায়ক কে?

টেস্ট ক্রিকেট খেলার নিয়ম?

skitto internet balance check – skitto সিমের ব্যালেন্স দেখার নিয়ম

বন্ধুরা skitto internet balance check পদ্ধতি ও ব্যালেন্স চেক করার মত সহজ।  স্কিটো ব্যালেন্স চেক কোড *১২১# ডায়াল পরবর্তী আপনাকে তিন নম্বরে থাকা এমবি চেক অপশনটি সিলেক্ট করতে হবে।

সফলভাবে স্কুটি অ্যাপস লগইন করে আপনি ট্যাব করার মাধ্যমে স্কিটো সিমের এমবি দেখতে পাবেন।

skitto app login – জিপি স্কিটো অ্যাপ লগইন করার উপায়

বন্ধুর আগেই বলেছি স্কিটো  সিম ক্রয় পরবর্তী আপনাকে স্কিটো অ্যাপস ডাউনলোড ইনস্টল করে স্কুটি অ্যাপস এ লগইন করার মাধ্যমে আপনার স্কিটো সিমের ব্যালেন্স পরীক্ষা করতে হবে।

  • স্কিটো সিমের ইউজারনেম হচ্ছে আপনার স্কিটো সিম নাম্বার। 
  • নতুন স্কিটো সিম পাসওয়ার্ড হচ্ছে ১২৩৪৫৬

তবে নতুন স্কিটো সিম পাসওয়ার্ড কোন কারণে পরিবর্তন হলে সিম বিক্রেতা থেকে স্কিটো পাসওয়ার্ড সম্পর্কে জেনে নিন।

Skitto SIM passwords recover (স্কিটো সিম পাসওয়ার্ড রিকভার)

স্কিটো সিমের ব্যালেন্স পরীক্ষা করার জন্য প্রথমে আপনাকে স্কিটো অ্যাপস এ লগইন করতে হবে।

প্রথমবার স্কিটো অ্যাপ লগইন করলে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। 

এখানে আপনার স্কিটো সিমের নাম্বার দিলেই স্কিটো থেকে আপনাকে স্কিটো অ্যাপ লগইন ড্যাশবোর্ডে নিয়ে যাওয়া হবে।

তাই স্কিটো পাসওয়ার্ড যদি আপনার জানা না থাকে, বা আপনি ভুলে গিয়ে থাকেন তবে আপনি স্কিটো অ্যাপস ওপেন করলেই আপনার কাছে পাসওয়ার্ড চাওয়া হবে।

পাসওয়ার্ড জানা না থাকলে আপনি পাসওয়ার্ড রিকভার করতে ফরগেট পাসওয়ার্ড বাটনে ক্লিক করুন।

  • are you sure?
  • You will need to create a new password
  • স্কিটো ব্যালেন্স চেক কোড
  • ওকে বাটনে প্রেস করুন।
  • এখন স্কিটো সিমে একটি এসএমএস কোড আসবে।

যে কোডটি ব্যবহার করে আপনি আপনার স্কিটো সিম পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। 

সফলভাবে স্কিটো সিম পাসওয়ার্ড পরিবর্তন করতে আপনার কোন সমস্যা হলে আপনার নিকটস্থ গ্রামীণফোন কাস্টমার কেয়ার অথবা গ্রামীণফোন রিচার্জ পয়েন্ট থেকেও আপনি সেবা নিতে পারেন।

আরও পড়ুনঃ  

গ্রামীণফোন বান্ডেল অফার 2024

GP new sim offer 2024

স্কিটো সিমে টাকা দেখার নিয়ম

স্কিটো সিমে টাকা দেখার নিয়ম হলো স্কিটো ব্যালেন্স চেক কোড *১২১*১# ডায়াল করা অথবা স্কিটো অ্যাপ থেকে টাকা চেক করা।

মূলত বেশিরভাগ জিপি সিম ব্যবহারকারী জিপি স্কিটো সিমটি ইন্টারনেট ব্যবহারের জন্য ক্রয় করে থাকেন, তবে আপনি চাইলে শুধুমাত্র কল করার জন্য জিপি স্কিটো সিম ব্যবহার করতে পারেন কেননা গ্রামীণফোন স্কিটু সিমে দেশ সেরা কল রেট প্রদান করা হয়ে থাকে।

স্মার্টফোন থাকলে অ্যাপ থেকে জিপি স্কিটো সিমের টাকা চেক করুন, যদি আপনার কাছে স্মার্টফোন না থাকে তাহলে আপনি আপনার জিপি স্কিটো সিম ব্যালেন্স দেখার জন্য *১২১# ডায়াল করুন এবং মেনু থেকে এক নাম্বার অপশনটি নির্বাচন করুন।

আপনার মোবাইল স্ক্রিনে skitto balance দেখতে পাবেন।

আরও পড়ুনঃ

ফ্রিল্যান্সিং কি ও কাকে বলে

ইউটিউব থেকে আয় করার উপায়

ফ্রি টাকা ইনকাম apps বিকাশে পেমেন্ট

স্কিটো সিমের ব্যালেন্স চেক কোড সম্পর্কে বিস্তারিত FAQS

How do I check my skitto balance?

Skitto SIM users will find all the Skitto information in the skitto mobile app or dial *121# (free). skitto app home page is the Skitto balance page.

স্কিটো ব্যালেন্স চেক কোড নম্বর কত?

জিপি স্কিটো সিম ব্যালেন্স চেক করার কোন কোড প্রদান করা হয়নি। স্কিটো ডিজিটাল সিমটিতে ব্যালেন্স চেক করতে আপনাকে স্কিটো অ্যাপস টি লগইন করতে হবে। স্কিটো ব্যালেন্স দেখানো হয়ে থাকে।

স্কিটো সিমের ব্যালেন্স চেক কোড কত?

স্কিটো সিমের ব্যালেন্স চেক কোড হলো *১২১*১#, এই কোডটি ডায়াল করে আপনি খুব সহজেই আপনার স্কিটো সিমের মূল অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে পারবেন অ্যাপ ছাড়াই।

Also Read:

GP internet offer 2024

Robi internet offer 2024

Banglalink minute offer 2024

In conclusion,

Skitto sim balance check করার পদ্ধতি সম্পর্কে আপনি জানতে পেরেছেন।

আমাদের এখানে আমরা স্কিটো সিমের অফার গ্রামীণফোন অফার অন্যান্য সকল সিমের অফার সম্পর্কে পোস্ট করে থাকি। 

আশা করি আপনার skitto sim balance check code সহজ ভাবে শেষ হয়েছে।

অনলাইন থেকে ঘরে বসে টাকা আয়, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ফ্রিল্যান্সিং, ব্লগিং কিভাবে টাকা ইনকাম করবেন সে সম্পর্কে আমাদের ওয়েবসাইটে ইতিমধ্যে আর্টিকেল প্রকাশ করা হয়েছে জানতে হলে পড়ুন।

আপনার ফেসবুকে স্কিটো সিম সহ বাংলাদেশের সকল টেলিকম অফার জানতে আমাদের ফেসবুক পেজে জয়েন করুন।

কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

Leave a Comment