সুরা হাশরের শেষ তিন আয়াত ও পড়ার ফজিলত

সুপ্রিয় পাঠকগণ সুরা হাশরের শেষ তিন আয়াত জানতে আপনারা অনেকেই গুগল সার্চ করে থাকেন। আজ আমরা এই গুরুত্বপূর্ণ আর্টিকেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব সুরা হাশরের শেষ তিন আয়াত।

আপনারা অনেকেই সুরা হাশরের শেষ তিন আয়াত এবং এর পাশাপাশি এই সূরার অবিবেক সম্পর্কে জানার জন্য আগ্রহ প্রকাশ করে থাকে। মূলত মহান আল্লাহতালা থেকে প্রদত্ত সকল সূরা কিংবা সকল দোয়ারই আলাদা আলাদা ফজিলত রয়েছে।

মহান আল্লাহ তায়ালার নিয়ামত এবং তার সকল দিকনির্দেশনা গুলো সূরা কিংবা দোয়ার মাধ্যমে মহান আল্লাহ তাআলা আমাদের প্রেরণ করেছেন।

আর এই সুরা কিংবা দোয়াগুলো পড়ার জন্য ঈমানদার মুসলিম ভাই ও বোনেরা অনলাইনেও এগুলোর সার্চ করে থাকে।

তাই সূরা হাশরের শেষ তিন আয়াত উত্তরসহ করতে আজকের এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইলো। 

সূরা হাশরের শেষ তিন আয়াত আরবি উচ্চারণ সহ

সূরা হাশরের শেষ তিন আয়াত আরবি উচ্চারণ সহ
সূরা হাশরের শেষ তিন আয়াত আরবি উচ্চারণ সহ

هُوَ اللَّهُ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ عَالِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ هُوَ الرَّحْمَنُ الرَّحِيمُ(২২)

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরবি উচ্চারণঃ হুআল্লা হুল্লাজি লা-ইলাহা ইল্লা হুয়া, আলিমুল গাইবী ওয়াশ শাহাদাতি, হুয়ার রহমানুর রহিম।

هُوَ اللَّهُ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ الْمَلِكُ الْقُدُّوسُ السَّلَامُ الْمُؤْمِنُ الْمُهَيْمِنُ الْعَزِيزُ الْجَبَّارُ الْمُتَكَبِّرُ سُبْحَانَ اللَّهِ عَمَّا يُشْرِكُونَ (২৩)

আরবি উচ্চারণঃ হুআল্লা হুল্লাজি লা-ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মু’মিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। ছুবহানাল্লোহি আম্মা ইয়ূশরিকুন।  

هُوَ اللَّهُ الْخَالِقُ الْبَارِئُ الْمُصَوِّرُ لَهُ الْأَسْمَاءُ الْحُسْنَى يُسَبِّحُ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ [الحشر:২২-২৪]

আরবি উচ্চারণঃ হুআল্লাহুল খলিকুল বা-রিউল মুছাওওয়িরু লাহুল আসমাউল হুসনা।

ইউছাব্বিহু লাহু মা ফিস-সামাওয়াতি ওয়াল আরদ্ব; ওয়া হুয়াল আজিজুল হাকিম।

সূরা হাশরের শেষ তিন আয়াতের বাংলা অর্থ

বাংলা অর্থঃ ‘তিনিই আল্লাহ্ তা’আলা, যিনি ব্যতীত কোনো উপাস্য নেই; তিনি দৃশ্য ও অদৃশ্যকে জানেন, তিনি পরম দয়ালু, অসীম দাতা।’ (২২) 

বাংলা অর্থঃ ‘তিনিই আল্লাহ্ তিনি ব্যতিত কোনো উপাস্য নেই। তিনিই একমাত্র মালিক, পবিত্র, শান্তি ও নিরাপত্তাদাতা, আশ্রয়দাতা, পরাক্রান্ত, প্রতাপান্বিত, মাহাত্মশীল।

তারা যাকে অংশীদার করে আল্লাহ্ তা’আলা তা থেকে পবিত্র।’ (২৩) 

বাংলা অর্থঃ ‘তিনিই আল্লাহ্ তা’আলা, স্রষ্টা, উদ্ভাবক, রূপদাতা, উত্তম নামগুলো তাঁরই।

নভোমণ্ডলে ও ভূমণ্ডলে যা কিছু আছে, সবই তার পবিত্রতা ঘোষণা করে।

তিনি পরাক্রান্ত প্রজ্ঞাময়। (সুরা হাশর, আয়াত : ২৪) 

সূরা হাশরের ফজিলত 

মহান আল্লাহ তা’আলা প্রতিটি সূরাই তৈরি করেছেন মানব কল্যাণের উদ্দেশ্যে।

প্রত্যেক মুসলমান ব্যক্তিগণ এই সকল সুরাগুলো হতে সব লাভ করে যদি তারা সঠিকভাবে আমল করে।

হযরত মাকাল বিন ইয়াশার রাদিয়াল্লাহু তা’আলা আনহু প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন।

আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, যে ব্যক্তি সকালবেলা তিনবার পড়বে  “আউজুবিল্লাহিস সামীয়িল আলীমি মিনাশ শাইতানির রাজীম”।

এরপর সূরা হাশরের শেষ তিন আয়াত তেলাওয়াত করবে।

সে সকল ব্যক্তিদের জন্য মহান আল্লাহ তায়ালা ৭০ হাজার ফেরেশতা নিযুক্ত করবেন।

যারা উক্ত ব্যক্তির জন্য মাগফিরাতের দু’আ করতে থাকে সন্ধ্যা পর্যন্ত।

আর এ সময়ের মাঝে যদি লোকটি মারা যায়, তাহলে সে শহীদের মৃত্যু লাভ করে। আর যে ব্যক্তি এটি সন্ধ্যার সময় পড়বে, তাহলে তার একই মর্যাদা রয়েছে।

[তথা মাগরিব থেকে সকাল পর্যন্তের জন্য ৭০ হাজার ফেরেস্তা গুনাহ মাফীর জন্য দু’আ করে, আর সে সময়ে মারা গেলে শহীদের সওয়াব পাবে।

আরও পড়ুনঃ

সুরা বাকারার শেষ তিন আয়াত

নগদ টাকার যাকাতের হিসাব কি

রমজানের রোজা কত হিজরীতে ফরজ হয়েছে?

সুরা হাশরের শেষ তিন আয়াত FAQS

সুরা হাশরের শেষ তিন আয়াতের ফজিলত কি?

প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, যে ব্যক্তি সকালবেলা তিনবার পড়বে  “আউজুবিল্লাহিস সামীয়িল আলীমি মিনাশ শাইতানির রাজীম”।
এরপর সূরা হাশরের শেষ তিন আয়াত তেলাওয়াত করবে।
সে সকল ব্যক্তিদের জন্য মহান আল্লাহ তায়ালা ৭০ হাজার ফেরেশতা নিযুক্ত করবেন।

উপসংহার 

প্রিয় ভাই ও বোনেরা সুরা হাশরের শেষ তিন আয়াত আরবি উচ্চারণ এবং বাংলা অর্থসহ আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনাদেরকে প্রদান করা হয়েছে।

আশা করছি আজকের এই বিশেষ আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা আজকের এই আর্টিকেল থেকে সুরা হাশরের শেষ তিন আয়াত সম্পর্কে জানতে পেরেছি।

এ বিষয়ে যদি আপনাদের আরো কোন প্রশ্ন কিংবা মতামত থাকে তাহলে অবশ্যই সেটি আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন।

এছাড়াও আপনারা যারা অন্যান্য ইসলামিক পোস্ট কিংবা জ্ঞানমূলক অথবা খেলাধুলা বিষয়ক আর্টিকেলগুলো করতে চান তারা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন।

আমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের সাহায্যে বিভিন্ন ধরনের আর্টিকেলগুলো লিখে থাকি।

তাই অবশ্যই ঘুরে দেখতে পারেন আমাদের ওয়েবসাইট এবং এর পাশাপাশি জয়েন করতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেইজে। 

আরও পড়ুনঃ

১ম রোজার ফজিলত কি?

রোজা ভাঙার কারণ সমূহ

রোজা কত তারিখে ২০২৩?

WhatsApp Group Join Now
WhatsApp Group 1 Join Now
Telegram Group Join Now
আপনি কি কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার খুঁজছেন!

ভিজিট করুন 👉

━ ━ ━ ━ ━ ━ ━ ━

ডিজিটাল টাচ
ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
Sharing Is Caring:

আমি শেখ মোঃ আমিনুল ইসলাম (সুজন)। ডিজিটাল টাচ ডটকম এর প্রতিষ্ঠাতা ও লেখক। এইচএসসি (বিজ্ঞান); চাঁদপুর সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়।