ফি আমানিল্লাহ অর্থ কি? | ফি আমানিল্লাহ কখন বলতে হয়

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

প্রিয় পাঠকগণ ফি আমানিল্লাহ অর্থ কি? এই সম্পর্কে জানার জন্য আপনারা অনেকেই গুগলের মাধ্যমে আমাদের কাছে সার্চ করে থাকেন। আজকের এই আর্টিকেলে আমি আপনাদেরকে জানাবো ফি আমানিল্লাহ শব্দের অর্থ কি এবং এই শব্দটি কখন আপনারা ব্যবহার করবেন।

ইসলাম ধর্মে বিভিন্ন নিয়ম-নীতি আমাদেরকে অনুসরণ করার কথা বলা হয়েছে।আমরা সব সময় হালাল এবং সঠিক উপায়ে চলার চেষ্টা করি। কারণ ইসলাম আমাদের তেমন শিক্ষা দিয়েছে। এইসকল শিক্ষার মধ্যে আমাদের খাওয়া হতে শুরু করে চলার পথে কি কি কাজ করা উচিত সে সম্পর্কে আমাদেরকে বিস্তারিত ধারণা প্রদান করা হয়েছে। 

আমাদের আজকের এই আর্টিকেল এর মূল উদ্দেশ্য হচ্ছে ফি আমানিল্লাহ অর্থ কি এই সম্পর্কে আপনাদেরকে জানানো। চলুন আজকের এই আর্টিকেল থেকে আমরা এ বিষয়ে বিস্তারিত জানব।

ফি আমানিল্লাহ অর্থ কি – ফি আমানিল্লাহ কখন বলতে হয়

ফি আমানিল্লাহ
ফি আমানিল্লাহ

في امان الله শব্দের বাংলা উচ্চারণ ফি আমানিল্লাহ, ফি আমানিল্লাহ অর্থ হলো কোন ব্যক্তির উপর আল্লাহর পক্ষ থেকে নিরাপত্ত। যখন আমরা ঘর থেকে কোথাও যাওয়ার উদ্দেশ্যে রওয়ানো হয় তখন আমাদেরকে আমাদের মুরুব্বীরা ফি আমানিল্লাহ বলে বিদায় দেন।

ফি আমানিল্লাহ আরবি হলো في امان الله, এই ( في امان الله ) ফি আমানিল্লাহ হচ্ছে একটি আরবী শব্দ।

এটিকে মূলত শাব্দিক অর্থ হিসেবে বিভক্ত করতে গেলে তিনটি শব্দ এখানে রয়েছে।

  • ফি এর অর্থ (মধ্যে) । এখানে অর্থ হবে (য়)
  • আমানুন অর্থ নিরাপত্তা
  • আল্লাহ 

পারিভাষিক অর্থঃ আল্লাহর নিরাপত্তায়। অর্থাৎ আল্লাহ তাআলার নিরাপত্তায় আপনাকে ছেড়ে দিলাম। 

বিভিন্ন কাজে কর্মে এবং কথাবার্তায় আমরা আলহামদুলিল্লাহ, সুবাহানাল্লাহ,  মাশাল্লাহ ইত্যাদি পরিভাষাগুলো ব্যবহার করলে আল্লাহর জিকির বা স্বর্ণের সওয়াব পাওয়া যায়।

কেননা এগুলো হচ্ছে মহান আল্লাহ তায়ালার জিকির এর মধ্যে অন্তর্ভুক্ত। 

আল্লাহতায়ালা বলেন, ‘(তারাই বুদ্ধিমান) যারা উঠতে, বসতে ও শয়নে সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং আকাশ ও পৃথিবীর গঠনাকৃতি নিয়ে চিন্তাভাবনা করে (আপনা-আপনি বলে ওঠে), হে আমাদের রব!

এসব তুমি অনর্থক ও উদ্দেশ্যহীন সৃষ্টি করোনি।

বাজে ও নিরর্থক কাজ করা থেকে তুমি পবিত্র ও মুক্ত।

কাজেই হে প্রভু! জাহান্নামের আজাব থেকে আমাদের মুক্ত করো’ (সূরা আলে ইমরান : ১৯১)।

ইমাম ইবনুল কাইয়্যিম (রহ.) বলেন, দুনিয়াতে মানুষের ওপর আল্লাহর সবচেয়ে বড় শাস্তি হচ্ছে, তার জিহ্বাকে আল্লাহর জিকির থেকে বিরত রাখা।

আরও পড়ুনঃ

১৬ ডিসেম্বর কি দিবস?

হ্যাসট্যাগ মানে কি? 

বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি কে?

ফি আমানিল্লাহ এর অর্থ কি

আমরা সব সময় যে কোন ক্ষেত্রে Thank You, Good Bye, Tata, Good Morning, Congratulation ইত্যাদি এ সকল বিষয়গুলো ইসলামিক পরিভাষায় নয়।

এ সকল জিনিস গুলো মানুষের জীবনে কখনোই সুফল বয়ে আনতে পারে না।

বর্তমান যুগে দাঁড়িয়ে বিজাতীয় এইসকল অভিবাদন গুলো ব্যবহার করে অনেক মানুষই নিজেকে স্মার্ট দাবি করে।

কিন্তু ইসলামী পরিভাষায় ব্যবহার এর মধ্যেই মুসলমানদের জন্য রয়েছে প্রকৃত সফলতা এবং শান্তি।

তাই আপনার উচিত এই সকল বিজাতীয় পরিভাষা ব্যাবহার না করে ইসলামী পরিভাষা ব্যবহার করা।

আমরা আপনাদের উদ্দেশ্যে দৈনিক জীবনে ব্যবহৃত ইসলামী সংস্কৃতির কিছু পরিভাষার উল্লেখ করেছি।

এই সকল জিনিস গুলো আপনারা যদি আপনাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনাদের জীবনধারা ইতিবাচক পরিবর্তন আসবে ইনশাল্লাহ।

আপনার যদি কারও সঙ্গে দেখা হয় কিংবা মেসেঞ্জার whatsapp-এ কথা হয় সে ক্ষেত্রে কথা বলার সময় Hi/Hello না বলে ‘আসসালামু আলাইকুম’ বলুন।

যার অর্থ- আপনার ওপর শান্তি বর্ষিত হোক।

প্রতি উত্তরে বলুন ‘ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ’ (মুসলিম : ২০৫৫)

কেউ কেমন আছেন? যদি জানার জন্য জিজ্ঞাসা করেন তাহলে Fine/Nice, ভালো আছি, ভালো নেই, অসুস্থ, আছি মোটামুটি, আছি কোনোরকম- এমন অকৃতজ্ঞ ও হতাশাজনক উত্তর না দিয়ে প্রথমে ‘আলহামদুলিল্লাহ’ বলুন।

অর্থ- সব প্রশংসা আল্লাহর।

এরপর যদি আপনি আপনার সমস্যার কথা বলতে পারেন।

তেমনই কোন ভালো সংবাদ কিংবা হালাল কিছু অর্জনের ক্ষেত্রে আপনি Good News না বলেও ‘আলহামদুলিল্লাহ’ বলুন (ইবনে মাজাহ : ৩৮০৩-৩৮০৫)। ভবিষ্যতে

কোনো কাজ করার ক্ষেত্রে All Right, I will try না বলে ‘ইনশাআল্লাহ’ বলুন।

অর্থ- যদি আল্লাহ চান (সূরা কাহাফ : ২৩-২৪)।

কোনো বিপদের কথা শুনলে Very Sad না বলে ‘ইন্না লিল্লাহ’ বলুন। অর্থ- নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য (মুসলিম : ২১২৬)।

কারও প্রশংসা করার সময় Well done না বলে ‘মাশাআল্লাহ’ বলুন। অর্থ- আল্লাহ যেমন চেয়েছেন (মুসলিম : ৩৫০৮)।

ফি আমানিল্লাহ সম্পর্কিত বিস্তারিত তথ্য 

ফি আমানিল্লাহ সম্পর্কিত বিস্তারিত তথ্য
ফি আমানিল্লাহ সম্পর্কিত বিস্তারিত তথ্য 

আমরা সকলেই বর্তমান সময়ে ঘুম থেকে উঠে সবার আগে মোবাইলটি হাতে নিয়ে থাকে।

এবং সেখানে সে সময় আমরা যদি কাউকে বার্তা পাঠায় সে ক্ষেত্রে Good Morning লিখে সম্বোধন করি।

কিন্তু আপনাদের এক্ষেত্রে ইসলামিক সংস্কৃতি অনুসরণ করে ফি আমানিল্লাহ বলা উচিত।

এর অর্থ হচ্ছে- আপনি আল্লাহর নিরাপত্তায় থাকুন

এ সময়ে সালাম বিনিময় করা যেতে পারে। আবার কেউ যদি আপনার কাছে কোন ব্যাপারে দোয়া চায় সেক্ষেত্রেও আপনি ফি আমানিল্লাহ এবং বারাকাল্লাহ বলতে পারেন।

আবার রাতে ঘুমাতে যাওয়ার আগে Good Night না বলে ফি আমানিল্লাহ বলুন।

আরও পড়ুনঃ

COS এর পূর্ণরূপ কি?

জেল হত্যা দিবস কবে? 

আল্লাহর পরিচয় সম্পর্কে দশটি বাক্য

ফি আমানিল্লাহ অর্থ কি FAQS 

ফি আমানিল্লাহ অর্থ কি?

এই ফি আমানিল্লাহ ( في امان الله ) হচ্ছে একটি আরবী শব্দ।
ফি এর অর্থ (মধ্যে)। এখানে অর্থ হবে (য়)
আমানুন অর্থ নিরাপত্তা
আল্লাহ
পারিভাষিক অর্থঃ আল্লাহর নিরাপত্তায়।

আসসালামু আলাইকুম অর্থ কি?

আসসালামু আলাইকুম এর অর্থ হচ্ছে আপনার উপর শান্তি বর্ষিত হোক।

উপসংহার 

প্রিয় পাঠকগণ আজকের এই আর্টিকেলের ফি আমানিল্লাহ অর্থ কি এবং এ ছাড়াও আরোও অনেক কিছু সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়া হয়েছ।

আসলে আমরা প্রতিদিন যে সকল ভাষা কিংবা শব্দগুলো ব্যবহার করছি সেগুলো কিভাবে ইসলামিক নিয়মে ব্যবহার করা সম্ভব সেটি আপনাদেরকে আজকে বলা হয়েছে।

আপনাদেরকে আজকে আমরা যেগুলো দেখিয়েছিস এগুলো ছাড়াও আরো অনেক কিছু আমরা ব্যবহার করি দৈনন্দিন জীবনে।

আরও পড়ুনঃ

কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো

ইউটিউব থেকে আয় করার উপায়

সবকিছুর পরিবর্তন যদি সঠিক সময়ে করা যায় তাহলে অবশ্যই আমরা অনেক সওয়াব লাভ করব।

আশা করছি আজকের এই আর্টিকেলটি আপনাদের ভাল লেগেছে।

আপনাদের যদি এ বিষয়ে আরো কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন।

প্রতিদিন নিত্যনতুন সংবাদ এবং সকল বিষয়ে আর্টিকেলগুলো খেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট।

অনলাইন থেকে টাকা সংক্রান্ত আর্টিকেল আমাদের ওয়েবসাইটে রয়েছে।

আপনারা চাইলে সে সকল আর্টিকেলগুলো পড়তে পারেন।

এছাড়াও আমাদের ওয়েব সাইটের সকল বিষয়ক আপডেট গুলো পেতে আমাদের ফেসবুক পেইজে জয়েন করুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।