ডান চোখ লাফালে কি হয় ইসলাম কি বলে?

ডান চোখ লাফালে কি হয় ইসলাম কি বলে? আপনাদের কি এর ইসলামিক ব্যাখ্যা বা সঠিক ব্যাখ্যা জানা আছে। আপনাদের যদি এই বিষয়ে জানা না থাকে এবং আপনি যদি কুসংস্কারে বিশ্বাস করে থাকেন তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য। 

যারা ইসলাম কেমন এবং প্রাণে বিশ্বাস করেন তারা আজকের এই আর্টিকেল থেকে নতুন কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ।

আমরা অনেকেই ডান চোখ কিংবা বাম চোখ লাফালে নানান ধরনের কুসংস্কারে বিশ্বাস করে থাকি। 

যার কারণে অনেক সময় সমাজব্যবস্থা বিঘ্নিত হচ্ছে এবং ইসলামকে অমান্য করা হচ্ছে। 

তাই আজকের এই পোস্টে আমরা জানবো ইসলাম এ সকল কুসংস্কারের বর্ণনা কি দিয়েছে।

ডান চোখ লাফালে কি হয়

ডান চোখ লাফালে কি হয়
ডান চোখ লাফালে কি হয়

আপনি যদি একজন মুসলিম হন এবং সম্পূর্ণ ঈমানের ওপর বিশ্বাস করে থাকেন তাহলে আপনারা এসকল কুসংস্কারগুলো বিশ্বাস করবেন না।

আমরা অনেক সময় ছোটবেলা থেকেই শুনে আসি ডান চোখ লাফালে ভালো কোন খবর আছে এবং বা চোখ লাফালে কোন দুঃসংবাদ আসে। 

এখনো পর্যন্ত মুসলিম হওয়া সত্ত্বেও আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ ঈমান আনার পরও আমরা অনেকেই এ সকল বিষয়গুলো বিশ্বাস করে যাচ্ছি। 

যার কারনে সমাজব্যবস্থা যেমন দিন দিন লোপ পাচ্ছে তেমনই ইসলামকে অমান্য করে আমরা নিজেদেরকে কুফরীর দিকে নিয়ে যাচ্ছি।

চলুন দেখা যাক হাদিস বা কোরআন কি বলে।

হাদীস বলে-

وَقَالَ عَفَّانُ حَدَّثَنَا سَلِيمُ بْنُ حَيَّانَ حَدَّثَنَا سَعِيدُ بْنُ مِينَاءَ قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَقُوْلُ قَالَ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم لاَ عَدْو‘ى وَلاَ طِيَرَةَ وَلاَ هَامَةَ وَلاَ صَفَرَ وَفِرَّ مِنَ الْمَجْذُومِ كَمَا تَفِرُّ مِنْ الأَسَدِ.

হযরত আবু হুরায়রাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু হতে বর্ণিত।

হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, ছোঁয়াচে বলে কোন রোগ নেই, কুলক্ষণ বলে কিছু নেই, পেঁচা অশুভের লক্ষণ নয়, ছফর মাসে কোন অশুভ নেই।

[বুখারী শরীফ ৫৭০৭, বুখারী শরীফ ৫৭১৭, মুসলিম শরীফ ৫৯২০, ইবনে মাজাহ ৮৬, মুসনাদে আহমদ ১৫৫৪, সহীহ ইবনে হিব্বান ৫৮২৬,

মুসনাদে বাযযার ৭১৪৭, মুসনাদে তয়লাসী ২০৭৩, সুনানে কুবরা নাসাঈ ৯২৩২, মুসনাদে আবু ইয়ালা ৭৯৮, সুনানে কুবরা বায়হাকী ১৪৬১৯]

ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

আরও পড়ুনঃ

আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দোয়া কোনটি?

আল্লাহর কাছে সাহায্য চাওয়ার দোয়া কোনটি?

বিজিবি সাধারণ জ্ঞান 

ইসলামের দৃষ্টিতে কুসংস্কার 

আপনারা কখনোই কোনো ধরনের কুসংস্কারে বিশ্বাস করবেন না। 

শুধুমাত্র চোখ লাফানো নয় এমন অনেক কুসংস্কার রয়েছে যেগুলো আমরা বিশ্বাস করে আসছি অনেক আগে থেকেই। 

তাই আপনারা কখনোই এ সকল বিষয়গুলো বিশ্বাস করে নিজেদের সাথে নিজেরাই প্রতারণা করবেন না। 

আশা করছি বিষয়টি আপনাদের বুঝাতে পেরেছি।

বুখারী শরীফে উল্লেখিত-

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ، عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ، أَنَّهُ قَالَ صَلَّى لَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم صَلاَةَ الصُّبْحِ بِالْحُدَيْبِيَةِ عَلَى إِثْرِ سَمَاءٍ كَانَتْ مِنَ اللَّيْلَةِ، فَلَمَّا انْصَرَفَ أَقْبَلَ عَلَى النَّاسِ فَقَالَ ‏”‏ هَلْ تَدْرُونَ مَاذَا قَالَ رَبُّكُمْ ‏”‏‏.‏ قَالُوا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ‏.‏ قَالَ ‏”‏ أَصْبَحَ مِنْ عِبَادِي مُؤْمِنٌ بِي وَكَافِرٌ، فَأَمَّا مَنْ قَالَ مُطِرْنَا بِفَضْلِ اللَّهِ وَرَحْمَتِهِ فَذَلِكَ مُؤْمِنٌ بِي وَكَافِرٌ بِالْكَوْكَبِ، وَأَمَّا مَنْ قَالَ بِنَوْءِ كَذَا وَكَذَا فَذَلِكَ كَافِرٌ بِي وَمُؤْمِنٌ بِالْكَوْكَبِ ‏”‏‏.

যায়দ ইবনু খালিদ জুহানী (রাযি.) হতে বর্ণিত যে, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে বৃষ্টি হবার পর হুদায়বিয়াতে আমাদের নিয়ে ফজরের সালাত আদায় করলেন।

সালাত শেষ করে তিনি লোকদের দিকে ফিরে বললেনঃ তোমরা কি জান, তোমাদের পরাক্রমশালী ও মহিমাময় প্রতিপালক কি বলেছেন? তাঁরা বললেনঃ আল্লাহ্ ও তাঁর রাসূলই বেশি জানেন।

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ (রব) বলেন, আমার বান্দাদের মধ্য কেউ আমার প্রতি মু’মিন হয়ে গেল এবং কেউ কাফির।

যে বলেছে, আল্লাহর করুণা ও রহমতে আমরা বৃষ্টি লাভ করেছি, সে হল আমার প্রতি বিশ্বাসী এবং নক্ষত্রের প্রতি অবিশ্বাসী।

আর যে বলেছে, অমুক অমুক নক্ষত্রের প্রভাবে আমাদের উপর বৃষ্টিপাত হয়েছে, সে আমার প্রতি অবিশ্বাসী হয়েছে এবং নক্ষত্রের প্রতি বিশ্বাসী হয়েছে। (বুখারী ৮৪৬)

আরও পড়ুনঃ

মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান

দৈনিক প্রথম আলো প্রতিষ্ঠাকাল কবে? 

লাহোর প্রস্তাবের মূল প্রতিপাদ্য বিষয় কি ছিল?

ডান চোখ লাফালে কি হয় ইসলাম কি বলে FAQS

ডান চোখ লাফালে কি হয় ইসলাম কি বলে?

অনেকে মনে করেন ডান চোখ লাফালে সুখবর আসে। কিন্তু ইসলামের চোখে এই বিষয়টি সম্পূর্ণ কুসংস্কার।

উপসংহার 

প্রিয় পাঠকগণ আজকের এই আর্টিকেলটি ডান চোখ লাফালে কি হয় ইসলাম কি বলে এ সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

আশা করছি আজকেরে আর্টিকেলের মাধ্যমে জানা ইসলামের দৃষ্টিতে কুসংস্কারগুলো থেকে আপনারা বিরত থাকবেন।

আপনারা এ ধরনের কুসংস্কারগুলো অন্যদের সাথে বেশি বেশি শেয়ার করুন এবং নিজে কুসংস্কার থেকে বাঁচুন অন্যকে এগুলো থেকে বেঁচে থাকার উপদেশ দিন। 

আমরা চাইলেই পারি একটি সুন্দর এবং সুগঠিত সমাজ গড়তে। 

আপনাদের যদি এ বিষয়ে আরো কোন প্রশ্ন মতামত থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। 

আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর প্রদান করতে সাহায্য করবো। 

আপনি যদি অনলাইন থেকে ঘরে বসে টাকা আয় করতে চান তাহলে অবশ্যই কিভাবে আপনি শুরু করবেন সে সকল পথ দেখানো আর্টিকেল আমাদের ওয়েবসাইটে রয়েছে। 

আপনার আশে আর্টিকেলগুলো পড়ে খুব সহজেই অনলাইনে ক্যারিয়ার গড়ার কথা চিন্তা করতে পারে।

আমাদের ওয়েবসাইটে সকল আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখবেন।

ধন্যবাদ।

কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।

Leave a Comment