ঠাকুরগাঁও কিসের জন্য বিখ্যাত? | ঠাকুরগাঁও জেলার ১০টি দর্শনীয় স্থান

প্রিয় পাঠকগণ ঠাকুরগাঁও কিসের জন্য বিখ্যাত সেটি জানার জন্য আপনাদের অনেকের মাঝেই গুগল সার্চের মাধ্যমে আগ্রহ প্রকাশ পেয়েছে। আজকের এই আর্টিকেলের মূল আলোচনা হচ্ছে ঠাকুরগাঁও জেলা কেন বিখ্যাত এবং ঠাকুরগাঁও জেলা সম্পর্কিত গুরুত্বপূর্ণ নানান তথ্য।

বাংলাদেশের নাম ও খ্যাতির অর্জনে বিভিন্ন জেলার বিভিন্ন কারনে বিখ্যাত। কিছু কিছু মানুষ প্রতিটি জেলায় ভ্রমণ করার জন্য সেই জায়গাটি সম্পর্কে বিস্তারিত জানতে ইচ্ছুক। আবার অনেক সময় বিভিন্ন পরীক্ষাতেও এই সকল প্রশ্ন গুলো আসতে পারে।

তাই আজকের এই আর্টিকেলটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করছি। এবং আপনাদের আজকের এই আর্টিকেল শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইল।

ঠাকুরগাঁও জেলা কিসের জন্য বিখ্যাত?

ঠাকুরগাঁও জেলা কেন বিখ্যাত
ঠাকুরগাঁও জেলা কেন বিখ্যাত

মূলত ঠাকুরগাঁও জেলা টি সূর্যপুরী আমের জন্য খুবই বিখ্যাত। বাংলাদেশের অন্যান্য জেলা গুলোর মাঝে আম হলেও সূর্যপুরী আমের দেখা তেমন কোন জেলায় দেখা যায় না।

ঠাকুরগাঁয়ে এই জাতের আম সবচেয়ে বেশি পাওয়া যায় এবং নানান মানুষ ঠাকুরগাঁয়ে আমগুলো খেতে ভ্রমণ করেন।

এছাড়াও আরো বিভিন্ন দর্শনীয় স্থান ঠাকুরগাঁয়ের বিখ্যাত দর্শনীয় স্থান হিসেবে পরিচিত।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ঠাকুরগাঁও জেলার ১০টি বিখ্যাত বা দর্শনীয় স্থান:

১/ প্রাচীন রাজধানীর চিহ্ন নেকমরদ

২/ জামালপুর জামে মসজিদ

৩/ ঢোলহাট মন্দির

৪/ জগদল বিরেন্দ্রনাথ চৌধুরীর রাজবাড়ী

৫/ অপরাজেয় ৭১ ভাস্কর্য

৬/ হরিপুর রাজবাড়ী

৭/ পীর শাহ নেকমরদের মাজার

৮/ শালবাড়ি মসজিদ ও ইমামবাড়া

৯/ কূপ ও শিলালিপি

১০/ বাংলা গড়।

ঠাকুরগাঁও জেলাটি রংপুর বিভাগের অন্তর্গত একটি জেলা, এটি আমাদের দেশের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত।

আয়তনের দিক দিয়ে এ জেলাটি প্রায় ১৮০৯.৫২ বর্গ কিমি।

ঠাকুরগাঁও জেলাটির পশ্চিম দিকে অবস্থিত পশ্চিমবঙ্গ(ভারত), পূর্বে অবস্থিত দিনাজপুর জেলা, দক্ষিণ দিকে অবস্থিত দিনাজপুর ও পশ্চিমবঙ্গ(ভারত), উত্তর দিকে রয়েছে পঞ্চগড় জেলা।

মোট ৫টি উপজেলার স্বমনয়ে ঠাকুরগাঁও জেলাটির প্রশাসনিক অঞ্চল বিস্তৃত।

আরও পড়ুনঃ

চাঁদপুর কিসের জন্য বিখ্যাত?

দিনাজপুর কিসের জন্য বিখ্যাত?

চট্টগ্রাম কিসের জন্য বিখ্যাত?

ঠাকুরগাঁও কিসের জন্য বিখ্যাত FAQS

ঠাকুরগাঁও কিসের জন্য বিখ্যাত?

মূলত ঠাকুরগাঁও জেলা টি সূর্যপুরী আমের জন্য খুবই বিখ্যাত।

ঠাকুরগাঁও জেলার আয়তন কত?

আয়তনের দিক দিয়ে ঠাকুরগাঁও জেলাটি প্রায় ১৮০৯.৫২ বর্গ কিমি।

কয়টি উপজেলা নিয়ে ঠাকুরগাঁও জেলা গঠিত?

মোট ৫টি উপজেলার স্বমনয়ে ঠাকুরগাঁও জেলাটির প্রশাসনিক অঞ্চল বিস্তৃত।

উপসংহার 

সুপ্রিয় পাঠকবৃন্দ আজকের এই আর্টিকেলের ঠাকুরগাঁও কিসের জন্য বিখ্যাত সে সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করা হয়েছে।

আশা করছি আজকের এই আর্টিকেলটি আপনাদের ভালো লাগবে এবং আপনারা আজকের এই আর্টিকেল থেকে ঠাকুরগাঁও সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে যাবেন।

তবুও যদি আপনাদের এই সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত থাকে সেক্ষেত্রে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন।

আপনারা অনেকেই অনলাইন থেকে ঘরে বসে টাকা আয় এর কথা ভাবছেন।

কিভাবে অনলাইন থেকে সঠিক কাজের মাধ্যমে আয় করতে পারেন সে সংক্রান্ত আর্টিকেল আমাদের ওয়েবসাইটে গাইলেন সরকারের রয়েছে।

তাই আপনারা চাইলে সে আর্টিকেলগুলো পড়ার জন্য আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন এবং আমাদের ফেসবুক পেইজে জয়েন করতে পারেন।

WhatsApp Group Join Now
WhatsApp Group 1 Join Now
Telegram Group Join Now
আপনি কি কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার খুঁজছেন!

ভিজিট করুন 👉

━ ━ ━ ━ ━ ━ ━ ━

ডিজিটাল টাচ
ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
Sharing Is Caring:

আমি শেখ মোঃ আমিনুল ইসলাম (সুজন)। ডিজিটাল টাচ ডটকম এর প্রতিষ্ঠাতা ও লেখক। এইচএসসি (বিজ্ঞান); চাঁদপুর সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়।