ফেসবুক পেজ থেকে কিভাবে টাকা আয় করা যায় এই সম্পর্কে জানতে অনেকেই আগ্রহী। ওয়েবসাইট কিংবা ইউটিউবের মতো ব্যক্তিগত বা যেকোন ফেসবুক পেজে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করা।
কারণ ফেসবুক কর্তৃপক্ষ অফিসিয়ালি যোগ্যতা অনুযায়ী ফেসবুক পেজে ভিডিও মনিটাইজেশন সার্ভিস চালু করেছে।
যার মাধ্যমে আজকাল যেকেউ চাইলেই ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে পারছে।
কিন্তু এখনো অনেকেই জানেন না ফেসবুক পেজ থেকে কিভাবে টাকা আয় করা যায় বা আয় করতে হয়।
আজকাল যেকেউ চাইলেই একটি ফেসবুক পেজ তৈরি করে, সেখানে নিয়মিত ভিডিও কন্টেন্ট আপলোড করে facebook video monetization বা ad breaks থেকে টাকা ইনকাম করতে পারেন।
এই উপায়ে বর্তমানে Facebook থেকে লাখ লাখ মানুষ টাকা আয় করে থাকে। এর আগে ভিডিও আপলোড করে টাকা আয় করা যেত শুধু মাত্র ইউটিউবে।
আজকে আমরা জানবো ফেসবুক পেজ থেকে কিভাবে টাকা আয় করা যায় সে বিষয়ে বিস্তারিত।
জানবো ফেসবুক পেজ থেকে আয় করতে হলে কতজন ফলোয়ার লাগবে পেজে।
এবং জানবো ফেসবুক থেকে দেওয়া কোন কোন শর্ত মানতে হবে। চলুন পর্যায়ক্রমে সবকিছু বিস্তারিত আকারে জেনে নেওয়া যাক।
Facebook ad breaks কি । ফেসবুক পেজ থেকে কিভাবে টাকা আয় করা যায়

ফেসবুক ad breaks হচ্ছে ফেসবুকের এমন একটি সার্ভিস যার মাধ্যমে যেকোনো ব্যক্তি নিজস্ব ফেসবুক পেজে নিয়ম মেনে আপলোড করা ভিডিও গুলোতে বিজ্ঞাপন বা এড দেখাতে পারবেন।
আরও পড়ুনঃ
এই এড বা বিজ্ঞাপন গুলো সব ভিডিও ভিউয়াররা যখন দেখবে বা ক্লিক করবে তখন সেই ব্যক্তি টাকা আয় করতে পারবেন।
আরও সহজ করে বললে, আগে ইউটিউব থেকে এভাবে গুগল এডসেন্স এপ্রুভ করিয়ে মানুষ টাকা আয় করত এখন সেই ভাবে ফেসবুক এড ব্রেকারস থেকে পেজ monetization করিয়ে টাকা আয় করতে পারছেন।
এই এডগুলো ব্যক্তি চাইলে নিজের পছন্দের জায়গায় বসাতে পারবেন। তবে ফেসবুক অটোমেটিক ভাবেও দেখিয়ে থাকে। এটি পুরোটা ইউটিউবের মতো।
তবে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে, শুধুমাত্র ফেজবুক পেজ থেকেই ভিডিও আপলোড করে Facebook ad breaks eligibility সম্পন্ন হলে টাকা আয় করা যায়।
অনেকে এই বেসিক বিষয়েও ভুল করে থাকেন। ভুল করে নিজের ফেসবুক প্রোফাইলে ভিডিও আপলোড করা শুরু করে।
তাই এই বিষয়ে আপনাকে সম্পূর্ণ জানতে হবে। সম্পূর্ণ জানতে পোস্টটি মনোযোগ দিয়ে পড়ুন।
যেটা বলছিলাম যে, Facebook ad breaks eligibility বা ফেসবুক পেজ থেকে টাকা আয় করার জন্য ফেসবুকের দেওয়া কিছু যোগ্যতা থাকতে হবে।
অর্থাৎ আপনি যে পেজ থেকে টাকা আয় করতে চাচ্ছেন সেই পেজে কিছু যোগ্যতা থাকতে হবে।
চলুন Facebook ad breaks eligibility বা ফেসবুক এড ব্রেকস যোগ্যতা সমূহ জেনে নেওয়া যাক।
ফেসবুক পেজ থেকে টাকা আয় করতে যোগ্যতা সমূহ । Facebook ad breaks eligibility
Facebook ad breaks এর এই সার্ভিস ব্যবহার করার জন্য আপনাকে বেশ কয়েকটি অর্জন করতে হবে।
এই যোগ্যতা গুলো যদি আপনার Facebook Page এ না থাকে তাহালে আপনি ফেসবুক পেজ থেকে টাকা আয় করতে পারবেন না।
তবে মনে রাখতে হবে, মনোযোগ দিয়ে কাজে নিয়মিত না হলে এই সহজ সহজ যোগ্যতাও আপনি আপনার পেজে অর্জন করতে পারবেন না।
একটু মনোযোগ এবং এক মনে কিছুদিন কাজ করলেই ফেসবুক মনিটাইজেশন পেয়ে যাবেন।
আর তারপর আপনার নিজেরি কাজ করতে আগ্রহ চলে আসবে অটোমেটিক।
তো চলুন ফেসবুক এড ব্রেকারস রুলস – Ads breaks eligibility rules সম্পর্কে বিস্তারিত খুঁটিনাটি জেনে নেওয়া যাক।
আরও পড়ুনঃ
Ads breaks eligibility rules । ফেসবুক পেজ থেকে আয় করতে যা যা লাগবে
১) স্ট্যান্ডার্ড নাম সম্পন্ন একটি ফেসবুক পেজ থাকতে হবে। এর প্রধান কারণ, ad breaks এর বিজ্ঞাপন শুধু মাত্র পেজের ভিডিওতে এড শো করিয়ে টাকা আয় করা যায়।
২) Facebook page টিতে ১০,০০০ লাইক (Likes) অথবা ১০,০০০ ফলোয়ার্স (followers) থাকতেই হবে।
৩) পেজে এমন ধরনের কনটেন্ট, ভিডিও এবং ছবি আপলোড করতে হবে, যেগুলো Facebook এর নিজস্ব policy কে মেনে চলে। অর্থাৎ কোনো নগ্নতা কিংবা মারামারি এর ভিডিও পাবলিশ করা যাবে না। এবং সবাই একসাথে দেখতে পারে এমন কোয়ালিটির ভিডিও হতে হবে।
৪) ফেসবুক পেজের দেশ এবং ভাষা সাপোর্টেড হতে হবে। তবে এই নিয়ে টেনশন নাই। এখন বিশ্বের প্রায় সব দেশেই ফেসবুক মনিটাইজেশন দিয়ে থাকে ফেসবুক। যার মধ্যে আছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালেশিয়া সহ অন্যান্য বেশিরভাগ দেশগুলো।
৫) পেজ থেকে আপলোড করা সবগুলো ভিডিও মিলে মোট ৩০,০০০ বার ভিউস হতে হবে। এবং এই প্রত্যেকটি ভিউ হতে হবে মিনিমাম ১ মিনিটের। আর প্রত্যেকটি ভিডিও হতে হবে মিনিমাম ৩ মিনিটের।
৬) এমন যদি হয় যে, আপনার ভিডিও দেখছে এক মিনিটের বেশি সময় কিন্তু ভিডিওগুলো ছিল তিন মিনিটের কম, আহলে ওই ভিউ ads breaks এর হিসেবে কাউন্ট হবে না। তাই সব ভিডিও তিন মিনিটের বেশি ভিডিও আপলোড করতে হবে।
উপরের এই ছয়টি বিষয়ে যদি আপনি আপনার ফেসবুক পেজকে যোগ্য করতে পারেন তবেই আপনি ফেসবুক এড ব্রেকারস এ আপনার পেজটি মনিটাইজ এর জন্য আবেদন করতে পারবেন।
এবং ছয়টি বিষয় সম্পূর্ণ যোগ্য হলে আপনার পেজকে ফেসবুক এড ব্রেকারস এপ্রুভ করে দিবে।
এবার দেখে নেওয়া যাক আপনার ফেসবুক পেজটি Facebook ad breaks এর জন্য যোগ্য কি না।
এটি চেক করার জন্য ফেসবুক খুব অসাধারণ একটি পদ্ধতি চালু রেখেছে।
জেনে নেওয়া যাক কিভাবে ফেজবুক পেজ এড ব্রেকারস এর জন্য যোগ্য কি না টা চেক করার উপায়।
আরও পড়ুনঃ
ফেসবুক পেজ ad breaks এর জন্য যোগ্য কি না
ইতিমদ্ধে যদি আপনার একটি ফেসবুক পেজ থাকে, তাহালে সেই পেজে ad breaks এর যোগ্যতা রয়েছে কি না সেটা চেক করে নিতে পারেন।
ফেসবুক এড ব্রেকার চেক করার জন্য নিচের লিংকটিতে ক্লিক করুনঃ
Check Facebook Page Eligibility With Ads Breaks
উপরের লিংকে ক্লিক করে একটি ফেসবুক পেজ কন্ট্রোল প্যানেল পেজ ওপেন হবে।
সেখানে আপনার আইডি লগইন না থাকলে লগইন করে নিন।এরপর Go to Creator Studio এ ক্লিক করুন।
সেখানে আপনার সবগুলো ফেসবুক পেজ দেখতে পাবেন। এরপর সেখান থেকে আপনার কাঙ্ক্ষিত পেজটি সিলেক্ট করুন।
এবার আপনি Page Monetization পাওয়ার অপশন গুলো খুব সহজেই দেখতে পাবেন।
এখানে আপনার পেজটি কত পারসেন্ট মনিটাইজেশন এর যোগ্য এবং সম্পূর্ণ যোগ্য করতে কি করতে হবে সব বিস্তারিত ভাবে লেখা দেখতে পাবেন।
আর যদি শতভাগ যোগ্য হন তাহলে এড ব্রেকার আবেদন করার স্টেপে নিয়ে যেতে অপশন দেখতে পাবেন।
কিভাবে ফেসবুক থেকে আয় করা টাকা হাতে পাবো
টাকা আয় করতে পারলে হাতে পাওয়ার উপায় নিশ্চয়ই আছে।
আপনি আপনার ফেসবুক পেজ থেকে এড ব্রেকার ব্যবহার করে আয় করা টাকা সরাসরি ব্যাংকের মাধ্যমে উঠাতে পারবেন।
এজন্য আপনাকে আপনার এড ব্রেকার একাউন্টের সাথে আপনার বাংলাদেশি ব্যাংকের সকল প্রকার তথ্য দিতে এবং নিশ্চিত করতে হবে।
আরও পড়ুনঃ
ফেসবুক পেজ থেকে আয় করা নিয়ে প্রশ্ন উত্তর । FAQS
প্রতি মাসে ফেসবুক থেকে ৫০০ ডলার আয় করতে পারলে প্রায় ৫০-৭০ ডলারের মতো বোনাস দিয়ে থাকে ফেসবুক। আর এখন ৯৫ টাকা করে ডলারের রেট হলেও ৬০০ ডলারে প্রায় ৬০,০০০ টাকার মতো হয়।
ফেসবুক থেকে আয় করতে হলে পেজে মোট ১০,০০০ ফলয়ার বা লাইক লাগে।
তিন মিনিটের ভিডিওর মোট ৩০,০০০ মিনিট দেখতে হবে। অর্থাৎ সব ভিডিও তিন মিনিটের উপরে পাব্লিস করতে হবে। এবং যে ব্যক্তিরা আপনার ভিডিও এক মিনিটের বেশি সময় দেখবে শুধু তাদের কাউন্ট করা হয়ে থাকে।
ফেসবুক পেজ থেকে আয় করার উপায় নিয়ে সর্বশেষ
আজকের পোষ্টে ফেসবুক পেজ থেকে কিভাবে টাকা আয় করা যায় টা জানতে পেরেছি।
জেনেছি ফেসবক এড ব্রেকার সম্পর্কে। জেনেছি ফেসবুক পেজ থেকে টাকা আয় করার জন্য যোগ্যতা সমূহ সম্পর্কে বিস্তারিত।
আজকাল অনেক মানুষ ঘরে বসে বিভিন্ন ধরনের ভিডিও বানিয়ে ফেসবুক থেকে মাসে লক্ষাধিক টাকা আয় করছে।
তাই আপনিও শুরু করতে পারুন।
তবে নিয়মিত কাজ করতে হবে।
এবং সঠিক নিয়ম জেনে এগিয়ে যেতে হবে।
তবেই আপনিও পারবেন ফেসবুক এড ব্রেকার থেকে লক্ষাধিক টাকা আয় করতে।
এই বিষয়ে আরও কিছু জানতে চাইলে কমেন্টে জানাবেন। আমরা আপনাদের উত্তর দিবো।
ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং এবং ব্লগিং সম্পর্কে নিয়মিত পড়তে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।
চোখ রাখুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে।
আরও পড়ুনঃ