ট্রয় নগরী কোথায় অবস্থিত? | ট্রয় নগরীর সম্পর্কে বিস্তারিত জানুন

প্রিয় পাঠকগণ ট্রয় নগরী কোথায় অবস্থিত সেই সম্পর্কে জানার জন্য আপনারা অনেকেই ইতিমধ্যে নিজেদের আগ্রহ প্রকাশ করেছেন। আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা আপনাদের সাথে আলোচনা করব ট্রয় নগরী কোথায় এবং এ সম্পর্কে বিস্তারিত।

মূলত আমাদের নানান বিষয়ে নানা ধরনের জায়গা সম্পর্কে জানার খুবই আগ্রহ থাকে। সে সবার আগ্রহ থেকেই আমরা নানান ধরনের জিনিসের খোঁজ করে থাকি। অধিকাংশ মানুষের নতুন নতুন ইতিহাস নতুন নতুন বিষয় জানতে ভালো লাগে।

যার কারণে তারা নতুন নতুন জিনিসের খোঁজ করে থাকে।এসকল জিনিস গুলোর মধ্যে মানুষ ট্রয় নগরী কোথায় অবস্থিত এটি খুঁজে থাকে। আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা ট্রয় নগরী সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত

ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায়
ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায়

বর্তমান সময়ে একটি প্রত্নতাত্ত্বিক নির্দেশনার নাম হচ্ছে ট্রয়। 

হোমারের ইলিয়াডে যে ট্রয়ের উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে বর্তমান ট্রয় নগরী। এই ট্রয় নগরীর অবস্থান আনাতোলিয়া অঞ্চলের হিসারলিক নামক একটি স্থানে। 

ট্রয়ের তুর্কী নাম ত্রুভা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

অর্থাৎ, আধুনিক হিসারলিক-ই সেই প্রাচীন ট্রয় নগরী। এই অঞ্চলের ভৌগলিক অবস্থান তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চল কানাক্কাল প্রদেশের সমুদ্র সৈকতের নিকটে এবং আইডা পর্বতের নিচে দার্দানেলিসের দক্ষিণ পশ্চিমে।

এই ট্রয় হচ্ছে একটি বিখ্যাত শহর এবং এই কিংবদন্তি শহরকে ঘিরে বিখ্যাত ট্রয় যুদ্ধ সংঘটিত হয়েছিল।

এই শহরের মাঝে যে যুদ্ধ সংঘটিত হয়েছিল সেই সকল যুদ্ধের বর্ণনা প্রাচীন গ্রিসের অনেক মহাকাব্যের মধ্যেই পাওয়া যায়।

বিশেষ করে ইলিয়াড মহাকাব্যের নাম বলা যেতে পারে। 

হোমার রচিত অমর দুটি মহাকাব্যের একটি হচ্ছে ইলিয়াড।

ট্রয়ের নাগরিক এবং সংস্কৃতি বোঝাতে ট্রোজান শব্দটি ব্যবহৃত হয়।

মুক্তিযুদ্ধের ৪ টি প্রয়োজনীয়তা

নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত?

ট্রয় নগরীর ইতিহাস | ট্রয় নগরী কোথায় অবস্থিত

যখন রোমান সম্রাট অগাস্টাসের রাজত্বকাল চলছিল ঠিক সেইসময় প্রাচীন নগরের ধ্বংসস্তূপের ওপর ইলিয়াড নামে নতুন একটি শহর নির্মিত হয়েছিল।

এবং কনস্টান্টিনোপল প্রতিষ্ঠিত হওয়ার পূর্ব পর্যন্ত ইলিয়াম বিকশিত হয়েছে, কিন্তু বাইজেন্টাইন রাজত্বের ধীরে ধীরে এর পতন হতে থাকে।

কালভার্ট ইংরেজ প্রত্নতত্ত্ববিদ সর্বপ্রথম ট্রয় নগরীর সন্ধান পান এবং সময়টা ছিল ১৮৬৫ সালে।

সে সময় তিনি হিসার্লিকে একজন কৃষকের কাছ থেকে একখণ্ড জমি কিনে খনন কাজ শুরু করেন।

কিন্তু তিনি তার সেই কাজ সম্পন্ন করতে পারেননি। 

জার্মান প্রত্নতত্ত্ববিদ হাইনরিশ শ্লিমান এই এলাকার মধ্যে খনন কাজ শুরু করেন ১৮৭০ সালে।

এই খননকার্য চলতে থাকায় একসময় প্রমাণিত হয় যে এখানে একের পর এক বেশ কয়েকটি শহর নির্মিত হয়েছিল।

খুব সম্ভবত এই শহরগুলি হচ্ছে হোমারের ট্রয়।

অবশ্য এ বিষয়ে নিশ্চিত কোনো ধারণা পাওয়া যায়নি।

তবে এটি প্রায় নিশ্চিতভাবে প্রমাণিত হয়েছে যে, হিত্তীয় রচনায় উল্লেখিত উইলুসা শহরটি এখানেই অবস্থিত ছিল।

অনেকে মনে করেন ইলিয়ন এই উইলুসা নামেরই গ্রিক সংস্করণ।

১৯৯৮ সালে ট্রয় নামক এই প্রত্নতাত্ত্বিক নির্দশন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় যুক্ত হয়।

আরও পড়ুনঃ

নিঝুম দ্বীপ কোথায় অবস্থিত?

সোমপুর বিহার কোথায় অবস্থিত

বাংলাদেশের কয়েকটি প্রাচীন নগর সভ্যতার নাম 

ট্রয় নগরী কোথায় অবস্থিত FAQS

ট্রয় নগরী কোথায় অবস্থিত?

বিখ্যাত এই ট্রয় নগরীর অবস্থান আনাতোলিয়া অঞ্চলের হিসারলিক নামক একটি স্থানে। 

কে ট্রয় নগরীর সন্ধান পেয়েছিলেন?

কালভার্ট ইংরেজ প্রত্নতত্ত্ববিদ সর্বপ্রথম ট্রয় নগরীর সন্ধান পান।

কত সালে ট্রয় নগরীর সন্ধান পাওয়া যায়?

১৮৬৫ সালে ট্রয় নগরীর সন্ধান পাওয়া যায়।

উপসংহার 

সুপ্রিয় পাঠকবৃন্দ ট্রয় নগরী কোথায় অবস্থিত এবং ট্রয় নগরীর ইতিহাস আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত জানানো হয়েছে।

আশা করছি আজকের এই আর্টিকেলটি আপনাদের ভাল লেগেছে এবং আপনারা আজকের এই আর্টিকেল থেকে ট্রয় নগরী সম্পর্কে জানতে পেরেছেন।

আপনাদের যদি এই বিষয়ে কোন প্রশ্ন কিংবা মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।

আমাদের ওয়েবসাইট থেকে আপনারা টেলিকম অফার, ইন্টারনেট অফার, অনলাইন থেকে আয় ভিত্তিক, ডিজিটাল মার্কেটিং পদ্ধতি ইত্যাদি নানান ধরনের আর্টিকেল গুলো পেয়ে যাবেন।

অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করুন সঙ্গেই থাকুন আমাদের ফেসবুক পেইজের

WhatsApp Group Join Now
WhatsApp Group 1 Join Now
Telegram Group Join Now
আপনি কি কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার খুঁজছেন!

ভিজিট করুন 👉

━ ━ ━ ━ ━ ━ ━ ━

ডিজিটাল টাচ
ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
Sharing Is Caring:

আমি শেখ মোঃ আমিনুল ইসলাম (সুজন)। ডিজিটাল টাচ ডটকম এর প্রতিষ্ঠাতা ও লেখক। এইচএসসি (বিজ্ঞান); চাঁদপুর সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়।