২০২৪ সালের অলিম্পিক গেমস কোথায় হবে? আপনারা কি জানেন। আপনারা যদি এ বিষয়ে না জেনে থাকেন তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ আর্টিকেলের মাধ্যমে আমরা আপনাদের সাথে আলোচনা করব অলিম্পিক গেমস কোথায় হবে সেই সম্পর্কে।
প্রতিবছরই অলিম্পিক গেমসকে নিয়ে নানান ধরনের জল্পনা-কল্পনা করে থাকেন খেলা প্রেমি মানুষরা। অলিম্পিকে বিভিন্ন ধরনের খেলা হয় মানুষের মনোরঞ্জন এবং বিনোদনের অন্যতম কেন্দ্র বিন্দু হয়ে উঠেছে অলিম্পিক।
এতে করে ২০২৩ ছাপিয়ে ২০২৪ সালের অলিম্পিক গেমস কোথায় হবে সেই সম্পর্কে জানার আগ্রহ মানুষের অনেক বেশি। তাই অলিম্পিক গেমস কোথায় হবে সেই সম্পর্কে বিস্তারিত সকল তথ্যগুলো জানতে আমাদের আজকের এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইল।
Content Summary
২০২৪ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা
বর্তমান সময়ের অত্যন্ত জনপ্রিয় প্রতিযোগিতার মধ্যে অন্যতম ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে অলম্পিক।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে বিভিন্ন খেলায়।
মূলত অলিম্পিকের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা এবং সেই সকল প্রতিযোগিতা গুলো বিভিন্ন দেশ থেকে খেলোয়াড়রা অংশগ্রহণ করে থাকেন।
২০২৪ সালের অলিম্পিক গেমস শুরু হতে যাচ্ছে প্যারিসে।
প্রাতিষ্ঠানিকভাবে ৩৩তম অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা এবং সাধারণভাবে প্যারিস ২০২৪ হিসেবে পরিচিত, একটি আন্তর্জাতিক বহু-ক্রীড়াবিশিষ্ট প্রতিযোগিতার আসর যা ফ্রান্সের রাজধানী প্যারিস শহরে ২০২৪ খ্রিষ্টাব্দের ২৬শে জুলাই থেকে ১১ই আগস্ট পর্যন্ত আয়োজন করার পরিকল্পনা করা হয়েছে।
প্যারিস শহরটি এর আগেও ১৯০০ এবং ১৯৯৪ সালে গেমসের প্রতিযোগিতার আয়োজন করেছিল।
লন্ডনের পরে এটি হচ্ছে দ্বিতীয় শহর যারা মোট তিনবারারের মত অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করছে।
প্যারিস ২০২৪ অলিম্পিক প্রতিযোগিতাটি এর আগে শহরটিতে ১৯২৪ সালে সর্বশেষ অনুষ্ঠিত অলিম্পিকের ঠিক একশত বছর পরে আয়োজন করা হবে।
গ্রীষ্মকালীন ও শীতকালীন অলিম্পিক গণনায় ধরে এটি ফ্রান্সের মাটিতে আয়োজিত ষষ্ঠ অলিম্পিক প্রতিযোগিতা হবে।
২০১৫ সালের হিসাব অনুযায়ী পাঁচটি শহর ২০২৪ সালের অলিম্পিক আয়োজন করার জন্য পার্টি হিসেবে নিজেদের নাম দিয়েছিল।
এই শহর গুলোর মধ্যে হামবুর্গ, রোম ও বুদাপেশত নাম প্রত্যাহার করে নিলে শেষ পর্যন্ত প্যারিস ও লস অ্যাঞ্জেলেস টিকে থাকে।
এর পরবর্তীতে ২০১৭ সালের শেষ হাত দিয়ে আন্তর্জাতিক অলিম্পিক সমিতির যুগ্ম সিদ্ধান্তে আগামী ২০২৪ সালের অলিম্পিক আয়োজনে ফ্যারিসকে এবং ২০২৮ সালের অলিম্পিক আয়োজনে লস অ্যাঞ্জেলেসকে বিবেচনা করে।
এবং পরবর্তীতে এই সিদ্ধান্তটি ঘোষণা করে দেয়া হয়েছিল।
আপাতকালীন ফুটবল অনুষ্ঠানস্থল | ২০২৪ সালের অলিম্পিক গেমস কোথায় হবে
খেলার ভেন্যু | ধারণ ক্ষমতা | শহর | তথ্য |
পার্ক দে প্রাঁস | ৬১,৩৩৮ | প্যারিস | ৪টি প্রাথমিক পর্ব, পুরুষ/নারী কোয়ার্টার ফাইনাল, ফাইনাল |
স্তাদ ভেলোদ্রোম | ৬৭,৩৯৪ | মার্সেই | ৩টি প্রাথমিক, পুরুষ/নারী কোয়ার্টার ফাইনাল, পুরুষ সেমি ফাইনাল |
পার্ক ওলাঁপিক লিয়োনে | ৫৯,১৮৬ | লিয়োঁ | ৩টি প্রাথমিক পর্ব, পুরুষ কোয়ার্টার ফাইনাল, নারী সেমি ফাইনাল, পুরুষ ৩য় স্থান নির্ধারনী। |
স্তাদ পিয়ের-মোরোয়া | ৫০,১৫৭ | লিল | ৩টি প্রাথমিক পর্ব, নারী কোয়ার্টার ফাইনাল, পুরুষ সেমি ফাইনাল, নারী ৩য় স্থান নির্ধারনী |
নুভো স্তাদ দ্য বর্দো | ৪২,১১৫ | বর্দো | ৩টি প্রাথমিক পর্ব, পুরুষ/নারী কোয়ার্টার ফাইনাল, নারী সেমি ফাইনাল। |
স্তাদ জফ্রোয়া-গিশার | ৪২,০০০ | সাঁতেতিয়েন | ৮টি প্রাথমিক পর্ব |
ইয়েলোপার্ক | ৪০,০০০ | নঁত | ৮টি প্রাথমিক পর্ব |
আলিয়ানজ রিভিয়েরা | ৩৫,৬২৪ | নিস | ৮টি প্রাথমিক পর্ব |
স্তাদিয়ম ম্যুনিসিপাল | ৩৩,১৫০ | তুলুজ | ৮টি প্রাথমিক পর্ব |
আরও পড়ুনঃ
২০২৪ সালের অলিম্পিক গেমস কোথায় হবে FAQS
আগামী ২০২৪ সালের অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে প্যারিসে।
২০২৮ সালের অলিম্পিক আয়োজন করবে লস অ্যাঞ্জেলেস।
২০২৪ সালের ২৬ জুলাই শুরু হবে অলিম্পিক।
উপসংহার
২০২৪ সালের অলিম্পিক গেমস কোথায় হবে সে সম্পর্কে আজকের এই আর্টিকেলে আপনাদেরকে বিস্তারিত তথ্য জানানো হয়েছে।
আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ আর্টিকেলটি আপনাদের ভালো লাগবে এবং আপনারা আজকের এই আর্টিকেল থেকে জানতে পেরেছেন অলিম্পিক গেমস কোথায় হবে।
তবুও যদি আজকের এই আর্টিকার সম্পর্কে আপনাদের কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে সেটি কমেন্ট মাধ্যমে জানাতে পারেন।
এছাড়াও আমরা সঠিক এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সামনে সব সময় তুলে ধরার চেষ্টা করি তাই অবশ্যই ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইটে।
খেলাধুলা বিষয়ক কিংবা অন্যান্য জ্ঞানমূলক আর্টিকেলগুলো পড়তে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন যেকোনো সময়।
এছাড়াও আমাদের ওয়েবসাইটের সকল আর্টিকেলগুলো আমরা ফেসবুক পেজের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিই।
তাই অবশ্যই জয়েন করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেইজে।
আরও পড়ুনঃ
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।