নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি? | বাংলা ভাষার সঠিক শব্দ গঠন 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

প্রিয় ভাই ও বোনেরা নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি? অথবা নিপাতনে সিদ্ধ সন্ধি কাকে বলা হয়? আপনারা কি জানেন। আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি নিপাতনে সিদ্ধ সন্ধি সম্পর্কে। আমরা সকলে এ বিষয়টি অবগত যে বাংলা ভাষায় নানান ধরনের নিয়ম রয়েছে। 

শব্দের গঠন কিংবা কোন কোন বাক্যের গঠন এমন ভাবে করতে হয় যাতে সেটি সঠিক হয়।যার কারণে ভাষার নানান দিকে নানান ভাবে ভাগ করে দেয়া হয়েছে। সন্ধির মধ্যে অনেকগুলো ভাগ রয়েছে তেমনি একটি ভাগ হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধি। 

আশা করি আজকের এই আর্টিকেল থেকে নিপাতনে সিদ্ধ সন্ধি সম্পর্কে আপনারা বিস্তারিত  জানতে পারবেন।তাই এ সম্পর্কে জানতে  শেষ পর্যন্ত অবশ্য আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।

নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ

নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ
নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ

আমাদের নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ দেয়ার পূর্বে নিপাতনে সিদ্ধ সন্ধি কাকে বলে এ বিষয়টি জেনে নেয়া প্রয়োজন।

যে সকল সন্ধি সমূহ স্বরসন্ধি ও ব্যঞ্জন সন্ধি অথবা বিসর্গ সন্ধির নিয়মগুলো মেনে চলে না,  সেসকল নিপাতনে সিদ্ধ সন্ধি বলা হয়। আরেকটি বিষয় হচ্ছে শুধুমাত্র তৎসম শব্দের সন্ধি নিপাতনে সিদ্ধ সন্ধি হয়।

বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি

উদাহরণস্বরূপ-

যেমন,

  • নিপাতনে সিদ্ধ তৎসম “স্বরসন্ধি”

কুল+অটা= কুলটা, গো+অক্ষ= গবাক্ষ, প্র+ঊঢ়= প্রৌঢ়, অন্য+অন্য= অন্যান্য, মার্ত+অণ্ড= মার্তণ্ড, শুদ্ধ+ওদন= শুদ্ধোদন।

  • নিপাতনে সিদ্ধ তৎসম “ব্যঞ্জনসন্ধি”

আ+চর্য= আশ্চর্য, গো+পদ= গোষ্পদ, বন+পতি= বনস্পতি, বৃহৎ+পতি= বৃহস্পতি, তৎ+কর= তস্কর, পর+পর= পরস্পর, মনস্+ঈষা= মনীষা, ষট্+দশ= ষোড়শ, এক+দশ= একাদশ, পতৎ+অঞ্জলি= পতঞ্জলি।

  • নিপাতনে সিদ্ধ তৎসম “বিসর্গ সন্ধি”

অহঃ+অহ = অহরহ, অহঃ+নিশ = অহর্নিশ, আঃ+পদ = আস্পদ।

আরও পড়ুনঃ

আর্জেন্টিনার সবচেয়ে বড় পরাজয়গুলো কি?

ন্যাটোর সদস্য দেশ কয়টি কি কি? 

বেতন মওকুফের জন্য আবেদন পত্র লেখার নিয়ম?

নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি FAQS

নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি?

বাংলা ভাষায় নিপাতনে সিদ্ধ সন্ধি হচ্ছে যে সকল সন্ধি সমূহ স্বরসন্ধি ও ব্যঞ্জন সন্ধি অথবা বিসর্গ সন্ধির নিয়মগুলো মেনে চলে না,  সেসকল নিপাতনে সিদ্ধ সন্ধি বলা হয়।

নিপাতনে সিদ্ধ সন্ধির একটি উদাহরণ?

নিপাতনে সিদ্ধ তৎসম “স্বরসন্ধি”
কুল+অটা= কুলটা, গো+অক্ষ= গবাক্ষ, প্র+ঊঢ়= প্রৌঢ়, অন্য+অন্য= অন্যান্য, মার্ত+অণ্ড= মার্তণ্ড, শুদ্ধ+ওদন= শুদ্ধোদন।

উপসংহার 

প্রিয় পাঠকগণ নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি এ বিষয়ে জানানোর জন্য আজকের এই আর্টিকেলটি গঠন করা হয়েছে।

আমরা আশা করছি আজকের এই আর্টিকেল থেকে আপনারা নিপাতনে সিদ্ধ সন্ধি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। 

আপনাদের যদি এই বিষয়ে আর কোন প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। 

কিভাবে আপনারা খুব সহজেই লাইন কিংবা অফলাইন কাজগুলো করতে পারেন সে সম্পর্কে আমাদের ওয়েবসাইটে ইতিমধ্যে আর্টিকেল প্রকাশ করা হয়েছে।

আপনারা যদি অনলাইনে কাজ করতে ইচ্ছুক হন তাহলে আমাদের ওয়েবসাইটে সেসকল আর্টিকেলগুলো পড়তে পারেন।

বর্তমান সময়ে অনেক মানুষই অনলাইন থেকে আয়ের উৎস তৈরি করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে।

তাই আমাদের ওয়েবসাইট ভিজিট করে সেসকল আর্টিকেলগুলো পড়ে নিন।

আমাদের ফেসবুক পেইজ থেকে আপনারা আমাদের ওয়েবসাইটে সংক্রান্তির সকল আপডেট গুলো পেয়ে যাবেন।

কোথায় অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।