ফুটবল বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল কার? | এক আসরে সবচেয়ে বেশি গোল কার

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সুপ্রিয় পাঠকবৃন্দ ফুটবল বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল কার সেই সম্পর্কে জানতে আপনারা অনেকেই গুগলের মাধ্যমে সার্চ করে থাকেন। গ্রেটেস্ট শো অন আর্থ- ফুটবল বিশ্বকাপ কে এই উপাধি দেয়া হয় কেন জানেন? কারণ অনেকেই মনে করেন ফুটবল জীবন-মৃত্যুর বিষয়।

তবে এটি হচ্ছে আপনাদের কিংবা প্রতিটি মানুষের জন্য এর থেকেও বেশি কিছু এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ কিছু। যদি ফুটবল বিশ্বকাপকে এতটা গুরুত্ব দেয়া হয় তাহলে একবার ভেবে দেখুন ফুটবল বিশ্বকাপের উন্মাদনা টা কেমন হতে পারে।

আপনি যখন বল নিয়ে কয়েকজনকে ছিটকে ফেলে গোল করে অন্যের চোখে পৃথিবীর শ্রেষ্ঠ দৃশ্যের ভাগীদার হবেন ঠিক তখনই এটি একটি শ্রেষ্ঠ দৃশ্য। আর এই গোলটি যদি হয় বিশ্বকাপের মঞ্চে তবে উত্তেজনার মাত্রা আপনারা নিজেরাই কল্পনা করুন।

বিশ্বকাপে সবচেয়ে গোল বেশি কার

বিশ্বকাপে সবচেয়ে গোল বেশি কার
বিশ্বকাপে সবচেয়ে গোল বেশি কার

বলা হয়ে থাকে ফুটবল হচ্ছে গোলের খেলা। জয় কিংবা পরাজয় সকলের মাপকাঠি নির্ধারণ করা হয়ে থাকে গলার মাধ্যমে।

তাই মাঠের মাঝে যারা গোল করার দায়িত্বে থাকেন অর্থাৎ স্ট্রাইকারদের ওপর সকলের নজর টা একটু বেশি থাকে।

চার বছর পর পর যে বিশ্বকাপ আসর বসে সেখানে মানুষ খুঁজতে থাকেন দুরন্ত গোল স্কোরার দের। ফুটবল খেলার

ইতিহাসে পেলে, ম্যারাডোনা, রোনালদোরা অমরত্ব পেয়েছে বিশ্বকাপের মঞ্চে তাদের অবিস্মরনীয় সকল খেলার মাধ্যমে। 

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোল কার? – প্রশ্নের উত্তর বেশিরভাগ মানুষেরই জানা থাকার কথা। না জানলেও কিছুক্ষণের মধ্যেই জেনে যাবেন একটু ধৈর্য নিয়ে পড়লেই।

ফুটবল বিশ্বকাপের শুরুটা হয়েছিল ১৯৩০ সালে উরুগুয়েতে।

প্রথম আসরেই ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনাকে ৪-২ গোলের ব্যবধানে ফাইনালে হারিয়ে প্রথম শিরোপাটি অর্জন করে নেয় স্বাগতিক উরুগুয়ে।

বিশ্বকাপের প্রথম আসরের  সর্বোচ্চ ৮ টি গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন গুইলিয়ার্মো স্তাবিল। এরপরেও আরো ২১ টি আসর মাঠে গড়িয়েছে।

এই আসরে পাঁচবার শিরোপা জিতে সর্বোচ্চ শিরোপার মালিক ব্রাজিল।

দ্বিতীয় সর্বোচ্চ শিরোপার মালিক জার্মানি ও ইতালি জিতেছে চারটি করে বিশ্বকাপ।

বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকাতেও ব্রাজিল ও জার্মানির তারকাদের প্রাধান্য।

বিশ্বকাপে কার কত গোল | ফুটবল বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল কার

এক আসরে যদি সর্বোচ্চ গোলের মালের হিসাব করা হয় তাহলে সেটি হচ্ছে ফ্রান্সের জাস্ট ফন্তেইন।

১৯৫৮ সালের বিশ্বকাপ কে পেলের আগমনে বিশ্বকাপকে বিখ্যাত বলা হয়ে থাকে কিন্তু সেই বিশ্বকাপে সর্বোচ্চ গোল পেয়েছিলেন ফ্রান্সের ফন্তেইন।

১৭ বছরের পেলে সে বিশ্বকাপে বেঞ্চ থেকে এসে পরিণত হয়েছিলেন বিশ্বকাপ জেতানো তারকায়, তবে সে আসরটা মাতিয়েছিলেন ফন্তেইন। 

এই আসরে সর্বমোট ১৩ টি গোল করেছিলেন এই ফরাসি স্ট্রাইকার।

তবে মাত্র ১৭ বছর বয়সি পেলের কাছে ম্লান ফরাসি এই তারকা।

সেমিফাইনাল ম্যাচের সেদিন পেলের হ্যাটট্রিকে ৫-২ গলে ফ্রান্সকে বিধ্বস্ত করেছিল ব্রাজিল দল।

ফ্রান্সের দুই গোলের একটা ছিল ফন্তেইনের করা।

তৃতীয় স্থান নির্ধারনি ম্যাচে আরও চার গোল করেন তিনি।

কিন্তু বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ফরাসি স্ট্রাইকার ফন্তেইনের দখলে নেই।

চারটি বিশ্বকাপ খেলে ১৬ গোল নিয়ে রেকর্ডটির মালিক জার্মানির বিশ্বকাপজয়ী স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসার।

এই গোল করতে তাকে খেলতে হয়েছে ২৬ ম্যাচ। তিন বিশ্বকাপে ১৫ গোল নিয়ে দ্বিতীয় স্থানে ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিও।

‘বড় রোনালদো’ বা ‘দ্য ফেনোমেনন’ নামে খ্যাত ইতিহাসের সেরা নাম্বার নাইন ১৯ ম্যাচ খেলে এই গোলগুলো করেছেন।

এর মধ্যে ২০০২ এর আসরে ৮ গোল করে ব্রাজিলকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা রাখেন।

আরও পড়ুনঃ

এমবাপে মোট গোল সংখ্যা কত?

ফুটবলের জন্ম কোন দেশে?

মেসির মোট গোল সংখ্যা কত?

বিশ্বকাপে সর্বোচ্চ গোল করার রেকর্ড 

রোনালদোর আগেও এই রেকর্ডের মালিক ছিলেন জার্মান আরেকজন ফুটবলার।

তাকে ইতিহাসের সেরা স্ট্রাইকার বিতর্কে রোনালদোর প্রতিদ্বন্দী ভাবা হয়ে থাকতো।

১৯৭৪ এর বিশ্বকাপজয়ী গার্ড মুলার ১৩ ম্যাচ খেলেই করেছেন ১৪ গোল।

চতুর্থ স্থানে যিনি তার কথা আগেই বলা হয়েছে। ফ্রান্সের জাস্ট ফন্তেইনের দূর্ভাগ্য যে, ইনজুরিতে তার ক্যারিয়ার শেষ হয়ে গেছে দ্রুতই।

তাই ওই আসরের পর আর বিশ্বকাপের মঞ্চে দেখা যায়নি তাকে।

তবে এক আসরেই ৬ ম্যাচে ১৩ গোল করে বিশ্বকাপের চতুর্থ সর্বোচ্চ গোলের মালিক বোনে গেছেন তিনি।

পঞ্চম স্থান দখল করেছে বর্তমান সময়ের কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি।

তিনি তার বিশ্বকাপ ক্যারিয়ারের সর্বোচ্চ ২৬ ম্যাচ খেলেছেন। ২৬ টি ম্যাচ খেলে গোল করেছেন ১৩ টি।

এবারের কাতার বিশ্বকাপের সকল গোল সহ পাঁচে উঠে এসেছেন মেসি। ষষ্ঠ স্থানে রয়েছেন তিনটি বিশ্বকাপজয়ী একমাত্র খেলোয়াড় পেলে।

১৯৫৮ এর বিশ্বকাপে ১৭ বছর বয়সে বিশ্বকাপ জয় করা পেলে তার পরের আসরেও শিরোপার স্বাদ পান।

যদিও ইনজুরিতে সেই বিশ্বকাপে নিয়মিত একাদশে ছিলেন না।

এর পরের বিশ্বকাপে ব্রাজিল বাদ পড়ে যায় গ্রুপ পর্বে।

তবে ১৯৭০ সালে নিজের শেষ বিশ্বকাপে তৃতীয় শিরোপার স্বাদ পান ‘ফুটবলের রাজা’ খ্যাত এই কিংবদন্তি।

চার বিশ্বকাপে ১৩ ম্যাচ খেলে ১২ গোল করেছেন পেলে।

এরপর আপনারা সপ্তম অবস্থানে রাখতে পারবেন বর্তমানে আরও এক নতুন প্রজন্মের দুর্দান্ত খেলোয়ার কিলিয়ান এমবাপ্পেকে।

নিজের ক্যারিয়ারের মাত্র দুইটি বিশ্বকাপ খেলে এখনো পর্যন্ত ১২ টি গোলের মালিক হয়ে গেছেন তিনি।

কাতার বিশ্বকাপের গোল্ডেন বুট জিতে নিয়েছে ২৩ বছর বয়সি এই ফরাসি।  

দুবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক কিন্তু ম্যারাডোনা নন।

এই রেকর্ডের মালিক গ্যাব্রিয়েল বাতিস্তুতা। ১২ ম্যাচ খেলে ১০ গোল নিয়ে বিশ্বকাপের মঞ্চে অষ্টম সর্বোচ্চ গোলদাতা ‘বাতিগোল’।

বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকা | ফুটবল বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল কার

বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকা
বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকা
ক্রমিক নংপ্লেয়ারবিশ্বকাপে গোলসংখ্যা
১.মিরোস্লাভ ক্লোসা (জার্মানি)১৬ গোল
২.রোনালদো নাজারিও (ব্রাজিল)১৫ গোল
৩.গার্ড মুলার (পশ্চিম জার্মানি)১৪ গোল
৪.ফন্তেইন (ফ্রান্স)১৩ গোল
৫.লিওনেল মেসি (আর্জেন্টিনা)১৩ গোল
৬.পেলে (ব্রাজিল)১২ গোল
৭.কিলিয়ান এম্বাপ্পে (ফ্রান্স)১২ গোল
৮.সান্দর ককসিস (হাঙ্গেরি)১১ গোল
৯.ইয়ুর্গেন ক্লিন্সম্যান (জার্মানি)১১ গোল
১০.গ্যাব্রিয়েল বাতিস্তুতা (আর্জেন্টিনা)১০ গোল
১১.তিওফিলো কুবিলাস (পেরু)১০ গোল
১২.গ্যারি লিনেকার (ইংল্যান্ড)১০ গোল
বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকা

এছাড়াও ১০ টি করে গোল করেছেন পোল্যান্ডের গ্রেজেগোজ লাতো, জার্মানির থমাস মুলার ও হেলমুট রান।

১৯৮৬ এর বিশ্বকাপ জয়ী ডিয়েগো ম্যারাডোনার বিশ্বকাপে গোল রয়েছে ৮টি। 

বর্তমানের সেরা দুই তারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো চারটি করে বিশ্বকাপ খেলেছেন।

১৭ ম্যাচে ৭ গোল করেছেন করেছেন পর্তুগিজ রোনালদো।

অন্যদিকে ১৯ ম্যাচ খেলা মেসির বিশ্বকাপ গোল সংখ্যা ৬।

ব্রাজিলের বর্তমান কাণ্ডারি নেইমার বিশ্বকাপের দুই আসরে ১০ ম্যাচ খেলে করেছেন ৬ গোল।

আরও পড়ুনঃ

কোপা আমেরিকা কাপ কে কতবার নিয়েছে এখন পর্যন্ত?

ব্যালন ডি অর কে কতবার পেয়েছে?

ফুটবল বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল কার FAQS

ফুটবল বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল কার?

জার্মানির অন্যতম স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসা বিশ্বকাপে সর্বোচ্চ গোল করেছেন। তার সর্বমোট গোল সংখ্যা ১৬ টি।

বিশ্বকাপে মেসির গোল সংখ্যা কত? 

কাতার বিশ্বকাপ 2022 পর্যন্ত মেসি তার ক্যারিয়ারে ২৬ টি বিশ্বকাপ ম্যাচ খেলে মাত্র ১৩ টি গোল করেছেন।

বিশ্বকাপে এমবাপ্পের গোল সংখ্যা কত?

কাতার বিশ্বকাপ 2022 পর্যন্ত মাত্র দুটি ওয়ার্ল্ড কাপ খেলে কিলিয়ান এমবাপ্পে গোল করেছেন ১২ টি।

এক আসরে সর্বোচ্চ গোল করেছেন কে এবং কতটি?

এক আসরে যদি সর্বোচ্চ গোলের মালের হিসাব করা হয় তাহলে সেটি হচ্ছে ফ্রান্সের জাস্ট ফন্তেইন। তিনি ১৯৫৮ বিশ্বকাপে এক আসরে ১৩ টি গোল করার রেকর্ড করেন।

উপসংহার 

সুপ্রিয় পাঠকবৃন্দ ফুটবল বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল কার সেই সম্পর্কে জানতে আপনারা অনেকেই আগ্রহী ছিলেন।

আজকের এই আর্টিকেলের মাধ্যমে ফুটবল বিশ্বকাপের সবচেয়ে বেশি গোলদাতা এবং তাদের তালিকা আপনাদের সামনে উল্লেখ করা হয়েছে।

আশা করি আজকের এই আর্টিকেলটি আপনাদের ভালো লাগবে এবং আপনারা আজকের এই আর্টিকেল থেকে কিংবদন্তি সকল প্লেয়ারদের সম্পর্কে আপনাদের ভালো লাগবে এবং আপনারা আজকের এই আর্টিকেল থেকে কিংবদন্তি সকল প্লেয়ারদের সম্পর্কে জানতে পারবেন।

আপনাদের যদি আজকের এই আর্টিকেল সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।

অনলাইন থেকে ঘরে বসে টাকা আয়, খেলাধুলা সংক্রান্ত আর্টিকেল, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং ইত্যাদি সম্পর্কে আর্টিকেলগুলো পড়তে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।

আমাদের ওয়েবসাইট সংক্রান্ত সকল আপডেট পেতে চোখ রাখুন ফেসবুক পেইজে

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।