কোপা আমেরিকা কাপ কে কতবার নিয়েছে এই সম্পর্কে জানতে অনেকেই গুগল করে জয়ী দলগুলির পরিসংখ্যান। সেই ১৯১৬ সাল থেকে কোপা আমেরিকা কাপ নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে।
কোপা আমেরিকা হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশগুলোর মধ্যে ফুটবল শ্রেষ্ঠত্ব নির্ধারণের জন্য আয়োজন করা একটি টুনামেন্ট। শুরুর দিকে কোপা আমেরিকা টুর্নামেন্টের নাম ছিল সাউথ আমেরিকান ফুটবল চ্যাম্পিয়নশিপ।
তবে ১৯৭৫ সালে “সাউথ আমেরিকান ফুটবল চ্যাম্পিয়নশিপ” নাম পরিবর্তন করে টুর্নামেন্টটির নাম রাখা হয় কোপা আমেরিকা।
কোপা আমেরিকা কাপ কত বছর পরপর হয়?

বর্তমানে কোপা আমেরিকা কাপ ফুটবল চ্যাম্পিয়নশিপ প্রতি ৪ বছর পরপর অনুষ্ঠিত হয়।
কিন্তু শুরুর দিকে ১ বছর পরপরই কোপা আমেরিকা অনুষ্ঠিত হতো। পরবর্তীতে এই নিয়ম বদলে ২ বছর পরপর কোপা আমেরিকা আয়োজন করা হতো।
কিন্তু বর্তমান সময়ে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ত সূচীর কারণে সেটিও আর সম্ভব হয় নি। তাই ২০০১ সাল থেকে ৪ বছর পরপর কোপা আমেরিকা আয়োজন করা হচ্ছে।
তবে মাঝে মাঝেই এই হিসেবের ব্যতয় ঘটে, তবে তা কিছু যুক্তিসঙ্ঘত কারণে। যেমন ২০১৬ সালে কোপা আমেরিকার ১০০ বছর পূর্তি উপলক্ষে বিশেষভাবে এই টুর্নামেন্টটির আয়োজন করা হয়। ২০১৬ কোপা আমেরিকার আয়োজক দেশ ছিল যুক্তরাষ্ট্র।
কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টটে কোন কোন দেশে অংশ গ্রহণ করে?
অনেকেই মনে করেন কোপা আমেরিকাতে শুধু আমেরিকান দেশগুলি অংশগ্রহন করে।
শুরুতে এই নিয়ম থাক্লেও বর্তমানে তেমনটা নয়। কোপা আমেরিকাতে দক্ষিণ আমেরিকার বাইরের দেশও এখন নিয়মিত অংশ গ্রহণ করে থাকে।
ম্যাক্সিকো দক্ষিণ আমেরিকার বাইরের দেশ হয়েও ১৯৯৩ সাল থেকে নিয়মিত কোপা আমেরিকায় খেলে আসছে। ম্যাক্সিকো ছাড়াও কোপা আমেরিকাতে অংশগ্রহণকারী বাইরের দেশগুলো হলো- কোস্টা রিকা, হাইতি, হন্ডুরাস, জামাইকা, জাপান, পানামা, কাতার, যুক্তরাষ্ট্র।
কোপা আমেরিকা কাপ কে কতবার নিয়েছে এখন পর্যন্ত?

কোপা আমেরিকার ইতিহাস অনেক দীর্ঘ, কোপা আমেরিকা কে কতবার জিতেছে সে হিসেব রাখা ও তা মনে রাখা একটু মুশকিলই বটে।
কিন্তু একজন ফুটবল ভক্ত হিসেবে দক্ষিণ আমেরিকান কোন ফুটবল দলের আপনি ভক্ত, অন্তত নিজের সেই প্রিয় দেশটি কত বার কোপা আমেরিকা জিতেছে সেটি জেনে নিন।
বাংলাদেশে আর্জেন্টিনা ও ব্রাজিল এই দুই ফুটবল দলের সমর্থক অনেক, তাই কোপা আমেরিকা কাপে এই দুই দলের সমর্থকরা জানতে চান কোন দল কতবার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছে।
দীর্ঘ ২৮ বছরের শিরোপা খরা ঘুচিয়ে শেষ পর্যন্ত কোপা আমেরিকা চ্যাম্পিয়ন লিস্টে নাম লিখিয়েছে লিওনেল মেসির দল আর্জেন্টিনা। কোপা আমেরিকার প্রথম আসর অনুষ্ঠিত হয় ১৯১৬ সালে। ২০২১ ছিল কোপা আমেরিকার ৪৭তম আসর।
কোপা আমেরিকা চ্যাম্পিয়ন লিস্ট তালিকা ১৯১৬ থেকে ২০২২
সাল | বিজয়ী | রানার-আপ | হোস্ট |
---|---|---|---|
২০২১ | আর্জেন্টিনা | ব্রাজিল | ব্রাজিল |
২০১৯ | ব্রাজিল | পেরু | ব্রাজিল |
২০১৬ | চিলি | আর্জেন্টিনা | যুক্তরাষ্ট্র |
২০১৫ | চিলি | আর্জেন্টিনা | চিলি |
২০১১ | উরুগুয়ে | প্যারাগুয়ে | আর্জেন্টিনা |
২০০৭ | ব্রাজিল | আর্জেন্টিনা | ভেনেজুয়েলা |
২০০৪ | ব্রাজিল | আর্জেন্টিনা | পেরু |
২০০১ | কলম্বিয়া | ম্যাক্সিকো | কলম্বিয়া |
১৯৯৯ | ব্রাজিল | উরুগুয়ে | প্যারাগুয়ে |
১৯৯৭ | ব্রাজিল | বলিভিয়া | বলিভিয়া |
১৯৯৫ | উরুগুয়ে | ব্রাজিল | উরুগুয়ে |
১৯৯৩ | আর্জেন্টিনা | ম্যাক্সিকো | ইকুয়েডর |
১৯৯১ | আর্জেন্টিনা | ব্রাজিল | চিলি |
১৯৮৯ | ব্রাজিল | উরুগুয়ে | ব্রাজিল |
১৯৮৭ | উরুগুয়ে | চিলি | আর্জেন্টিনা |
১৯৮৩ | উরুগুয়ে | ব্রাজিল | – |
১৯৭৯ | প্যারাগুয়ে | চিলি | – |
১৯৭৫ | পেরু | কলম্বিয়া | – |
১৯৬৭ | উরুগুয়ে | আর্জেন্টিনা | উরুগুয়ে |
১৯৬৩ | বলিভিয়া | প্যারাগুয়ে | বলিভিয়া |
১৯৫৯ | উরুগুয়ে | আর্জেন্টিনা | ইকুয়েডর |
১৯৫৯ | আর্জেন্টিনা | ব্রাজিল | আর্জেন্টিনা |
১৯৫৭ | আর্জেন্টিনা | ব্রাজিল | পেরু |
১৯৫৬ | উরুগুয়ে | চিলি | উরুগুয়ে |
১৯৫৫ | আর্জেন্টিনা | চিলি | চিলি |
১৯৫৩ | আর্জেন্টিনা | ব্রাজিল | পেরু |
১৯৪৯ | ব্রাজিল | প্যারাগুয়ে | ব্রাজিল |
১৯৪৭ | আর্জেন্টিনা | প্যারাগুয়ে | ইকুয়েডর |
১৯৪৬ | আর্জেন্টিনা | ব্রাজিল | আর্জেন্টিনা |
১৯৪৫ | আর্জেন্টিনা | ব্রাজিল | চিলি |
১৯৪২ | উরুগুয়ে | আর্জেন্টিনা | উরুগুয়ে |
১৯৪১ | আর্জেন্টিনা | উরুগুয়ে | চিলি |
১৯৩৯ | পেরু | উরুগুয়ে | পেরু |
১৯৩৭ | আর্জেন্টিনা | ব্রাজিল | আর্জেন্টিনা |
১৯৩৫ | উরুগুয়ে | আর্জেন্টিনা | পেরু |
১৯২৯ | আর্জেন্টিনা | প্যারাগুয়ে | আর্জেন্টিনা |
১৯২৭ | আর্জেন্টিনা | উরুগুয়ে | পেরু |
১৯২৬ | উরুগুয়ে | আর্জেন্টিনা | চিলি |
১৯২৫ | আর্জেন্টিনা | ব্রাজিল | আর্জেন্টিনা |
১৯২৪ | উরুগুয়ে | আর্জেন্টিনা | উরুগুয়ে |
১৯২৩ | উরুগুয়ে | আর্জেন্টিনা | উরুগুয়ে |
১৯২২ | ব্রাজিল | প্যারাগুয়ে | ব্রাজিল |
১৯২১ | আর্জেন্টিনা | ব্রাজিল | আর্জেন্টিনা |
১৯২০ | উরুগুয়ে | আর্জেন্টিনা | চিলি |
১৯১৯ | ব্রাজিল | উরুগুয়ে | ব্রাজিল |
১৯১৭ | উরুগুয়ে | আর্জেন্টিনা | উরুগুয়ে |
১৯১৬ | উরুগুয়ে | আর্জেন্টিনা | আর্জেন্টিনা |
তাই পড়ুনঃ
কোপা আমেরিকা কে কতবার জিতেছে?
সেই ১৯১৬ সাল থেকে এখন পর্যন্ত অনেক গুলি দল কোপা আমেরিকা টুর্নামেন্টে অংশগ্রহণ করলেও মাত্র ৮ টি দল কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছে।
৪৭তম কোপা আমেরিকা টুর্নামেন্টে শেষ হলেও শিরোপা জয়ী দলের সংখ্যা মাত্র ৮ টি।
আর্জেন্টিনা কতবার কোপা আমেরিকা জিতেছে?
কোপা আমেরিকা আর্জেন্টিনা কতবার চ্যাম্পিয়ন হয়েছে এই পরিসংখ্যান জানতে চাওয়া ফুটবলপ্রেমির সংখ্যা বাংলাদেশে বেশি।
কোপা আমেরিকা সবচেয়ে বেশি বার চ্যাম্পিয়ন হয়েছে উরুগুয়ে ও আর্জেন্টিনা। উরুগুয়ে ও আর্জেন্টিনা উভয় ফুটবল দলই কোপা আমেরিকা জিতেছে ১৫বার করে।
আর্জেন্টিনা প্রথমবার কোপা আমেরিকা শিরোপা জিতেছে ১৯২১ সালে এবং সর্বশেষ জিতেছে ২০২১ সালে।
তবে আর্জেন্টিনার ১৫তম শিরোপার জন্য অনেক বেশি সময় অপেক্ষা করতে হয়েছিল। যা ছিল ৩৮ বছর।
ব্রাজিল কোপা আমেরিকা কতবার চ্যাম্পিয়ন

ব্রাজিল এখন পর্যন্ত কোপা আমেরিকা কাপ জিতেছে ৯বার।
এছাড়া পেরু, প্যারাগুয়ে, চিলি কোপা আমেরিকা কাপ জিতেছে ২বার করে। বলিভিয়া ও কলম্বিয়া কোপা আমেরিকা জিতেছে একবার করে।
আর্জেন্টিনা ব্রাজিলের চেয়ে কোপা আমেরিকা কাপ বেশি জিতেছে ৬বার। কিন্তু আর্জেন্টিনার তুলনায় ব্রাজিল ১৫টি কোপা আমেরিকা কম খেলেছে।
সবচেয়ে বেশিবার কোপা আমেরিকা কাপে অংশগ্রহণ কারী দলের নাম হচ্ছে উরুগুয়ে, ৪৫ বার।
তবে কোপা আমেরিকা কাপের ইতিহাসে আরও একটি তথ্য রয়েছে, যেখানে ইকুয়েডর এখন পর্যন্ত কোপা আমেরিকার ২৯টি আসরে অংশগ্রহণ করলেও একবারও শিরোপার স্বাদ পায় নি।
কোপা আমেরিকা কোন দল কতবার নিয়েছে
দল | শিরোপা | অংশগ্রহণ |
---|---|---|
উরুগুয়ে | ১৫ বার | ৪৫ |
আর্জেন্টিনা | ১৫ বার | ৪৩ |
ব্রাজিল | ৯ বার | ২৮ |
পেরু | ২ বার | ৩৩ |
প্যারাগুয়ে | ২ বার | ৩৮ |
চিলি | ২ বার | ৪০ |
বলিভিয়া | ১ বার | ২৮ |
কলম্বিয়া | ১ বার | ২৩ |
কোপা আমেরিকা চ্যাম্পিয়ন লিস্টে আপনার প্রিয় দল কয়বার নাম লিখিয়েছে? আপনি কি জানতে পেরেছেন।
যদি পোস্টটি আপনি শেষ পর্যন্ত পড়ে থাকেন কোপা আমেরিকা কাপ কে কতবার নিয়েছে এই প্রশ্ন খুজে পেয়েছেন।
উপসংহার,
আশাকরি আপনি জানতে পেরেছেন কোপা আমেরিকা কাপ কে কতবার নিয়েছে?
কোপা আমেরিকা চ্যাম্পিয়ন লিস্ট সম্পর্কে আপনার কোন মন্তব্য থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান।
ব্লগিং help,বাংলাদেশের জনপ্রিয় সকল সিমের টেলিকম অফার, ইন্টারনেট থেকে টাকা ইনকাম ও ফ্রিল্যান্সিং সম্পর্কিত তথ্য জানতে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।
এবং ফেজবুকে আমাদের ওয়েবসাইট এর আপডেট পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
আরও পড়ুনঃ
গুগল ট্রান্সলেট ইংলিশ টু বাংলা সফটওয়্যার ফ্রি ডাউনলোড পদ্ধতি