কোপা আমেরিকা কাপ কে কতবার নিয়েছে এখন পর্যন্ত?

কোপা আমেরিকা কাপ কে কতবার নিয়েছে এই সম্পর্কে জানতে অনেকেই গুগল করে জয়ী দলগুলির পরিসংখ্যান। সেই ১৯১৬ সাল থেকে কোপা আমেরিকা কাপ নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে।

কোপা আমেরিকা হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশগুলোর মধ্যে ফুটবল শ্রেষ্ঠত্ব নির্ধারণের জন্য আয়োজন করা একটি টুনামেন্ট। শুরুর দিকে কোপা আমেরিকা টুর্নামেন্টের নাম ছিল সাউথ আমেরিকান ফুটবল চ্যাম্পিয়নশিপ।

তবে ১৯৭৫ সালে “সাউথ আমেরিকান ফুটবল চ্যাম্পিয়নশিপ” নাম পরিবর্তন করে টুর্নামেন্টটির নাম রাখা হয় কোপা আমেরিকা।

কোপা আমেরিকা কাপ কত বছর পরপর হয়? – How many times has the Copa America Cup been taken so far?

কোপা আমেরিকা কাপ কে কতবার জিতেছে
কোপা আমেরিকা কাপ কে কতবার জিতেছে

বর্তমানে কোপা আমেরিকা কাপ ফুটবল চ্যাম্পিয়নশিপ প্রতি ৪ বছর পরপর অনুষ্ঠিত হয়।

কিন্তু শুরুর দিকে ১ বছর পরপরই কোপা আমেরিকা অনুষ্ঠিত হতো। পরবর্তীতে এই নিয়ম বদলে ২ বছর পরপর কোপা আমেরিকা আয়োজন করা হতো।

কিন্তু বর্তমান সময়ে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ত সূচীর কারণে সেটিও আর সম্ভব হয় নি। তাই ২০০১ সাল থেকে ৪ বছর পরপর কোপা আমেরিকা আয়োজন করা হচ্ছে।

তবে মাঝে মাঝেই এই হিসেবের ব্যতয় ঘটে, তবে তা কিছু যুক্তিসঙ্ঘত কারণে। যেমন ২০১৬ সালে কোপা আমেরিকার ১০০ বছর পূর্তি উপলক্ষে বিশেষভাবে এই টুর্নামেন্টটির আয়োজন করা হয়। ২০১৬ কোপা আমেরিকার আয়োজক দেশ ছিল যুক্তরাষ্ট্র।

কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টটে কোন কোন দেশে অংশ গ্রহণ করে?

অনেকেই মনে করেন কোপা আমেরিকাতে শুধু আমেরিকান দেশগুলি অংশগ্রহন করে।

শুরুতে এই নিয়ম থাক্লেও বর্তমানে তেমনটা নয়। কোপা আমেরিকাতে দক্ষিণ আমেরিকার বাইরের দেশও এখন নিয়মিত অংশ গ্রহণ করে থাকে।

ম্যাক্সিকো দক্ষিণ আমেরিকার বাইরের দেশ হয়েও ১৯৯৩ সাল থেকে নিয়মিত কোপা আমেরিকায় খেলে আসছে। ম্যাক্সিকো ছাড়াও কোপা আমেরিকাতে অংশগ্রহণকারী বাইরের দেশগুলো হলো- কোস্টা রিকা, হাইতি, হন্ডুরাস, জামাইকা, জাপান, পানামা, কাতার, যুক্তরাষ্ট্র।

কোপা আমেরিকা কাপ কে কতবার নিয়েছে এখন পর্যন্ত?

আর্জেন্টিনা কতবার কোপা আমেরিকা জিতেছে
আর্জেন্টিনা কতবার কোপা আমেরিকা জিতেছে

কোপা আমেরিকার ইতিহাস অনেক দীর্ঘ, কোপা আমেরিকা কে কতবার জিতেছে সে হিসেব রাখা ও তা মনে রাখা একটু মুশকিলই বটে।

কিন্তু একজন ফুটবল ভক্ত হিসেবে দক্ষিণ আমেরিকান কোন ফুটবল দলের আপনি ভক্ত, অন্তত নিজের সেই প্রিয় দেশটি কত বার কোপা আমেরিকা জিতেছে সেটি জেনে নিন।

বাংলাদেশে আর্জেন্টিনা ও ব্রাজিল এই দুই ফুটবল দলের সমর্থক অনেক, তাই কোপা আমেরিকা কাপে এই দুই দলের সমর্থকরা জানতে চান কোন দল কতবার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছে।

দীর্ঘ ২৮ বছরের শিরোপা খরা ঘুচিয়ে শেষ পর্যন্ত কোপা আমেরিকা চ্যাম্পিয়ন লিস্টে নাম লিখিয়েছে লিওনেল মেসির দল আর্জেন্টিনা। কোপা আমেরিকার প্রথম আসর অনুষ্ঠিত হয় ১৯১৬ সালে। ২০২১ ছিল কোপা আমেরিকার ৪৭তম আসর।

কোপা আমেরিকা চ্যাম্পিয়ন লিস্ট তালিকা ১৯১৬ থেকে ২০২২

সালবিজয়ীরানার-আপহোস্ট
২০২১আর্জেন্টিনাব্রাজিলব্রাজিল
২০১৯ব্রাজিলপেরুব্রাজিল
২০১৬চিলিআর্জেন্টিনাযুক্তরাষ্ট্র
২০১৫চিলিআর্জেন্টিনাচিলি
২০১১উরুগুয়েপ্যারাগুয়েআর্জেন্টিনা
২০০৭ব্রাজিলআর্জেন্টিনাভেনেজুয়েলা
২০০৪ব্রাজিলআর্জেন্টিনাপেরু
২০০১কলম্বিয়াম্যাক্সিকোকলম্বিয়া
১৯৯৯ব্রাজিলউরুগুয়েপ্যারাগুয়ে
১৯৯৭ব্রাজিলবলিভিয়াবলিভিয়া
১৯৯৫উরুগুয়েব্রাজিলউরুগুয়ে
১৯৯৩আর্জেন্টিনাম্যাক্সিকোইকুয়েডর
১৯৯১আর্জেন্টিনাব্রাজিলচিলি
১৯৮৯ব্রাজিলউরুগুয়েব্রাজিল
১৯৮৭উরুগুয়েচিলিআর্জেন্টিনা
১৯৮৩উরুগুয়েব্রাজিল
১৯৭৯প্যারাগুয়েচিলি
১৯৭৫পেরুকলম্বিয়া
১৯৬৭উরুগুয়েআর্জেন্টিনাউরুগুয়ে
১৯৬৩বলিভিয়াপ্যারাগুয়েবলিভিয়া
১৯৫৯উরুগুয়েআর্জেন্টিনাইকুয়েডর
১৯৫৯আর্জেন্টিনাব্রাজিলআর্জেন্টিনা
১৯৫৭আর্জেন্টিনাব্রাজিলপেরু
১৯৫৬উরুগুয়েচিলিউরুগুয়ে
১৯৫৫আর্জেন্টিনাচিলিচিলি
১৯৫৩আর্জেন্টিনাব্রাজিলপেরু
১৯৪৯ব্রাজিলপ্যারাগুয়েব্রাজিল
১৯৪৭আর্জেন্টিনাপ্যারাগুয়েইকুয়েডর
১৯৪৬আর্জেন্টিনাব্রাজিলআর্জেন্টিনা
১৯৪৫আর্জেন্টিনাব্রাজিলচিলি
১৯৪২উরুগুয়েআর্জেন্টিনাউরুগুয়ে
১৯৪১আর্জেন্টিনাউরুগুয়েচিলি
১৯৩৯পেরুউরুগুয়েপেরু
১৯৩৭আর্জেন্টিনাব্রাজিলআর্জেন্টিনা
১৯৩৫উরুগুয়েআর্জেন্টিনাপেরু
১৯২৯আর্জেন্টিনাপ্যারাগুয়েআর্জেন্টিনা
১৯২৭আর্জেন্টিনাউরুগুয়েপেরু
১৯২৬উরুগুয়েআর্জেন্টিনাচিলি
১৯২৫আর্জেন্টিনাব্রাজিলআর্জেন্টিনা
১৯২৪উরুগুয়েআর্জেন্টিনাউরুগুয়ে
১৯২৩উরুগুয়েআর্জেন্টিনাউরুগুয়ে
১৯২২ব্রাজিলপ্যারাগুয়েব্রাজিল
১৯২১আর্জেন্টিনাব্রাজিলআর্জেন্টিনা
১৯২০উরুগুয়েআর্জেন্টিনাচিলি
১৯১৯ব্রাজিলউরুগুয়েব্রাজিল
১৯১৭উরুগুয়েআর্জেন্টিনাউরুগুয়ে
১৯১৬উরুগুয়েআর্জেন্টিনাআর্জেন্টিনা
কোপা আমেরিকা কাপ কে কতবার নিয়েছে তালিকা

তাই পড়ুনঃ

আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়ার পরিসংখ্যান 

ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া পরিসংখ্যান

নেদারল্যান্ডস বনাম যুক্তরাষ্ট্র পরিসংখ্যান

ফ্রান্স বনাম পোল্যান্ড এর পরিসংখ্যান

জাপান বনাম ক্রোয়েশিয়া পরিসংখ্যান 

ইংল্যান্ড বনাম সেনেগাল পরিসংখ্যান

স্পেন বনাম মরক্কো পরিসংখ্যান

পর্তুগাল বনাম সুইজারল্যান্ড পরিসংখ্যান

কোপা আমেরিকা কে কতবার জিতেছে?

সেই ১৯১৬ সাল থেকে এখন পর্যন্ত অনেক গুলি দল কোপা আমেরিকা টুর্নামেন্টে অংশগ্রহণ করলেও মাত্র ৮ টি দল কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছে।

ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

৪৭তম কোপা আমেরিকা টুর্নামেন্টে শেষ হলেও শিরোপা জয়ী দলের সংখ্যা মাত্র ৮ টি।

আর্জেন্টিনা কতবার কোপা আমেরিকা জিতেছে?

কোপা আমেরিকা আর্জেন্টিনা কতবার চ্যাম্পিয়ন হয়েছে এই পরিসংখ্যান জানতে চাওয়া ফুটবলপ্রেমির সংখ্যা বাংলাদেশে বেশি।

কোপা আমেরিকা সবচেয়ে বেশি বার চ্যাম্পিয়ন হয়েছে উরুগুয়ে ও আর্জেন্টিনা। উরুগুয়ে ও আর্জেন্টিনা উভয় ফুটবল দলই কোপা আমেরিকা জিতেছে ১৫বার করে।

আর্জেন্টিনা প্রথমবার কোপা আমেরিকা শিরোপা জিতেছে ১৯২১ সালে এবং সর্বশেষ জিতেছে ২০২১ সালে।

তবে আর্জেন্টিনার ১৫তম শিরোপার জন্য অনেক বেশি সময় অপেক্ষা করতে হয়েছিল। যা ছিল ৩৮ বছর।

ব্রাজিল কোপা আমেরিকা কতবার চ্যাম্পিয়ন

ব্রাজিল কোপা আমেরিকা কতবার চ্যাম্পিয়ন
ব্রাজিল কোপা আমেরিকা কতবার চ্যাম্পিয়ন

ব্রাজিল এখন পর্যন্ত কোপা আমেরিকা কাপ জিতেছে ৯বার।

এছাড়া পেরু, প্যারাগুয়ে, চিলি কোপা আমেরিকা কাপ জিতেছে ২বার করে। বলিভিয়া ও কলম্বিয়া কোপা আমেরিকা জিতেছে একবার করে।

আর্জেন্টিনা ব্রাজিলের চেয়ে কোপা আমেরিকা কাপ বেশি জিতেছে ৬বার। কিন্তু আর্জেন্টিনার তুলনায় ব্রাজিল ১৫টি কোপা আমেরিকা কম খেলেছে।

সবচেয়ে বেশিবার কোপা আমেরিকা কাপে অংশগ্রহণ কারী দলের নাম হচ্ছে উরুগুয়ে, ৪৫ বার।

তবে কোপা আমেরিকা কাপের ইতিহাসে আরও একটি তথ্য রয়েছে, যেখানে ইকুয়েডর এখন পর্যন্ত কোপা আমেরিকার ২৯টি আসরে অংশগ্রহণ করলেও একবারও শিরোপার স্বাদ পায় নি।

কোপা আমেরিকা কোন দল কতবার নিয়েছে

দলশিরোপাঅংশগ্রহণ
উরুগুয়ে১৫ বার৪৫
আর্জেন্টিনা১৫ বার৪৩
ব্রাজিল৯ বার২৮
পেরু২ বার৩৩
প্যারাগুয়ে২ বার৩৮
চিলি২ বার৪০
বলিভিয়া১ বার২৮
কলম্বিয়া১ বার২৩
কোপা আমেরিকা কাপ কে কতবার নিয়েছে তালিকা ২০২২

কোপা আমেরিকা চ্যাম্পিয়ন লিস্টে আপনার প্রিয় দল কয়বার নাম লিখিয়েছে? আপনি কি জানতে পেরেছেন।

যদি পোস্টটি আপনি শেষ পর্যন্ত পড়ে থাকেন কোপা আমেরিকা কাপ কে কতবার নিয়েছে এই প্রশ্ন খুজে পেয়েছেন।

কোপা আমেরিকা কাপ কে কতবার নিয়েছে?

এখন পর্যন্ত কোপা আমেরিকা সবচেয়ে বেশি বার চ্যাম্পিয়ন হয়েছে উরুগুয়ে ও আর্জেন্টিনা। ব্রাজিল কোপা আমেরিকা জিতেছে ৯বার এবং পেরু, প্যারাগুয়ে, চিলি কোপা আমেরিকা জিতেছে ২বার করে। বলিভিয়া ও কলম্বিয়া কোপা আমেরিকা জিতেছে ১বার করে।

কোপা আমেরিকা কে কতবার অংশগ্রহণ করেছে?

৪৭তম আসর শেষে সর্বচ্ছো ৪৫বার কোপা আমেরিকায় অংশগ্রহণ করেছে উরুগুয়ে।

ব্রাজিল কতবার কোপা আমেরিকা জিতেছে?

ব্রাজিল ৯ বার কোপা আমেরিকা জিতেছে। তবে তারা আর্জেন্টিনার চেয়ে ১৫ বার কম অংশগ্রহন করেছে।

কতবার আর্জেন্টিনা কোপা আমেরিকা জিতেছে?

১৫ বার আর্জেন্টিনা কোপা আমেরিকা জিতেছে। তবে আর্জেন্টিনা ব্রাজিলের চেয়ে ১৫ বার বেশি অংশগ্রহন করেছে।

আর্জেন্টিনা কতবার কোপা আমেরিকা জিতেছে?

ব্রাজিলের চেয়ে ১৫ বার বেশি অংশগ্রহন করে আর্জেন্টিনা এখন পর্যন্ত সর্বচ্ছো ১৫ বার কোপা আমেরিকা জিতেছে।

আর্জেন্টিনা কোপা আমেরিকা কতবার চ্যাম্পিয়ন?

আর্জেন্টিনা কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছে ১৫ বার।

উপসংহার,

আশাকরি আপনি জানতে পেরেছেন কোপা আমেরিকা কাপ কে কতবার নিয়েছে?

কোপা আমেরিকা চ্যাম্পিয়ন লিস্ট সম্পর্কে আপনার কোন মন্তব্য থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান।

 ব্লগিং help,বাংলাদেশের জনপ্রিয় সকল সিমের টেলিকম অফার, ইন্টারনেট থেকে টাকা ইনকাম ও ফ্রিল্যান্সিং সম্পর্কিত তথ্য জানতে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।

এবং ফেজবুকে আমাদের ওয়েবসাইট এর আপডেট পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।

আরও পড়ুনঃ

গুগল ট্রান্সলেট ইংলিশ টু বাংলা সফটওয়্যার ফ্রি ডাউনলোড পদ্ধতি

১৬ ডিসেম্বর উপলক্ষে কবিতা

কারাগারের রোজনামচা নামকরণ কে করেছেন?

কাতার ফিফা বিশ্বকাপ ২০২২ কোয়াটার ফাইনাল সময়সূচি বাংলাদেশ

১৬ ডিসেম্বর বিজয় দিবসের ভাষণ

কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।

Leave a Comment