ই পাসপোর্ট কত দিনে পাওয়া যায় ২০২৩ তাহলে এই সম্পর্কে আপনাদের জানাতে আরো একটি পোস্ট নিয়ে হাজির হলাম। হাতে লেখা পাসপোর্ট এর দিন শেষ, এখন ডিজিটাল বাংলাদেশ। অনলাইন পাসপোর্ট বাংলাদেশে অনেক আগে থেকে চালু থাকলেও, ই পাসপোর্ট বিতরণ শুরু হয়েছে ২০২০ সালে।
বাংলাদেশে একসময় হাতে লেখা পাসপোর্ট এর প্রচলন ছিল। তারপর আসে এমআরপি পাসপোর্ট, বর্তমানে যে ডিজিটাল পাসপোর্ট বাংলাদেশ নাগরিকদের প্রধান করা হচ্ছে তার নাম হচ্ছে ই পাসপোর্ট।
Contents In Brief
- 1 ই পাসপোর্ট কি?
- 2 ই পাসপোর্ট কত দিনে পাওয়া যায় ২০২৩ – How many days e-passport is available in Bangladesh
ই পাসপোর্ট কি?
এমআরপি বা যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট ও ই পাসপোর্ট এর এরমধ্যে কিছু বিশেষ পার্থক্য রয়েছে। তবে উভয় পাসপোর্টের বইও একই রকমের হয়ে থাকে। তবে এমআরপি পাসপোর্টের প্রথমে দুটি পাতা তথ্যসম্বলিত ও যন্ত্রে পাঠযোগ্য হয়ে থাকে, পক্ষান্তরে ই–পাসপোর্টের বইয়ে পালিমানের তৈরি একটি কার্ড ও অ্যান্টেনা থাকে। ই পাসপোর্টের কার্ডের ভেতরে একটি চিপ থাকে, যেখানে পাসপোর্ট বাহকের সব তথ্য সংরক্ষিত থাকবে। তাই বলা যায় চিপ যুক্ত মেশিন রিডেবল পাসপোর্টকে ই পাসপোর্ট বলা হয়।
ই পাসপোর্ট কি? এই সম্পর্কে জানার চলুন জেনে নেয়া যাক যারা ই পাসপোর্ট কত দিনে পাওয়া যায়, আশা করি আজকের এই আর্টিকেলটি আপনার উপকারে আসবে।
ই পাসপোর্ট কত দিনে পাওয়া যায় ২০২৩ – How many days e-passport is available in Bangladesh
বর্তমানে বাংলাদেশে ই-পাসপোর্ট ৪৮ ও ৬৪ পাতার প্রদান করছে সরকার। এছাড়াও ই পাসপোর্টের বিতরণে রয়েছে তিনটি ধরণ।
ই পাসপোর্ট কত দিনের মধ্যে পাওয়া যায়
- অতি জরুরি ( ২ দিনে )
- জরুরি ( ৭ দিনে )
- সাধারণ ( ১৫ দিনে )
মনে রাখবেন ই পাসপোর্ট ৫ বছর ও ১০ বছর মেয়াদে দেয়া হয় বাংলাদেশের নাগরিকদের। ই-পাসপোর্ট ৫ বছর ও ১০ বছর মেয়াদের জন্য ফি ভিন্ন ভিন্ন হারে জমা দিতে হবে।
৫ বছর মেয়াদি ই পাসপোর্ট ফি ও কত দিনে পাওয়া যাবে
পৃষ্ঠা | মেয়াদ | রেগুলার মূল্য | এক্সপ্রেস | সুপার এক্সপ্রেস |
---|---|---|---|---|
৪৮ পৃষ্ঠা | ৫ বছর | ৪০২৫ টাকা | ৬৩২৫ টাকা | ৮৬২৫ টাকা |
৬৪ পৃষ্ঠা | ৫ বছর | ৬৩২৫ টাকা | ৮৬২৫ টাকা | ১২০৭৫ টাকা |
Note: সারণিতে উল্লেখিত ই পাসপোর্ট ফি’র সঙ্গে ১৫ শতাংশ হারে ভ্যাট জমা দিতে হবে।
৫ বছর মেয়াদি ৪৮ পাতার ই পাসপোর্ট হাতে পেতে কত সময় লাগে-
৫ বছর মেয়াদি ৪৮ পাতার ই পাসপোর্ট অতি জরুরি ভিত্তিতে জমা দিলে আপনাকে ৮৬২৫ টাকা জমা দিতে হবে, ২ দিনের মধ্যে আপনি পাসপোর্ট হাতে পাবেন।
আপনি ৬৩২৫ টাকা জমা দিয়ে ৫ বছর মেয়াদি ৪৮ পাতার ই পাসপোর্ট জরুরি ভিত্তিতে ৭ দিনের মধ্যে হাতে পাবেন।
স্বাভাবিকভাবে ৫ বছর মেয়াদি ৪৮ পাতার ই পাসপোর্ট হাতে পেতে সময় লাগে ১৫ দিন এবং খরচ হয় ৪০২৫ টাকা।
৫ বছর মেয়াদি ৬৪ পাতার ই পাসপোর্ট হাতে পেতে কত সময় লাগে-
৫ বছর মেয়াদি ৬৪ পাতার ই পাসপোর্ট অতি জরুরি ভিত্তিতে পেতে আপনাকে ১২০৭৫ টাকা জমা দিতে হবে, ২ দিনের মধ্যে আপনি পাসপোর্ট হাতে পাবেন।
অতি জরুরি ভিত্তিতে মাত্র ৭ দিনের মধ্যে ৫ বছর মেয়াদি ৪৮ পাতার ই পাসপোর্ট পেতে আপনাকে ৮৬২৫ টাকা জমা দিতে হবে।
স্বাভাবিকভাবে ৫ বছর মেয়াদি ৬৪ পাতার ই পাসপোর্ট হাতে পেতে সময় লাগে ১৫ দিন এবং খরচ হয় ৬৩২৫ টাকা।
আরও পড়ুনঃ
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।
Passport Medical Report Check Online Bangladesh
১০ বছর মেয়াদি ই পাসপোর্ট ফি ও কত দিনে পাওয়া যাবে
মেয়াদ | পৃষ্ঠা | রেগুলার মূল্য | এক্সপ্রেস | সুপার এক্সপ্রেস |
---|---|---|---|---|
১০ বছর | ৪৮ পৃষ্ঠা | ৫৭৫০ টাকা | ৮০৫০ টাকা | ১০৩৫০ টাকা |
১০ বছর | ৬৪ পৃষ্ঠা | ৮০৫০ টাকা | ১০৩৫০ টাকা | ১৩৮০০ টাকা |
Note: সারণিতে উল্লেখিত ই পাসপোর্ট ফি’র সঙ্গে ১৫ শতাংশ হারে ভ্যাট জমা দিতে হবে।
১০ বছর মেয়াদি ৪৮ পাতার ই পাসপোর্ট হাতে পেতে কত সময় লাগে-
১০ বছর মেয়াদি ৬৪ পাতার ই পাসপোর্ট অতি জরুরি ভিত্তিতে জমা দিলে আপনাকে ১০৩৫০ টাকা জমা দিতে হবে, ২ দিনের মধ্যে আপনি পাসপোর্ট হাতে পাবেন।
আপনি ৮০৫০ টাকা জমা দিয়ে ১০ বছর মেয়াদি ৪৮ পাতার ই পাসপোর্ট জরুরি ভিত্তিতে ৭ দিনের মধ্যে হাতে পাবেন।
স্বাভাবিকভাবে ১০ বছর মেয়াদি ৪৮ পাতার ই পাসপোর্ট হাতে পেতে সময় লাগে ১৫ দিন এবং খরচ হয় ৫৭৫০ টাকা।
আরও পড়ুনঃ
অ্যাড দেখে টাকা ইনকাম করার উপায়
১০ বছর মেয়াদি ৬৪ পাতার ই পাসপোর্ট হাতে পেতে কত সময় লাগে-
১০ বছর মেয়াদি ৬৪ পাতার ই পাসপোর্ট অতি জরুরি ভিত্তিতে পেতে আপনাকে ১৩৮০০ টাকা জমা দিতে হবে, ২ দিনের মধ্যে আপনি পাসপোর্ট হাতে পাবেন।
অতি জরুরি ভিত্তিতে মাত্র ৭ দিনের মধ্যে ১০ বছর মেয়াদি ৬৪ পাতার ই পাসপোর্ট পেতে আপনাকে ১০৩৫০ টাকা জমা দিতে হবে।
স্বাভাবিকভাবে ১০ বছর মেয়াদি ৬৪ পাতার ই পাসপোর্ট হাতে পেতে সময় লাগে ১১০ দিন এবং খরচ হয় ৮০৫০ টাক।
আরও পড়ুনঃ
SIM Registration Check Online Bangladesh (All SIM Update)
ই-পাসপোর্টের ফি কিভাবে জমা দিবেন
মনে রাখবেন ই পাসপোর্টের ফি’র সঙ্গে ১৫ শতাংশ হারে ভ্যাট জমা দিতে হবে।
ই-পাসপোর্টের আবেদনপত্র, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ অনুযায়ী পূরণ করতে হবে। যে সকল শিক্ষার্থীর এখনো ভোটার আইডি কার্ড তৈরি হয়নি তারা মা-বাবার ভোটার কার্ড আইডি কার্ড অনুযায়ী এবং সার্টিফিকেটে উল্লেখিত নাম অনুযায়ী আবেদন পত্র ফিলাপ করবেন।
১৮ বছরের কম আবেদনকারী, যার জাতীয় পরিচয়পত্র নেই, তার পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।
আরও পড়ুনঃ
ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন কে?
আর্থিক অনুদানের জন্য আবেদন পত্র
বাংলাদেশ সরকার ই পাসপোর্ট ২ দিন, ৭ দিন ও ১৫ দিনের মধ্যে বিতরণ করে থাকে। ৪৮ পাতা ও ৬৪ পাতার ই পাসপোর্টে ভিন্ন ভিন্ন ফি প্রদান করে আপনি আপনার সুবিধামতো সময়ের মধ্যে নিতে পারবেন।
৫ বছর মেয়াদি ৪৮ পাতার ই পাসপোর্ট সুপার এক্সপ্রেস ডেলিভারি ফি জমা দিলে মাত্র ২ দিনে পাওয়া যাবে।
১০ বছর মেয়াদি ৪৮ পাতার ই পাসপোর্ট সুপার এক্সপ্রেস ডেলিভারি ফি জমা দিলে মাত্র ২ দিনে পাওয়া যাবে।
উপসংহার,
আপনি জানতে পেরেছেন ই পাসপোর্ট কত দিনে পাওয়া যায় ২০২৩ এবং ই পাসপোর্ট এর ফি কত টাকা।
অতি দ্রুত, জরুরী ভিত্তিতে এবং স্বাভাবিকভাবে ই পাসপোর্ট হাতে পেতে কি পরিমাণ সময় লাগে এবং কি পরিমান টাকা খরচ হয় এই সম্পর্কে আমরা আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করেছি,
আশা করি ই পাসপোর্ট সম্পর্কিত এই পোস্টটি আপনার ভালো লেগেছে, দালাল ছাড়া ই পাসপোর্ট কিভাবে তৈরি করবেন এই সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের পোস্ট করুন।
এছাড়াও আমাদের রয়েছে সংক্রান্ত সকল আপডেট গুলো সবার আগে পেতে আমাদের এছাড়াও আমাদের রয়েছে সংক্রান্ত সকল আপডেট গুলো সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন।
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।