ঘ্যাচাং কি? রবি ঘ্যাচাং রিচার্জ কিভাবে করে এ বিষয়ে আজকে আপনাদের জানানো হবে। ঘ্যাচাং রিচার্জ হচ্ছে আপনার ব্যবহার করা সিমে টেলিকম অপারেটর পক্ষ থেকে প্রদান করা একটি পদ্ধতি যে পদ্ধতিতে আপনার সিমে টাকা লোড করা হয়।
পূর্বের তুলনায় খুবই কম সময়ে এই পদ্ধতি ব্যবহার করে মোবাইলের সিমে টাকা প্রবেশ করানো যায়।
বাংলাদেশের গ্রাহকদের ঘ্যাচাং রিচার্জ এর সাথে পরিচয় করিয়ে দিয়ে থাকে প্রথমত রবি টেলিকম অপারেটর টি। তবে বর্তমানে বাংলাদেশের সকল টেলিকম অপারেটর ঘ্যাচাং রিচার্জ পদ্ধতি ব্যবহার করছে।
বর্তমানে গ্রাহক টেলিকম অপারেটর অফার সমূহ জানতে সুবিধা হচ্ছে। এবং লোকজন আরো বেশি নতুন নতুন অফার সম্পর্কে জানতে এবং তাদের সিমের অফার গুলো অ্যাক্টিভ করছে।
Content Summary
ঘ্যাচাং রিচার্জ কিভাবে করে | রবি ঘ্যাচাং রিচার্জ কি?

মূলত পূর্বে আমরা যখন মোবাইলে টাকা রিচার্জ করতাম তখন মেনুয়াল সিস্টেমের মাধ্যমে টাকা রিচার্জ করা হতো।
আপনাদের অনেকের নিশ্চয়ই মনে আছে যারা সিমে টাকা লোড দিয়েছে আজ থেকে চার-পাঁচ বছর আগে একটি নাম্বারকে দুই দুইবার চেপে তারপরে অ্যামাউন্ট দিয়ে টাকা সেন্ড করা হতো। ওই পদ্ধতিটি ছিল একটি মেনুয়াল পদ্ধতি।
এই মেনুয়াল পদ্ধতি ব্যবহার করে টাকা রিচার্জ করতে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছিল ফ্লেক্সিলোড ব্যবসায়ী এবং সিম কোম্পানির।
ফলে বেশীরভাগ টেলিকম কোম্পানি নতুন করে একটি রিচার্জ পদ্ধতি খুঁজে আসছিল।
আরও পড়ুনঃ
বিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম
অতঃপর দেশে প্রথম গ্রাহকদের জন্য একটি বিশেষ পদ্ধতির প্রবর্তন করে রবি টেলিকম অপারেটর।
রবি লোড দেওয়ার নিয়ম – রবি ফ্লেক্সিলোড করার নিয়ম
এই পদ্ধতি ব্যবহার করে রিকোয়েস্টিং সিস্টেমের মাধ্যমে সিমে টাকা লোড করা হয়।
যেখানে দুই দুইবার নাম্বার দেওয়ার প্রয়োজন নেই একবার নাম্বার দিয়ে রিকোয়েস্ট সেন্ড করলেই গ্রাহকের নাম্বারে টাকা লোড হয়ে যায়।
ধীরে ধীরে এই পদ্ধতিটি আরো বেশি জনপ্রিয় হতে চলেছে।
ঘ্যাচাং রিচার্জ পদ্ধতিটি যখন শুরু হয়, তখন সরাসরি রিকোয়েস্ট এর মাধ্যমে গ্রাহকের নম্বরে টাকা চলে যেতে।
তবে বর্তমানে ফেক্সিলোড ব্যবসায়ী এবং গ্রাহকদেরকে টেলিকম কোম্পানিগুলো তাদের অফার সম্পর্কে জানানোর জন্য ঘ্যাচাং রিচার্জ পদ্ধতিকে আরও বেশি উন্নিত করা হয়েছে।
বর্তমানে ঘ্যাচাং রিচার্জ পদ্ধতিতে রিচার্জ করা হলে, গ্রাহকের সিমে থাকা অফার সম্পর্কে ফ্লেক্সিলোড ব্যবসায়ী এবং গ্রাহককে একটি এসএমএস এর মাধ্যমে জানানো হয়ে থাকে।
যেখানে গ্রাহক চাইলেই পছন্দমত অফারটি ক্রয় করতে পারেন।
মূলত কিছু সিমে প্রমোশনাল অফার কম্পানি দিয়ে থাকে, ঐ সমস্ত গ্রাহকদের জন্য ঘ্যাচাং রিচার্জ পদ্ধতি খুব বেশি দরকারি।
কেননা আপনি যদি আপনার বন্ধু থাকা সিমের অফার সম্পর্কে জানতে চান তবে আপনি একটি ঘ্যাচাং রিচার্জ পদ্ধতিতে রিচার্জে রিকোয়েস্ট পাঠালে আপনি এসএমএস এর মাধ্যমে আপনার সিমের বর্তমান অফার গুলি সম্পর্কে জানতে পারবেন।
ঘ্যাচাং রিচার্জ পদ্ধতি ভিন্ন ভিন্ন সিমের জন্য ভিন্ন ভিন্ন। বাংলাদেশের পাঁচটি টেলিকম অপারেটর সকলের একটি নির্দিষ্ট ঘ্যাচাং রিচার্জ পদ্ধতি রয়েছে।
জিপি সিমে কিভাবে রিচার্জ করে | GP powerLoad
বন্ধুরাবন্ধুরা জিপি সিমের রিচার্জ পদ্ধতি কে পাওয়ার লোড বলা হয়ে থাকে। তবে এটাও এক ধরনের ঘ্যাচাং রিচার্জ পদ্ধতি।
এই পদ্ধতিতে গ্রাহক এবং ফ্লেক্সিলোড ব্যবসায়ী সিমে থাকা অফার সম্পর্কে জানতে পারেন।
জিপি সিমে ঘ্যাচাং রিচার্জ কিভাবে করে?
গ্রামীনফোন জিপি সিমে ঘ্যাচাং রিচার্জ করতে ফ্লেক্সিলোড ব্যবসায়ী ফ্লেক্সিলোড সিম থেকে *২২২* গ্রাহকের নম্বর# করবেন।
ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে আরো বেশি সহজ করতে *২২২*গ্রাহকের নম্বর*০# ডায়াল করলে সরাসরি সিমের অফার গুলো দেখানো হবে ফ্লেক্সিলোড মোবাইল স্ক্রিনে।
সিমের মালিক একটি এসএমএস পাবেন এবং তার সিমে থাকা বর্তমান অফার গুলি সম্পর্কে জানতে পারবেন।
বাংলালিংক রিচার্জ কিভাবে করে?
বন্ধুরা বাংলালিংক রিচার্জ পদ্ধতিকে বাংলালিঙ্ক আই-টপ-অফ বলা হলেও ঘ্যাচাং রিচার্জের মতো এখানেও রিকোয়েস্টিং পদ্ধতিতে রিচার্জ করা হয়ে থাকে।
বাংলালিংক ঘ্যাচাং রিচার্জ কিভাবে করে?
বন্ধুরা বাংলালিংক সিম থেকে গ্রাহকের নাম্বারে টাকা সেন্ড করতে বর্তমানে *৫৫৫*গ্রাহকের নম্বর# ডায়াল করতে হয়।
তবে বাংলালিংক অফার সম্পর্কে শুধুমাত্র ফ্লেক্সিলোড ব্যবসায়ী বলতে পারেন। সিমে গ্রাহক এই ধরনের কোন এসএমএস পাননা।
রবি ঘ্যাচাং রিচার্জ পদ্ধতি হচ্ছে *৮৮৮* গ্রাহকের নম্বর#। এই পদ্ধতি অনুসরণের ফ্লেক্সিলোড ব্যবসা এই নাম্বার ডায়াল করলেই তার সামনে উক্ত সিমের সকল অফার গুলো প্রদর্শিত হয়।
রবি এবং এয়ারটেল ঘ্যাচাং রিচার্জ পদ্ধতি একই। এই একই পদ্ধতি *৮৮৮*গ্রাহকের নম্বর# অনুসরণ করে গ্রাহকদের নাম্বারে টাকা লোড করে থাকে এই দুইটি টেলিকম অপারেটর।
আরও পড়ুনঃ
ব্লগিং করে কত টাকা আয় করা যায়?
উপসংহার
আশা করি আপনি ঘ্যাচাং রিচার্জ কিভাবে করে এই সম্পর্কে জানতে পেরেছেন। ঘ্যাচাং রিচার্জ সম্পর্কে আপনার আরো কিছু জানার থাকলে আমাদের কমেন্ট করে জানান।
আপনার মূল্যবান কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব।
সেইসাথে বাংলাদেশের সকল সিমের অফার এবং মোবাইল ব্যাংকিং সেবা সম্পর্কে জানতে আমাদের সাথে থাকুন।
অনলাইন থেকে ঘরে বসে টাকা আয় কিভাবে করবেন সে সংক্রান্ত আর্টিকেল আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
আরও পড়ুনঃ
মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
ব্যাংক ম্যানেজারের কাছে দরখাস্ত লেখার নিয়ম কি?
ভিজিট করুন 👉
━ ━ ━ ━ ━ ━ ━ ━
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।