ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো? এমন প্রশ্ন এখন অনেক বাংলাদেশি তরুনের মনে। ফ্রিল্যান্সিং এর কাজ সমূহ কি এই সম্পর্কে অনেকেই জানতে চান। বন্ধুরা বর্তমান ডিজিটাল যুগে নিজেকে ডিজিটালী কাজের সাথে যুক্ত করা জরুরী।
তেমনি একটি ডিজিটাল কাজ হিচ্ছে ফ্রিল্যান্সিং শেখা। ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো এই বিষয়ে জানতে স্কুল পড়ুয়া ছাত্র- ছাত্রীদের আগ্রহের কমতি নেই।
তবে সঠিক Gide line না থাকার কারণে অনেকেই freelancing বিষয়ে নিজেদের অন্ধকারে পাচ্ছেন। আমি একজন ব্লগার হিসাবে আপনাদের freelancing সম্পর্কে বেসিক ধারণা দেয়ার চেষ্টা করবো।
কেননা এখন বাংলাদেশে কথিত কিছু লোক ফ্রিল্যান্সিং নামে লোকেদের ভুল বার্তা দিচ্ছে। তারা অনেকে ফ্রিল্যান্সিং নাম বলে যারা নতুন করে ফ্রিল্যান্সিং নামটি শুনেছেন তাদের ভিন্ন পথে ধাবিত করছেন।
আরও পড়ুনঃ SEO meaning Bangla
আমি মনে করি ফ্রিল্যান্সিং সম্পর্কে লোকেদের ভালো ভাবে জানা দরকার। তবে আপনাদের বলছি ফ্রিল্যান্সিং শিক্ষার নামে আপনি যদি কোথাও ভর্তি হন তবে সেই প্রতিষ্ঠান সম্পর্কে ভালো ভাবে জেনে নিন।
Content Summary
- 1 ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং কাকে বলে? – What is Freelancing? What is Freelancing?
- 2 ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো 2023 – ফ্রিল্যান্সিং এর কাজ সমূহ কি কি
- 3 ফ্রিল্যান্সিং এর কাজ সমূহ | ফ্রিল্যান্সিং ক্যাটাগরি
- 3.1 Web Development and Designing ( ওয়েব ডেভলপমেন্ট এবং ওয়েব ডিজাইনিং কিভাবে শিখবো)
- 3.2 Website Designing কিভাবে শিখবো
- 3.3 Graphics Designing (গ্রাফিক ডিজাইনিং কিভাবে শিখবো)
- 3.4 Mobile App Development (মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট )
- 3.5 Creative Design / Logo Design and Illustration
- 3.6 Photography/ ফটোগ্রাফি
- 3.7 Teaching and Tutoring / শিক্ষকতা এবং প্রশিক্ষণ
- 3.8 Writing and Copywriting / রাইটিং অ্যান্ড কপি রাইটিং
- 3.9 Digital Marketing / ডিজিটাল মার্কেটিং
- 3.10 Data Entry Jobs / ডেটা এন্ট্রি কাজ
- 3.11 এখন প্রশ্ন হল ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো?
- 3.12 ফ্রিল্যান্সিং কাজ করার জন্য কিসের প্রয়োজন
- 3.13 নতুনদের ফ্রিল্যান্সিং শিখা সম্পর্কে কমন প্রশ্ন ও উত্তর
- 3.14 Share this:
ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং কাকে বলে? – What is Freelancing? What is Freelancing?
প্রিয় পাঠক ফ্রিল্যান্সিং কি? প্রশ্নে আমি আপনাদের বলবো ফ্রিল্যান্সিং হচ্ছে একটি মুক্ত পেশা। এই কাজটি আপনার জানা থাকলে আপনি অনলাইনে ঘরে বসে দিনের যে কোন সময় কাজ করতে পারবেন। তাই এই পেশার নাম দেয়া হয়েছে ফ্রিল্যান্সিং।
ইন্টারনেট ব্যবহার করে অনলাইনে ঘরে বসে অনলাইনে সম্পাদন করা যায় এমন কাজগুলোকে ফ্রিল্যান্সিংয়ের কাজ বলা হয়ে থাকে। তাই অনলাইনে ঘরে বসে যে কাজগুলো সম্পাদনা করা যায় এক কথায় তাকে ফ্রিল্যান্সিং জব বলা যায়।
ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো 2023 – ফ্রিল্যান্সিং এর কাজ সমূহ কি কি
বন্ধুরা একটি কথা নোট করে রাখুন আপনার অনলাইনে বিষয়ে কোন কাজ জানা থাকলে কোথাও কাজ পেতে আপনাকে একটি টাকাও খরচ করতে হবে না।
যারা আপনাকে অনলাইনে কাজ করতে টাকার কথা বলবে তাদের কাছ থেকে ৩০০ হাত দূরে থাকুন। কারণ তারা ধোঁকেবাজ, ফ্রড।
আপনি কাজ না জানলে ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো 2023 পোস্ট পড়ে নিজেকে সঠিক পথে রাখতে পারবেন বলে মনে করি।
ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো এটা জানার পূর্বে
কেননা যতই দিন যাচ্ছে ডিজিটাল কাজের ক্ষেত্র বাড়ছে। সেটা হতে পারে অনলাইন ব্যবসা অথবা ইন্টারনেট নিজের সময় বেয় করে কোন কাজ করা।
আপনি নিজেকে অনলাইনে কাজের সাথে যুক্ত করতে চাচ্ছেন?
তবে ফ্রিল্যান্সিং হতে পারে আপনার জন্য একটি সেরা অন লাইন পেশা। কেননা বর্তমানে উন্নত বিশ্বে আপনি অনলাইনে কাজের যে বাজার দেখছন তা এশিয়া মহাদেশের দেশ গুলিতে এখনো শুরু হয়নি।
আমাদের দেশ বাংলাদেশ ডিজিটাল যুগে ধীরে ধীরে প্রবেশ করছে। তাই বর্তমানে ফ্রিল্যান্সিং কাজ গুলি উন্নত বিশ্বের লোকেরা বেশি করিয়ে থাকেন।
বাংলাদেশেও উন্নত বিশ্বের মতো ফ্রিল্যান্সিং কাজ শুরু হবে, তবে তা কিছু সময়ের ব্যাপার। তবে এখন কিছু কাজ রয়েছে বাংলাদেশে।
বন্ধুরা ফ্রিল্যান্সিং জানতে আপনার ইংরেজি জানতে হবে। অনেকেই আছেন ইংরেজি জানেন তবে ক্লিয়ার করে বলতে পারেন না, সমস্যা নেই।
আরও পড়ুনঃ Hosting meaning in Bengali
কেননা বায়ার আপনার সাথে সবসময় কথা বলবে না, চ্যাট করে বা ইমেইলে বলবে। কথা বলেও কমিনিকেট করার মতো ইংরেজি জানলেই চলবে।
ফ্রিল্যান্সিং এর কাজ সমূহ | ফ্রিল্যান্সিং ক্যাটাগরি
বন্ধুরা ফ্রিল্যান্সিংয়ের মূল কিছু Category রয়েছে এবং এর অধিনে আরও কিছু Sub Category রয়েছে। বন্ধুরা আপনি ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো জানার পূর্বে ফ্রিল্যান্সিং বিভাগ সম্পর্কে জেনে নিন।
Freelancing main Category গুলি হচ্ছে-
- Web Development and Designing / ওয়েব ডেভেলপমেন্ট এবং ডিজাইনিং
- Photography/ ফটোগ্রাফি
- Teaching and Tutoring / শিক্ষকতা এবং প্রশিক্ষণ
- Writing and Copy writing / রাইটিং অ্যান্ড কপি রাইটিং
- Digital Marketing / ডিজিটাল মার্কেটিং
- Data Entry Jobs / ডেটা এন্ট্রি কাজ
Web Development and Designing ( ওয়েব ডেভলপমেন্ট এবং ওয়েব ডিজাইনিং কিভাবে শিখবো)
ওয়েব ডেভেলপমেন্ট এবং ডিজাইনিং ফ্রিল্যান্সিং জগতের অন্যতম সেরা একটি পেশা।
বন্ধুরা Freelancing জগতের শুরু হয় ওয়েব ডেভেলপমেন্ট এবং ডিজাইনিং দিয়েই। তবে এখনোও ফ্রিল্যান্সিং ক্যাটাগরিতে সবার পছন্দের শীর্ষে রয়েছে ওয়েব ডেভলপমেন্ট এবং ওয়েব ডিজাইনিং ।
এবং এই ফ্রিল্যান্সিং ক্যাটাগরিতে কাজের সংখ্যা অনেক। তবে বর্তমানে Web Development and Designing ছাড়ও আরও অনেক ক্যাটাগরি তে ফ্রিল্যান্সিং করা যায়।
- Graphics Designing
- Website Designing
- Mobile App Development
- Creative Design
- Logo Design and Illustration
বন্ধুরা ফ্রিল্যান্সিং শুরু করার পূর্বে আপনাকে জানতে হবে আপনি কোন বিষয় আপনার ভালো লাগা এবং কোন বিষয়টি আপনরা কাছে ভালো লাগে।
কেননা যে বিষয়ে আপনার কাজ করতে ভালো লাগবে সেই বিষয়ে আপনার সফল হওয়ার সম্ভাবনা বেশি।
যাই হোক ওয়েব ডেভেলপমেন্ট এবং ডিজাইনিং উপরোক্ত ক্যাটাগরি ছাড়ও এই ক্যাটাগরিতে আরও অনেক Sub categorize রয়েছে।
ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো ভাবছেন, তবে ফ্রিল্যান্সিং শুরু করার পূর্বে সঠিক বিষয় সম্পর্কে জানা জরুরী।
টপিক না ভেবে আন্তর্জাতিক মার্কেটে কাজের ধরন ও আপনার দক্ষতা অনুসারে কাজ করতে আপনার সমস্যা হতে পারে।
আরও পড়ুনঃ
জন্ম নিবন্ধন হারিয়ে গেলে করণীয় কি
কিভাবে জন্ম নিবন্ধন অনলাইন করা যায়?
Website Designing কিভাবে শিখবো
ওয়েব ডিজাইনিং কাজ করতে হলে আপনাকে বেসিক HTML, CSS, JAVA SCRIPT সম্পর্কে জানতে হবে। ওয়েব ডিজাইনিং শিখেতে আপনাকে সময় দিতে হবে।
ওয়েব ডিজাইনিং হল কম্পিউটার বুজে এমন ভাষা, তাই একটি সম্পূর্ণ পোগ্রামিং ভাষা শিখতে আপনাকে সময় দিতে হবে।
কম্পিউটার পোগ্রামিং ভাষার মধ্যে অনেক গুলি ভাষা রয়েছে, আপনি যে কোন একটি শিখে শুরু করতে পারবেন।
মনে রাখবেন আপনি যত বেশি কম্পিউটার পোগ্রামিং জানবেন আপনার অনলাইনে টাকা আয় করার সম্ভবনা ততো বেশি।
ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো ২০২৩! এখন ফ্রিল্যান্সিং শেখার সেরা উপায় হচ্ছে ইউটিউব ভিডিও দেখা এবং রেগুলার নিয়ম মেনে পেক্টিস করা।
Graphics Designing (গ্রাফিক ডিজাইনিং কিভাবে শিখবো)
আবার কাজ করতে হলে আপনাকে ফটো এডিটিং, লোগো তৈরি, ওয়েবসাইট ব্যানার তৈরি করতে হতে পারে।
তাই Graphics Designing শিখতে হলে আপনাকে ফটোশপ বা অন্য যে কোন ফটো এডিটিং সফটওয়্যার কাজ জানতে হবে।
গ্রাফিক ডিজাইনিং মার্কেটটি যতই দিন যাচ্ছে ধীরে ধীরে ততই বেশি প্রসারিত হচ্ছে।
শুধু গ্রাফিক ডিজাইনিং নয় যে কোন পেশা অনলাইনে করার জন্য আপনাকে প্রথমে সময় দিয়ে কাজ শিখতে হবে।
Mobile App Development (মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট )
বন্ধুরা প্রতিটি বড় বড় সংস্থা এখন তাদের মোবাইল অ্যাপ তৈরি করছে। তাই দিনে দিনে Mobile App Development প্রোজেক্ট অনেক বড় হচ্ছে।
মোবাইল অ্যাপ Development কাজ সামনের দিনগুলিতে আরও বেশি হওয়ার সম্বাভনা রয়েছে।
বন্ধুরা ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো ২০২৩ লিস্টে App Development যুক্ত করে এই সম্পর্কে জানতে শুরু করুন।
Creative Design / Logo Design and Illustration
আপনি যদি অন লাইনে ছোট ছোট কাজ করতে ইচ্ছুক হন, তবে এই বিভাগে আপনার জন্য রয়েছে অনেক কাজ। লোগো ডিজাইনে অনেক কাজ রয়েছে।
পূর্বে থকে আপনি যদি ছবি নিয়ে কাজ করে থাকেন তবে এই কাজটি অল্প কিছু দিন সময় নিয়ে প্র্যাকটিস করে শুরু করতে পারেন।
Photography/ ফটোগ্রাফি
বন্ধুরা ফটোগ্রাফি বর্তমান সময়ে ফ্রিলান্সিং মার্কেট প্লেসে অনেক জনপ্রিয় একটি পেশা। ফটোগ্রাফি এখন অনেকেরি শখের একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই আপনি চাইলেই ফটোগ্রাফি বিষয়ে ফ্রিলান্সিং শুরু করতে পারেন।
Teaching and Tutoring / শিক্ষকতা এবং প্রশিক্ষণ
বন্ধুরা আপনি যে বিভাগে কাজ করেন সেই বিভাগে লোকেদের প্রশিক্ষণ দিতে পারেন।
ফ্রিলান্সিং মার্কেট প্লেসে মানে আপনি অন লাইনে আপনার শিক্ষকতা এবং প্রশিক্ষণ সেবা দিয়ে নিজেকে বিশ্ব বাজারে পরছিত করতে পারেন।
Writing and Copywriting / রাইটিং অ্যান্ড কপি রাইটিং
বন্ধুরা আপনি পড়ালেখা করেছেন ভালো ইংরেজি জানেন, এছাড়া আপনার অন লাইনের কোন কাজ জানা নাই তাতেও আপনি ফ্রিলান্সিং মার্কেট প্লেসে কাজ করতে পারবেন।
আপনি লক্ষ্য করে দেখবেন ইন্টারনেট কোন বিষয়ে সার্চ দিলে একই বিষয়ে ভিন্ন ভিন্ন সাইটে আমরা অনেক ব্লগ পোস্ট দেখতে পাই।
সকল ওয়েবসাইট তাদের সাইটে নিজে লিখে প্রকাশ করেন না বা তাদের কাছে Writing করার জন্য পর্যাপ্ত সময় নাই।
তাই তারা পোস্ট লেখার জন্য রাইটার হায়ার করে থাকে। একটি Airtical লিখাতে তারা নির্দিষ্ট পরিমানে পেমেন্ট করে থাকে।
Digital Marketing / ডিজিটাল মার্কেটিং
বধুরা বর্তমানে ডিজিটাল মার্কেটিং দুনিয়া অনেক বড়। ডিজিটাল মার্কেটিং ভবিষ্যৎ অনেক ভালো বলে মনে হচ্ছে।
প্রিয়ও ভিজিটর Search Engine Optimization (SEO), Sales and Marketing এবং Branding ডিজিটাল মার্কেটিং প্রধান ক্যাটাগরি হলে, আরও অনেক ক্যাটাগরি রয়েছে এর মধ্যে।
বর্তমানে Branding করাতে ডিজিটাল মার্কেটিং কাজের চাহিদা বেড়ে গেছে। আপনি চাইলে এখনি ডিজিটাল মার্কেটিং শুরু করতে পারেন।
Data Entry Jobs / ডেটা এন্ট্রি কাজ
বন্ধুরা ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো বললে অনেকে ডেটা এন্ট্রি কাজকেই আমাদের দেশে অনেকে ফ্রিল্যান্সিং বলে জানেন।
আসলে ডেটা এন্ট্রি কাজটি সহজে করা যায় বলে অনেকেই এই কাজটি পছন্দ করেন।
আপনি চাইলে ডেটা এন্ট্রি দিয়ে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করতে পারনে।
আমি বলবো আপনআকে ফ্রিল্যান্সিং করে সফল হতে হলে ডেটা এন্ট্রি পাশাপাশি অন্য যে কোন একটি কাজ শিখা দরকার।
আরও পড়ুনঃ
Top 10 Online shopping BD list
এখন প্রশ্ন হল ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো?
বন্ধুরা উপরোক্ত ক্যাটাগরি গুলি ছাড়াও বর্তমানে Game Development, Translation, Web Research, Legal Services, Transcription বিষয়ে ফ্রিল্যান্সিং করার।
ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো, কোথায় শিখব এই কথা না ভেবে এখনি আপনার বিষয় সম্পর্কে গুগলে সার্চ করুন।
আপনি ইউটিউব ভিডিও ও অনেক পোস্ট পাবেন, যে গুলি দেখে আপনার বিষয় সম্পর্কে বেসিক ধারণা নিতে পারেন।
তবে আপনি যদি ভালো ইংরেজি জানেন তবে আমি বলবো ৭০-৮০% কাজ আপনি ভিডিও দেখে শিখতে পারবেন।
কিছু উচ্চতর লেভেলের কাজ শিখতে চাইলে আপনাকে course করা লাগতে পারে।
ফ্রিল্যান্সিং কাজ করার জন্য কিসের প্রয়োজন
বন্ধুরা যেকোন কাজ করতে আপনাকে সেই কাজ প্রথমে শিখতে হবে। তবেই আপনি ঐ কাজে দক্ষ হবেন। ফ্রিল্যান্সিং দুনিয়ায় দক্ষ ফ্রিল্যান্সারের মূল্য অনেক।
আপনাকে প্রথমে কাজ জানতে হবে, তারপর প্রথম দিকে মানে নতুন অবস্থায় কাজ পেতে অনেক ধৈর্য ধারন করতে হবে।
একটি কম্পিউটার ও ভালো ইন্টারনেট কানেকশান থাকলেই আপনি ফ্রিল্যান্সিং কাজ শুরু করতে পারবেন।
আরও পড়ুনঃ
Freelancing meaning in Bengali
How to buy skitto Mb without app?
উপসংহার
আশাকরি, আপনি ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো 2023 এই সম্পর্কে জানতে পেরেছেন। ফ্রিল্যান্সিং কিভাবে শিখবেন এবং সেই সাথে ফ্রিল্যান্সিং এ কি কি কাজ করা যায় সকল বিষয়ে বর্ণনা কলাম।
বন্ধুরা ফ্রিল্যান্সিং শিখে কাজ করতে অনেক ধৈর্য ধারন করতে হবে। কেননা কাজ শিখা ও কাজ পাওয়ার মধ্যে আপনার ৬ মাস পর্যন্ত সময় লাগতে পারে।
তবে অনেকেই ফ্রিল্যান্সিং শুরুর এক মাসের মধ্যে কাজ পেয়ে যান। এটা নির্ভর করে আপনার কাজের ধরণের উপর।
যে সকল ক্যাটাগরিতে প্রতিযোগিতা বেশি সেই ক্যাটাগরিতে কাজ পেতে সময় বেশি লাগে।
বন্ধুরা ফ্রিল্যান্সিং কিভাবে শিখবোন এই সম্পর্কে আপনার আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন।
ব্লগ থেকে টাকা আয়, ফ্রিল্যান্সিং থেকে টাকা আয় ও ইন্টারনেট থেকে নানা বিষয়ের তথ্য জানতে জয়েন করুন আমাদের।
জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
নতুনদের ফ্রিল্যান্সিং শিখা সম্পর্কে কমন প্রশ্ন ও উত্তর
বর্তমানে ফ্রিল্যান্সিং শেখার জন্য প্রথমেই ফ্রিল্যান্সিং ক্যাটাগরি গুলি সম্পর্কে ধারণা নিন। তারপর আপনার পছন্দের ক্যাটাগরির মধ্যে থেকে sub-category নির্বাচন করুন। কেননা বর্তমানে মূল ক্যাটাগরিতে অনেক বেশি কম্পিটিশন থাকায় আপনাকে প্রথমে একটি sub-category দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করতে হবে। তারপর অনলাইন থেকে ঘাটাঘাটি করে ইউটিউব দেখে আপনি আপনার ফ্রিল্যান্সিং ক্যাটাগরিতে কাজ শিখা শুরু করতে পারেন। তারপর প্রয়োজনে কোর্সে ভর্তি হবেন।
প্রিয় পাঠক ফ্রিল্যান্সিং এর কাজ সমূহ হচ্ছে অনলাইন বিভিন্ন মার্কেটপ্লেসগুলোতে বাজারের চাহিদা অনুসারে কাজ সম্পন্ন করে দেয়া। সেটা হতে পারে ফটো এডিটিং ওয়েবসাইট ডিজাইন, ভিডিও এডিটিং, কনটেন্ট রাইটিং, ডিজিটাল মার্কেটিং ইত্যাদি।
আমি বলবো ফ্রিল্যান্সিং কাজ করার জন্য আপনার প্রচুর ধৈর্য থাকা প্রয়োজন। কেননা ফ্রিল্যান্সার শুরুর প্রাথমিক পর্যায়ে কাজ শিখা এবং কাজ পাওয়া পর্যন্ত একজন নতুন ফ্রিল্যান্সার কে প্রচুর সময় ব্যয় করতে হয়।
মূলত চাহিদার কথা চিন্তা করে অনেকেই তাঁর ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করেন। তবে বিষয়টা একদমই এরকম নয় চাহিদার পাশাপাশি আপনার কোন ক্যাটাগরিতে কাজ করতে ভালো লাগে এই বিষয়টাও আপনার জানা জরুরী। কেননা ভালো লাগার বিষয় কাজ করা সবসময় সহজ হয়। তবে বর্তমানে গ্রাফিক ডিজাইনিং, অ্যাপ ডেভেলপমেন্ট, ও ডিজিটাল মার্কেট এর ওপর কাজের চাহিদা বেশি।
আরও পড়ুনঃ
বাংলালিংক নাম্বার চেক করার কোড
বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।
সুন্দর ভাবে বুগঝানোর জন্য ধন্যবাদ