মোবাইল দিয়ে টাকা ইনকাম করার সহজ উপায় ২০২৩

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

মোবাইল দিয়ে টাকা ইনকাম করা যায় কি? এমন প্রশ্ন এখন অনেকের মনে। আমি বলবো কষ্ট হলেও মোবাইল দিয়ে টাকা আয় করা সম্বভ। তবে ল্যাপটপ এবং কম্পিউটার থেকে কাজ করেন আপনি যে ধরনের সুবিধা পাবেন হয়তো মোবাইলে পাবেন না এটা সবারই জানা।

তবে নিয়ম মেনে কাজ করলে আপনি মোবাইল থেকেও অনলাইনে টাকা ইনকাম করতে পারবেন।

বন্ধুরা আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা জানবো Earn Money Whit Mobile ব্যাবহার করে।

মোবাইলে দিয়ে কাজ করে টাকা ইনকাম করার জন্য বর্তমানে ইন্টারনেটে প্রচুর অ্যাপ বা ওয়েবসাইট পাওয়া যায়।  কিন্তু অনেকেই কমপ্লেন করতে শোনা যায় মোবাইল টাকা ইনকাম অ্যাপ গুলো গ্রাহকদের ঠিকমতো টাকা প্রদান করেনা।

তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যদি সঠিকভাবে জানতে পারেন মোবাইল দিয়ে টাকা ইনকাম করার সঠিক পদ্ধতি তবে আপনার দ্বারা স্বল্প সময়ে মোবাইল দিয়ে টাকা উপার্জন করা সম্ভব।

Content Summary

মোবাইল দিয়ে টাকা ইনকাম করার সহজ ৬ টি উপায় ২০২২

মোবাইল দিয়ে টাকা ইনকাম ২০২৩
মোবাইল দিয়ে টাকা ইনকাম ২০২৩

বন্ধুরা এখানে মোবাইল দিয়ে টাকা ইনকাম করার সহজ যে উপায় বা নিয়ম গুলো রয়েছে যেগুলি অন লাইন থেকে ইনকাম করার পরিক্ষিত পদ্দতি।

আপনারা যদি মোবাইলে কাজ করে পার্ট-টাইম কিছু টাকা অনলাইন থেকে আয় করতে চান, তাহালে নিচে উল্লেখিত উপায় গুলোর মধ্যে থেকে অবশ্যই নিজের জন্য একটি বেঁছে নিন। (Make money whit smartphone)

মোবাইল দিয়ে অনলাইনে টাকা ইনকাম কিভাবে করবেন? Easy way to earn money with mobile 2023

বন্ধুরা মোবাইল দিয়ে টাকা ইনকাম করার জন্য এখন অনেকেই শর্টকাট পদ্ধতি গুলো খুঁজে থাকেন।

আপনাদের সবার কাছে একটি অনুরোধ জানাব, জীবনের যে কোন পর্যায়ে শর্টকাট পদ্ধতি অবলম্বন করবেন না।

ব্লগ লিখে আয় করার উপায়

যে কোনো স্বল্প মেয়াদি পদ্ধতি গুলো থেকে আপনি তেমন কিছু শিখতে পারবেন না। যে কাজগুলো করতে ও শিখতে সময় লাগে সে কাজ গুলিতে অর্থ উপার্জনের সম্ভাবনা বেশি থাকে।

আমি এখানে আপনাদের ৬ টি সলিড ও সফল অনলাইন আয়ের উপায় বলব যে উপায় গুলি ব্যবহার করে আপনি দীর্ঘ সময় পর্যন্ত অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন।

মূলত টাকা অনলাইন থেকে আয় করতে হলে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং সঠিক পদ্ধতি অবলম্বন করতে হবে।

সঠিক পদ্ধতি অবলম্বন করে প্রতিদিন গড়ে দুই থেকে তিন ঘণ্টা সময় ব্যয় করার মাধ্যমে যে কেউ অনলাইন থেকে ভালো পরিমাণ টাকা আয় করে নিতে পারবেন।

মোবাইল দিয়ে টাকা আয় করতে কি কি লাগবে?

  • মোবাইল ব্যাবহার করে অনলাইনে কাজ করার উপযুক্ত একটি স্মার্টফোন লাগবে।
  • আপনার ইন্টারনেট কানেকশনের গুরুত্ব এখানে অনেক। তাই ভালো ইন্টারনেট সংযোগ থাকতে হবে।
  • কাজ করে আয় করা টাকা তোলার জন্য PayPal, Back account ইত্যাদি প্রয়োজন হবে।
  • প্রতিদিন গড়ে দুই থেকে তিন ঘন্টার মত সময় ব্যয় করার সদিচ্ছা থাকতে হবে।

কিভাবে মোবাইল দিয়ে টাকা ইনকাম করবেন?

মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে চলুন একে একে জেনে নেই সেরা কিছু উপায়।

1. ব্লগিং (Blogging) থেকে তাকা ইনকাম

ব্লগিং অনলাইনে টাকা আয়ের এর কতটা জনপ্রিয় উৎস একথা এখন অনেকেরি জানা। ব্লগিং একটি মুক্ত পেশা।

চাকরিজীবী, শ্রমিক, শিক্ষার্থী আপনি যেই হোন না কেন দিনের নির্দিষ্ট সময়ে 2 থেকে 3 ঘন্টা সময় বের করতে পারলে আপনি ব্লগিং শুরু করতে পারেন।

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী এবং একজন ব্লগার।

মোবাইল দিয়ে আমি আমার ব্লগিং শুরু করি, বর্তমানে আমি ব্লগিং থেকে ভালো পরিমাণ টাকা আয় করেছি এবং একটি কম্পিউটার নিয়েছি।

আপনি ও আপনার জীবনের প্রথম ব্লগ টি মোবাইল দিয়ে তৈরি করতে পারেন। গুগলের ফ্রি প্লাটফর্ম ব্লগস্পট ব্যবহার করে একটি ফ্রি ব্লগ তৈরি করতে হবে।

Online Taka income

একটি ফ্রি ব্লগ তৈরী করার পর আপনি ব্লগের জন্য একটি ভালো থিম নির্বাচন করে থেকে সুন্দরভাবে কাস্টমাইজেশন করে নিবেন।

ব্লগ টি তৈরি করার পর আপনি রেগুলার ( দিনে ১ টি, ২ দিন পর পর ১ টি অথাবা সপ্তাহে ২ টি) নতুন এবং ইউনিক কন্টেন্ট পাবলিস্ট করবেন আপবার ব্লগে।

আপনার লেখা ব্লগ পোষ্ট গুলো যদি কপি-পেস্ট না হয় তাহলে আপনার ব্লগ টি গুগলে রেঙ্ক হবে এবং আপনি পর্যাপ্ত পরিমান ভিজিটর পাবেন।

একটি ব্লগে আশা ভিজিটরকে আপনি নানা উপায়ে মনিটাইজ করার মাধ্যমে টাকা আয় করতে পারেন।

তবে সবচেয়ে জনপ্রিয় মনিটাইজেশন পদ্ধতি গুগল এডসেন্স।

Google Adsense Account approval tips

গুগল এডসেন্স থেকে টাকা আয় করতে হলে আপনাকে গুগলের কিছু নিয়ম মেনে কাজ করতে হবে, তবেই আপনি গুগল এডসেন্স থেকে টাকা আয় করতে পারবেন।

ব্লগ থেকে টাকা ইনকাম করার সেরা পদ্দতি গুলি হচ্ছে –

  1. গুগল এডসেন্স
  2. অ্যাফিলিয়েট মার্কেটিং
  3. পেইড রিভিউ

উপরে উল্লেখিত তিনটি মাধ্যমে ব্লগ থেকে টাকা আয় করার জন্য সর্বস্বীকৃত।

আপনি মোবাইল দিয়ে টাকা ইনকাম করার সম্পর্কিত যে পোস্ট টি পরছেন যে ব্লগে, সেই ব্লগ টি গুগল অ্যাডসেন্স দ্বারা মনিটাইজ।

আমি গুগল অ্যাডসেন্স থেকে এই ব্লগের মাধ্যমে টাকা আয় করে থাকি।

মনে রাখবেন ব্লগ থেকে টাকা আয় করতে হলে আপনাকে কিছুদিন ধৈর্য্য ধরতে হবে।

তবে অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মগুলোতে ভিজিট করলে খুঁজে পাওয়া যায় এমন অনেককে যারা ব্লগ থেকে তাদের প্রথম টাকাটি আয় করতে দুই বছর পর্যন্ত অপেক্ষা করেছেন।

তবে নিয়ম মেনে ব্লগিং করলে আপনি মাত্র তিন মাসের মধ্যেই প্রথম ডলার আয় করতে পারবেন।

আমাকে বিশ্বাস করুন আমি নিজেও ব্লগ শুরুর 5 মাস পর প্রথম ডলার আয় করতে পেরেছি।

বর্তমানে ব্লগিংয়ের মাধ্যমে প্রতি মাসে ১৫০০০ থেকে ২০০০০ টাকা আয় করছি। সেই সাথে আমার ব্যবসাও পরিচালনা করছি।

ব্লগিং করে কত টাকা আয় করা যায়?

২. ইউটিউব চ্যানেল থেকে ইনকাম

বর্তমানে এমন অনেক উদাহরণ রয়েছে যারা শুধুমাত্র একটি মোবাইল ফোন ব্যবহার করে একটি ইউটিউব চ্যানেল তৈরি করেছেন এবং লক্ষ লক্ষ টাকা ঘরে বসে ইনকাম করছেন।

আপনি চাইলেও সম্ভব, তবে আপনাকে সঠিক বিষয়টি (নিশ) খুঁজে বের করতে হবে, যে বিষয়ের উপরে আপনি ইউটিউব ভিডিও তৈরি করবেন।

ইউটিউব থেকে টাকা ইনকাম করতে হলে আপনাকে প্রথমে একটি ইউটিউব চ্যানেল খুলতে হবে।

ইউটিউব চ্যানেল খোলার পর আপনি যে বিষয়ের উপরে ভিডিও তৈরি করতে চান এই বিষয়গুলি ভালোভাবে রিচার্জের মাধ্যমে একটি ভালো মানের ভিডিও তৈরি করুন।

যাতে করে লোকেরা আপনার ভিডিও টি দেখে এবং আপনার সাবস্ক্রাইবার সংখ্যা বৃদ্ধি পায়।

ব্লগিং এর মত ইউটিউবে গুগল এডসেন্সের মাধ্যমে মনিটাইজ করা যায়।

আপনার চ্যানেলটিতে 4000 ঘন্টা ওয়াচ টাইম 1000 সাবস্ক্রাইব এক বছরের মধ্যে পূর্ণ হলে আপনি গুগল এডসেন্স এর জন্য আবেদন করতে পারবেন।

আপনার ভিডিও কোয়ালিটি ভালো হলে আপনি মাত্র 10 টি ভিডিও তৈরি করে 1000 সাবস্ক্রাইবার ও 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করতে পারেন দুই থেকে তিন মাসের মধ্যে।

ব্লগিংয়ের মতো একাধিক উপায়ে আপনি আপনার ইউটিউব টাকা আয় করতে পারেন।

Blog theke taka income korar upay 2023

  1. গুগল অ্যাডসেন্স
  2. প্রোডাক্ট বিক্রিয়
  3. অ্যাফিলিয়েট মার্কেটিং
  4. পেইড প্ররোমশন
  5. পেইড রিভিউ

মনে রাখবেন, আপনি কখনই নিজের ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও তৈরি করবেন, কখনোই অন্নের ভিডিও, অডিও, ছবি কপ করবেন না।

আরও পড়ুনঃ

ইন্টারনেট কে আবিষ্কার করেন?

আজকের খেলার সময় সূচি প্রথম আলো

লাহোর প্রস্তাবের মূল প্রতিপাদ্য বিষয় কি ছিল?

Crazyhd bd কি 

প্রয়োজনে আপনি ইউটিউব অডিও লাইবেরি থেকে ফ্রি কপিরাইট ফ্রি অডিও ডাউনলোড করতে পারেন।

এছাড়াও পিক্সাবে, pixel.com থেকে ফ্রী স্টক ফটোস ও ভিডিওস ডাউনলোড করে নিতে পারেন।

বর্তমানে লোকেরা ব্লগ পড়া থেকে বেশি ইউটিউব ভিডিওগুলি দেখেন।

তাই এখন অনেকের কাছে অনেক জনপ্রিয়তা পাচ্ছে ব্লগিং থেকেই ইউটিউব চ্যানেল তৈরি।

এদিকে লোকেরাও বেশি ভিডিও দেখতে চান, তাই আজি আপনি একটি ইউটিউব চ্যানেল চালু করুন।

আপনার মোবাইল থেকেই প্রথমে ভিডিও আপলোড শুরু করুন যা হতে পারে আপনার জীবনের একটি সেরা পদক্ষেপ,  যা মোবাইল থেকে টাকা ইনকাম করার সেরা উপায় গুলির একটি।

3. মোবাইলে টাকা আয় করার apps

মোবাইল থেকে টাকা আয় করা যায়, মোবাইলে টাকা ইনকাম করার অনেক গুলো অ্যাপ রয়েছে।

আপনি যদি Google Play store গিয়ে online income apps লিখে সার্চ দেন তাহালে অনেক android apps দেখতে পাবেন।

তবে, এই ধরনের মোবাইল দিয়ে টাক আয় করার apps গুলি থেকে আপনি তেমন ভালো ইনকাম করতে পারবেন না এবং সেই সাথে আপনার সময় অপচয় হবে।

কারণ, এই মোবাইল অ্যাপের পিছনে আপনি যতটা সময় নষ্ট করবেন, ততটাই বৃথা চেষ্টা। কেননা এখানে আপনার শিক্ষণীয় কিছুই নেই।

এবং আপনি যে পরিমান সময় খরচ করবেন তারা আপনাকে সে অনুযায়ী টাকা দিবে না।

তবে, আপনার হাতে যদি প্রচুর সময় থাকে তাহালে মোবাইল দিয়ে টাকা আয় করার apps গুলো ব্যবহার করার পরামর্শ দিবো।

এই apps গুলি আপনি আপনার এন্ড্রয়েড ফোনে ইনস্টল করার মাধ্যমে তাদের প্রদত্ত ছোট ছোট কাজগুলো করে অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন।  যেমন-

  1. ভিডিও দেখা
  2. গেম খেলা
  3. সার্ভে কাজ করা
  4. অ্যাপস ডাউনলোড করা
  5. কেপছা পুরন করা

মোবাইল দিয়ে টাকা আয় করার apps

  • Pocket money app
  • Dream11
  • Google pay
  • RozDhan
  • Google opinion rewards
  • Zagl

এখানে আমি আপনাদের কিছু মোবাইল দিয়ে টাকা ইনকাম করার অ্যাপস সাজেস্ট করেছি মাত্র।  তবে মনে রাখবেন গুগল প্লে স্টোরে আপনি এমন অনেকে  অ্যাপ খুঁজে পাবেন।

আমি কখনোই সাজেস্ট করি না আপনি এই অ্যাপ গুলো থেকে ছোট ছোট কাজ করে নিজের সময় নষ্ট করবেন।

কিছু শিক্ষণীয় কাজে নিজের মূল্যবান সময় খরচ করুন। অযথা সময় নষ্ট করে ঠিকমতো টাকা না পেলে অনলাইন আয় কে দোষী সাব্যস্ত করবেন।

মোবাইল দিয়ে টাকা আয় করার জন্য আপনাকে অবশ্যই এমন কিছু শিখতে হবে যেই বিষয়গুলি পরবর্তী তো আপনার কাজে আসবে।

পরবর্তীতে ওই বিষয়গুলোকে ব্যবহার করে আপনি অনলাইন থেকে টাকা আয়ের পথ আরো সুগম করতে পারেন এই দোয়া রইল।

আরও পড়ুনঃ

টুইটারে সবচেয়ে বেশি ফলোয়ার কার?

আল্লাহর কাছে সাহায্য চাওয়ার দোয়া কোনটি?

আইসোটোপ কাকে বলে

4. OLX  এর মতো সাইটে পুরোনো জিনিস বিক্রির মাধ্যমে

বর্তমানে মোবাইল থেকে শুরু করে ঘরের নিত্য প্রয়োজনীয় পণ্য আপনি বিভিন্ন অনলাইন প্লাটফর্ম কেনাবেচা করতে পারছেন নিজের হাতের মোবাইল ফোন ব্যাবহার করে।

এক্ষেত্রে আপনার প্রয়োজন শুধুমাত্র একটি এন্ড্রয়েড মোবাইল ফোন।

প্রথমত OLX এর মত সাইটগুলোতে আপনাকে একটি একাউন্ট তৈরি করতে হবে এবং আপনি নিজের বা অন্য কারো পণ্য বিক্রি করতে পারেন এই সাইট গুলিতে।

আপনার আশেপাশে কেউ কোন জিনিস বিক্রি করতে ইচ্ছুক হলে ওই পণ্যটির একটি ছবি তুলুন এবং আপনার একাউন্টে আপলোড করে দিন।

এই ক্ষেত্রে আপনি পণ্যের দাম নির্ধারণ করে দিবেন।

পণ্য বিক্রিতে আপনি পণ্যের মালিকের থেকে আপনি কি দামে পণ্য বিক্রি করতে ইচ্ছুক এ বিষয়টি জেনে পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ করবেন।

বিক্রি হলো এখান থেকে আপনি কিছু পরিমাণ কমিশন পেয়ে যাবেন।

বর্তমানে এমন অনেকেই রয়েছে যারা অনলাইন প্লাটফর্ম গুলোতে মোবাইল দিয়ে কেনা বেচা করে থাকেন।

ছাড়াও অনেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো ব্যবহার করে নিত্য ব্যবহৃত পণ্য buy-sell করে থাকেন।

এমন অনেকে রয়েছেন যারা ভালো পরিমাণ টাকা আয় করছেন এই পদ্দতি ব্যাবহার করে। মোবাইল থেকে অনলাইনে টাকা আয় করার সেরা একটি উপায় বলে আমরা মনে করি।

5. ক্যাপচা টাইপিং করে আয়

captcha typing এর মত কাজ করে এখন অনেকে অনলাইন থেকে টাকা আয় করছে।  গুগলে সার্চ করলে ক্যাপচা টাইপিং করা যায় এমন অনেক সাইট পাওয়া যায়।

তবে মনে রাখবেন আপনি যদি ক্যাপচা টাইপিং এর মত কাজগুলো করেন তবে অবশ্যই নির্ভরযোগ্য ও পেমেন্ট প্রদান করে এমন সাইটগুলোতে কাজ করবেন।

অনেকেই ক্যাপচা টাইপিং সাইট রয়েছে যে গুলোতে কাজ করেন কিন্তু টাকা পাননি বলে কমপ্লিট করে থাকেন।

আমি চাইবো আপনি আপনার বিচার বুদ্ধি দিয়ে এবং captcha typing সাইটগুলোর ফেসবুক পেজ ও অন্যান্য সোশ্যাল লিংকগুলো ঘুরে তাদের সম্পর্কে ভালোভাবে জেনে তারপরে ক্যাপচা টাইপিং সাইটগুলোতে কাজ নিবেন।

captcha typing সাইটগুলোতে প্রতিটি ক্যাপচা সফলভাবে করার বিপরীতে একটি নির্দিষ্ট পরিমাণ পেমেন্ট দিয়ে থাকে।

কিছু এমন captcha typing সাইট রয়েছে যারা একতি ক্যাপচা পূরণের জন্য $1 থেকে $3 ডলার পর্যন্ত দিয়ে থাকে।

প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ সময় ব্যয় করে (2 থেকে 3 ঘন্টা) আপনি প্রতি মাসে 5 থেকে 7 হাজার টাকা ক্যাপচা পূরণের মাধ্যমে অনলাইন থেকে মোবাইল দিয়ে ইনকাম করতে পারবেন।

6. Short link site থেকে অনলাইন ইনকাম

Link shortner ওয়েবসাইটের কথা আমরা অনেকেই শুনেছি। 

আপনি যদি কখনও শুনেনা থাকুন তবে এখনই এবং জেনে নিন লিংক shortner ওয়েবসাইটগুলো থেকে কিভাবে টাকা আয় করতে হয়।

অনলাইনে বেশ কিছু জনপ্রিয় Short Link Website ওয়েবসাইট রয়েছে সেগুলি হচ্ছে-

  • Shorte.st
  • adf.ly
  • AL.ly
  • Blv.me
  • Linksharink.net
  • linkShortner.net

আপনি চাইলে প্রতিটি Short Link ওয়েবসাইটে register করতে পারেন অথবা যেকোনো একটি ওয়েবসাইটের অ্যাকাউন্ট তৈরি করতে পারেন।

Short Link ওয়েবসাইটগুলোতে রেজিস্টার পরবর্তী আপনি একটি link short করার options পাবেন।

এই ধরনের ওয়েবসাইট গুলিকে Short Link website বলা হয়ে থাকে।

যেকোন ওয়েবসাইটের যে কোন লিংকে Short Link করার মাধ্যমে বিভিন্ন প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করবেন এটা হচ্ছে আপনার কাজ।

আরও পড়ুনঃ

ইমেইল আইডি খোলার নিয়ম কি?

অনলাইন ব্যবসা করার নিয়ম

টুইটারে সবচেয়ে বেশি ফলোয়ার কার?

আল্লাহর কাছে সাহায্য চাওয়ার দোয়া কোনটি?

লিংক শর্ট করে কিভাবে টাকা ইনকাম করা হয়

আপনি যখন Short Link ওয়েবসাইট গুলোতে কোন আর্টিকেল URL short করবেন তখন URL সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে ছোট হয়ে যাবে।

Short Link কোম্পানিগুলো ওই লিংকটি কে ছোট করার পাশাপাশি link এ তাদের কিছু বিজ্ঞাপন জুড়ে দেয়।

যখন কোন ব্যক্তি আর্টিকেলটি পড়ার জন্য আপনার Short লিংকটিতে প্রবেশ করবে তখন প্রথমে Short Link কোম্পানির বিজ্ঞাপন প্রথমে সামনে আসবে তারপরে কন্টেন্ট গুলো দেখানো হবে।

Short Link কোম্পানি প্রদত্ত লিংকটি ব্যবহার করে আপনি যে ওয়েব পেজ তৈরি করেছেন এই পোস্টের মধ্যে তারা বিজ্ঞাপন প্রকাশের মাধ্যমে যে আয় করবেন এর কিছু অংশ আপনাকে প্রদান করা হবে।

Short Link ওয়েবসাইট থেকে এভাবেই লোকেরা মোবাইল দিয়ে টাকা ইনকাম করে থাকে।

এটি খুবই সহজ এবং অনলাইনে টাকা আয় করার শর্টকাট পদ্ধতি।

আরও কিছু মোবাইল দিয়ে টাকা ইনকাম করার উপায়

বন্ধুরা অনলাইন থেকে টাকা আয় করার অনেকগুলি পদ্ধতি রয়েছে এখানে আমরা শুধুমাত্র ৬ টি পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছি।

মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং

হাঁ সত্যি বলছি মোবাইল দিয়ে আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন।  ফ্রিল্যান্সিং জগতের ক্ষেত্র অনেক বড়।

এমন অনেক ছোট ছোট ফ্রিল্যান্সিং কাজ রয়েছে যা মোবাইল দিয়েই করা সম্ভব।

ইউটিউবে সার্চ দিলে আপনি এরকম কাজের সন্ধান পাবেন ।

Freelancing meaning in Bengali 

পরবর্তী কোন পোস্টে আমরা আপনাদের মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং সম্পরকে বলবো।

মাইক্রো জব ওয়েবসাইট থেকে টাকা আয়

এখন অনেকেই মাইক্রো জব সাইট ব্যবহার করে মোবাইল দিয়ে টাকা আয় করছেন।

এই ওয়েবসাইট ভিজিট করলেই আপনি বুঝতে পারবেন কি কি কাজ করে তাদের এখানে আপনি টাকা আয় করতে পারবেন।

ফেসবুক group থেকে মোবাইল দিয়ে টাকা ইনকাম

এছাড়াও ফেসবুক গ্রুপ তৈরি করে এবং গ্রুপে নিয়মিত একটিভ থেকে গ্রুপটাকে পর্যাপ্ত পরিমাণ ফলোয়ার যুক্ত করতে পারলে গ্রুপ থেকে বিভিন্ন পদ্ধতি ব্যাবহার করে আপনি টাকা আয় করতে পারেন।

মোবাইল দিয়ে ফেসবুক group থেকে টাকা ইনকাম সম্পর্কে একটি পোস্ট পাবেন কিছু দিনের মধ্যে।

See More Article

How to check GP internet balance?

How to check Banglalink internet balance

মোবাইল দিয়ে টাকা ইনকাম করার উপায় কি?

যদিও মোবাইল দিয়ে টাকা ইনকাম করা কিছুটা কষ্টকর, তথাপিও বলবো মোবাইল দিয়ে টাকা ইনকাম করার অনেক উপায় রয়েছে। যেমন, ব্লগিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইউটিউব ইত্যাদি।

উপসংহার,

আশা করি আপনারা মোবাইল দিয়ে টাকা ইনকাম  করার উপায় সম্পর্কে জানতে পেরেছেন। 

ব্লগিং, ইউটিউব চ্যানেল, এফিলিয়েট মার্কেটিং পদ্ধতি ব্যবহার করে টাকা ইনকাম করা সব থেকে ভালো উপায় বলা হয়।

মোবাইল দিয়ে কাজ গুলি করা কিছুটা কষ্টসাধ্য হলেও আপনি শুরু করতে পারেন।

আপনার কাছে যখন মোবাইল থেকে টাকা ইনকাম শুরু হলে আপনি আপনার পছন্দের সেটআপ তৈরি করে নিতে পারবেন।

জয়েন করুন আমাদের ফেসবুক পেজ নিয়মিত আপডেট পেতে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।