মৌজা কিভাবে বের করবো এই সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাতে আজকের এই পোস্ট। যতই দিন যাচ্ছে বাংলাদেশ সরকার জায়গা জমির হিসাব নিকাশ ঠিক রাখার জন্য দেশের জনগণকে ডিজিটাল সুবিধা দেয়ার চেষ্টা করছে।
কেননা যতই দিন যাচ্ছে জমিজমা সম্পর্কিত ঝামেলা দিনে দিনে বেড়েই চলেছে।তাই আপনাকে বলছি আপনি আপনার জমিজমা সম্পর্কিত সকল বিষয়ে দেই নিজে জানার চেষ্টা করুন এবং নিজেই সেগুলি যাচাই করুন।
এজন্য প্রথমে আপনাকে যে বিষয়টি জানার প্রয়োজন সেটা হচ্ছে আপনার জায়গা কোন মৌজার মধ্যে অবস্থিত।
তাই আজ আমরা মৌজা কি এবং কিভাবে মৌজা বের করব এই সম্পর্কে বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করবো।
মৌজা কি? মৌজা মানে কি?
মূলত মৌজা হচ্ছে জমি এলাকায় অবস্থিত তার একটি নকশা স্বরূপ। তবে মৌজা বলতে সাধারনত গ্রামকে বোঝানো হয়। সম্পূর্ণ এলাকাকে মৌজা করে ভাগ ভাগ করার কারনে জমিজমা সম্পর্কিত যেকোনো সরকারি কাজ করতে অনেক সুবিধা হয়।
তাই আমরা বলতে পারি মৌজা হচ্ছে নির্দিষ্ট কিছু জনবসতিকে ভাগ করে তাদের থেকে সুবিধা গ্রহন ও সুবিধা প্রদানের মাধ্যম।
অনেকেই রয়েছেন যারা মৌজা এবং গ্রামের মধ্যে পার্থক্য খোঁজার চেষ্টা করেন। আসল কথা হচ্ছে গ্রামও যা মৌজাও তাই।
তাই এই মৌজা নিয়ে চিন্তিত হবার কিছু নেই, আমাদের এই পোস্ট পড়ার পর মৌজা চেক ও মৌজা ম্যাপ জমির নকশা ডাউনলোড করতে পারবেন।
মৌজা কিভাবে বের করবো?
আপনার জমিটি কোন জায়গায় অবস্থিত তা বের করার জন্য আপনাকে সরকারি অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
তাই মৌজা কিভাবে বের করবেন তা নিয়ে আলোচনার আগে আপনার জানা দরকার যে, এই মৌজা ম্যাপ বের করতে আপনার প্রয়োজন হবে ভালো ইন্টারনেট সংযোগ ও মিডিয়া ডিভাইস।
মৌজা বের করার জন্য সর্বপ্রথম আপনাকে ভিজিট করতে হবে https://eporcha.gov.bd/ এই লিংকে।

তারপর আপনার সম্মুখে বাংলাদেশ ভূমি মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট ই-পর্চা সাইট টির উপরে দেখানো পেজটির মতো একটি নতুন পেজ চলে আসবে।
এই পেজ থেকে দেখানো ছবিতে মৌজা ম্যাপ মেন্যুতে ক্লিক করুন।
তারপর উপরের ছবিতে তির চিহ্নিত বক্সে দেখানো মৌজা ম্যাপ এ ক্লিক করতে হবে। তারপর নিচের ছবির মতো আরো একটা পেজ ওপেন হবে।

উপরের ছবিতে লাল বক্স করা জায়গায় আপনার এলাকার তথ্য গুলো দিন।
ই পর্চা www eporcha gov bd ওয়েবসাইটে আপনাকে প্রথমে আপনার বিভাগ নির্বাচন করতে হবে, তারপর জেলা, উপজেলা/সার্কেল, মৌজা নির্বাচন করতে হবে।
তারপর আপনি কি সিট অনুযায়ী বা দাগ নং অনুযায়ী অনলাইন থেকে মৌজা বের করতে তা নির্ধারণ করে অনুসন্ধান করুন বাটনে ক্লিক করুন।
তারপর নিচের ছবির মতো করে আপনার মৌজা ম্যাপটি দেখতে পারবেন।

তবে এখানেই শেষ নয়।
মৌজা ম্যাপ download link | Click Here |
মৌজা ম্যাপ |
আরও পড়ুনঃ
কিভাবে মৌজা ম্যাপ download করবো
এখন আপনি যদি মৌজা ম্যাপ আপনার হাতে পেতে চান বা ডাউনলোড করতে চান তবে আপনাকে এর জন্য টাকা দিতে হবে।
আপনি যদি মৌজা ম্যাপ বের করতে চান তবে অবশ্যই টাকা পরিশোধ করার পর আবেদন করতে হবে।
টাকা প্রদানের পার মৌজা পর্চার জন্য সার্টিফাইড কপি পেতে আবেদন করুন এ ক্লিক করুন।
অর্থ প্রদানের সময় আপনার সম্মুখে আরো একটি ফরম চলে আসবে, যেখানে আপনার ঠিকানা আপনি কোথায় মোজা পর্চা নিয়ে আসবেন সেই ঠিকানা নির্বাচন করতে হবে এবং আপনার ভোটার আইডি কার্ড নম্বর প্রদান করতে হবে।
জমির মৌজা রেট
এলাকাভেদে জমির মৌজা পর্চা রেট ভিন্ন ভিন্ন।
তাই মৌজা পর্চা সঠিক রেট সম্পর্কে জানতে আপনি প্রথমে eporcha অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন এবং আপনার এলাকার তথ্য দেয়ার মাধ্যমে সহজেই মৌজা পর্চা রেট চেক করে ডাউনলোড করার জন্য আবেদন করতে পারেন।
মৌজা ম্যাপ জমির নকশা ডাউনলোড
ঘরে বসে মৌজা কিভাবে বের করব এই পোস্টে আপনাদের মৌজা বের করার জন্য ঠিক কি কি পদ্ধতি অনুসরণ করবেন তা সম্পূর্ণ জানানো হয়েছে।
মৌজা মানে কি? এবং মৌজা সম্পর্কে বিস্তারিত তথ্য জানার পর, আমরা আশা করি মৌজা ম্যাপ জমির নকশা ডাউনলোড করতে আপনার কোন সমস্যা হবে না।
কেননা আপনি বর্তমানে এসিল্যান্ড অফিস থেকে মৌজা পর্চা বের করতে পারেন। সেই সাথে সরকার জনগণের সুবিধার জন্য অনলাইনে মৌজা ম্যাপ জমির নকশা ডাউনলোড করার সুবিধা দিচ্ছে।
আরও পড়ুনঃ
ঘরে বসে মৌজা বের করতে https://eporcha.gov.bd/ অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করুন, তারপর আপনার এলাকার তথ্য দিয়ে মৌজা বের করে নিন।
মৌজা মানে হচ্ছে বাংলাদেশ সরকারের রাজস্ব আদায়ের সর্বনিম্ন একক-এলাকা। মুঘল আমলে কোন পরগনা বা রাজস্ব-জেলার রাজস্ব আদায়ের একক হিসেবে মৌজা শব্দটি ব্যাপকভাবে ব্যবহার করা হতো। একগুচ্ছ মৌজা নিয়ে গঠিত হতো একটি পরগনা পর্চা।
আপনি বর্তমানে অনলাইন থেকে কোন প্রকার হয়রানি ছাড়াই আপনার জমির মৌজাম্যাপ থেকে দাগ দেখতে পাবেন, মৌজা পর্চা হাতে পেয়ে।
জমির হাসাবের একক মৌজা ও গ্রামের পার্থক্য নেই। যা মৌজা তাই গ্রাম।
আপনার এলাকার খাজনা আদায়ের জন্য সরকারের কাছে জমির হিসাব থাকে। মৌজা অর্থ হচ্ছে গ্রাম।
উপসংহার,
আশা করি মৌজা কিভাবে বের করবো বা করবেন এই বিষয়ে আপনি বিস্তারিত জানতে পেরেছেন।
মৌজা পর্চা ডাউনলোড করার নিয়ম সম্পর্কে আপনার বুঝতে কোন সমস্যা হলে আমাদের কমেন্ট করে জানান।
আমরা সব সময় আমাদের পাঠকদের প্রশ্নের উত্তর দ্রুত এবং সহজ করে দেওয়ার চেষ্টা করি।
কেননা পাঠকরাই হচ্ছেন একটি ব্লগের প্রাণ, তাই আমারা পাঠকদের প্রশ্নের উত্তর যথা সময়ে দেয়ার চেষ্টা করি।
ইন্টারনেট থেকে টাকা আয়, টেলিকম অফার, মোবাইল ব্যাংকিং অফার ইন্টারনেট থেকে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন তথ্য জানতে রেগুলার ভিজিট করুন আমাদের ওয়েবসাইট.
এবং জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
আরও পড়ুনঃ