রবি নাম্বার দেখার কোড | রবি নাম্বার চেক করার উপায়

রবি নাম্বার দেখার কোড সম্পর্কে আজকে আপনাদের জানাবো। বিশেষ করে নতুন রবি গ্রাহকদের নিজ নাম্বার সম্পর্কে জানা জরুরী। সেই সাথে যে সকল রবি গ্রাহক নিজের ব্যবহার করা নাম্বারটি ভুলে গিয়েছেন তাদের জন্য রবি নাম্বার চেক পোস্টটি কাজে আসবে।

বাংলাদেশের জনপ্রিয় সিম রবি নম্বর চেক পোস্টে আমরা একাধিক পদ্ধতিতে রবি নাম্বার চেক করার উপায় সম্পর্কে জানাবো। বর্তমানে রবি গ্রাহক মাত্র এক সংখ্যার একটি ইউএসএসডি কোড ব্যবহার করে নিজ রবি নাম্বার টি দেখতে পারেন।

মনে রাখবেন পূর্বে রবি নাম্বার দেখার ইউএসএসডি কোড ছিল পাঁচ সংখ্যার। এই সংখ্যা বর্তমানে এক সংখ্যায় নেমে এসেছে। 

নাম্বার মনে রাখার জন্য ও জরুরী প্রয়োজনে নাম্বার চেক কোড বিষয়ে জানা থাকা অত্যন্ত জরুরী। চলুন জেনে নেই কিভাবে রবি নম্বর দেখতে হয়।

রবি নাম্বার দেখার কোড কত ? – রবি সিমের নাম্বার কিভাবে দেখে  

রবিতে নাম্বার দেখার কোড
রবিতে নাম্বার দেখার কোড

রবি নাম্বার দেখার কোড হচ্ছে *২ #। রবি সিমের নাম্বার দেখতে আপনার মোবাইল থেকে *২# ডায়াল করুন। আপনার ব্যবহারিত রবি সিম টি সচল থাকলে আপনার মোবাইল স্ক্রিনে রবি নম্বর প্রদুষ্ঠিত হবে। এছাড়াও আপনি রবি সিম নম্বর দেখার জন্য *১৪০*২*৪# কোড ডায়াল করুন।

এখন আপনি যদি আপনার ব্যাবহার করা রবি সিমের নম্বর জানতে চান তবে নতুন রবি নম্বর দেখার কোড *২# ডায়াল করুন। তবে এখনো রবি সিমের নাম্বার দেখার কোড *১৪০*২*৪# ডায়াল করে আপনার রবি নাম্বারটি চেক করতে পারবেন যায় কি করবে আপনাদের জানিয়েছি।

আপনার রবি সিম নম্বর আপনার মোবাইল স্ক্রিনে দেখতে পাবেন।

রবিতে নাম্বার দেখার কোড

রবি নম্বর চেক ইউএসএসডি কোড*২#
পূর্বের রবি ইউএসএসডি কোড*১৪০*২*৪#
রবি নম্বর চেক কোড

তবে অনেক রবি গ্রাহকের বিষয়টা জানা প্রয়োজন যে তার সিমটি কোন কারনে অফিসিয়ালি লক করা হলে তিনি রবি নাম্বার চেক করার ইউএসএসডি কোড ডায়াল করে নাম্বার টি জানতে পারবেন না।

বর্তমানে তিন মাসের বেশি কোন গ্রাহক যদি তার সিমটি অব্যবহৃত রাখেন তবে কর্তৃপক্ষ সিম ব্লক করে দিয়ে থাকে। 

তাই প্রতিটি গ্রাহকের উচিত তার ব্যবহার করা সিম টি যদি কোনো কারণে বন্ধ রাখার প্রয়োজন পড়ে তবে তিনি যেন তিন মাসের মধ্যে অন্তত একটি হলেও কল করেন।

তবেই আপনার ব্যবহৃত রবি সিমটি সচল থাকবে।

রবি সিম নাম্বার চেক কোড | রবি নাম্বার দেখার উপায়

রবি সিম নাম্বার চেক কোড 
রবি সিম নাম্বার চেক কোড 

অনেকে রবি নাম্বার দেখার পদ্দতিকে রবি নাম্বার চেক করআ বলে থাকেন। তাদের ও বলছি আপনাদের জন্য রবি নাম্বার চেক কোড হচ্ছে *২#। 

রবি সিম নম্বর দেখার পূর্বের ইউএসএসডি কোড টি হচ্ছে *১৪০*২*৪# 

বর্তমানে পূর্বের রবি নম্বর চেক কোড টি (*১৪০*২*৪# ) ব্যবহার করা যায়। 

আরও পড়ুনঃ

রবিতে এমবি দেখে কিভাবে 

ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

রবিতে এসএমএস কেনার কোড

এখন আপনার ইচ্ছা আপনি রবি নাম্বার চেক করার জন্য উপরে উল্লেখিত যেকোনো একটি কোড ব্যাবহার করতে পারেন।

অ্যাপ থেকে রবি নাম্বার চেক পদ্ধতি

যে সকল গ্রাহকরা স্মার্ট ফোন ব্যাবহার করেন তাদের জন্য ইউএসএসডি কোড পদ্ধতি ছাড়া অ্যাপ থেকে রবি নাম্বার চেক করার পদ্ধতি রয়েছে।

এই পদ্ধতিতে আপনার স্মার্টফোনে মাই রবি অ্যাপ ইনস্টল করতে হবে এবং আপনার ইন্টারনেট কানেকশন এর প্রয়োজন হবে।

গুগল প্লে স্টোর থেকে মাই রবি অ্যাপ টি আপনার ফোনে ইন্সটল পরবর্তী আপনার নাম্বার দিয়ে মাই রবি অ্যাপ লগইন করতে হবে।

আপনি অ্যাপ ড্যাশবোর্ডে আপনার রবি নাম্বার, বর্তমানে ব্যালেন্স এর মেয়াদ ও অন্যান্য ক্রয় করা অফার গুলো সম্পর্কে নিমিষেই জানতে পারবেন।

এছাড়াও মাই রবি ফ্লেক্সিপ্লান থেকে আপনি সহজেই আপনার প্রয়োজনীয় অফারটি ক্রয় করতে পারবেন দ্রুত ও স্বল্প সময়ের মধ্যে।

অনেকেই বর্তমানে রবি অফার গুলো ক্রয় করার জন্য মাই রবি অ্যাপস ব্যবহার করছেন।

ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

কেননা এখান মাই রবি অ্যাপ গ্রাহকদের ক্যাশব্যাক অফার দিয়ে থাকে।

আড়ও পড়ুনঃ

বিতে মিনিট কেনার কোড

FAQS – রবি নাম্বার দেখার উপায়

রবি নাম্বার দেখার কোড কত?

জরুরী প্রয়োজনে রবি নাম্বার দেখার কোড হচ্ছে *২#।

রবি নাম্বার চেক করার উপায় কি?

বর্তমানে রবি নাম্বার চেক করার উপায় হচ্চে রবি নম্বর চেক ইউএসএসডি কোড *২# ব্যাবহার করা।

রবি সিমের নাম্বার কিভাবে দেখে?

রবি সিমের নাম্বার দেখতে *২# অথবা *১৪০*২*৪# দায়াল করুন।

উপসংহার,

আশাকরি রবিতে মিনিট দেখার কোড রবি মিনিট চেক কোড সম্পর্কে আপনারা জানতে পেরেছেন এই সম্পর্কে আপনাদের আরো কিছু জানার থাকলে আমাদের কমেন্ট করে জানান।

এখানে আপনাদের রবি নাম্বার চেক করার কোড, রবি সিমের নাম্বার দেখার কোড এবং রবি নাম্বার চেক করার সকল পদ্ধতি গুলো সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে।

টেলিকম অফার, মোবাইল ব্যাংকিং, অফার ইন্টারনেট থেকে টাকা ইনকাম, ব্লগিং ও নানা বিষয়ে জ্ঞান বাংলা জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।

Also Read:

রবিতে এসএমএস কেনার কোড

রবি এমবি কেনার কোড | রবি ইন্টারনেট অফার কোড

Electric Bill Calculation BD | How To Calculate Electricity Bill?

অনলাইনে ঘরে বসে টাকা ইনকাম, টেলিকম অফার, মোবাইল ব্যাংকিং সেবা অফার ও ইন্টারনেট থেকে সঠিক তথ্য পেতে আমাদের সাথে থাকুন।

জয়েন করুন আমাদের ফেসবুক পেজ। 

আরও পড়ুনঃ

রকেট একাউন্ট দেখার নিয়ম

বিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম

কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

Leave a Comment