নগদ একাউন্টের ক্যাশ আউট চার্জ | নগদে ক্যাশ আউট চার্জ কত?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

নগদ একাউন্টের ক্যাশ আউট চার্জ বিষয়ে আমাদের আজকের পোস্ট। ডাক বিভাগ পরিচালিত ফাইনান্সিয়াল মোবাইল ব্যাংকিং সেবা নগদ নামে একটি প্রতিষ্ঠান প্রথম সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ এক সংখ্যায় নিয়ে আসে।

নগদে ক্যাশ আউট চার্জ কত এ নিয়ে সাধারন গ্রাহকের মাঝে অনেক জল্পনা-কল্পনার রয়েছে। কেননা টিভিতে অ্যাড ও বিভিন্ন ব্যানারে নগদ ব্যবহারকারী ক্যাশ আউট চার্জ নিয়ে বিভ্রান্ত হচ্ছেন।

কেননা নগদ টিভি অ্যাডে দেশের সর্বনিন্ম ক্যাশ আউট চার্জ ৯ টাকা বলে প্রচার করছে। নগদ মোবাইল ব্যাংকিং ক্যাশ আউট চার্জ সম্পর্কে আপনাদের যত ধরনের সমস্যা আছে সবগুলো সমাধান দেয়ার চেষ্টা করব এই পোস্টের মাধ্যমে।

নগদে ক্যাশ আউট চার্জ কত প্রতি হাজারে

নগদে ক্যাশ আউট চার্জ কত?
নগদে ক্যাশ আউট চার্জ কত?

যদিও নগদ ক্যাশ আউট চার্জ ৯ টাকা ৯৯ পয়সা বলে ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছে। এর সাথে ১ টাকা ৫০ পয়সা ভ্যাট যুক্ত আছে, সেই সম্পর্কে গ্রাহক অবগত নন।

বন্ধুরা নগদে ক্যাশ আউট চার্জ কত? নগদে ক্যাশ আউট চার্জ ৯.৯৯ পয়াসা + ভ্যাট ১ টাকা ৪৯ পয়সা। অর্থাৎ মোট ১১.৪৯ টাকা রেটে ক্যাশ আউট চার্জ হবে প্রতি ১০০০ টাকা নগদ মোবাইল ব্যাংকিং অ্যাপস ব্যবহার করে ক্যাশ আউট করলে।

তাই এখন বলা যায় যে, শুধু নগদ অ্যাপস ব্যবহারে ক্যাশ আউট চার্জ মূলত প্রতি হাজারে ভ্যাটসহ ১১ টাকা ৪৯ পয়সা।   

আবার যদি কোনো গ্রাহক নগদ অ্যাপস ব্যবহার না করে সরাসরি ইউএসএসডি কোড (*১৬৭#) ডায়াল করে ক্যাশ আউট করতে চান তবে তাঁর এই খরচ বেড়ে দাঁড়াবে ১৪ টাকা ৯৫ পয়সা। 

এই বিষয়টা অনেকে নগদ মোবাইল ব্যাংকিং গ্রাহকের অজানা, তাই অনেকেই নগদে টাকা পাঠানো নিয়ে সমস্যায় পড়েন, যে তিনি কত টাকা খরচ দিবেন।

আরও পড়ুনঃ নাগদ অ্যাকাউন্টের সুবিধা 

নগদ একাউন্টের ক্যাশ আউট চার্জ ২০২৩

নগদ ক্যাশ আউট চার্জভ্যাট ছাড়াভ্যাটমোট খরচ
নগদ অ্যাপে ১০০০ টাকা ক্যাশ আউটে৯.৯৯ টাকা১.৪৯ টাকা১১.৪৯ টাকা
*১৬৭# ডায়াল করে প্রতি হাজারে১২.৯৯ টাকা১.৯৫ টাকা১৪.৯৪ টাকা
নগদ থেকে সেন্ড মানিফ্রি
নগদে প্রতি হাজারে ক্যাশ আউট চার্জ

দেশে প্রথম কোন মোবাইল ব্যাংকিং সেবা নগদ যার বর্তমান ক্যাশ আউট চার্জ 9 টাকা 99 পয়সা যা বাংলাদেশে এখন পর্যন্ত সর্বনিম্ন।  

এখন একটি নগদ পার্সোনাল নম্বর থেকে আপনি ১০০০ টাকা ক্যাশ আউট করলে খরচ হবে-

  • নগদ অ্যাপ ক্যাশ আউট চার্জ প্রতি ১ হাজারে ভ্যাট সহ ১১.৪৯ টাকা।
  • নগদ  USSD CODE ডায়াল করে ক্যাশ আউট চার্জ প্রতি ১ হাজারে ভ্যাট সহ ১৪.৯৫ টাকা।

সেই সাথে নগদ থেকে নগদ পার্সোনাল নম্বরে সেন্ডমানি ফ্রি।  

বর্তমানে বিকাশে একটি পার্সোনাল নাম্বার থেকে আরেকটি পার্সোনাল নম্বরে সেন্ডমানি করতে সর্বনিম্ন ৫ টাকা চার্জ করা হয়। 

যদি আপনার লেনদেন মাসে 25000 টাকা অতিক্রম করে তবে আপনাকে 10 টাকা পর্যন্ত চার্জ গুনতে হবে।

তবে মনে রাখবেন নগদে সেন্ড মানি করতে কোন ধরনের চার্জ বর্তমানে কাটা হয় না। 

আরও পড়ুনঃ

Freelancing meaning in Bengali 

উপায় মোবাইল ব্যাংকিং 

How to buy skitto Mb without app?

নগদ মোবাইল ব্যাংকিং এজেন্ট কমিশন

নগদ ক্যাশ আউট খরচ কত?

আশা করি আপনি নগদ ক্যাশ আউট খরচ কত সম্পর্কে জানতে পেরেছেন। 

নগদ অ্যাপস এবং নগদ ইউএসএসডি কোড ডায়াল করে ভিন্ন ভিন্ন।

এটা শুধু নগদ নয় ঠিক একইভাবে ইউএসএসডি কোড ও বিকাশ অ্যাপ দিয়ে ক্যাশ আউট চার্জ ভিন্ন ভিন্ন।

তাই ছোটোখাটো পেমেন্ট করতে আপনি এখন নগদ ব্যবহার করতে পারেন।

অনেক বিকাশ ব্যবহার করি এখন নগদ ব্যাবহার করা শুরু করছেন ক্যাশ আউট চার্জ কম হওয়াতে এবং সেন্ড মানি ফ্রি হওয়ায়।

নবাব নগর এর ব্যাপক হতাহতের লক্ষ করলেই আপনি বুঝতে পারবেন এই বিষয়টি।  

নগদে সেবার মান নিয়ে প্রশ্ন থাকলে- 

আমি আপনাকে বলতে পারি নগদে সেবার মান ভালো হওয়ার কারণেই খুব অল্পসংখ্যক সময়ের মধ্যে নগদ দৈনিক 400 কোটি টাকার লেনদেন মাইলফলক খুবি অল্প সময়ে স্পর্শ করতে পেরেছে। 

সেই সাথে 400 কোটি গ্রাহকের মাইলফলক স্পর্শ করতে পেরেছে অনেক মোবাইল ব্যাংকিং সেবা থেকে অনেক কম সময়ে।  

আরও পড়ুনঃ

How to check Banglalink internet balance? 

বিকাশ ক্যাশ আউট চার্জ কত

নগদ একাউন্ট সম্পর্কে বিস্তারিত

নগদ একাউন্টের ক্যাশ আউট চার্জ কত?

ডায়াল কোড এবং নগদ অ্যাপ ব্যাবহার করে নগদ একাউন্টের ক্যাশ আউট চার্জ ভিন্ন ভিন্ন। ডায়াল কোড *১৬৭# ব্যাবহারে নগদ একাউন্টের ক্যাশ আউট চার্জ ১৪ টাকা ৪৯ পয়সা ভ্যাটসহ।

অ্যাপ ব্যাবহার করে নগদ একাউন্টের ক্যাশ আউট চার্জ ১১ টাকা ৪৯ পয়সা ভ্যাটসহ। তবে অ্যাপ থেকে ভ্যাট ছাড়া ৯.৯৯ টাকা ক্যাশ আউট চার্জ হয় নগদে। নগদ ক্যাশ আউট করার নিয়ম?

নগদ একাউন্ট থেকে টাকা ক্যাশ আউট করার জন্য *১৬৭# ডায়াল করে মেনু থেকে ১ নম্বর অপশন (1.cash out) নির্বাচন করুন। তারপর নগদ উদ্যোক্তা নম্বর দিয়ে টাকার পরিমান লিখে পিন কোড টাইপ করলে ক্যাশ আউট হয়ে যাবে। অ্যাপ নগদে ক্যাশ আউট চার্জ কত?

অ্যাপ থেকে নগদে ক্যাশ আউট চার্জ হচ্ছে ৯ টাকা ৯৯ পয়সা, তবে প্রত হাজারে আরও ১ টাকা ৫০ পয়সা ভ্যাট রয়েছে। অর্থাৎ অ্যাপ নগদে ক্যাশ আউট চার্জ ১১.৪৯ টাকা বলতে পারেন। নগদ একাউন্টের ক্যাশ আউট চার্জ কত?

নগদ একাউন্টের ক্যাশ আউট চার্জ ম্যানুয়াল ১৪ টাকা ৪৯ পয়সা ভ্যাটসহ এবং নগদ অ্যাপ থেকে ভ্যাটসহ নগদ একাউন্টের ক্যাশ আউট চার্জ হচ্ছে ১১ টাকা ৪৯ পয়সা। নগদের ডায়াল কোড কত?

নগদের ডায়াল কোড হচ্ছে *১৬৭#।

উপসংহার

আশা করি, নগদ একাউন্টের ক্যাশ আউট চার্জ বিষয়ে আপনার ধারণা পরিস্কার হয়েছে।

যদি এই পোস্ট পড়ে আপনি নগদ ক্যাশ আউট খরচ কত? বুজতে না পারেন তবে কমেন্ট করুন।

আপনার নগদ একাউন্ট সুরক্ষিত রাখতে অন্য কারো কাছে নগদ পিনকোড ও OTP (ওয়ান টাইম পাসওয়ার্ড) শেয়ার করবেন না।

মনে রাখবেন নগদ একাউন্টের পিন ভুলে গেলে করণীয় কি? পড়ুন। এছাড়াও আপনি সরাসরি নগদ হেলপ্লাইন প্রতিনিধির সাথে কথা বলতে ১৬১৬৭ নম্বরে কল করুন।

অনলাইনে ঘরে বসে টাকা ইনকাম, বাংলাদেশের সকল সিমের অফার, মোবাইল ব্যাংকিং সেবা সমূহের অফার ও ইন্টারনেট থেকে সঠিক তথ্য পেতে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়ের সাইট।

জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।

আরও পড়ুনঃ

নিঝুম দ্বীপ কোথায় অবস্থিত? | কিভাবে গড়ে উঠলো এই দ্বীপ জানুন

সোমপুর বিহার কোথায় অবস্থিত? | সোমপুর বিহার কে প্রতিষ্ঠা করেন

বাংলাদেশের কয়েকটি প্রাচীন নগর সভ্যতার নাম উল্লেখ কর

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।