নগদ মোবাইল ব্যাংকিং এজেন্ট কি এবং কিভাবে কাজ করে। নগদ মোবাইল ব্যাংকিং উদ্যোক্তা হবার নিয়ম এবং নগদ এজেন্ট কমিশন এই সকল বিষয় নিয়ে আমাদের আজকের এই পোস্ট।
বর্তমানে বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবা হিসেবে নগদ এর নাম সবার আগে আসে।
এর কিছু কারণ রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে নগদের ক্যাশ আউট চার্জ এবং সেন্ড মানি ফ্রি সুবিধা। মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের মত নগদে ও এজেন্ট ব্যবস্থা রয়েছে।
আরও পড়ুনঃ নগদ একাউন্টের সুবিধা
বিকাশ/রকেট অথবা নগদ যে কোন একটি মোবাইল ব্যাংকিং সেবার এজেন্ট হতে হলে আপনার অবশ্যই একটি ব্যবসা থাকতে হবে।
সেটা টেলিকম দোকান হতে পারে বা অন্য যে কোন ব্যবসা।
যদি আপনি মোবাইল ব্যাংকিং এজেন্ট ব্যবসা করতে আগ্রহী হন এবং আপনার প্রয়োজনীয় কাগজপত্র থাকে তবে আপনি একটি নগদ এজেন্ট খুব সহজেই নিতে পারেন।
Content Summary
নগদ মোবাইল ব্যাংকিং এজেন্ট হতে কি লাগে
- আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নতুন নবায়ন করা ট্রেড লাইসেন্স।
- ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স যে নামে তার ছবি এবং আইডি কার্ডের ফটোকপি।
- দোকানের সিল।
- ( বর্তমানে টিন সার্টিফিকেট প্রয়োজন পড়ে )
- একটি মোবাইল নাম্বার যাতে কোন নগদ একাউন্ট খোলা নেই।
বন্ধুরা এক্ষেত্রে মনে রাখবেন অনেকের আইডি কার্ড না থাকায় নিজ নামে ব্যবসা প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কাগজপত্র করতে পারেন না।
ঘরের কোন সদস্য বা আত্মীয়ের নামে করেন তাতে কোন সমস্যা নেই। আপনি প্রয়োজনীয় কাগজপত্র ব্যবহার করবেন।
তবে, প্রয়োজনীয় কাগজপত্র আপনার নিজের নামে না হলেও আপনার বাবা বা মায়ের নামে হলে সর্বোত্তম।
নগদ এজেন্ট কিভাবে কাজ করে
আপনারা নিশ্চয়ই বিকাশ এজেন্ট দেখেছেন। অনেকে বিকাশ এজেন্ট থেকে টাকা উত্তোলন করেছেন।
ঠিক বিকাশ এজেন্ট যে ভাবে কাজ করে নগদ এজেন্ট ও একই ভাবে কাজ করে। বর্তমানে টাকা সেন্ড করতে প্রয়োজন অনুসারে নগদও আপনাকে ঠিক একই ধরনের সেবা দিয়ে থাকে।
মনে রাখবেন বিকাশ থেকে নগদের খরচ অনেক কম।
অনেকে ভাবেন আবার এখন বিকাশ ছেড়ে যাবে। এখন আপনি একই সিমে বিকাশ/ নগদ/ রকেট মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খুলতে পারেন।
পার্সোনাল বা ব্যক্তিগত গ্রাহকের মতামত যাই হোক না কেন একজন ব্যবসায়ী হিসেবে আপনাকে বিকাশের পাশাপাশি নগদ এজেন্ট ও রাখতে হবে।
কেননা দিনে দিনে বিকাশের পাশাপাশি নগদ চাহিদা বেড়েই চলেছে।
নগদ মোবাইল ব্যাংকিং এজেন্ট কমিশন
বন্ধুরা এজেন্ট ব্যাংকিং কমিশন রিপোর্টে আপনাদের আজকে জানাবো নগদ এজেন্ট ব্যাংকিং কমিশন সম্পর্কে।
নগদ মোবাইল ব্যাংকিং এজেন্ট কমিশন হচ্ছে ৪ টাকা ১০ পয়সা প্রতি ১০০০ টাকা ক্যাশ ইন বা ক্যাশ আউট করতে।
অর্থাৎ একজন নগদ মোবাইল ব্যাংকিং এজেন্ট ১০০০ টাকা বিক্রি করতে ৪১ টাকা কমিশন পাবেন। সেই হিসাবে প্রতিদিন ১ লক্ষ টাকা বিক্রি করতে পারলে নগদ উদ্যোক্তা কমিশন ৪১০ টাকা।
Nogod/ Nagad Agent Commission Rate
- Cash in 1000 Taka Commission 4.10 Taka.
- Cash in 10000 Taka Commission 41 Taka.
- And Cash in 100000 Taka Commission 410 Taka.
এখন বলা যায় অন্যান্য এজেন্ট ব্যাংকিং ব্যবসার মতো নগদ এজেন্ট ব্যাংকিং কমিশন একই ধরনের।
তবে নগদ এজেন্ট কে উদ্যোক্তা বলা হয়, আপনি একজন উদ্যোক্তা হতে চাইলে তা কীভাবে হবেন সে বিষয়ে আপনি জেনেছেন।
সাধারণ গ্রাহক আপনার নগদ উদ্যোক্তা একাউন্টে ক্যাশ আউট করবে এবং আপনি তাদেরকে টাকা প্রদান করবেন।
গ্রাহকের ক্যাশ আউট সম্পন্ন হলে তারা যে পরিমাণ টাকা ক্যাশ আউট করেছে আপনি তাদের ঠিক সে টাকাই দিয়ে দিবেন। ক্যাশ আউট করা টাকার পরিমাণের সাথে সাথে আপনার একাউন্টে কমিশন পৌঁছে যাবে।
আরও পড়ুনঃ Nagad account open offer
ধরুন, যদি কোন গ্রাহক 1000 টাকা আপনার উদ্যোক্তা একাউন্টে ক্যাশ আউট করে, আপনি ৪.১০ টাকা ( ৪ টাকা ১০ পয়সা) কমিশন পাবেন ।
কমিশন প্রদান করা টাকা সাথে সাথে আপনার একাউন্টে মূল ব্যালেন্সের সাথে যোগ হবে।
একই পদ্ধতিতে আপনি যদি কোনো গ্রাহকে টাকা ক্যাশ ইন করেন তাহলেও আপনি একই পরিমাণ কমিশন পাবেন।
বর্তমানে কোন ব্যক্তিগত নাম্বারে উদ্যোক্তা একাউন্ট থেকে ক্যাশ ইন করলে উদ্যোক্তা হাজারে ৪.১০ টাকা ( ৪ টাকা ১০ পয়সা) কমিশন পেয়ে থাকেন।
ধরুন আপনি কাউকে 10000 টাকা ক্যাশ ইন করলেন, তাহলে আপনি কত টাকা কমিশন পাবেন?
আবার ধরুন কোন গ্রাহক উদ্যোক্তা একাউন্ট ১০ হাজার টাকা ক্যাশ আউট করে দিল, তবে উদ্যোক্তা কত টাকা কমিশন পাবেন?
বন্ধু উভয় ক্ষেত্রেই নগদ উদ্যোক্তা কমিশন সমান, উদ্যোক্তা ৪১ টাকা কমিশন পাবেন ১০০০০ টাকা লেনদেন করে। যা আপনার উদ্যোক্তা ব্যালেন্সে সাথে সাথে যোগ হয়ে যাবে।
তবে মাঝে মধ্যে নগদ উদ্যোক্তাদের কিছু বাড়তি কমিশনও দিয়ে থাকে নির্দিষ্ট পরিমাণ ক্যাশ ইন অথবা ক্যাশ আউটে।
বাড়তি কমিশন সবসময় পাবেন এমনটা নয়। আপনি রেগুলার আপনার এজেন্ট ব্যবসা চালিয়ে যান আশাকরি পাবেন।
নাগদ এজেন্ট সুবিধা
তবে অন্যান্য এজেন্ট ব্যবসায়, এজেন্ট থেকে এজেন্ট এ টাকা পাঠানোর সুবিধা না থাকলেও নগদ এজেন্ট থেকে এজেন্ট টাকা পাঠানো যায়।
অর্থাৎ টাকার পরিমাণ যদি বেশি হয় তবে একজন উদ্যোক্তা আরেকজন উদ্যোক্তা নম্বরে টাকা সেন্ড করতে পারেন।
এই পদ্ধতিতে অনেক বড় অংকের টাকা এক স্থান থেকে অন্য স্থানে সেন্ড করতে চান তাদের জন্য অনেক সহজ হয়েছে।
এটা নগদের একটা বাড়তি সুবিধা যা অনেকেই জানেন না।
নগদ মোবাইল ব্যাংকিং উদ্যোক্তা হলে লাভ
বন্ধুরা বর্তমানে যে কোনো ব্যবসায়ী আপনি করুন না কেন যদি এর পাশাপাশি মোবাইল ব্যাংকিং ব্যবসা করতে পারেন এবং আপনার এলাকায় চাহিদা থাকে তবে অবশ্যই আপনি এই ব্যবসাটি করুন।
সেটা হতে পারে বিকাশ রকেট অথবা নগদ।
গড়ে আপনি দিনে ২০০ টাকা আয়ের করলে আপনার ক্ষুদ্রব্যবসায় ২০০ টাকা অনেক বড় তাৎপর্য রাখবে বলে আমি মনে করি।
ক্ষুদ্র ছোটখাটো ব্যবসা যারা করেন তাদের জন্য মোবাইল ব্যাংকিং সেবার অনেকটা বাড়তি ইনকামের সুযোগ করে দিচ্ছে।
তবে এই ক্ষেত্রে আপনার এলাকার প্রসার ও সেল অনুসারে আপনাকে পর্যাপ্ত পরিমাণ টাকা আপনার মোবাইল ব্যাংকিং একাউন্ট এ রাখতে হবে।
বন্ধুরা, একাউন্টে রাখার পাশাপাশি আপনার কাছে পর্যাপ্ত থাকতে হবে।
আমি আমার এলাকায় এজেন্ট ব্যবসায়ী কাছে কথা বলে জেনেছি যে ক্ষুদ্র মফস্বল এলাকা আমার এইখানে এই ব্যাক্তির মাসিক বিকাশ থেকে আয় হয় 6 থেকে 7 হাজার টাকা।
ভাবতে পারেন গ্রামে যদি মাসে ৬০০০ টাকা হয় তাহলে শহরে যে সমস্ত দোকানদার বিকাশ মোবাইল ব্যাংকিং ব্যবসা করে থাকেন তাদের কি পরিমাণ হবে। আমার মনে হয় ১৫০০০ থেকে কম নয়।
তো কেন দেরি করছেন আপনি হয়ে যেতে পারেন একজন নগদ মোবাইল ব্যাংকিং উদ্যোক্তা বা এজেন্ট।
আপনি যদি বিকাশ বা রকেট ব্যবসা করে থাকেন তবে আপনাকে অবশ্যই নগদ উদ্যোক্তা একাউন্ট করে নেয়া প্রয়োজন বলে আমি মনে করি।
আপনার কাছে প্রয়োজনীয় সকল মোবাইল ব্যাংকিং সেবা এক জায়গায় পেলে আপনার গ্রাহক অন্য কোথাও যাওয়ার চিন্তা করবেনা। অন্যথায় আপনি আপনার গ্রাহক হারাতে পারেন।
আরও তথ্য পেতে নগদ ওয়েবসাইট ভিসিট করুন।
মূলত নগদ এজেন্টরা ক্যাশ ও ক্যাশ আউট থেকে টাকা আয় করে থাকে। নগদ মোবাইল ব্যাংকিং এজেন্ট কমিশন প্রতি হাজারে ৪.১০ টাকা। নগদ এজেন্ট ক্যাশ ইন এবং ক্যাশ আউট উভয় ক্ষেত্রে একই পরিমান কমিশন পেয়ে থাকেন।
নগদ এজেন্ট নিতে চাইলে ট্রেড লাইসেন্স , ভোটার আইডি কার্ডের ফটোকপি ও চবি সহকারে নগদের সেলস এজেন্ট অথবা নগদ ডিস্ট্রিবিউশন হাউস ( ডিলার) যোগাযোগ করুন।
উপসংহার,
আশা করি, আপনি নগদ মোবাইল ব্যাংকিং এজেন্ট কমিশন বা লাভ সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।
নগদ মোবাইল ব্যাংকিং উদ্যোক্তা সম্পর্কে আরও জানার থাকলে কমেন্ট করুন।
⇒ জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
আরও পড়ুনঃ
How to check GP internet balance?
How to check Banglalink internet balance
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।