রকেট একাউন্ট পিন ভুলে গেলে করনীয় সম্পর্কে অনেকেই গুগল করেন। বন্ধুরা বাংলাদেশের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবা রকেট সম্পর্কে এখন অনেকেই জানতে চান।
তারা জানতে চান রকেট হেল্পলাইন নাম্বার সম্পর্কে তারা জানতে চান রকেট একাউন্ট পিন ভুলে গেলে করনীয় কি।
এছাড়াও তারা জানতে চান রকেট একাউন্ট চেক কোড সম্পর্কে। কেননা গ্রাহক মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহারে সমস্যায় পরেন তাই।
সহজ ভাবে বললে রকেট কে বাংলাদেশের মোবাইল ব্যাংকিং সেবার অগ্রদূত বলতে পারেন।
কেননা আপনাকে যদি প্রস্ন করা হয় বাংলাদেশের প্রথম মোবাইল ব্যাংকিং সেবা কোনটি। তখন আপনাকে ডাচ বাংলা ব্যাংক পরিচালিত মোবাইল ব্যাংকিং সেবা রকেট নাম নিতে হবে।
Content Summary
রকেট কি?
রকেট হচ্ছে আর্থিক লেনদেন সেবাদানকারী একটি মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস।
এই মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস 2010 সালে প্রথম বাংলাদেশে আসে ডিবিবিএল মোবাইল ব্যাংকিং নামে।
পরবর্তীতে আরো অনেক নতুন নতুন মোবাইল ব্যাংকিং সেবা বাংলাদেশের আর্থিক খাতে যুক্ত হলেও ডাচ বাংলা ব্যাংক পরিচালিত এই মোবাইল ব্যাংকিং সেবা নিজেদের অবস্থান ধরে রেখেছে মার্কেটপ্লেসে।
প্রথমদিকে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাংকের নামে পরিচালিত হলেও বর্তমানে পরিচালিত হচ্ছে ভিন্ন নামে।
তবে DDBL Mobile Banking নাম পরিবর্তন করা হয়েছে তাদের গ্রাহকদের মনে রাখার সুবিধার জন্য নাম পরিবর্তন করে DDBL Mobile Banking নাম রাখা হয়েছে টাকার “রকেট” নামে।
সহজভাবে বলে রকেট হচ্ছে একটি মোবাইল ব্যাংকিং সেবা, যে সেবা ব্যবহার করে আমরা মোবাইলের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা লেনদেন করতে পারি খুবই সহজে।
রকেট একাউন্ট পিন ভুলে গেলে করনীয়
বন্ধুরা রকেট একাউন্ট পিন ভুলে গেলে করনীয় নিয়ে চিন্তিত হওয়ার কারণ নেই।
কেননা আপনি আপনার রকেট একাউন্ট সম্পর্কে সঠিক তথ্য দিলে রকেট কাস্টমার কেয়ার হেল্পলাইন কল করে আপনি সহজেই রকেট একাউন্টের পিন পরিবর্তন করতে পারেন।
রকেট একাউন্ট পিন ভুলে গেলে যে ভোটার আইডি কার্ড ব্যবহার করে রকেট একাউন্ট টি চালু করেছেন ঐ আইডি কার্ড নম্বর টি নিয়ে এবং রকেট একাউন্টের বর্তমান ব্যালেন্স যেনে হেল্পলাইনে কল করলে তারা আপনাদেরকে রকেট পিন রিসেট করে দেবে।
যেখানে আপনার কাছ থেকে কিছু তথ্য জানতে চাওয়া হতে পারে। তথ্যগুলি হচ্ছে-
- আপনার রকেট একাউন্টের বর্তমান ব্যালেন্স।
- রকেট একাউন্ট যে নামে উক্ত ব্যক্তির নাম/বাপের নাম অথবা মায়ের নাম।
- অনেক সময় একাউন্ট হোল্ডারের আইডি কার্ড নাম্বারও জানতে চাওয়া হয়।
- খুব কম ক্ষেত্রেই একাউন্টে লেনদেন সম্পর্কে জানতে চাওয়া হয়,
- যদি জানতে চাওয়া হয় তবে আপনাকে সর্বশেষ দুটি লেনদেন সম্পর্কে জানাতে হবে।
উক্ত বিষয়গুলি জানা থাকলে আপনি সহজেই আপনার রকেট একাউন্ট পিন সেট করতে পারবেন নিজে নিজে ঘরে বসে।
বন্ধুরা রকেট একাউন্ট পিন ভুলে গেলে আপনাকে অবশ্যই রকেট হেল্পলাইন 16216 নাম্বারে কল করতে হবে।
কেননা বিকাশ ও নগদ সম্প্রতি একটি নতুন অটো পিন রিসেট পদ্ধতি তৈরি করলেও নগদ এই ধরনের কোন পদ্ধতি এখনো নিজেদের গ্রাহকদের জন্য তৈরি করেনি।
তবে অন্যান্য মোবাইল ব্যাংকিং সেবার সময়ের মতো নগদ মোবাইল ব্যাংকিং সেবা পিন কোড পরিবরতিন নিয়ে আপনাকে এত বেশি চিন্তা করতে হবেনা।
কেননা রকেট হেল্প লাইন ১৬২১৬ নম্বরে আপনি সহজেই সংযোগ পেতে পারেন।
কাস্টমার কেয়ারে অল্প কিছু তথ্য দিলে নগদ একাউন্ট পিনকোড সহজেই সেট করে নিতে পারবেন।
নগদ একাউন্টের সুবিধা কি কি কেন ব্যাবহার করবেন
রকেট একাউন্ট পিন সেট করার পদ্ধতি
বন্ধুরা অন্যান্য মোবাইল ব্যাংকিং সেবার মত রকেট মোবাইল ব্যাংকিং সেবায় আপনি নিজেই নিজের পিন কোড ডায়াল করে সেট করতে পারবেন না।
তবে এক্ষেত্রে কিছু ভিন্ন পদ্ধতি রয়েছে যে পদ্ধতিতে রকেট হেল্প লাইন ১৬২১৬ নম্বরে সমস্যা বলার পরবর্তী আপনাকে জানানো হবে যে আপনার কাছে রকেট হেলপ্লাইন থেকে একটি কল আসবে কলটি রিসিভ করার পরে আপনি আপনার ৪ সংখ্যার পিন কোড দিবেন, পিন সেট সফল হলে কলটি অটোমেটিক ভাবে কেটে যাবে এবং আপনার পিন কোড টি সেট হয়ে যাবে।
রকেট একাউন্ট কি ধরনের পিন কোড সেট করবেন
বন্ধুরা রকেট একাউন্ট পিন ভুলে গেলে করনীয় জানার পর এই বিষয়টি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনি কি ধরনের পিনকোড সেট করবেন।
কারন সঠিক নিয়মে রকেট পিন সেট করা জরুরি।
রকেট অ্যাকাউন্ট পিন সেট করার পূর্বে কিছু জিনিস আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে গুলি হচ্ছে-
- পিনকোড নিজের জন্ম তারিখ সংখ্যা বেবহার করবেন না।
- অনেকে ভোটার আইডি কার্ডের সংখ্যার সাথে মিলিয়ে পিন সেট করে থাকেন, যা রাখা উচিত নয়।
- পিন কোড সেট করার সময় কখনো একই ধরনের সংখ্যা ব্যবহার করবেন না। যেমন 1234, 2233, 5566, 0000 ইত্যাদি।
- সর্বদা রকেট পিন কোড সেট করার সময় এলোমেলো সংখ্যা নির্বাচন করুন। যেমন 1385, 2965, 9324 ইত্যাদি।
- আপনার পিন কোড কখনো কাউকে শেয়ার করবেন না।
আশা করি রকেট পিন কোড পরিবর্তন করার নিয়ম সম্পর্কে জানতে পেরেছেন।
আরও পড়ুনঃ নগদ ক্যাশ আউট চার্জ সম্পর্কে
রকেট একাউন্ট পিন কোড নিজে নিজে কিভাবে পরিবর্তন করবেন
বন্ধুরা আপনার রকেট একাউন্ট পিন কোড নিজে থেকে পরিবর্তন করতে চাইলে তাও সম্ভব।
বন্ধুরা আপনি পিন কোড পুনরুদ্ধার করেছেন এবং আরেকটি নিয়ম এখান থেকে শিখতে পারেন পিনকোড পরিবর্তন।
আপনার রকেট অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে দুই থেকে তিন মাস অন্তর অন্তর আপনি নিজে নিজেই পিন কোড পরিবর্তন করে রাখতে পারেন।
কিভাবে রকেট একাউন্ট টি সুরক্ষিত রাখবেন
- নিজের রকেট একাউন্ট পিন কোড পরিবর্তন করতে রকেট একাউন্ট চেক কোড *৩২২# ডায়াল করুন।
- তারপরে পাঁচ নম্বরে থাকা মাই অ্যাকাউন্ট নির্বাচন করুন।
- নতুন মেনুতে আপনি অনেকগুলি অপশনের মধ্যে থেকে তিন নম্বরে থাকা পিন পরিবর্তন অপশনটি সিলেক্ট করুন।
- এখন আপনার রকেট একাউন্টের বর্তমান পিন কোড দিন।
- এখন আপনি নতুন করে একটি ৪ সংখ্যার পিন চাপুন, যা আপনি সহজে মনে রাখতে পারেন, তা লিখুন এবং সেন্ড বাটনে ট্যাপ করুন।
- আপনি নতুন পাসওয়ার্ড পুনরায় কনফার্ম করুন।
- প্রথমবার এবং দ্বিতীয়বার টাইপ করা পাসওয়ার্ডটি সঠিক থাকলে আপনার পাসওয়ার্ড সফলভাবে সেটআপ হয়ে যাবে।
মনে রাখবেন পুরাতন পাসওয়ার্ড এবং নতুন পাসওয়ার্ড এর মধ্যে অবশ্যই বিশেষ পার্থক্য রাখবেন।
যে পার্থক্যটুকু আপনি মনে রাখতে পারেন, যেন আপনার মনে রাখবে সহজ হয়।
আরও পড়ুনঃ
ব্রাজিল বনাম আর্জেন্টিনার রেকর্ড
নগদ কাস্টমার কেয়ার নাম্বার লোকেশন ঠিকানা
বিকাশ একাউন্ট বন্ধ করার নিয়ম কি? সঠিক পদ্ধতি
ব্যবহারের দিক দিয়ে বাংলা ভাষার অবস্থান কত?
নগদ একাউন্ট দেখার নিয়ম | নগদ একাউন্ট দেখার কোড নাম্বার
বেশি বেশি রকেট একাউন্ট পিন ভুলে গেলে করনীয়
আপনি যদি পিন কোড ভুলে যাওয়ার প্রবনতা বেশি বেশি হলে, আপনকে যা করতে হবে তা হচ্ছে সহজ একটি পিন কোড রাখতে হবে।
আমি আপনাকে বলছি না একদম সহজ পিনকোড আপনি রাখবেন।
তবে আপনি আমার দেখানো কিছু গোপন টিপস অনুসরন করে সহজেই আপনার ভুলে যাওয়া পিন কোড পুনরুদ্ধার করতে পারবেন।
আপনার জন্ম সাল চার সংখ্যার। এই জন্ম সার্টিফিকেট হিসাবে ব্যবহার করুন তবে একটি অক্ষর বা দুটি অক্ষর এলোমেলো করে দিবেন।
এতে আপনি পরবর্তীতে যখন পিন কোড ভুলে যাবেন তখন আপনার জন্ম তারিখটি মনে থাকলে বা ভোটার আইডি কার্ড থেকে জন্ম তারিখ দেখে সহজেই আপনার ভুলে যাওয়া পিন কোড টি মনে করে নিতে পারবেন।
এছাড়াও আপনি আপনার মোবাইল নাম্বারের শেষ চার অক্ষরের ব্যবহার করতে পারেন আপনার পিন কোড।
তবে বেশিরভাগ ক্ষেত্রেই এমন টা করেনা।
তবে এমনটা আপনি করতে পারেন কিছু টিপস্ এন্ড ট্রিকস্ অনুসরণ করে।
সেটা হচ্ছে হুবহু সংখ্যা ব্যবহার না করে তিনটি সংখ্যা ব্যবহার করে অন্য যেকোনো একটি সংখ্যা যেটা আপনার মনে থাকবে এমন সংখ্যা ব্যবহার করুন।
এছাড়াও আপনি যদি অনেকগুলো রকেট একাউন্ট ব্যবহার করেন তবে একাউন্টগুলোকে সমন্বয় করার জন্য একটি পিনকোড নির্বাচন করুন এবং প্রতিটি একাউন্টের পিন কোড ক্রমানুসারে রাখুন।
ধরুন কোনো একটি বিকাশ একাউন্টের পিন আপনি দেখেছেন ২৫৯০। অন্য আরেকটি রকেট একাউন্টের পিন কোড রাখতে পারেন ২৫৯১।
আমার দেখানো পদ্ধতি গুলো অনুসরণ করলে আপনি খুব সহজেই আপনার যেকোন মোবাইল ব্যাংকিং সেবার পিন কোড ভুলে গেলে সহজেই তা পুনরুদ্ধার করতে পারবেন এবং মনে রাখতে পারবেন।
আরও পড়ুন
রকেট একাউন্ট পিন ভুলে গেলে করনীয় FAQS
নিজেই নিজের রকেট একাউন্ট রিসেট করা সম্ভব নয়। তাই রকেট একাউন্ট পিন ভুলে গেলে রকেট হেল্পলাইন ১৬২১৬ নম্বরে কল করুন আপনার ভোটার আইডি কার্ড নম্বর ও একাউন্টের বর্তমান ব্যালেন্স এর তথ্য দিয়ে সহজেই রকেট একাউন্ট পিন রিসেট করে নিন।
যেকোনো মোবাইল ব্যাংকিং সেবার পিনকোড সম্পর্কে আপনি তাদের হেলপ্লাইন থেকে জানতে পারেন। রকেট একাউন্টের পিন ভুলে গেলে করনীয় খুব বেশী চিন্তিত না হয় রকেট হেল্পলাইন ১৬২১৬ নম্বরে কল করুন অথবা আপনার নিকটস্থ রকেট কাস্টমার কেয়ারে ভিজিট করুন। তারা আপনাকে রকেট একাউন্টের পিন পরিবর্তন ও রিসেট করতে সর্বাত্মক সহায়তা করবে।
রকেট একাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে আপনি রকেট হেল্পলাইন ১৬২১৬ নম্বরে কল করুন। সহজে রকেট পিন ডিসেট করার জন্য আপনি হেল্পলাইনে কল করার পূর্বে ভোটার আইডি কার্ড নাম্বার ও একাউন্টের বর্তমান ব্যালেন্স জেনে নিন।
উপসংহার,
আশা করি আপনি রকেট একাউন্ট পিন ভুলে গেলে করনীয় সম্পর্কে সঠিক তথ্য পেয়েছেন।
এই সম্পর্কে আপনার আরও কোন প্রস্ন থাকলে আমাদের কমেন্ত করে জানান।
রবি অফার, বাংলালিংক অফার, বিকাশ অফার, জিপি অফার, এয়ারটেল অফার সম্পর্কে জানতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
ধন্যবাদ…
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।