সিম রেজিস্ট্রেশন চেক অনলাইন পদ্দতি | সিম রেজিস্ট্রেশন দেখার নিয়ম

সিম রেজিস্ট্রেশন চেক অনলাইন পদ্দতি সম্পর্কে আপনি জানেন কি। বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন পদ্দতি আসার পরেও অনেক দুষ্কৃতিকারী লোক রয়েছে যারা লোকেদের ফাঁকি দিয়ে তাদের নামে সিম রেজিস্ট্রেশন করে ব্যাবহার করছে।

তাই হাতে সময় থাকলে এখনি দেখে নিন কিভাবে সিম রেজিস্ট্রেশন হওয়া নম্বর গুলি সম্পর্কে জানা যায়। অজ্ঞাত নামা ও জাল সিম কার্ড ব্যবহার দণ্ডনীয় অপরাধ। তথাপিও অপরাধীরা এই পথটি বেছে নিচ্ছে না না ধরনের কৌশল অবলম্বন করে।

তবে বাংলাদেশ সরকার অপরাধমূলক কর্মকাণ্ড কমানোর জন্য বায়োমেট্রিক পদ্দতিতে সিম কার্ড রেজিস্ট্রেশন পদ্ধতি গ্রহণ করেছে। তবে একটি NID CARD এর অধীনে একাধিক সিম কার্ড নিবন্ধন করা যাবে। এই ক্ষেত্রে সিমের মালিক যে/তার সিম কার্ড নিবন্ধিত হয়েছে কি না তা জানতে পারবেন। এই পোস্টে আপনারা জানতে পারবেন Nid দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে।

কিভাবে সিম রেজিস্ট্রেশন চেক করা যায়

কিভাবে সিম রেজিস্ট্রেশন চেক করা যায়
কিভাবে সিম রেজিস্ট্রেশন চেক করা যায়

বর্তমানে দেশে প্রতিটি বিদ্যমান সরকারি ও বেসরকারি টেলিকম কোম্পানি গ্রাহকদের কাছে সিম বিক্রি করার জন্য বায়োমেট্রিক পদ্ধতি নিয়ে এসেছে। এই পদ্দতিতে গ্রাহক নিজ নিজ NID নম্বর দিয়ে সহজেই জানতে পারেন নিজ নামে কতটি সিম কার্ড নিবন্ধন করা রয়েছে।

এজন্য একটি পদ্ধতি চালু করেছে। এখানে প্রতিটি মোবাইল টেলিকম অপারেটরের জন্য পদ্ধতি রয়েছে –

সিম রেজিস্ট্রেশন দেখার জন্য সকল অপারেটরের জন্য একটি সর্বসম্মত কোড রয়েছে এবং তা হচ্ছে *১৬০০১#।

সিম রেজিস্ট্রেশন চেক অনলাইন

  • তাই গ্রামীন সিম রেজিস্ট্রেশন চেক কোড হচ্ছে *১৬০০১#।
  • প্রথমেই আপনি আপনার নামে ব্যাবহার করা সিম থেকে এই কোড ডায়াল করুন, তারপর স্ক্রিনে একটি পপ-আপ আসবে।
  • NID (ভোটার আইডির) শেষ ৪টি সংখ্যা লিখুন। এন্টার টিপুন,
  • এবং পরবর্তীতে আপনি NID এর অধীনে নিবন্ধিত ফোন নম্বরগুলির তালিকা সম্বলিত একটি এসএমএস বার্তা পাবেন।

এখন এসএমএস টিতে আপনি জানতে পারবেন Nid দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে।

সকল নম্বরের অপারেটর কোড ও শেষ চারটি সংখ্যা আপনাকে এসএমএস এর মাধ্যমে জানানো হবে।

এছাড়াও আপনি সিম রেজিস্ট্রেশন কার নামে জানতে ব্যাবহার করুন।

গ্রামীন সিম রেজিস্ট্রেশন চেক

সিম কোড
সিম রেজিস্ট্রেশন চেক কোড*১৬০০*৩# অথবা *১৬০০*১#
জিপি রেজিস্ট্রেশন চেক” info ” লিখে 4949 নম্বরে সেন্ড করুন
রবি রেজিস্ট্রেশন চেক কোড*১৬০০*৩#
এয়ারটেল রেজিস্ট্রেশন চেক কোড*১২১*৪৪৪৪# অথবা *১৬০০*১#
বাংলালিংক রেজিস্ট্রেশন চেক কোড*১৬০০*২#
টেলিটক রেজিস্ট্রেশন চেক“info” লিখে ১৬০০ নম্বরে সেন্ড করুন
ALL সিম রেজিস্ট্রেশন কোড
  • সিমটি কোন নাম জানতে ডায়াল করুন *১৬০০*৩#
  • সিম রেজিস্ট্রেশনের তথ্য জানতে ডায়াল করুন *১৬০০*১#

রেজিস্ট্রেশন চেক অনলাইন

বন্ধুরা সিম রেজিস্ট্রেশন check অনলাইন পদ্দতি বলে কিছু নেই।

আপনাকে ডায়াল কোড অথবা এসএমএস পদ্দতি ব্যাবহার করে অনলাইনে সিম রেজিস্ট্রেশন দেখতে পাবেন।

রবি সিম রেজিস্ট্রেশন চেক

এখন রবি সিম ব্যবহারকারীরা তাদের নামে থাকা সিম সংখ্যা সম্পর্কে জানতে *১৬০০*৩# ডায়াল করুন। আপনার NID কার্ড ব্যবহার করে আপনি কতটি সিম নিবন্ধিত রয়েছে, সেই নম্বরগুলির একটি তালিকা প্রদর্শিত হবে আপনার কাছে।

আরো পড়ুনঃ

রবি ইন্টারনেট অফার ২০২৪

Banglalink minute offer 2024

অনলাইনে গ্রামীন সিম রেজিস্ট্রেশন চেক

আপনি যদি একজন গ্রামীণফোন ব্যবহারকারী হন, তাহলে মোবাইলের এসএমএস লেখার অপশানে গিয়ে ” info ” লিখে 4949 নম্বরে একটি এসএমএস সেন্ড করুন।

ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

ফিরতি এসএমএস এ আপনি জানতে পারবেন আপনার নামে নিবন্ধিত সিম সংখ্যা সম্পর্কে।

আপনি যদি অন্য ব্যক্তির নামে কি পরিমাণ সিম রয়েছে তা চেক করতে চান, তাহলে “Reg (spase) 17 ডিজিটের NID নম্বর” টাইপ করুন এবং এসএমএস টি সেন্ড করুন ৪৯৪৯ নম্বরে।

জিপি ইন্টারনেট অফার

এয়ারটেল সিম রেজিস্ট্রেশন দেখা

এয়ারটেল সিম ব্যাবহারকারীদের জন্য সিম নিবন্ধিত চেক পদ্দতি হচ্ছে *১২১*৪৪৪৪#।

আপনি যদি একটি ভিন্ন ব্যক্তির আইডি কার্ডে কি পরিমাণ সিম রয়েছে তা পরীক্ষা করতে চান, সর্বসম্মত *১৬০০০*১# কোড ব্যবহার করুন।

Airtel Minute Offer List & Pack Code

বাংলালিংক সিম রেজিস্ট্রেশন দেখার নিয়ম

একজন বাংলালিংক সিম ব্যবহারকারী জন্য NID CARD এ নিবন্ধিত ফোন নম্বর চেক করার জন্য USSD কোড হচ্ছে *১৬০০*২#।

ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

এছাড়াও আপনি বাংলালিংক সিম চেক করার জন্য আপনি সর্বসম্মত কোড *১৬০০১# ব্যবহার করতে পারেন।

টেলিটক সিম রেজিস্ট্রেশন দেখার নিয়ম

আপনি যদি টেলিটক ব্যবহারকারীদের জন্য

আপনি “info” টাইপ করুন।

এবং 1600 নম্বরে এসএমএস পাঠিয়ে দিন।

প্রাপ্ত এসএমএস থেকে আপনি আপনার nid নামে নিবন্ধিত সিম সংখ্যা সম্পর্কে জানতে পারবেন।

সিম রেজিস্ট্রেশন app কি?

মুলত বাংলাদেশে বর্তমানে সিম রেজিস্ট্রেশন করার জন্য বায়োমেট্রিক পদ্ধতিত ব্যাবহার করা হয়। তবে সাধারন গ্রাহক সিম রেজিস্ট্রেশন দেখার কোন app নেই।

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন check করতে আপনাকে এসএমএস পদ্দতি অথবা ডায়াল কোড ব্যাবহার করতে হবে।

আরও পড়ুনঃ

সিম রেজিস্ট্রেশন দেখার নিয়ম FAQS

নিজে ঘরে বসে সিম রেজিস্ট্রেশন দেখার নিয়ম হচ্ছে ussd code ডায়াল করা অথবা নির্দিষ্ট ত্রাম লিখে টেলিকম অপারেতরকে এসএমএস সেন্ড করুন।

Nid দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে কিভাবে জানবো?

আপনার Nid দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে করা হয়েছে জানতে *১৬০০১# ডায়াল করুন।

বাংলালিংক সিম রেজিস্ট্রেশন বাতিল করার নিয়ম কি?

বাংলালিংক সিম রেজিস্ট্রেশন বাতিল করার জন্য আপনাকে আপনার nid card নিয়ে বাংলালিংক কাস্টমার কেয়ারে ভিজিট করুন।

সিম রেজিস্ট্রেশন চেক কোড কত?

সকল টেলিকম অপারেটর সর্বসম্মত সিম রেজিস্ট্রেশন চেক কোড হচ্ছে *১৬০০১#। এছাড়াও সকল সিম কোম্পানির নিজ নিজ কিছু সিম রেজিস্ট্রেশন চেক পদ্দতি রয়েছে।

কিভাবে সিম রেজিস্ট্রেশন চেক করা যায়?

সিম রেজিস্ট্রেশন চেক করার জন্য *১৬০০১# ডায়াল কোড ব্যাবহার করুন।

উপসংহার,

আশা করি আপনি সিম রেজিস্ট্রেশন চেক কোড সম্পর্কে জানতে পেরেছেন। রবি সিম রেজিস্ট্রেশন করার নিয়ম সহ মোবাইল সিম রেজিস্ট্রেশন হওয়া নম্বর দেখার পদ্দতি সম্পর্কে এখানে আপনাদের জানানো হল।

In addition, মিনিট অফার, ইন্টারনেট অফার, এসএমএস অফার সম্পর্কে জানতে আমাদের টেলিকম ক্যাটাগরি পোস্টগুলি দেখুন।

আপনার নামে কত টি সিম রয়েছে সেই সম্পর্কে আপনার সকল প্রশ্নের উত্তর রয়েছে এখানে।

অনলাইনে ঘরে বসে টাকা ইনকাম, টেলিকম অফার, মোবাইল ব্যাংকিং সেবা অফার ও ইন্টারনেট থেকে সঠিক তথ্য পেতে আমাদের সাথে থাকুন।

জয়েন করুন আমাদের ফেসবুক পেজ। 

আরও পড়ুনঃ

রকেট একাউন্ট দেখার নিয়ম

বিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম

কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

Leave a Comment