আকিকার পশু জবাই করার দোয়া কি? আকিকার সঠিক দোয়া

সুপ্রিয় পাঠকবৃন্দ আপনারা অনেকেই আকিকার পশু জবাই করার দোয়া কি সে সম্পর্কে আমাদের কাছে জানার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমি আপনাদের মাঝে আকিকার পশু জবাই করার জন্য কোন দোয়া পাঠ করতে হয় সে সম্পর্কে জানাবো।  

এবং কি কারনে আকিকা দেয়া হয়ে থাকে সে সকল বিষয়গুলো আপনাদের সামনে বিস্তারিত তথ্য সহ তুলে ধরব।

আশা করছি আজকের এই আর্টিকেলটি আপনাদের খুবই ভাল লাগবে এবং আপনারা আকিকার দোয়া টি শিখে যাবেন। 

পুত্র সন্তান কিংবা কন্যা সন্তান সকল ক্ষেত্রেই আকিকা দেওয়ার প্রয়োজন হয়ে থাকে। এবং আমরা আকিকার উসিলায় পশু কোরবানি দিয়ে থাকে।

আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিটি কাজের জন্য আলাদা আলাদা দোয়া পড়ার নির্দেশ দিয়েছেন।

মনে রাখবেন আকিকার পশু আপনি যখন জবাই করবেন তখন অবশ্যই আপনাকে একটি দোয়া পাঠ করতে হবে।

আকিকার পশু জবাইয়ের নিয়ম ও দোয়া

আকিকার পশু জবাইয়ের নিয়ম ও দোয়া
আকিকার পশু জবাইয়ের নিয়ম ও দোয়া

আকিকা শব্দটি আরবি; এটি আরবি عَقٌّ শব্দ থেকে নির্গত; এর অর্থ হচ্ছে কাটা, পৃথক করা। পারিভাষিক অর্থে সপ্তম দিনে নবজাতক শিশুর মাথার চুল ফেলার সময় যবেহকৃত পশুকে আকিকা বলা হয়।

-আল-মুজামুল ওয়াসীত্ব।

আলা-হুম্মা মিনকা ওয়া লাকা, আক্বীক্বাতা ফুলান। বিসমিল্লা-হি ওয়াল্লাহু আকবার। এ সময় ‘ফুলান’-এর স্থলে বাচ্চার নাম বলা যাবে। 

আকিকার দোয়া হচ্ছে “আলা-হুম্মা মিনকা ওয়া লাকা, আক্বীক্বাতা ফুলান।”

(মুছান্নাফ ইবনু আবী শায়বাহ, আবু ইয়ালা, বায়হাকী ৯/৩০৪ পৃঃ; নায়ল ৬/২৬২ পৃঃ।)

মনে মনে নবজাতকের আকিকার নিয়ত করে মুখে কেবল ‘বিসমিল্লা-হি ওয়াল্লাহু আকবর’ বললেও চলবে।

এভাবে আপনারা নিজেদের শিশুর আকিকার পশু জবাই করবেন। মনে রাখবেন এখানে আমরা বাংলা ভাষায় আকিকার পশু জবাই করার আরবি দোয়া আপনাদের জানিয়েছি। তাই আপনারা গুগলে আকিকার পশু জবাই করার আরবি দোয়া খুঁজে নিজেদের মূল্যবান সময় নষ্ট করবেন না।

এবং আপনাদেরকে অবশ্যই একটি বিষয় মনে রাখতে হবে আপনাদের ক্রয় করা পশু টি অবশ্যই হালাল টাকায় হতে হবে।

অন্যথায় আপনারা পশু আকিকা করতে পারবেন কিন্তু উল্টো আপনাদের গুনাহ হবে।

আরও পড়ুনঃ

ফেসবুক পেজ থেকে কিভাবে টাকা আয় করা যায়?

টনসিল হলে কি কি খাওয়া যাবে না

গর্ভাবস্থায় কি কি সবজি খাওয়া যাবে না?

আকিকার পশু জবাইয়ের নিয়ম

আপনারা সবাই মনে রাখবেন কোরবানির পশু আমরা যেভাবে জবাই করে থাকি কিংবা যে নিয়মে করে থাকি সে সকল নিয়ম অনুসরণ করলেই আকিকা হবে। 

আকিকা করা সুন্নত। সাহাবী, তাবেঈ ও ফকীহ বিদ্বানগণ প্রায় সকলেই এতে একমত। হাসান বাছরী ও দাউদ যাহেরী একে ওয়াজিব বলেন। তবে আহলুর রায় (হানাফী) গণ একে সুন্নাত বলেন না।

কেননা এটি জাহেলী যুগে রেওয়াজ ছিল। কেউ বলেন, এটি তাদের কাছে ইচ্ছাধীন বিষয়।

(ইবনে কুদামা, আল-মুগনী ৩/৫৮৬; নায়ল ৬/২৬০ পৃঃ)

আকিকার ছাগল জবাই করার দোয়া

প্রিয় পাঠক প্রিয় পাঠক আকিকার পশু জবাই করার দোয়া এবং আকিকার ছাগল জবাই করার দোয়া একই, কেননা আকিকার জন্য আপনি যে কোন পশু জবাই করেন না কেন দোয়া পরিবর্তন হয় না।

তাই আপনারা বাচ্চার আকিকার জন্য মহিষ গরু ছাগল যেই পশু জবাই করেন না কেন উল্লেখিত আকিকার পশু জবাই করার দোয়া “আলা-হুম্মা মিনকা ওয়া লাকা, আক্বীক্বাতা ফুলান” পাট করবেন।

আরও পড়ুনঃ

আকাশ নীল দেখায় কেন?

চোখের নিচে কালো দাগ কেন হয়?

পাল বংশের প্রতিষ্ঠাতা কে?

আকিকার পশু জবাই করার দোয়া কি?

আকিকার দোয়া হচ্ছে আলা-হুম্মা মিনকা ওয়া লাকা, আক্বীক্বাতা ফুলান।

উপসংহার 

প্রিয় পাঠকগণ আজকে আমরা আলোচনা করেছি আকিকার পশু জবাই করার দোয়া এবং আকিকার পশু কিভাবে জবাই করতে হয় সেই নিয়ম সম্পর্কে।  

আশা করছি আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনারা আকিকা সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়েছেন।  

আপনাদের যদি আজকের এই আর্টিকেলটি ভালো লাগে অথবা আপনাদের কোন প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। 

গ্রাফিক্স ডিজাইনিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং ইত্যাদি অন্যান্য অনলাইন মাধ্যমে কাজগুলো শিখতে আমাদের ওয়েবসাইটের আর্টিকেল পড়তে পারেন। 

আমাদের ওয়েবসাইটে এসংক্রান্ত আর্টিকেল প্রকাশ করা হয়েছে। 

সেইসাথে আমাদের সকল পোস্টের আপডেট পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেইজে।

আরও পড়ুনঃ

সবচেয়ে বুদ্ধিমান পশু কোনটি?

ধনপতি সওদাগর কোন নগরের অধিবাসী ছিলেন?

অধিবাসী শব্দের অর্থ কি?

কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।

1 thought on “আকিকার পশু জবাই করার দোয়া কি? আকিকার সঠিক দোয়া”

Leave a Comment