পরীক্ষার জন্য অফিসে ছুটির আবেদন পত্র কিভাবে লিখতে হয়?

সুপ্রিয় পাঠকবৃন্দ পরীক্ষার জন্য অফিসে ছুটির আবেদন কিভাবে লিখতে হয় সেটি জানার জন্য আপনারা ইতিমধ্যে অনেকেই গুগলের মাধ্যমে সার্চ করেছেন। আজকের এয়ারটেলে আমরা জানবো কিভাবে কোন অফিসে ছুটির জন্য আবেদনপত্র লিখতে হয়।

মূলত কিভাবে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এই দরখাস্ত কিংবা আবেদনপত্রটি লিখবেন আমরা সে সম্পর্কেও আপনাদেরকে জানাবো। দরখাস্ত কিভাবে লিখতে হয় এবং দরখাস্ত লেখার নিয়ম সম্পর্কে আমাদের প্রাথমিক শিক্ষা দেখেই মোটামুটি ধারণা রয়েছে।

তবে আলাদা আলাদা ক্ষেত্রে আলাদা আলাদা দরখাস্ত লিখতে হয় এটি আমরা সকলে জানি। আপনার দরখাস্তের ভাষা এবং অক্ষর গুলো সুন্দর ভাবে গোছানো থাকতে হবে এটি আমাদের সকলেরই জানা।

পরীক্ষার জন্য অফিসে ছুটির আবেদন পত্রের নমুনা 

পরীক্ষার জন্য অফিসে ছুটির আবেদনপত্রের নমুনা
পরীক্ষার জন্য অফিসে ছুটির আবেদনপত্রের নমুনা 

ছুটির আবেদন

 অফিসে অনুপস্থির জন্য আবেদন

তারিখ:০২-১১-২২

বরাবর

ব্যবস্থাপক  পরিচালক

 [প্রতিষ্ঠানের নাম]

[প্রতিষ্ঠানের ঠিকানা]

বিষয়: অগ্রিম ছুটিরর  জন্য আবেদন।

জনাব,

বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী আপনার প্রতিষ্ঠানের (আপনার পদবী ও ডিপার্টমেন্টর নাম) হিসাবে কর্মরত আছি। আগামী (তারিখ)ইং  পরিক্ষা  অুনষ্ঠিত হবে। সুতরাং এ উপলক্ষ্যে আগাম  ( ছুটির শুরুর তারিখ) তারিখ  হতে (ছুটির শেষ তারিখ) তরিখ পর্যন্ত মোট [মোট ছুটির সংখ্যা] দিন পর্যন্ত ছুটির একান্ত প্রয়োজন।

অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন উপরোক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে মোট (মোট ছুটির সংখ্যা) দিনের নৈমিত্তিক ছুটি মঞ্জু করার আবেদন পেশ করছি।

বিনীত নিবেদক 

(আবেদনকারীর নাম)

ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

(পদবী:)

(প্রতিষ্ঠানের নাম)

(ঠিকানা)

অগ্রিম ছুটি চেয়ে অফিস থেকে পরীক্ষার জন্য ছুটির আবেদন

নমুনা

তারিখ: ০২-১১-২২

বরাবর,

অফিস কর্তৃপক্ষ 

……(প্রতিষ্ঠানের নাম)

ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

……(প্রতিষ্ঠানের ঠিকানা)

বিষয়:  পারিবারিক সমস্যা কারনে ছুটির জন্য আবেদন পত্র।

জনাব,

সম্মানের সথে জানাই যে , আমি আপনার অধীনস্থ একজন….(আপনার পদবী) । আমি গত অথবা আগামী ১৯/০২/২০২২ ইং হতে ৩০ /১০/১ ৯ ইং পর্যন্ত পারিবারিক সমস্যা কারনে অফিসে আসতে পারিনি অথবা পারবনা।

এতএব,মাহাদয়ের নিকট সবিনয় নিবেদন এই যে আমার ছুটি মঞ্জর করতে আপনার মার্জি হোক।

নিবেদক,

নাম:(নাজমুলু হোসেন)

.. কার্ড নং

…(পদবী)

.. শেখসন)

আরও পড়ুনঃ

অফিসিয়াল চিঠি লেখার নিয়ম

স্বশিক্ষা অর্জনে বই পড়ার গুরুত্ব

মুক্তিযুদ্ধের ৪ টি প্রয়োজনীয়তা

পরীক্ষার জন্য অফিসে ছুটির আবেদন FAQS

পরীক্ষার জন্য অফিসে ছুটির আবেদন কিভাবে লিখতে হয়?

আমরা স্বাভাবিক ভাবে যে নিয়মে আবেদন পত্র লিখে থাকি পরীক্ষার জন্য অফিসে ছুটির আবেদন পত্র ঠিক একই ভাবে লিখতে হয়।

উপসংহার 

প্রিয় পাঠকবৃন্দ পরীক্ষার জন্য অফিসে ছুটির আবেদনপত্র কিভাবে করতে হয় সে সম্পর্কে আজকের এই আর্টিকেলে আপনাদেরকে দুইটি নমুনা প্রদান করা হয়েছে।

আশা করছি আপনারা ছুটি কাটানোর পর অথবা অগ্রিম ছুটির জন্য কিভাবে আবেদন করবেন সে সম্পর্কে বিস্তারিত জেনে গিয়েছেন।

আপনাদের যদি আজকের এই আর্টিকেল সংক্রান্ত কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তাহলে সেটি আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না।

আমরা অনেকেই অনলাইন থেকে টাকা আয়ের সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জানার আগ্রহ প্রকাশ করে থাকি।

কিভাবে অনলাইন থেকে আয় শুরু করবেন এবং কোন উপায় অনলাইনে আয় করবেন সে সংক্রান্ত আর্টিকেলগুলো আমাদের ওয়েবসাইটে রয়েছে।

তাই অবশ্যই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এবং জয়েন করুন আমাদের ফেসবুক পেইজে

কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

Leave a Comment