Blogger Meaning In Bengali | ব্লগার কি করে Taka Income

Blogger Meaning In Bengali বিষয়ে আপনি জানেন কি? যখনি অনলাইনে ঘরে বসে টাকা ইনকাম করার কথা আসে, তখন আপনি ব্লগ (Blog) শব্দটির কথা শুনতে পাবেন, কারণ বর্তমান যুগ প্রযুক্তির যুগ, তাই এমন অনেকেই আছেন যারা ব্লগ তৈরি করে বা ব্লগিং করে টাকা আয় করছে।

কিন্তু এমন অনেকেই রয়েছেন ব্লগার অর্থ কী বা অনেকেই ব্লগ সম্পর্কে জানেন না এখানো। 

মূলত বর্তমানে অনলাইন থেকে টাকা ইনকাম করার জন্য ইন্টারনেট খুজলে আপনি বিভিন্ন ধরনের তথ্য খুঁজে পাবেন।

ভিন্ন ভিন্ন লোকেরা অনলাইনে টাকা আয় করার জন্য ভিন্ন ভিন্ন উপায় সম্পর্কে লোকেদের জানাচ্ছে। 

তাই ইন্টারনেট খুজলে আপনি অনেক ব্লগে ইউটিউব চ্যানেলে পাবেন যেখানে ব্লগ এবং ব্লগিং সম্পর্কে তথ্য রয়েছে, যারা ইন্টারনেট থেকে টাকা আয় করার উপায় সম্পর্কে আপনাদের জানাচ্ছে।

কিন্তু আপনি যদি ব্লগার অর্থ কী (Blogger Meaning In Bengali) এবং কীভাবে ব্লগিং করতে হয় সে সম্পর্কে না জানেন তবে আজ আমরা আপনাকে এই পোষ্টের মাধ্যমে বিস্তারিত তথ্য দেব। 

ব্লগ সম্পর্কে জানা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি যদি অনলাইনে টাকা আয় করার জন্য একটি উপায় খুঁজছেন যা ঘরে বসে হাজার হাজার এবং লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারে, তাহলে ব্লগ থেকে টাকা আয় সম্পর্কে সঠিক তথ্য আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 

তাই এই পোস্টটি আপনি মনোযোগ সহকারে পড়ুন কারণ আমরা আপনাকে ব্লগার অর্থ কি (Blogger Meaning In Bengali) সম্পর্কে বিস্তারিত বর্ননা করার পাশাপাশি কিভাবে ব্লগিং করতে হয় এবং কিভাবে হাজার এবং লক্ষ টাকা আয় করতে পারেন সে সম্পর্কে জানানোর চেষ্টা করেছি। 

Blogger Meaning In Bengali – ব্লগ কি এবং ব্লগার কি করে

Blogger Meaning In Bengali - ব্লগ কি এবং ব্লগার কি করে
Blogger Meaning In Bengali – ব্লগ কি এবং ব্লগার কি করে

সহজ ভাষায় বললে Blog Meaning হল আপনার চিন্তা, ভাবনা, জ্ঞান বা যেকোনো তথ্য লিখে ডিজিটাল মাধ্যমে মানুষের কাছে পৌঁছানো, এটি একটি ডায়েরির মতো যেখানে আপনি যা খুশি লিখতে পারেন। 

আরও পড়ুনঃ

বিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম

অনলাইনে টাকা ইনকাম করার উপায়

মূলত দুই ধরনের ব্লগ রয়েছে, একটি হচ্ছে পার্সোনাল ব্লগ, যেখানে ব্লগার শুধুমাত্র তার নিজের অনুভূতি, চিন্তাভাবনা এবং জীবনের অভিজ্ঞতা শেয়ার করার জন্য তৈরি করে থাকে।

এবং দ্বিতীয়ত যাদের উদ্দেশ্য ব্লগ তৈরি করে অর্থ উপার্জন করা এবং এর জন্য তারা বিভিন্ন ধরনের ব্লগ তৈরি করে এবং সেগুলোতে লোকেরা যে ধরনের তথ্য গুলো অনলাইনে খুঁজে থাকে ওই তথ্য গুলো সম্পর্কে জানানোর চেষ্টা করে থাকে। 

একটি ব্লগের জন্য ব্লগ পোস্ট গুলো যে লিখে থাকেন তাকেই ব্লগার বলা হয়।  

Digitaltuch.com এর মত ইন্টারনেটে প্রতিদিন হাজার হাজার ব্লগ তৈরি হয় নতুন, এটিও একটি বাংলা ব্লগ যেখানে আমি আপনাদের বাংলায় বিভিন্ন তথ্য শেয়ার করে থাকি।

এছাড়াও এই ব্লগে একটি পোস্ট পূর্বে প্রকাশ করেছে যেখানে বাংলা ব্লগে প্রতি ১ হাজার ভিজিটর আপনি কত টাকা আয় করতে পারবেন এই সম্পর্কে। 

যারা কম্পিউটার সম্পর্কে বেসিক জানেন, এমন প্রতিটি লোক একটি ব্লগ তৈরি করতে পারেন। তবে ব্লগ তৈরি করে টাকা আয় করার জন্য রেগুলার পোস্ট লিখা জরুরী।

তাই ব্লগ পোস্ট কিভাবে লিখতে হয় এবং ব্লগ পোস্টের মাধ্যমে কি কি উপায়ে টাকা আয় করা যায় এই বিষয়গুলো আপনার পরিষ্কার হওয়া জরুরী। 

আপনি যদি একটি ব্লগ তৈরি করে কাজ করার কথা চিন্তা করছেন, তাহলে আপনাকে এই ক্ষেত্রে ব্যবহৃত কিছু জিনিস সম্পর্কে ভালোভাবে জানতে হবে।

ব্লগ কত প্রকারের হয় ও কি কি

1. Micro niche Blog – যে ধরনের ব্লগে একটি নির্দিষ্ট বিষয়ের উপরে ওই বিষয় সম্পর্কে সকল তথ্য লিখা হয় তাকে মাইক্রো ব্লগ বলে।

2. Event Bloging (ইভেন্ট ব্লগিং) –  এই ধরনের ব্লগ কে আসন্ন উৎসব, ইভেন্ট ইত্যাদির উপর তৈরি করা হয় যাকে ইভেন্ট ব্লগিং বলা হয়।

3. Blogging ( ব্লগিং)- যে ব্যক্তি নিজের ব্লগ তৈরি করেন এবং সময়ে সময়ে ব্লগ পোস্ট লেখেন তাকে ব্লগিং বলে যা আপনি বারবার শুনে আসছেন। 

4. Blogger (ব্লগার)- যে ব্যক্তি একটি ব্লগ তৈরি করে তাতে রেগুলার কাজ করে তাকে বলা হয় ব্লগার। যিনি ব্লগটি সম্পূর্ণরূপে পরিচালনা করেন, অর্থাৎ একজন Blogger যিনি একটি ব্লগ তৈরি করে ব্লগিং করেন।

5. Blog Post (ব্লগ পোস্ট)- একটি ব্লগে লেখা আরটিকেল গুলিকে ব্লগ পোস্ট বা ব্লগ নিবন্ধ বলা হয়।

6. Blogger.Com- এটি Google এমন একটি প্ল্যাটফর্ম, যার সাহায্যে আপনি ফ্রি আপনার ব্লগ তৈরি করতে পারেন এবং আপনার ব্লগিং ক্যারিয়ার শুরু করতে পারেন।

আরও পড়ুনঃ

ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করবেন

YouTube Theke Taka Income

কিভাবে আপনি নিজের ফ্রি ব্লগ তৈরি করবেন

কিভাবে আপনি নিজের ফ্রি ব্লগ তৈরি করবেন
কিভাবে আপনি নিজের ফ্রি ব্লগ তৈরি করবেন

আপনার যদি ব্লগিং শুরু করার ইচ্ছা থাকে তবে প্রথমেই আপনি একটি ফ্রি ব্লগ তৈরি করে তাতে লেখালেখি শুরু করতে পারেন।  

একটি ফ্রি ব্লগ আপনার একটি Gmail অ্যাকাউন্ট থাকতে হবে, যার সাহায্যে আপনি গুগলের blogger.com একটি ফ্রি ব্লগ তৈরী করতে পারবেন। 

একটি ফ্রি ব্লগ তৈরি করার জন্য কি কি স্টেপ অনুসরণ করবেন তা নিন্মে আলোচনা করা হলো, যেই স্টেপ গুলো ফলো করার মাধ্যমে সহজেই আপনি একটি ফ্রি ব্লগ সাইট তৈরি করতে পারবেন। 

Blogger Meaning In Bengali ও ফ্রি ব্লগ তৈরি করার নিয়ম

Step-1 প্রথমে Blogger.Com এ ভিজিট করুন, এর জন্য ব্লগার লিঙ্কে ক্লিক করুন।

Step-2 Create Your Blog-এ ক্লিক করুন এবং আপনার Gmail অ্যাকাউন্টের সাহায্যে লগ ইন করুন।

Step-3 এখন আপনার ব্লগের নাম নির্বাচন করুন যার দ্বারা আপনি আপনার ব্লগটির নামকরন করতে ছান। 

Step-4 এখন আপনার ব্লগের ঠিকানা লিখুন যা একদম ইউনিক হয়, এটি আপনার ব্লগ নামের সাথে সম্পর্কিত যেমন digitaltuch24.blogspot.com.

তবে মনে রাখবেন সব সময় আপনি দেখছেন নামটি নাও পেতে পারেন তাই ব্লগ নামটি নির্বাচনে কিছুটা গুরুত্ব দিন। 

Step-5 আপনার ব্লগের ডিজাইনের জন্য ব্লগ থিম নির্বাচন করুন এবং Create Blog-এ ক্লিক করার পর আপনার ব্লগ তৈরি হয়ে যাবে। 

আরও পড়ুনঃ

ফ্লেক্সিলোড ব্যবসা করার নিয়ম

কিভাবে ব্লগার হওয়া যায়

এইভাবে আপনি মাত্র কয়েক মিনিটের মধ্যেই একটি ফ্রি ব্লগ তৈরী করতে পারবেন।

তবে গুগোল ব্লগস্পট ব্যবহার করে ফ্রি ব্লগ তৈরিতে বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে।

তবে কীভাবে একটি পেশাদার ফ্রি ব্লগ তৈরি করবেন সে সম্পর্কে জানতে আপনার এইপোস্ট পড়া উচিত।

আপনি যদি পেশাদার ভাবে ব্লগিং করতে চান তবে আপনাকে একটি ডোমেইন নেম ও একটি ওয়ার্ডপ্রেস হোস্টিং ক্রয় করতে হবে।

ব্লগ তৈরি করার নিয়ম বা ঊপায়

ওয়েবসাইট বা ব্লগ তৈরি করার জন্য যে শুধু Blogger.Com আছে তা নয়, গুগলে সার্চ করলে আপনি এমন অনেক প্লাটফর্ম আছে, যার সাহায্যে আপনি Blogger থেকে অনেক গুণ ভালো ব্লগ তৈরি করতে পারবেন এবং এর জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ওয়ার্ডপ্রেস কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম।

মোবাইল দিয়ে টাকা ইনকাম করার সহজ উপায়

তবে সকল প্লাটফর্মে আপনি বিনামূল্যে ব্লগ তৈরি করতে পারবেন না, এর জন্য আপনাকে Domain Name and Web hosting (ওয়েব হোস্টিং) কিনতে হবে এবং তারপরে আপনাকে আপনার ব্লগ তৈরি করতে হবে।

আপনি বিশ্বসেরা কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ওয়ার্ডপ্রেস জনপ্রিয়তা এমনভাবে অনুমান করতে পারেন যে আজ বিশ্বের বেশিরভাগ ব্লগ ওয়ার্ডপ্রেস ( ৮০%) দ্বারা তৈরি করা হয়।

যাইহোক, আরও অনেক প্ল্যাটফর্ম আছে যেগুলি ব্যাবহার করে আপনি একটি ব্লগ তৈরি করতে পারেন।

ব্লগ তৈরি করার প্ল্যাটফর্ম সমূহ – Blogger Meaning In Bengali

  • WordPress.org
  • Gator
  • WordPress.com
  • Blogger
  • Tumblr
  • Medium
  • Squarespace
  • Wix
  • Ghost

Blogging theke taka income – ব্লগিং করে টাকা আয় 

Blogger meaning in bengali পোস্টটি লেখার শুরুতেই আপনাকে আমরা বলেছিলাম যে একটি ব্লগ তৈরি করে আপনি প্রতিমাসে হাজার হাজার এবং লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন।

কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থে বলছি যে এটি এরকম না যে আজ আপনি একটি ব্লগ তৈরি করে ফেলেছেন, তারপর দিন থেকে আপনি টাকা ইনকাম করা শুরু করতে পারবেন।

বাংলাদেশ

Daily 500 Taka income Online

GP‌ ‌500‌ ‌Minute‌ ‌Offer‌ ‌|‌ ‌জিপি‌ ‌500‌ ‌মিনিট‌ ‌অফার‌

এজন্য আপনাকে সময় দিতে হবে আপনার ব্লগ সাইটে কনটেন্ট পাবলিস্ট করতে হবে।

আপনার ব্লগে ভিজিটর নিয়ে আসার জন্য আপনাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে তবেই আপনি ব্লগ থেকে টাকা আয় করতে পারবেন।

তবে আপনি দি মটিভেট হবেন না ব্লগ থেকে অনেকেই এখন অনেক ভালো পরিমাণ অর্থ উপার্জন করছে এবং ব্লগিং কে নিজেদের ক্যারিয়ার হিসেবে গঠন করেছে।

 ব্লগ থেকে টাকা আয়ের এর কিছু উপায় সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি, দেখুন। 

Google adsense theke taka income – ব্লগে গুগল এডসেন্স থেকে টাকা আয়

বন্ধুরা একটি ব্লগ থেকে টাকা আয় করার জন্য একটি মনিটাইজেশন পদ্ধতি বেছে নেয়া জরুরি।

গুগল এডসেন্স একাউন্ট এর মাধ্যমে গুগল থেকে ব্লগাররা টাকা আয় করতে পারেন।

Google AdSense একটি শক্তিশালী গুগল কর্তৃক প্রদান করা অ্যাড নেটওয়ার্ক। 

আপনার ব্লগে আপনি গুগল প্রদত্ত শর্ত গুলো মেনে চললে সহজেই গুগল এডসেন্স অ্যাপ্রুভাল পেতে পারেন।

আরও পড়ুনঃ

Google AdSense approval tips

টিকটক ভিডিও তৈরি করার নিয়ম

Robi bundle offer 30 Days

গুগোল অ্যাডসেন্সে অ্যাপ্রভাল পাওয়ার পর আপনার ব্লগে গুগোল বিজ্ঞাপন প্রদর্শন করার জন্য অনুমতি দেবে আপনি বিজ্ঞাপন থেকে টাকা আয় করতে পারবেন। 

গুগল এডসেন্স প্রায় বেশিরভাগ ব্লগারই ব্যবহার করে থাকেন তাদের ব্লগ থেকে টাকা আয় করার জন্য। 

মনে রাখবেন গুগল এডসেন্স থেকে টাকা আয় করার জন্য আপনার ব্লগে যত বেশি পরিমান ভিজিটর আসবে আপনার ব্লগ থেকে টাকা আয়ের সম্ভাবনা আরও বেশি থাকবে।

তাই গুগল এডসেন্স থেকে টাকা আয় করতে হলে অবশ্যই আপনার ব্লগে ট্রাফিক নিয়ে আসতে হবে। 

ব্লগে এফিলিয়েট মার্কেটিং করে টাকা ইনকাম

বন্ধুরা বর্তমানে ব্লগাররা গুগল এডসেন্স এর পাশাপাশি অনেক ব্লগারই এফিলিয়েট মার্কেটিং করে টাকা আয় করে থাকেন। 

প্রথমত আপনার জানা প্রয়োজন এফিলিয়েট মার্কেটিং কি এবং কেন দিনে দিনে এফিলিয়েট মার্কেটিং এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। 

এই Blogger Meaning In Bengali পোস্ট আপনাকে বলছি একটি ব্লগে গুগল এডসেন্স এবং এফিলিয়েট মার্কেটিং উভয় পদ্ধতি ব্যবহার করে টাকা আয় করা সম্ভব। 

বেশিরভাগ বড় ব্লগাররা ব্লগ থেকে অর্থ উপার্জন করতে এফিলিয়েট মার্কেটিং ব্যবহার করে থাকেন।

বিজ্ঞাপন থেকে টাকা আয় করার জন্য জনপ্রিয় প্ল্যাটফর্ম গুলোর একটি হচ্ছে গুগল এডসেন্স।

তবে এফিলিয়েট মার্কেটিং থেকে আয়ের করার জন্য হাজার হাজার প্ল্যাটফর্ম রয়েছে।

যার সাহায্যে আপনি আপনার ব্লগের ধরন অনুযায়ী আপনার নিজ রিলেটেড পণ্যকে প্রমোট করার মাধ্যমে সহজেই এফিলিয়েট মার্কেটিং থেকে প্রচুর পরিমাণ টাকা আয় করতে পারেন। 

Blog থেকে Digital Marketing করে টাকা ইনকাম 

বর্তমান ডিজিটাল ইন্টারনেটের যুগে আপনাকে অবশ্যই ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানতে হবে। 

ডিজিটাল মার্কেটিং থেকে টাকা আয় করার জন্য আপনার একটি ব্লগ বা ওয়েবসাইট থাকা জরুরি।

আপনি একটি সফল ব্লগ তৈরি করার পাশাপাশি ব্লগকে ব্যবহার করে আপনি ডিজিটালি ব্যবসা পরিচালনা করতে পারবেন।

এবং ডিজিটাল মার্কেটিং পদ্দতি ব্যাবহার করে ব্লগ থেকে ভালো পরিমাণ টাকা আয় করতে পারেন। 

ডিজিটাল মার্কেটিং পদ্ধতি ব্যবহার করে অনেকগুলো উপায় রয়েছে টাকা আয় করার.

এখন আপনার উপর নির্ভর করছে আপনি কি ধরনের পদ্ধতি অবলম্বন করে টাকা আয় করতে চাচ্ছেন।

যেমন কিছু ব্লগার রয়েছেন যারা তাদের সফল ব্লগটি লোকেদের দেখিয়ে একটি ব্লগ তৈরি করার নিয়ম সম্পর্কে course তৈরি করেন.

এবং যা নিজস্ব ব্লগ এর মাধ্যমে বিক্রি করে অর্থ উপার্জন করে থাকেন।  

এছাড়াও আপনি আপনার ব্লগে বিভিন্ন সেবামূলক service বিক্রি করার মাধ্যমে টাকা আয় করতে পারেন। 

প্রো ব্লগারদের অনুসরন করলে আপনি আরও কিছু টাকা টাকা আয় করার উপায় খুজে পাবেন।

তাই দেরি না করে নিজেই ওয়েবসাইট তৈরি করুন।

এবং টাকা আয় শুরু করুন।

আরও পড়ুনঃ

ব্লগ লিখে আয় করার উপায়

ব্লগ সাইট সম্পর্কে কিছু কথা – Blogger Meaning In Bengali

How to create a blog in Bengali?

একটি ব্লগ তৈরি করার জন্য প্রথমেই আপনার পছন্দের একটি বিষয় নির্বাচন করুন। তারপরে একটি ডোমেইন নেম নির্বাচন করুন। ফ্রী ব্লগ তৈরি করতে চাইলে গুগল ব্লগস্পট ব্যবহার করুন। তবে ব্লগারদের সবচেয়ে জনপ্রিয় ব্লগিং প্ল্যাটফর্ম হচ্ছে ওয়ার্ডপ্রেস।

কিভাবে ব্লগ তৈরী করব?

ব্লগ তৈরি করার জন্য প্রথমে একটি বিষয় পছন্দ করুন যে বিষয়ে আপনি ব্লগ তৈরি করতে চাচ্ছেন। তারপর একটি ডোমেইন এবং হোস্টিং ক্রয় করে সহজেই একটি নতুন ব্লগ চালু করতে পারেন।

ওয়েবসাইট খোলার নিয়ম?

ওয়েবসাইট খোলার নিয়ম হচ্ছে আপনাকে কম্পিউটার চালানো সম্পর্কে বেসিক জানা থকতে হবে।

উপসংহার, 

আশা করি আপনি Blogger Meaning In Bengali সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।

ব্লগ বা ওয়েবসাইট খোলার নিয়ম সম্পর্কে আরো জানার থাকলে আপনি আমাদের কমেন্ট করে জানান।

ইন্টারনেট জগতের টাকা আয় করার উপায় গুলি সম্পর্কে জানতে রেগুলার আমাদের ওয়েব সাইটটি ভিজিট করুন।

ওয়েবসাইট কিভাবে বানাবো এই সম্পর্কে জানতে পোস্ট পড়ুন।

এবং জয়েন করুন আমাদের ফেসবুক পেইজে।

কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।

Leave a Comment