প্রিয় পাঠকবৃন্দ বিপিএল ২০২৩ পয়েন্ট টেবিল দেখতে আপনারা অনেকেই গুগলের মাধ্যমে সার্চ করে থাকেন। আজকের এই গুরুত্বপূর্ণ আর্টিকেলে বিপিএল পয়েন্ট টেবিল ২০২৩ সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব।
সর্বমোট ৭ টি দল নিয়ে আবারো শুরু হয়েছে বিপিএল এর এবারের আসর। ইতিমধ্যেই ০৬ জানুয়ারি থেকে বিপিএলের নবম আসরটি শুরু হয়ে গিয়েছে। দেশি প্লেয়ারদের পাশাপাশি এবারও বিদেশি প্লেয়ার গুলো কে কিনে নিয়েছে ফ্র্যাঞ্চাইজি দলগুলো।
কেমন হতে চলেছে এবারের বিপিএল ম্যাচ গুলো এবং পয়েন্ট টেবিলে কারা এগিয়ে আছে সেই সম্পর্কে জানার আগ্রহ আপনাদের বরাবরই রয়েছে। তাই আজকের এই গুরুত্বপূর্ণ আর্টিকেলে বিপিএল ২০২৩ পয়েন্ট টেবিল আপনাদের সামনে উল্লেখ করব।
সেরা চার দল কোয়ালিফাই করবে এবং দুই দলের ফাইনাল দিয়ে শেষ হবে এবারের বিপিএল ২০২৩। চলুন দেখে নিই পয়েন্ট টেবিল এখনো পর্যন্ত কারা উপরে রয়েছে।
Content Summary
বিপিএল পয়েন্ট টেবিল 2023 | BPL Point Table 2023
বারের বিপিএলে সাতটি দলের অংশগ্রহণে সর্বমোট ৪৬ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। চলুন দেখে নেই এবারের বিপিএলের পয়েন্ট টেবিল।
বিপিএল ২০২৩ এর পয়েন্ট টেবিলে প্রত্যেক ম্যাচে জয়ের জন্য যোগ হয় ২ পয়েন্ট করে।
কোন কারনে ম্যাচ ড্রা বা পরিতাক্ত হলে সেক্ষেত্রে পয়েন্ট ভাগাভাগি করে উভায় দলের সাথে যোগ হয় ১ পয়েন্ট করে।
বি পি এল পয়েন্ট টেবিল তালিকা ২০২৩
নং- | গ্রহণকারী দল | ম্যাচ | জয় | হার | ড্র | নেট রানরেট | পয়েন্ট |
1 | সিলেট স্ট্রাইকার্স (Q) | 12 | 9 | 3 | 0 | +0.737 | 18 |
2 | কুমিল্লা ভিক্টোরিয়ান্স (Q) | 12 | 9 | 3 | 0 | +0.723 | 18 |
3 | রংপুর রাইডার্স (Q) | 12 | 8 | 4 | 0 | +0.165 | 16 |
4 | ফরচুন বরিশাল (Q) | 12 | 7 | 5 | 0 | +0.542 | 14 |
5 | খুলনা স্ট্রাইকার্স | 12 | 3 | 9 | 0 | -0.534 | 6 |
6 | ঢাকা ডমিনেটর | 12 | 3 | 9 | 0 | -0.776 | 6 |
7 | চট্টগ্রাম চ্যালেঞ্জার্স | 12 | 3 | 9 | 0 | -0.872 | 6 |
আরও পড়ুন–
বিপিএল খেলা লাইভ দেখার উপায়
বিপিএল ২০২৩ নবম আসর শুরু হতে যাচ্ছে ৬ জানুয়ারি থেকে।
এরি মধ্যে বাংলাদেশ থেকে বিপিলের লাইভ ম্যাচ গুলো দেখা যাবে দুইটি চ্যানেল গাজী টিভি ও টি স্পোর্টস থেকে।
এছাড়া বিভিন্ন দেশ থেকে বিপিএল এর লাইভ ম্যাচ দেখার উপায় নিচে দেওয়া হলো।
দেশ | টিভি চ্যানেল / অ্যাপস |
বাংলাদেশ | গাজী টিভি, টি স্পোর্টস |
ভারত | ফ্যান কোড |
পাকিস্থান, আফগানিস্থান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ | Rabbitholebd Prime |
ইংল্যান্ড | BT Sport |
ওয়েস্ট ইন্ডিজ | Flow Sports |
যুক্তরাষ্ট্র | Hotster US |
কানাডা | Hotster Canada |
আয়ারল্যান্ড | BT Sport |
বিপিএল পয়েন্ট টেবিল ২০২৩
এবার পয়েন্ট টেবিলের সকল নিয়ম কানুন গুলো আপনাদের জন্য বিস্তারিত জানানো হলো। প্রতি ম্যাচের জন্য বিজয়ী দলকে ২ পয়েন্ট করে দেয়া হবে।
এক্ষেত্রে যদি অনবরত কোন কারনে ম্যাচটি সম্পন্ন না হয় তাহলে ম্যাচ পরিত্যক্ত বা ড্র ঘোষিত হবে।
এক্ষেত্রে বিপিএল পয়েন্ট টেবিল এর মধ্যে যে দুই দলের ম্যাচ পরিত্যক্ত কিংবা ড্র ঘোষণা করা হবে তাদের এক পয়েন্ট করে দেয়া হবে।
সর্ব মোট সাতটি দলের মধ্যে চারটি দল কোয়ালিফাই খেলবে। এক্ষেত্রেও আগের নিয়মে খেলাটি অনুসরণ করা হবে।
কোয়ালিফায়ার-১ এর মধ্যে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল এর মাঝে অনুষ্ঠিত হবে। এবং এলিমিনেটর ম্যাচের মধ্যে পয়েন্ট টেবিলের ৩ এবং ৪ নম্বর দল খেলবে।
কোয়ালিফায়ার-১ এর বিজয় দল সরাসরি ফাইনালে চলে যাবে এবং পরাজিত দলের সাথে এলিমিনেটর বিজয় দলের মোকাবেলা হবে।
তবে এলিমিনেটর হারা দল সরাসরি টুর্নামেন্টের বাইরে চলে যাবে। কোয়ালিফায়ার-১ পরাজিত দল এবং এলিমিনেটর জয়ী দল খেলবে কোয়ালিফায়ার-২।
সে ম্যাচে যারা জিতবে তাদের সাথে কোয়ালিফায়ার-১ বিজয়ী দলের ফাইনাল অনুষ্ঠিত হবে।
বিপিএলে কে কোন দলের অধিনায়ক
সাতটি দলের অধিনায়ক ইতিমধ্যেই বিপিএল এর ট্রফির উন্মোচন করেছেন।
এবারের বিপিএলে বেশিরভাগ অধিনায়ক এর মুখই নতুন। যদি পুরাতন অধিনায়কদের খুঁজতে হয় তাহলে মাশরাফি এবং ইমরুল কায়েস ব্যতীত আর কেউই এবারের ট্রফি উন্মোচনে ছিলে না।
তবে খেলার মাঝ পথ থেকে ফরচুন বরিশালের অধিনায়কত্ব গ্রহণ করেন সাকিব আল হাসান।
তবে ট্রাকে উন্মোচন এর সময় ফরচুন বরিশালের হয়ে অধিনায়কের দায়িত্বে ছিলেন মেহেদী হাসান মিরাজ। চলুন দেখে নেই কে কোন দলের অধিনায়ক।
দল | অধিনায়ক |
ঢাকা ডমিনেটর্স | নাসির হোসেন |
সিলেট স্ট্রাইকার্স | মাশরাফি বিন মর্তুজা |
রংপুর রাইডার্স | নুরুল হাসান সোহান |
ফরচুন বরিশাল | সাকিব আল হাসান |
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স | শুভাগত হোম |
খুলনা স্ট্রাইকার্স | ইয়াসির আলী রাব্বি |
কুমিল্লা ভিক্টোরিয়ান্স | ইমরুল কায়েস |
আরও পড়ুনঃ
আইপিএলে সবচেয়ে দামি প্লেয়ার কে ২০২৩
বিপিএল ২০২৩ পয়েন্ট টেবিল FAQS
পয়েন্ট টেবিলে থাকা প্রথম ৪ দল যাবে কোয়ালিফায়ারে।
০৭ টি দল নিয়ে বিপিএল ২০২৩ অনুষ্ঠিত হবে।
৬ জনুয়ারি ২০২৩ তারিখে বিপিএল ২০২৩ শুরু হয়েছে।
সর্বশেষ ২০২২ বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
বিপিএলের বর্তমান রানারআপ দলের নাম কি ফরচুন বরিশাল।
উপসংহার
সুপ্রিয় পাঠকবৃন্দ বিপিএল ২০২৩ পয়েন্ট টেবিল আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনাদেরকে প্রদান করা হয়েছে।
আশা করছি আজকের এই আর্টিকেলটি আপনাদের ভালো লাগবে এবং আপনারা বিপিএল এর পয়েন্ট টেবিল ২০২৩ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
আপনার যদি আজকেই আর্টিকেল সংক্রান্ত কোন প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান।
এছাড়াও খেলাধুলা বিষয়ক যেকোন আর্টিকেল এবং অনলাইন থেকে আয় সংক্রান্ত আর্টিকেলগুলো করতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
সব সময় সকল বিষয়গুলো গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়েছে আমাদের আর্টিকেল গুলোর মাধ্যমে।
তাই অবশ্যই আমাদের ফেসবুক পেইজে জয়েন করে আমাদের পাশেই থাকুন।
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।