বাংলা মাসের কত তারিখ আজ বা আজকের বাংলা তারিখ এ সম্পর্কে জানতে এখন অনেকেই গুগল সার্চ করে থাকেন। বাংলা তারিখ থেকে ইংরেজি তারিখ বের করার নিয়ম সম্পর্কে জানতে পারবেন এখানে।
বর্তমানে ইংরেজি তারিখ ব্যবহারের অধিক প্রচলন হলেও আমাদের নিজস্ব ভাষা অর্থাৎ বাংলাতে দিন তারিখ মাস হিসাবের প্রয়োজনীয়তাও কোনও অংশে কম না।
প্রায় প্রতিনিয়ত বাংলা তারিখ মাস দিন আমাদের জানার দরকার পরে। এজন্য আমাদের জানতে হবে বাংলা মাসের কত তারিখ আজ বের করা। বিভিন্ন ভাবে আপনি নিজ থেকেই দিন তারিখ হিসেব করতে পারবেন।
বাংলা মাসের কত তারিখ আজ এই প্রশ্ন একবারের জন্য হলেও করেন নাই এমন লোক নাই বললেই চলে।
আর বাংলা দিন হিসাব তো সবাই করে থাকে। দিন হিসাব করা মানুষের মনে প্রশ্ন জাগে এরকম যে আজকে কি বার বা আজকে সপ্তাহের কি দিন।
আজকের এই আর্টিকেলের মাধমে জানবো, বাংলা মাসের কত তারিখ আজ অর্থাৎ, বাংলা তারিখ দিন বের করার সিস্টেম সম্পর্কে।
চলুন জেনে নেওয়া যাক কিভাবে বের করবেন বাংলা মাসের কত তারিখ আজ।
Contents In Brief
আজকে বাংলা কত তারিখ । বাংলা তারিখ হিসাব
এখন বাংলা ১৪২৯ বঙ্গাব্দ চলমান। সেই অনুযায়ী আজকে বাংলা ২৮ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ।
কিভাবে প্রতিদিনের বাংলা তারিখ বের করবেন এই নিয়ে আপনার কোনো ধারণা নেই? চিন্তার কোনো কারণ নেই। আপনি খুব সহজেই বাংলা তারিখ বের করতে পারবেন মুহূর্তের মধ্যে।
এজন্য আপনাকে নিচে আলোচনা করার যেকোনো একটি নিয়মে বাংলা তারিখ বছর বের করতে হবে।
২৮শে জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ, ১৪ই জুন, ২০২২ খ্রিস্টাব্দ , মঙ্গলবার, গ্রীষ্মকাল
এই তারিখে হচ্ছে আমরা যেই তারিখে পোস্ট লিখেছিলাম ঠিক ঐ তারিখের। তবে এই পোস্টে আমরা বাংলা তারিখ থেকে ইংরেজি তারিখ বের করার নিয়ম সম্পর্কে বিস্তারিত আপনাদের জানাবো।
এবার সেই কাঙ্ক্ষিত কয়েক ভাবে বাংলা তারিখ বের করার উপায় সম্পর্কে জেনে নেওয়া যাক, যার মাধ্যমে আপনি মুহূর্তের মধ্যে বাংলা তারিখ, দিন, মাস, বছর বের করতে পারবেন।
ইংরেজি তারিখ জানেন অথচ বাংলা তারিখ বের করতে পারছেন না।
চলুন জেনে নেওয়া যাক ইংরেজি তারিখ ব্যবহার করে বাংলা তারিখ বের করার উপায় সম্পর্কে।
ইংরেজি তারিখ মাস এবং বছর থেকে বাংলা তারিখ মাস এবং বছর বের করার উপায়
বাংলা তারিখ বের করার জন্য আমাদের প্রথমে বাংলা বছর বের করতে হবে। আমরা জানি বাংলাআ সাল শুরু হয়েছে ৫৯৪ বঙ্গাব্দ থেকে।
সেই দিকের হিসেব থেকে আমরা ইংরেজি বছর থেকে ৫৯৩ বাদ দিলে বাংলা বছর পাবো।
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।
সেই দিক থেকে এখন ইংরেজি ২০২৩ সাল চলমান। ২০২৩ থেকে ৫৯৩ বছর বাদ দিলে ১৪২৯ হয়।
অর্থাৎ এখন বাংলা ১৪২৯ বঙ্গাব্দ চলমান। এবার তারিখ বের করার নিয়ম শেখা যাক।
তারিখ বের করার জন্য আপনাকে একটি কোড মনে রাখতে হবে। কোডটি বারো সংখ্যার। এই ১২ টি সংখ্যা দ্বারা মূলত ইংরেজি মাস এবং বাংলা মাসের প্রতিটি মাসের প্রথম তারিখ বোঝায়। কোডটি হলো ৪৫৫ ৬৬৬৬ ৫৫ ৪৩৫।
আজ বাংলা মাসের কত তারিখ জানার কোড হচ্ছে ৪৫৫ ৬৬৬৬ ৫৫ ৪৩৫।
ইংরেজি তারিখ থেকে বাংলা তারিখ বের করার উপায়
চলুন উদাহরণস্বরূপ আজকের ইংরেজি তারিখ ব্যবহার করে বাংলা তারিখ বের করে দেখা যাক।
আমরা ইতিমধ্যে চলমান ইংরেজি সাল থেকে ৫৯৩ বাদ দিয়ে বর্তমান বাংলা সাল বের করেছি।
অর্থাৎ আমাদের বাংলা চলমান বাংলা সাল ১৪২৯ বঙ্গাব্দ।
জুন মাসের ১৪ তারিখ অর্থাৎ, জ্যৈষ্ঠ মাসের ২৯ তারিখ। সুতরাং, ১২ সংখ্যার কোড অনুযায়ী ১৪ জুন বাংলা জ্যৈষ্ঠ মাসের ২৯ তারিখ।
অবশেষে কোড ব্যবহার করে আমরা আজ অর্থাৎ ১৪ জুন ২০২৩ ইংরেজি তারিখ ব্যবহার করে নিয়ম অনুযায়ী হিসাব করে বাংলা তারিখ পেলাম ২৯ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ।
ক্যালেন্ডার থেকে বাংলা তারিখ দেখার উপায় । বাংলা মাসের কত তারিখ আজ
বাংলা তারিখ দেখার সবচেয়ে সহজ এবং বেশি ব্যবহৃত উপায় হলো ক্যালেন্ডারের সাহায্যে তারিখ দেখা।
আগেকার দিনে বাংলা মাসের কত তারিখ আজ তা বের করতে ক্যালেন্ডার ব্যবহার হত সবচেয়ে বেশি।
কিন্তু বর্তমান সময়ে ইংরেজি তারিখ ব্যবহার বৃদ্ধির কারণে বাংলা ক্যালেন্ডার আর তেমন প্রচলিত হয় না বললেই চলে।
তবে আশার কথা হচ্ছে এখন ইংরেজি ক্যালেন্ডারে বাংলা তারিখ যুক্ত করা থাকে। ইংরেজি ক্যালেন্ডারের ভালো করে খেয়াল করলে দেখবেন ইংরেজি তারিখের নিচে ছোট করে বাংলা তারিখ এবং মাসের নাম লেখা থাকে একই ক্যালেন্ডারে।
অর্থাৎ এক ক্যালেন্ডারে দুই ধরনের হিসাব থাকায় এটি দেখতে শুনতে বুঝতে খুব খুব খুবই সহজ একটি বিষয়।
কিন্তু একটা সমস্যা থেকেই যায়। ধরেন আপনার বাসায় ক্যালেন্ডার নাই। আবার আপনি ১২ টি কোড ব্যবহার করে বাংলা তারিখ বের করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না বা বুঝতে পারেন না ঠিকঠাক।
তাহলে উপায় কি বাংলা মাসের কত তারিখ তা দেখার উপায় ? চলুন জেনে নেওযা যাক হাতের স্মার্ট মোবাইল দিয়ে গুগলের সাহায্য নিয়ে কিভাবে বাংলা মাসের কত তারিখ আজ তা বের করার উপায়।
গুগল থেকে বাংলা তারিখ বের করার উপায়। বাংলা মাসের কত তারিখ আজ
বর্তমান আধুনিক বিশ্বে রাজত্ত করছে সার্চ ইঞ্জিন কোম্পানি গুগল। গুগলে কি না আছে। আপনার বাসায় কি আছে না আছে স্বাভাবিক ভাবে ষে খোঁজ ও এক কোথায় গুগল রাখে বলে বলা হয়।
গুগলে বিভিন্ন ওয়েবসাইটে দেওয়া থাকে বাংলা ক্যালেন্ডার সম্পর্কে।
এখন আপনি আমাদের এই লেখাটি পড়ছেন এটিও গুগলের একটি ওয়েবসাইট থেকে পড়ছেন নিশ্চয়ই।
বাংলা দিন তারিখ মাস বছর নিয়ে কাজ করা ওয়েবসাইটের সংখ্যা হাজার হাজার। আপনি আপনার স্মার্ট মোবাইল থেকে গুগল গিয়ে “ বাংলা মাসের কত তারিখ আজ “ লিখে সার্চ দিলেই গুগল আপনাকে দেখাবে বাংলা মাসের কত তারিখ আজ।
এভাবে আপনি সবথেকে সহজে বাংলা তারিখ সম্পর্কে জানতে পারেন।
আরও এক জনপ্রিয় উপায় আপনি বাংলা ক্যালেন্ডার পেতে পারেন হাতের মুঠোয়।
চলুন আরও একটি সব থেকে সহজ উপায়ে বাংলা ক্যালেন্ডারের সন্ধ্যান দিয়ে দিচ্ছি আপনাদের।
আরও পড়ুনঃ
পদ্মা সেতুর টোল তালিকা ২০২৩ | পদ্মা সেতু টোল রেট বিস্তারিত
সুন্দর প্রোফাইল পিকচার ডাউনলোড | ছেলেদের ও মেয়েদের জন্য পিক
মোবাইল সফটওয়ার ব্যবহার করে বাংলা ক্যালেন্ডার । বাংলা মাসের কত তারিখ আজ
নিশ্চয়ই আপনি এই যুগে এসে স্মার্ট মোবাইল সার্ভিসের বাহিরে নাহ।
আর স্মার্ট মোবাইল ব্যবহার করেন নিশ্চয়ই আপনার মোবাইলে গুগল প্লে স্টোর আছে।
গুগল প্লে স্টোরে গিয়ে বাংলা ক্যালেন্ডার ২০২৩ অথবা বাংলা ক্যালেন্ডার ১৪২৯ বঙ্গাব্দ লিখে সার্চ করলে সব ধরনের বাংলা ক্যালেন্ডার সফটওয়ার আপনার সামনে দেখান হবে।
সেখান থেকে প্রথম দিকের যেকোনো একটি আপনি আপনার মোবাইলে ডাউনলোড করে নিবেন।
এরপর মোবাইল থেকে আপনি চখের পলকেই বাংলা দিন তারিখ মাস বছর দেখতে পাবেন।
বলে রাখা ভালো আপনার গুগল একাউন্টে আপনার ইমেইল লগইন করা না থাকলে সেটি করে নেওয়া লাগতে পারে।
Date of Bengali month today – ইংরেজি তারিখ থেকে বাংলা তারিখ
আশা করি আপনি আমাদের দেখানো পদ্ধতি অনুসরণ করে ইংরেজি তারিখ থেকে বাংলা তারিখ বের করতে সক্ষম হয়েছেন।
মূলত প্রতিদিন পোস্ট আপডেট করে তারিখ পরিবর্তন করা সম্ভব নয় বলে আমরা আপনাদের কিছু পদ্ধতি জানিয়েছি যে পদ্ধতি গুলো অনুসরণ করে আপনি সহজেই ইংরেজি তারিখ জানা থাকলে বাংলা তারিখ বের করতে পারবেন।
আরও পড়ুনঃ
বিদায় অনুষ্ঠানের বক্তব্য pdf । Farewell speech in Bangla
Broken Heart Bangla sad SMS বাংলা
কাতার বিশ্বকাপ বাছাই পর্ব পয়েন্ট টেবিল
সহজে বাংলা তারিখ থেকে ইংরেজি তারিখ বের করার নিয়ম হচ্চে সূত্র ব্যাবহার করা।
আজ বাংলা মাসের কত তারিখ জানার কোড হচ্ছে ৪৫৫ ৬৬৬৬ ৫৫ ৪৩৫। আপনি যদি ইংরেজি তারিখ থেকে বাংলা তারিখ বের করার এই সূত্র জানেন তবে আপনি সঠিক ভাবে বাংলা তারিখ নির্ধারণ করতে পারবেন।
উপসংহার
আজকের পোষ্টের মাধ্যমে আমরা জানতে চেষ্টা করেছি বাংলা মাসের কত তারিখ আজ এ বিষয়ে বিস্তারিত।
আজকের এই পোষ্টের মাধ্যমে আমরা ইংরেজি তারিখ ব্যবহার করে বাংলা দিন তারিখ মাস ব্যবহার শিখেছি।
আশা করছি, সম্পূর্ণ পোস্টটি পড়ার পর আপনি সথিকভাবেই সবকিছু বুঝতে পারছেন।
জানতে পারছেন বাংলা মাসেত কত তারিখ আজ। এ বিষয়ে আর কোনো দ্বিধা বা অজ্ঞতা থাকবে না।
সব বিষয়ে নিত্য নতুন আর্টিকেল পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।
আমরা আপনাদেরকে আপনাদের সুবিধার্থে –
টেলিকম অফার, ইন্টারনেট অফার এবং ব্লগিং টিপস সহ নানান ধরনের গুরুত্বপূর্ণ আর্টিকেলগুলো প্রদান করে থাকি।
জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
আরও পড়ুনঃ
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।