ফেব্রুয়ারি মাসের দিবস সমূহ সম্পর্কে জেনে নিন

ফেব্রুয়ারি মাসের দিবস সমূহ সম্পর্কে আপনি জানেন কি? ফেব্রুয়ারী মাস বাংলা ভাষাভাষীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাস। কেননা এই মাসেই ভাষার জন্য রক্ত দিয়েছে বীর বাঙালিরা। সেই সাথে আন্তর্জাতিক অনেক দিবসই রয়েছে এই দিনে। ফেব্রুয়ারী মাসের বিভিন্ন দিবস সমূহ সম্পর্কে জেনে নিন এই পোস্টের মাধ্যমে।

মুলভাবঃ- এই পোস্ট থেকে আমরা জানবো ফেব্রুয়ারী মাসের বিভিন্ন দিবস ২০২৩, এর ফেব্রুয়ারী মাসের ডে সমূহ ২০২৩, ভালোবাসার সপ্তাহের ডে সমূহ সম্পর্কে।

সম্প্রসারন- মানব সভ্যতার এই যুগে মানুষ অনেক সামাজিকতার মধ্যে দিয়ে জীবন ধারন করে। আর সমাজের নানান ফর্মালিটি মেইনটেইন করে আমাদের বিনোদনের জন্য এবং বিভিন্ন স্মৃতি স্মরণে আমরা অনেকগুলো দিনকে একটা বিশেষ বিশেষ মর্যাদা দিয়ে নানান দিবস পালন বা উদযাপন করে থাকি।

Content Summary

ফেব্রুয়ারি মাসের দিবস সমূহ কি কি? – ফেব্রুয়ারী মাসের দিবসের তালিকা

ফেব্রুয়ারি মাসের দিবস সমূহ বা ফেব্রুয়ারী মাসের দিবসের তালিকা
ফেব্রুয়ারি মাসের দিবস সমূহ বা ফেব্রুয়ারী মাসের দিবসের তালিকা

বছরের ১২ মাসের মধ্যে অন্যান্য সকল মাসের তূলনায় ফেব্রুয়ারী মাসের দিবস সংখ্যা অনেক বেশি।

আপনারা জানেন কি? আমাদের বাংলাদেশে এবং আন্তর্জাতিক ভাবে এই মাসে অনেকগুলো দিবস রয়েছে এবং এই দিবসগুলোর অনেক তাৎপর্য ও রয়েছে।

চলুন জেনে নেই ফেব্রুয়ারী মাসে বাংলাদেশে এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে যেই দিবসগুলো উদযাপন করা হয়।

ফেব্রুয়ারী মাসের দিবস সমূহ ২০২৩ বাংলাদেশের নিজস্ব দিবসগুলো কি কি?

উত্তরঃ ফেব্রুয়ারি মাসে শুধু বাংলাদেশের ভৌগোলিক অবস্থানে উদযাপন করা হয় এমন দিবসগুলো হচ্ছে –

ক) ২ই ফেব্রুয়ারী – জাতীয় জনসংখ্যা দিবস
খ) ৫ই ফেব্রুয়ারী – জাতীয় গ্রন্থাগার দিবস
গ) ১৪ই ফেব্রুয়ারী – সুন্দরবন দিবস
ঘ) ২৭শে ফেব্রুয়ারী – জাতীয় পরিসংখ্যান দিবস
ঙ) ২৮শে ফেব্রুয়ারী – জাতীয় ডায়াবেটিস সচেতনতা দিবস।

বিশ্ব ভালোবাসা দিবস বা ভালোবাসার সপ্তাহ বলা হয় কোনটিকে?

বিশ্ব ভালোবাসা দিবস বা ভালোবাসার সপ্তাহ
বিশ্ব ভালোবাসা দিবস বা ভালোবাসার সপ্তাহ

৭ই ফেব্রুয়ারী থেকে ১৪ই ফেব্রুয়ারী পর্যন্ত দিনগুলোকে ভালোবাসার সপ্তাহ বলা হয়।

বিশ্ব ভালোবাসা দিবসের পূর্বে সপ্তাহ জুড়ে আর যে দিবস গুলি রয়েছে, সেগুলি হচ্ছে রোজ ডে, প্রপোস ডে, চকোলেট ডে, টেডি ডে, প্রমিস ডে, হাগ ডে, কিস ডে ও সেইন্ট ভ্যালেন্টাইন্স ডে নিয়ে এই সপ্তাহ উদযাপিত হয়।

ফেব্রুয়ারি মাসের দিবস সমূহ এর আন্তর্জাতিক দিবসগুলো কি কি?

ফেব্রুয়ারী মাসে যে সকল দিবসগুলো আন্তর্জাতিক ভাবে উদযাপন করা হয় সেগুলো হলো-

ক) ২ই ফেব্রুয়ারী – বিশ্ব জলাভূমি দিবস
খ) ৪ ই ফেব্রুয়ারী – বিশ্ব ক্যান্সার দিবস
গ) ৭ ই ফেব্রুয়ারী – রোজ ডে বা গোলাপ দিবস
ঘ) ৮ ই ফেব্রুয়ারী – প্রপোস ডে বা প্রস্তাব দিবস
ঙ) ৯ ই ফেব্রুয়ারী – চকোলেট ডে / দিবস
চ) ১০ ই ফেব্রুয়ারী – টেডি ডে বা পুতুল দিবস
ছ) ১১ ই ফেব্রুয়ারী – প্রমিস ডে বা কথা দেয়ার দিবস
জ) ১২ ই ফেব্রুয়ারী – কিস ডে বা চম্বন করার দিবস
ঝ) ১২ ই ফেব্রুয়ারী – বিশ্ব ডারউইন দিবস
ঞ) ১৩ ই ফেব্রুয়ারী – হাগ ডে বা আলিংগন দিবস
ট) ১৪ ই ফেব্রুয়ারী – ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসা দিবস
ঠ) ২০ ই ফেব্রুয়ারী – সামাজিক ন্যায়বিচার দিবস
ড) ২১ শে ফেব্রুয়ারী – আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
ঢ) ২২ শে ফেব্রুয়ারী – বিশ্ব স্কাউট দিবস

ফেব্রুয়ারি মাসের ডে সমূহ ২০২৩ – ফেব্রুয়ারি মাসের দিবস সমূহ

ফেব্রুয়ারি মাসের ডে সমূহ
ফেব্রুয়ারি মাসের ডে সমূহ

এছাড়াও বর্তমানে এই ফেব্রুয়ারী মাসের দিবস বা ফেব্রুয়ারি মাসের ডে সমূহ বা ভালোবাসার মাসের দিবস সমূহ ২০২৩ জুড়ে আরও কিছু নতুন ডে সম্পর্কে সম্প্রতি জানা যায়-

ক) ১৫ই ফেব্রুয়ারী – স্লাপ ডে বা চড় মারা দিবস
খ) ১৬ ই ফেব্রুয়ারী – কিক ডে বা লাথি দিবস
গ) ১৭ ই ফেব্রুয়ারী – পারফিউম ডে বা সুগন্ধি দিবস
ঘ) ১৮ ই ফেব্রুয়ারী – ফ্লার্টিং ডে বা উত্তক্ত করা দিবস
ঙ) ১৯ শে ফেব্রুয়ারী – কনফেশন ডে বা
চ) ২০শে ফেব্রুয়ারী – মিসিং ডে বা
ছ) ২১ শে ফেব্রুয়ারী – ব্রেক ডে বা ভাঙা দিবস

যদিও এই দিবস গুলোর কোন আন্তর্জাতিক পরিচয় নেই,কিন্তু বর্তমানের এই স্বার্থপর যুগে ভালোবাসার মাসে এই দিবসগুলো খুব একটা বেমানান নয়।

প্রিয় পাঠকগন, চলুন জেনে নেই বিশাল দিবসের মেলাময় ফেব্রুয়ারি মাসের ডে সমূহ ২০২৩ এই মাসের দিবসগুলোর সাধারন পরিচয়-

আরও পড়ুনঃ

ইসলাম শব্দের অর্থ কি?

ইমান শব্দের অর্থ কি? ইমান কাকে বলে?

বাবাকে নিয়ে স্ট্যাটাস পিক । মা বাবাকে নিয়ে স্ট্যাটাস

বাংলাদেশে ২০২৩ সালে ফেব্রুয়ারি মাসের ডে বা দিবস সমূহ

ক) জাতীয় জনসংখ্যা দিবস ২০২৩

বাংলাদেশে জনসংখ্যা বিষয়ক নানান প্রতিবন্ধকতা থেকে রক্ষার জন্য, জন্মহার এবং প্রজনন সচেতনতা গড়ে তোলার জন্য ২রা ফেব্রুয়ারি জাতীয় জনসংখ্যা দিবস পালন করা হয়।

খ) জাতীয় গ্রন্থাগার দিবস

গ্রন্থ মানুষকে আলোকিত করে তোলে,মানুষের ন্যায়ের চোখ খুলে দেয়, দেশ এবং দেশের জনসাধারণের উন্নয়নের জন্য গ্রন্থাগারের ব্যাপক প্রয়োজন।

তাই দেশের মানুষকে গ্রন্থের প্রতি উজ্জীবিত করার জন্যই ৫ই ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস পালন করা হয়। এই দিনকে ঘিরে নানা সভা- সেমিনারের মাধ্যমে গ্রন্থের প্রতি আহবান করা হয়।

গ) সুন্দরবন দিবস পালন ২০২৩

সুন্দরবন আমাদের দেশের সম্পদ, ঐতিহ্য, প্রাকৃতিক বৈচিত্র্যময় স্থান। এই সুন্দরবনের বৈচিত্র‍্যের সংরক্ষনের সচেতনতা তৈরিতে ১৪ই ফেব্রুয়ারি সুন্দরবন দিবস উদযাপন করা হয়।

যদিও আন্তর্জাতিক বিশ্ব ভালোবাসা দিবসকে স্বীকৃতি দিতে গিয়ে আমরা অনেকই জানিনা অথবা অনেক সময় ভুলে যাই আমাদের দেশেও ১৪ই ফেব্রুয়ারি একটি দিবস রয়েছে।

ঘ) জাতীয় পরিসংখ্যান দিবস পালন

বাংলাদেশের উন্নয়নে অর্থনৈতিক পরিকল্পনা, বাজেট প্রনয়ন ইত্যাদি কার্যক্রমে সঠিক, নির্ভরযোগ্য ও বাস্তবসম্মত পরিসংখ্যানের খুবই প্রয়োজন।

জনশুমারি, পরিবার শুমারি, কৃষি শুমারি, পশু শুমারি সহ নানারকম পরিসংখ্যান জাতীয় কাজ করে যাচ্ছে বিবিএস।

বর্তমানে পরিসংখ্যানের ব্যাপক তাৎপর্য উপলব্ধি করে প্রতিবছর ২৭শে ফেব্রুয়ারি জাতীয় পরিসংখ্যান দিবস পালন করা হয়।

ঙ) জাতীয় ডায়াবেটিস সচেতনতা দিবস ২০২৩

বর্তমানে বাংলাদেশের প্রায় ৯০ লক্ষ্য থেকে ১ কোটি মানুষ ডায়াবেটিস এ আক্রান্ত।

তাই ডায়াবেটিস রোগের সচেতনতা গড়ে তোলার জন্য প্রতিবছর ২৮ শে ফেব্রুয়ারি জাতীয় ডায়াবেটিস সচেতনতা দিবস পালন করা হয়। এটি বাংলাদেশ ডায়াবেটিক সমিতি কতৃক উদযাপন করা হয়।

দেশে এই বিশাল পরিমান রোগীর জন্য মাত্র ১৫০ জন ডায়াবেটিক বিশেষজ্ঞ ডাক্তার রয়েছে। এবং প্রায় ৩৫% রোগী চিকিৎসা সেবার আওতায় আসতে পারছে না।

তাই ডায়াবেটিস থেকে সুস্থ্য থাকার জন্য সচেতনতা বৃদ্ধি অতীব গুরুত্বপূর্ণ।

ফেব্রুয়ারি মাসের বিভিন্ন ডে ২০২৩ এর আন্তর্জাতিক দিবস গুলোঃ-

ক) বিশ্ব জলাভুমি দিবস ২০২৩

জীববৈচিত্র্য রক্ষায় এবং বেচে থাকার জন্য জলাভূমির অনেক গুরুত্ব আছে। তবে মানুষের নানা চাহিদা মেটাতে দিন দিন বিলীন হয়ে যাচ্ছে জলাভূমি। এক্সময় ঢাকা ছিলো ২৬ টি খালের শহর।

এখন মানুষ সেই খালের অস্তিত্ব নষ্ট করে গড়ে তুলছে নানা স্তম্ভ। সমগ্র বিশ্ব জুড়েই জলাভূমির ক্ষয়ক্ষতি হয়ে চলেছে।

তার জন্য অনেক আগে থেকে জলাভূমি সম্পর্কে নানা পদক্ষেপ গ্রহন করলেও ১৯৯৭ সাল থেকে প্রতি বছর ২রা ফেব্রুয়ারী বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয়।

খ) বিশ্ব ক্যান্সার দিবস ২০২৩ – বিশ্ব ক্যান্সার দিবস কবে পালন করা হয়

মানবজীবনের হুমকিস্বরূপ ক্যান্সার সচেতনতা বৃদ্ধি এবং ক্যান্সার আক্রান্ত রোগীদের মান উন্নয়নে প্রতিবছর ৪ই ফেব্রুয়ারী বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয়।

জাতিসংঘের সদস্য দেশগুলোতে এই দিবস পালন করা হয়। ইন্টারন্যাশনাল ইউনিয়ন এগেনষ্ট ক্যান্সার (International Union Against Cancer) এই মর্মে কাজ করে যায় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এতে সহায়তা করে থাকে।

ফেব্রুয়ারি মাসের ভালবাসার ডে সমূহ – ফেব্রুয়ারি মাসের দিবস সমূহ

এবার জানা যাক ভালবাসার মাসের ডে সমূহ ২০২৩ এর ৭ই ফেব্রুয়ারী – ১৪ই ফেব্রুয়ারী ( ভালোবাসার সপ্তাহ) বিশ্বব্যাপী সবচেয়ে আনন্দ উদ্দীপনার সাথে পালিত দিবসগুলো সম্পর্কে –

গ) রোজ ডে পালন ২০২৩

ভালোবাসার সপ্তাহের প্রতিটি দিনই মানুষ ঘটা করে পালন করে। এই সপ্তাহের প্রথম দিনটিই শুরু হয় ফুল দিয়ে ভালোবাসা প্রকাশ করে। এইদিন মানুষ তাদের প্রিয় মানুষদের ফুল দিয়ে ভালোবাসা প্রকাশ করে থাকে,, এবং প্রেমিকগোষ্টি ছাড়াও প্রিয় বন্ধু বা অন্য মানুষদেরও ফুল দিয়ে এই দিনের সুভেচ্ছা জানানো যায়।

ঘ) প্রপোস ডে ২০২৩

ভারতীয় উপমহাদেশ এবং বাংলাদেশে ৮ ই ফেব্রুয়ারী প্রপোস ডে বা প্রস্তাব দিবস উদযাপিত হয়। একজন অন্যজনকে নিজের মনের ভাবনা প্রকাশ করে নানা পন্থায় ভালোবাসার বহিপ্রকাশ করে। অনেকের জীবনে নতুন সম্পর্কে সৃষ্টি হয় এই দিনে।

ঙ) চকোলেট ডে ২০২৩

নতুন সম্পর্ককে মধুময় করতে পালিত হয় চকোলেট ডে। মিষ্টিমুখ করে নতুন সম্পর্কের শুরু। তাছাড়া জানা যায় যে, পছন্দের মানুষের মন ভালো করতে চকোলেটের অবদান অনেক।

ভালোবাসার সপ্তাহের তৃতীয় দিন ৯ই ফেব্রুয়ারী চকোলেট আদান প্রদানের মাধ্যমেই পালত হয়।

চ) টেডি ডে ২০২৩

প্রেম – ভালোবাসায় প্রেমিক প্রেমিকার সেতুবন্ধন হিসেবে এই ভালোবাসার সপ্তাহের ৪র্থ দিন ১০ই ফেব্রুয়ারী টেডি ডে পালিত হয়। প্রিয় মানুষকে টেডি উপহার দেওয়ার মাধ্যমে তাদের কাছে বিভিন্ন বার্তা প্রকাশ করে। বিভিন্ন রঙের টেডি, বিভিন্ন মনের ভাব প্রকাশ করে।

ছ) প্রমিস ডে ২০২৩

ভালোবাসা প্রকাশের মাধ্যমের শেষ নেই। তবে ভালোবাসার মূল ভিত্তি হলো যাই হোক একে অপরের পাশে থাকা। আর এই ভিত্তিকে ঘীরেই ১১ই ফেব্রুয়ারী প্রমিস ডে বা কথা দেওয়ার দিবস পালিত হয়।

প্রিয় জনকে কখনো ছেড়ে না যাওয়ার আশ্বাস দিয়ে এবং বিভিন্ন শর্তাবলীর কথা দেওয়ার মাধ্যমে পালিত হয় ভালোবাসার সপ্তাহের ৫ম দিনটি।

জ) হাগ ডে ২০২৩

ফুল দিয়ে, প্রস্তাব করে, চকোলেট ও টেডি দিয়ে,ভালোবাসার প্রতিজ্ঞা করার পর ১২ই ফেব্রুয়ারী পালিত হয় হাগ ডে বা আলিংগন করার দিবস।

ভালোবাসার সপ্তাহের ৬ষ্ট দিনে মানুষ একবারের জন্য হলেও তার প্রিয় মানুষটিকে জড়িয়ে ধরতে চায়।

ঝ) কিস ডে দিবস ২০২৩ কবে

বেহায়াপনার এই যুগে মানুষ যত পারে কাছে আসতে চায় সম্পর্কের নামে। এইভাবেই ক্রমে ক্রমে এগিয়ে আসে কিস ডে বা চুম্বন দিবস।

সচরাচর যুবক-যুবতী প্রেমিক প্রেমিকারাই এই দিনটিতে তাদের প্রিয় মানুষকে গভীর অনুভবের সাথে চুম্বন করতে চায়।

তবে শুধু প্রেমিক প্রেমিকারাই নয়, দম্পতি বা স্বামী-স্ত্রী তাদের ভালোবাসা প্রকাশ করে এইভাবে। এই দিনটি বছরে শুধু একবার আসেনা, ভালোবাসা পিপাসুদের মাঝে এই দিনটি আসে প্রতি দিনই নতুন করে। ১৩ই ফেব্রুয়ারী কিস ডে পালিত হয়।

ঞ) ভ্যালেন্টাইন্স ডে দিবস ২০২৩ – প্রচলিত ফেব্রুয়ারি মাসের দিবস সমূহের একটি

ফেব্রুয়ারি মাসের দিবস সমূহ সম্পর্কে নিয়মিত খরব জানতে চান।

উঠতি (১৪-১৮) বয়সী ছেলেমেয়েরা বিশ্ব ভালবাসা দিবসকে সামনে রেখে এই দিনটিকে প্রেমিক প্রেমিকারা তাদের বিশেষ দিন হিসেবে আখ্যা দিয়ে থাকে। 

তবে ভালোবাসার এই গুন্ডি শুধু যুবকদের মধ্যে সীমাবদ্ধ থাকার জন্য দিবস টি পালন করা হয় না যদিও যুবসমাজ এটিকে বিভিন্ন খাতে প্রবাহিত করতে নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে যা একেবারেই অনুচিত এবং অনৈতিক।

আপনি আপনার ভালোবাসা প্রদর্শন করতে পারেন আপনার মা-বাবার প্রতি, আপনার সন্তানের প্রতি, আপনার প্রিয় সম্পত্তির প্রতি এমনকি আপনার বাড়িতে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের প্রতি ভালোবাসা প্রদর্শন করতে পারেন।

সেইন্ট ভ্যালেন্টাইন্স ডে বা বিশ্ব ভালোবাসা দিবস। ভালোবাসার সপ্তাহের শেষ দিন এটি। কত শত মানুষের অপেক্ষা ও ভাবনা শেষে ১৪ ফেব্রুয়ারী আসে বসন্তের ছোয়া দিতে।

এই দিনে মানুষ স্বাভাবিক ভাবেই প্রিয় মানুষের কাছ থেকে ভালোবাসার প্রত্যাশায় থাকে। যদিও ভালোবাসায় সকল দিনগুলোই সমান। তাও এই দিনের ব্যাখ্যা শেষ করার মতো নয়। পুরো সপ্তাহ জুড়েই চলে সকল সোস্যাল মিডিয়া ঝড়।

কিন্তু বর্তমানের মানুষ যে কত নিকৃষ্ট তা না বললেই নয়। ভালোবাসার নামে এই পুরো সপ্তাহ জুড়ে চলে নানারকম অশ্লীলতা ও নোংরামি। এবং এর শেষ হয় ভালোবাসা দিবসের মাধ্যমে। এখনকার ভালোবাসা চলে মাত্র একটি সপ্তাহের জন্য।

যদিও ভালোবাসার কোন সীমা হয় না, তবুও সকলে তো আর ভালোবাসেনা।

ট) বিশ্ব ডারউইন দিবস ২০২৩

ইংরেজ বিজ্ঞানী চার্লস ডারউইন উনিশ শতকে বিবর্তনবাদের তত্ব আবিষ্কার করেন।

বর্তমান সমাজের এই বিবর্তন বাদের প্রভাবের স্মৃতি চারন করেই ডারউইন দিবস পালন করা হয়।

চার্লস ডারউইন এর জন্মদিন ছিলো ১২ ই ফেব্রুয়ারী। তাই এই ১২ই ফেব্রুয়ারীতেই ডারউইন দিবস পালন করা হয়।

ঠ) সামাজিক ন্যায়বিচার দিবস ২০২৩

সমাজের বিভিন্ন ইতিবাচক ও নেতিবাচক দিবস সম্পর্কে সঠিক দিক নির্দেশনা প্রনয়নের উদ্দেশ্যেই সামাজিক ন্যায়বিচার দিবস পালন করা হয়।

সমাজের সকল মানুষ তাদের মৌলিক চাহিদার সুবিধা এবং সকল সামাজিক,অর্থনৈতিক ও রাজনৈতিক সুবিধা গুলো পায় কিনা সে উদ্দেশ্যে এই দিবস পালিত হয়। প্রতিবছর ২০ ই ফেব্রুয়ারী উদযাপিত হয় এই দিবস ।

ড) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ কবে

১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারী বাংলা ভাষার জন্য শহীদ হন অনেকেই। তাদেরই সম্মানার্থে ১৯৯৯ সালের ১৭ই নভেম্বর জাতিসংঘ ২১শে ফেব্রুয়ারী কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়।

প্রতিবছর এই দিনটি সমগ্র বাংলাদেশের সম্মান অনেক বাড়িয়ে তোলে। কারন ভাষার জন্য এমন ইতিহাস আর কোথাও পাওয়া যায় না। পৃথিবীর বুকে এই দিনটি বাংলাকে এক নতুন রূপে উপস্থাপন করে।

ঢ) বিশ্ব স্কাউট দিবস ২০২৩

স্কাউট আন্দোলনের যাত্রা শুরু হয় লর্ড ব্যাডেন পাওয়েল এর হাত ধরে। ১৮৫৭ সালের ২২ই ফেব্রুয়ারী তিনি জন্মগ্রহন করেন। আর তার এই জন্মদিন কে কেন্দ্র করেই ২২ ই ফেব্রুয়ারী কে বিশ্ব স্কাউট দিবস হিসেবে পালন করা হয়।

প্রায় ২১৭ টি দেশে ৩৮-৪০ মিলিয়ন স্কাউট ও গার্লগাইড এই দিবস পালন করে। যা বর্তমান সমাজকে অনেকাংশে উজ্জীবিত করে।

আরও পড়ুনঃ

রোজা ভাঙার কারণ সমূহ | রোজা রেখে কোন কাজ গুলো করবেন না

রোজা কত তারিখে ২০২৩? | রোজার নিয়ত ও ইফতারের দোয়া

ফেব্রুয়ারি মাসের দিবস সমূহ সম্পর্কে প্রশ্ন ও উত্তর

ফেব্রুয়ারি মাসের দিবস সমূহ কি কি?

সহজ ভাবে বললে বলা যায় দিবসের মাস হচ্ছে ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মাসের ৩০ দিনের প্রতিদিন এই কোন না কোন দিবস রয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস থেকে শুরু করে বিশ্ব ভালোবাসা দিবস সবই রয়েছে ফেব্রুয়ারি মাসের দিবস লিস্টে।

২১ শে ফেব্রুয়ারি কি দিবস?

২১ শে ফেব্রুয়ারি হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলা ভাষাকে শ্রদ্ধা জানাতে প্রতিবছরের ২১ শে ফেব্রুয়ারি দিনে সারা বিশ্বে আন্তর্জাতিকভাবে মাতৃভাষা দিবস পালন করা হয়।

১৪ই ফেব্রুয়ারি কি দিবস? ১৪ ফেব্রুয়ারী কি ডে?

১৪ই ফেব্রুয়ারি হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস। ১৪ ফেব্রুয়ারী হচ্ছে বিশ্ব ভালোবাসা ডে।

বিশ্ব ভালোবাসা দিবস কবে?

বিশ্ব ভালোবাসা দিবস হচ্ছে ১৪ ফেব্রুয়ারী।

১৩ ফেব্রুয়ারী কি ডে?

১৩ ফেব্রুয়ারী হচ্ছে হাগ ডে বা আলিংগন দিবস।

১২ ফেব্রুয়ারী কি ডে?

১২ ফেব্রুয়ারী কি হচ্ছে কিস ডে বা চম্বন করার দিবস।

১০ ফেব্রুয়ারী কি ডে?

১০ ফেব্রুয়ারী হচ্ছে টেডি ডে বা পুতুল দিবস।

ফেব্রুয়ারি মাসের দিবস সমূহ শেষ কথা

আশা করি ফেব্রুয়ারি মাসের দিবস সমূহ ও ফেব্রুয়ারি মাসের ডে সমূহ সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।

ফেব্রুয়ারি মাসের ডে সমূহ সম্পর্কে আপনার জানা থাকলে আমাদের কমেন্ট করে জানান।

সারা বছর জুড়ে নানান উৎসব ও দিবসের মধ্য দিয়ে যায় আমাদের। এবং সেই সকল দিবসের কিছু তাৎপর্য ও উদ্দেশ্য রয়েছে। মানুষের জীবনধারায় উন্নয়নের জন্য ও বিনোদনের জন্য এই দিবসগুলো অত্যন্ত অর্থপূর্ণ।

তবে এই দিবসগুলোর কিছু নেতিবাচক দিক ও রয়েছে।যা সম্পর্কে উপরে আলোচনা করা হয়েছে। বিশেষ করে ভালোবাসার সপ্তাহ সম্পর্কে সকলেরই সচেতনতা প্রয়োজন।
কারন

যদিও ভালোবাসার কোন সীমা হয় না, তবুও সকলে তো আর ভালোবাসেনা।

উপরোক্ত পোস্টে ফেব্রুয়ারি মাসের দিবস সমূহ ২০২৩ সম্পর্কে আপনাদের সকল সঠিক তথ্য দিতে চেষ্টা করেছি।

ফেব্রুয়ারী ডে লিস্ট এবং ফেব্রুয়ারী মাসের বিভিন্ন দিবস সম্পর্কে কিছু সাধারন ধারনা দিতে চেষ্টা করেছি। সঠিক তথ্য পেলে ও ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, ধন্যবাদ।

অনলাইনে ঘরে বসে টাকা ইনকাম ও ইন্টারনেট থেকে সঠিক তথ্য পেতে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়ের সাইট।

জয়েন করুন আমাদের ফেসবুক পেজ

আরও পড়ুনঃ

ফ্রী ফায়ার কে আবিষ্কার করেছেন? | ফ্রী ফায়ার কে আবিষ্কার করেছে

ইহুদিরা কোন নবীর অনুসারী? ইহুদি সম্প্রদায় কোন নবীকে অনুসারন করেন

১ম রোজার ফজিলত কি? | রোজার ফজিলত সম্পর্কে বিস্তারিত জানুন

কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।

Leave a Comment