ডেসকো বিদ্যুৎ বিল চেক করার নিয়ম | DESCO bill check

আপনি কি ডেসকো বিদ্যুৎ বিল চেক করার নিয়ম খুঁজছেন? আপনার ডেসকো (ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড) বিল চেক করতে মিটার নম্বরের প্রয়োজন হবে। তাই DESCO bill check করতে প্রথমে আপনার মিটার নম্বর সংগ্রহ করুন এবং DESCO মিটারের সেবা প্রদানকারী অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।

DESCO bill check করতে এবং আপনার ডেসকো মিটার সম্পর্কে সমস্ত তথ্য দেখতে লগ ইন করুন। এখান থেকে আপনি আপনার Desco বিল চেক করতে পারেন এবং Desco বিল পরিশোধ করতে পারেন এবং আপনার মিটারের এক বছরের সকল ট্রানজেকশন হিস্টরি দেখতে পাবেন।

প্রতিটি ডেসকো মিটারের বিপরীতে একটি অ্যাকাউন্ট নাম্বার তৈরি করতে হয় ডেসকো অফিসিয়াল ওয়েবসাইটে। তাই আপনার যদি ডেসকো অ্যাকাউন্ট নাম্বার তথ্য জানা না থাকে তবে তাও আপনাকে প্রথমে তৈরি করতে হবে।

আসুন জেনে নেই ডেসকো প্রিপেইড বিদ্যুৎ বিল চেক এবং ডেসকো পোস্টপেইড বিল চেকের নিয়মগুলি কি কি।

ডেসকো বিদ্যুৎ বিল চেক করার নিয়ম | DESCO bill check

পোস্টপেইড ও প্রিপেইড সকল প্রকারের বিদ্যুতের মিটারের বিল পরিশোধ করতে হয় গ্রাহককে। তবে বর্তমানে বাংলাদেশ সরকার ডিজিটাল বাংলাদেশের তৈরির লক্ষ্যে পোস্টপেইড মিটারের পরিবর্তে প্রিপেইড মিটার প্রদান করছে।

ডেসকো বিদ্যুৎ বিতরণ কোম্পানিও বর্তমানে প্রিপেইড মিটার দিচ্ছে গ্রাহকদের। এই প্রিপেইড মিটারে আগে থেকেই বিল ঢুকিয়ে নিতে হয়। মিটারের টাকা শেষ হলেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। তাই সময় সময় ডেসকোর বিল চেক করতে হবে, যাতে অপ্রত্যাশিতভাবে আপনার বৈদ্যুতিক সংযোগ বন্ধ না হয়।

বর্তমানে প্রিপেইড মিটারে বিল চেক করার জন্য মিটারে যাওয়ার প্রয়োজন নেই, অনলাইনে ডেসকো মিটার বিল চেক করা যায়। অনলাইনে ডেসকো বিদ্যুৎ বিল চেক কীভাবে করবেন তা দেখে নিন বিস্তারিত।

ডেসকো প্রিপেইড মিটার বিল চেক । ( Desco ) ডেসকো প্রিপেইড মিটার ব্যালেন্স চেক

ডেসকো প্রিপেইড বিল চেক করার জন্য প্রথমে আপনার মিটার নম্বর সংগ্রহ করুন, কেননা Desco প্রিপেইড বিল চেকের জন্য মিটার নম্বর প্রয়োজন। তাই আপনার DESCO bill check করতে মিটার নম্বর সংগ্রহ করুন এবং নিচে দেওয়া পদ্ধতি অনুসরণ করুন।

প্রথমে লিংকে ক্লিক করে ডেসকো অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করুন। CLICK HERE.

ডেসকো বিদ্যুৎ বিল চেক করার নিয়ম  DESCO bill check
DESCO bill check page

লিংকে ক্লিক করলে উপরে দেয়া ইমেজের মত পেজ প্রদর্শিত হবে, এখানে মিটার নাম্বার দিয়ে আপনাকে লগইন করতে হবে।

তাই আপনার ডেসকো মিটার নম্বর লিখুন এবং লগইন বাটনটি চাপুন। লগইন বোতাম টিপে লগইন পরবর্তী আপনি আপনার ডেসকো মিটার সম্পর্কিত সমস্ত তথ্য এখানে দেখাবে।

DESCO bill check
DESCO bill check

লগইন পরবর্তী আপনি এখানে ডেসকো প্রিপেইড বিল চেক বা Desco প্রিপেইড মিটার ব্যালেন্স চেক করতে পারেন।

শুধু ডেসকো প্রিপেইড ব্যালেন্স চেক ছাড়াও আপনি আপনার ডেসকো প্রিপেইড মিটার সম্পর্কিত অন্যান্য তথ্যও চেক করুন এখানে।

আরও পড়ুনঃ

বিদ্যুৎ বিল হিসাব করার নিয়ম কি? 

নেসকো প্রিপেইড মিটার ব্যালেন্স চেক করার উপায়?

ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

ঢাকা ডেসকো প্রিপেইড মিটার ব্যালেন্স চেক অনলাইন

ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির সংক্ষিপ্ত নাম হচ্ছে ডেসকো। Desco শুধুমাত্র ঢাকা বিভাগের মধ্যে তাদের বিদ্যুৎ সেবা প্রদান করে থাকে।

আপনি যদি একজন ডেসকো প্রিপেইড মিটার ব্যবহারকারী হন তবে মিটার নম্বর সংগ্রহ করুন এবং নিচের পদ্ধতি অনুসরণ করে আপনার ডেসকো প্রিপেইড মিটার বিল চেক করুন।

  • প্রথমে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।
  • এখানে যাওয়ার পর আপনার মিটার নম্বর লিখে লগইন করুন।
  • লগইন পরবর্তী আপনার মিটার সম্পর্কিত সমস্ত তথ্য দেখতে পারবেন। আপনি এখানে আপনার মিটারের ব্যালেন্স দেখতে পারবেন।

আরও পড়ুনঃ

Palli Bidyut Bill Payment Online

বিকাশে বিদ্যুৎ বিল চেক করার নিয়ম

DESCO পোস্টপেইড বিল চেক

ডেসকো ইলেকট্রিক কোম্পানি থেকে দুই ধরনের মিটার প্রদান করা হয়ে থাকে। একটি ডেসকো প্রিপেইড মিটার এবং অন্যটি ডেসকো পোস্টপেইড মিটার।

DESCO প্রিপেইড মিটার হল যে মিটারগুলোতে মোবাইল রিচার্জের মতো, এই মিটারে আপনাকে প্রথমে রিচার্জ করতে হয় তারপর বিদ্যুৎ ব্যবহার করতে হয়।

পক্ষান্তরে DESCO পোস্টপেইড মিটার মানে হচ্ছে যে সকল মিটারে কাগজের বিল আসে অর্থাৎ বিদ্যুৎ খরচের পর বিল দিতে হবে।

ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

ডেসকো প্রিপেইড মিটারে ব্যালেন্স চেক যেভাবে করে থাকেন, ঠিক একইভাবে DESCO পোস্টপেইড মিটারে ব্যালেন্স চেক করা সম্ভব নয়।

DESCO পোস্টপেইড মিটারের বিল সাধারণত প্রতি ইউনিট এবং প্রতি কিলোওয়াট ঘণ্টায় গণনা করা হয়।

সাধারণত, প্রতি মাসের একটি নির্দিষ্ট সময়ে মিটার থেকে রিডিং সংগ্রহ করে প্রতি মাসে একটি বিল স্লিপ জারি করা হয়।

যেই বিল স্লিপে যাতে ডেসকো পোস্টপেইডের বিলিংয়ের তথ্য থাকে। মূলত, অনলাইনে ডেসকো পোস্টপেইড মিটারের বিল চেক করা সম্ভব নয়।

তবে যদি কোন কারণে আপনি ডেসকো পোস্টপেইড মিটার বিল হাতে না পেয়ে থাকেন তবে আপনি বাংলাদেশের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবা সমূহের অ্যাপ থেকে সর্বশেষ মাসের ডেসকো পোস্টপেইড বিদ্যুৎ বিল চেক করতে পারবেন।

আরও পড়ুনঃ

Palli Bidyut Bill Check Online

NESCO Bill Check Online

ডেসকো প্রিপেইড মিটার ব্যালেন্স চেক FAQS

DESCO bill check পোষ্টের এ পর্যায়ে আমরা ডেসকো প্রিপেইড মিটার ব্যালেন্স চেক সম্পর্কিত সবচেয়ে বেশি জিজ্ঞাসিত প্রশ্নগুলোর উত্তর আপনাদের সম্মুখে দেওয়ার চেষ্টা করবো।

ডেসকোর প্রিপেইড মিটারের বিল অনলাইনে না দেখানোর কারণ কী?

অনলাইনে ডেসকো প্রিপেইড মিটারের বিল না দেখানোর কারণ হল আপনার দেওয়া মিটার নম্বরটি ভুল হতে পারে। এই ক্ষেত্রে, আপনার মিটার নম্বর দিয়ে আবার চেষ্টা করুন। অনেক সময় সার্ভারের সমস্যার কারণেও বিল চেক করতে সমস্যা হতে পারে তাই পুনরায় চেষ্টা।

ডেসকো পোস্টপেইড মিটার বিল চেক করার উপায় কি?

অনলাইনে ডেসকো পোস্টপেইড মিটারের বিল চেক করার কোন উপায় নেই। প্রতিমাসে ডেসকো নির্ধারিত তারিখে রিডিং এর মাধ্যমে গ্রাহকের বরাবর একটি কাগজের বিল প্রেরণ করে থাকে ঐ বিল থেকে ডেসকো পোস্টপেইড মিটারের বিল চেক করতে হবে আপনাকে।

ডেসকো এর পূর্ণরূপ কি?

( Desco ) ডেসকো এর পূর্ণরূপ হলো ঢাকা ইলেকট্রনিক সাপ্লাই কোম্পানি লিমিটেড।

ডেসকো বিদ্যুৎ বিল চেক করার নিয়ম কি?

ডেসকো বিদ্যুৎ বিল চেক করার নিয়ম হচ্ছে ডেসকো অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে মিটার নাম্বারের সাহায্যে লগইন করে বিল দেখা।

Desco মিটার কাজ না করলে কি করবেন?

যদি আপনার ডেসকো মিটার কাজ না করে তাহলে সরাসরি 16120 নম্বরে কল করুন বা সংশ্লিষ্ট বিক্রয় ও বিতরণ বিভাগের সাথে যোগাযোগ করুন।

In Conclusions,

আশা করি আজকের আলোচনায় আপনি কি ডেসকো বিদ্যুৎ বিল চেক করার নিয়ম খুঁজে পেয়েছেন।

আপনার ডেসকো (ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড) বিল চেক করতে মিটার নম্বরের প্রয়োজন হবে।

তাই আপনি DESCO bill check করার পূর্বে অবশ্যই আপনাকে জানতে হবে আপনার মিটারটি পোস্টপেইড কিনা প্রিপেইড।

আরও পড়ুনঃ

ব্লগ কি? ব্লগ তৈরির সুবিধা কী কী?

ফেসবুকে কিভাবে টাকা আয় করা যায়

ডেসকো পোস্টপেইড ও প্রিপেইড মিটার ব্যালেন্স চেক সম্পর্কিত সমস্ত তথ্য উপস্থাপন করার চেষ্টা করেছি।

আশা করি আজকের আলোচনাটি পূর্ণাঙ্গ পড়ার পর ডেসকো প্রিপেইড মিটার বা পোস্টপেইড মিটার ব্যালেন্স চেক সম্পর্কে আপনার আর কোন প্রশ্ন থাকবে না।

এছাড়াও আপনি যদি Desco মিটার সম্পর্কিত আরো তথ্য খুজে পেতে চান তবে Desco অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন করুন।

তাছাড়া ডেসকো গ্রাহক সেবা কেন্দ্রে ও Desco কল সেন্টারে আপনার সমস্যা রিপোর্ট করুন এবং একটি সমাধান পান।

ইন্টারনেট থেকে সঠিক তথ্য পেতে নিয়মিত ভিজিট করুন অফিসিয়াল ডিজিটাল ডট কম ওয়েবসাইট।

এবং জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।

কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।

Leave a Comment