অনলাইনে বিদ্যুৎ বিল চেক | বিকাশে বিদ্যুৎ বিল চেক করার নিয়ম

বর্তমান ডিজিটাল যুগে আপনি খুব সহজেই অনলাইনে বিদ্যুৎ বিল চেক করতে এবং বিদ্যুৎ বিল প্রদান করতে পারবেন। আজ আমরা অনলাইনে পল্লী বিদ্যুৎ বিল চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বর্তমান সময়ে একজন পল্লী বিদ্যুৎ গ্রাহক নিজেই নিজের ঘরে বসে বিদ্যুত বিল দেখতে এবং পরিশোধ করতে পারবেন।

এখন সব মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠানগুলো তাদের পে বিল সার্ভিস দিচ্ছে। তাদের প্রায় সকলেই এখন bill check করার সুবিধাও দিয়ে যাচ্ছে। 

বর্তমান ডিজিটাল এই যুগে বাংলাদেশের ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ রয়েছে। বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে নিজেদের প্রযুক্তি নির্ভর করে গড়ে তুলতে হবে। এখনকার সময়ে মানুষের লম্বা লাইনে দাড়িয়ে বিদ্যুৎ বিল পরিশোধ করার দিন শেষ।

কিভাবে অনলাইনে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয় তা আপনাদের সবার জানা উচিৎ।

তাই আমরা আপনাদের জন্য আজকের পোস্টের মাধ্যমে অনলাইনে পল্লী বিদ্যুৎ বিল দেখার সকল নিয়ম নিয়ে আলোচনা করবো। 

অনলাইনে বিকাশে বিদ্যুৎ বিল চেক করার নিয়ম

অনলাইনে বিকাশে বিদ্যুৎ বিল চেক করার নিয়ম
অনলাইনে বিকাশে বিদ্যুৎ বিল চেক করার নিয়ম

প্রিয় গ্রাহক বর্তমানে বিদ্যুৎ প্রদানকারী সংস্থা গুলো গ্রাহকদের দুই ধরনের মিটার প্রধান করছে একটি হচ্ছে প্রিপেইড মিটার এবং অন্যটি হচ্ছে পোস্ট-পেইড মিটার।

বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান গুলোর পোষ্টপেইড এবং প্রিপেইড মিটারের বিদ্যুৎ বিল পরীক্ষা করার পদ্ধতি ভিন্ন ভিন্ন।

বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা গুলির নাম ও ভিন্ন ভিন্ন।

তাই আপনাকে বিদ্যুৎ বিল অনলাইনে পরীক্ষা করার জন্য সঠিক পদ্ধতি অবলম্বন করতে হবে তবেই আপনি অনলাইনে বিদ্যুৎ বিল চেক করতে পারবেন।

নেসকো বিদ্যুৎ বিল চেক থেকে শুরু করে পল্লী বিদ্যুৎ প্রিপেইড মিটার পোস্ট পেইড মিটারের বিল আপনি অনলাইনে চেক করতে পারেন।

ব্লগ লিখে আয় করার উপায়

তবে বাংলাদেশের বেশিরভাগ গ্রাহকই বর্তমানে মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করার কারণে বেশিরভাগ গ্রাহক মোবাইল ব্যাংকিং সেবা থেকে নিয়েছি বাসার বিদ্যুৎ বিল চেক করা সম্পর্কে জানতে চান।

  • নেসকো বিদ্যুৎ বিল চেক
  • অনলাইনে পল্লী বিদ্যুৎ বিল চেক করার নিয়ম
  • বিকাশে বিদ্যুৎ বিল চেক করার নিয়ম
  • পল্লী বিদ্যুৎ বিল চেক করার নিয়ম
  • পল্লী বিদ্যুৎ বিল চেক অনলাইন
  • বিপিডিবি বিদ্যুৎ বিল চেক

উপরে লিস্টিং করা টপিক গুলো বেশি খুঁজতে থাকেন। 

তাই আপনারা যারা বিকাশ থেকে পল্লী বিদ্যুৎ বিল চেক করতে চান তাদের জন্য এখানে বিস্তারিত ডিটেইলস রয়েছে এখানে।

সেই সাথে আপনি বিকাশ থেকে কিভাবে নিজের পল্লী বিদ্যুৎ বিল পে করবেন এই বিষয়ে আপনি এখানে জানতে পারবেন। 

অনলাইনে ইনকাম বাংলাদেশী সাইট

ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

পল্লী বিদ্যুৎ বিল চেক করার নিয়ম

বর্তমান যুগে কেও আর লম্বা লাইনে দাড়িয়ে বিদ্যুৎ বিল পরিশোধ করতে চায় না।

এজন্য সকলেই অনলাইনের মাধ্যমে খুব সহজে ঘরে বসে বিল পরিশোধ করে থাকে।

আজকের পোস্টে অনলাইনে বিদ্যুৎ বিল চেক করা সম্পর্কে সকল যাবতীয় বিস্তারিত তথ্য আপনাদের জন্য তুলে ধরা হয়েছে। 

আশা করি আপনারা আমাদের এই পোস্ট থেকেই অনলাইনে বিদ্যুত বিল চেক করার সকল তথ্য পেয়ে যাবেন।

সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ার অনুরোধ রইল। 

বিকাশে বিদ্যুৎ বিল চেক করার নিয়ম

অনলাইনে পল্লী বিদ্যুৎ বিল চেক করার নিয়ম আছে অনেকগুলো। তার মধ্যে খুবই সহজ মাধ্যম হলো বিকাশ বিদ্যুৎ বিল চেক করা। 

বাংলাদেশের অন্যতম মোবাইল ব্যাকিং প্রতিষ্ঠান বিকাশের মাধ্যমে আপনি খুব সহজেই অনলাইনে বিদ্যুৎ বিল চেক ও সময়মত বিদ্যুৎ বিল পরশোধ করতে পারবেন।

এজন্য আপনাকে কতগুলো ধাপ অনুসরণ করতে হবে। 

ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

এখনে বিকাশের মাধ্যমে অনলাইনে বিদ্যুৎ বিল চেক ও pay করার ২টি নিয়ম দেখানো হবে।

নিচে এই ধাপগুলো ক্রমান্বয়ে বর্ণনা করা হলো–  

যে সমস্ত পল্লী বিদ্যুৎ গ্রাহক পোস্ট-পেইড মিটার ব্যবহার করেন তারাই শুধু বিল চেক করতে পারবেন।

যে সকল গ্রাহকের কাছে প্রিপেইড মিটার রয়েছে তারা সরাসরি বিকাশের মাধ্যমে রিচার্জ করে নিতে পারবেন। 

তবে অনেকেই বিকাশ থেকে প্রিপেইড মিটার রিচার্জ নিয়ম সম্পর্কে আমাদের কাছে জানতে চান।

আপনারা যারা প্রিপেইড মিটারে বিদ্যুৎ বিল চেক করতে চান তাদের জন্য বলছি আপনারা প্রিপেইড মিটারনাম্বার এবং রিচার্জ এমাউন্ট দিলেই আপনার মিটারে টাকা রিচার্জ হবে কিনা এ বিষয়ে জানতে পারবেন।

যদি নোট অ্যান্ড অ্যামাউন্ট লেখা আসে তবে বুঝবেন যে আপনাকে আরো বেশি পরিমাণ টাকা রিচার্জ করতে হবে। 

ম্যানুয়াল পদ্ধতি *২৪৭#  ডায়াল করে পল্লী বিদ্যুৎ বিল চেক

আপনার কাছে যদি বাটন সেট থাকে তবে আপনি আপনার বিদ্যুৎ বিল অনলাইনে চেক করতে পারবেন। 

এজন্য আপনার বাটন সেট থেকে আপনাকে *২৪৭# ডায়েল করুন।

তারপর বিকাশ মেনু থেকে ৬ নম্বরে থাকা পে বিল (6.Pay bill) অপশনটি নির্বাচন করতে হবে।

তারপর পে বিল ওপশন থেকে ইলেকট্রিসিটি পোষ্টপেইড (2. Electicity (postpaid)) নির্বাচন করতে হবে।

ইলেকট্রিক বিল প্রিপেইড অবসানে বিদ্যুৎ অপারেটরের নাম দেয়া থাকে।

যেখানে আপনার ব্যবহৃত বিদ্যুৎ অপারেটরের নাম নির্বাচন করতে হবে যেহেতু আমি পল্লী বিদ্যুৎ পোষ্টপেইড মিটার ব্যবহার করি তাই আমাকে পল্লী বিদ্যুৎ প্রিপেইড মিটার নির্বাচন করার জন্য এক নম্বরে পল্লী বিদ্যুৎ পোষ্টপেইড নির্বাচন করতে হবে।

এখন আপনি যদি বিল চেক করতে ইচ্ছুক হন তবে চেক বিল অপশনটি সিলেক্ট করুন আর যদি আপনি বিদ্যুৎ বিল প্রদান করতে চান তবে পে বিল নির্বাচন করুন।  

এখন আপনাকে পল্লী বিদ্যুৎ পোষ্টপেইড মিটার এসএমএস নম্বরটি প্রদান করতে হবে। 

সকল ধাপগুলো সঠিকভাবে অনুসরণ করলে আপনি আপনার পল্লী বিদ্যুৎ প্রিপেইড মিটারের বিল সম্পর্কে একটি এসএমএস পাবেন এবং জানতে পারবেন আপনার সর্বশেষ বিদ্যুৎ বিল কত ছিল। 

এই পদ্দতি অনুসরণ করে আপনি সহজে পল্লী বিদ্যুৎ বিল চেক ও পরিশোধ করতে পারবেন।

আরও পড়ুনঃ

জন্ম নিবন্ধন সংশোধন আবেদন অবস্থা । Check Birth Certificate Application

অ্যাসাইনমেন্ট কিভাবে লিখতে হয় | How to write an assignment in Bangla

অ্যাপ এর মাধ্যমে বিদ্যুৎ বিল চেক

১। বিকাশ অ্যাপ লগিন করার পর আপনি হোমপেজে বিভিন্ন আইকন দেখতে পাবেন সেখান থেকে “পে বিল” আইকন টি সিলেক্ট করুন এবং তার উপর ক্লিক করুন।

২। পরবর্তীতে আপনি কি ধরনের বিল পে করবেন তা জানতে চাওয়া হবে। যেমন: গ্যাস বিল, বিদ্যুৎ বিল, পানির বিল ইত্যাদি। আপনি যদি বিদ্যুৎ বিল পরিশোধ করতে চান তাহলে বিদ্যুৎ বিল অপশনটি সিলেক্ট করুন। সেখানে বিভিন্ন বিদ্যুৎ কোম্পানির নাম দেখতে পাবেন।

সেখান থেকে আপনি যে কোম্পানির বিদ্যুৎ ব্যবহার করে থাকেন তা সিলেক্ট করুন। আপনি যদি পল্লী বিদ্যুৎ ব্যবহার করে যদি থাকেন তা পল্লী বিদ্যুতের প্রি-পেইড অপশন সিলেক্ট করুন।

সেখানে পল্লী বিদ্যুৎ পোষ্টপেইড এবং প্রিপেইড দুইটি অপশন পেয়ে যাবেন। প্রিপেইড বলতে বুঝায় যারা কার্ড দিয়ে রিচার্জ করে থাকে তাদের জন্য প্রিপেইড প্ল্যান প্রযোজ্য হবে।

আর পোষ্টপেইড বলতে বোঝায় প্রতি মাসের শেষে বিল প্রদান করে থাকে অর্থাৎ আগে বিদ্যুৎ বিল ব্যবহার করে পরে বিল প্রদান করে।

৩। আপনি যদি বিদ্যুৎ বিল দিতে চাইলে আপনাকে পোষ্টপেইড অপশন সিলেক্ট করতে হবে এবং একটি পেজ আসবে।  সেখানে বিদ্যুৎ বিলের মাস, এসএমএস নং দিয়ে “বিল পে” করতে হবে।

তারপর পরবর্তী স্টেপে মাস ও সাল দেখতে পাবেন সেখানে ক্লিক করে আপনি কোন মাসের বিল পে করতে চান তা বেছে নিবেন।

এরপর ভবিষ্যতে পুনরায় বিল পরিশোধ করার জন্য একটি বক্স পাবেন টিক দিয়ে রাখুন। যার ফলে আপনাকে বারবার এসএমএস অ্যাকাউন্ট নাম্বার লেখার প্রয়োজন না হয়।

৪। তারপর একটি পেজ ওপেন হবে। সেখানে আপনার এসএমএস অ্যাকাউন্ট নাম্বার যদি সঠিক থাকে তাহলে নিজের বিদ্যুৎ বিলের সব তথ্য দেখতে পাবেন।  তাছাড়াও আপনার বিদ্যুৎ বিল এবং আপনার বিকাশ ব্যালেন্স সহ সবকিছু দেখতে পাবেন।

৫। তার পরের পেজে আসার পর আপনাকে শুধু বিল পেমেন্ট করতে এবং বিকাশের পিন নাম্বারটা দিতে হবে।

শেষ পর্যায়ে বিদ্যুৎ বিল কনফার্ম করার জন্য একটি পপ-আপ উইন্ডো চলে আসবে তারপর আপনার বিদ্যুৎ বিল টি সম্পূর্ণ প্রস্তুত হবে।

বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম (*247# ডায়াল করে বিকাশে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম)

  • প্রথমে আপনি মোবাইলে *২৪৭# ডায়াল করবেন।
  • তারপর একটি ম্যেনু চলে আসবে, ম্যানু থেকে আপনি ৫ নাম্বরে থাকা Pay Bill এ ক্লিক করবেন।
  • তারপর Electricity bill (৩) সিলেক্ট করুন।
  • এরপর Palli Bidyut (৪) সিলেক্ট করুন।
  • তারপর Make Payment (৫) সিলেক্ট করুন।
  • ১ চেপে একাউন্ট নাম্বারে প্রবেশ করুন।
  • পল্লি বিদ্যুত বিলে উল্লেখিত ‍এসএমএস নিাম্বারটি দেন।
  • বিলের মাস ও বছর দিন।
  • পল্লি বিদ্যুত বিলে উল্লেখিত এমাউন্ট নাম্বার দিন।
  • Pin number দিয়ে সাবমিট করলেই বিল (bill) দেওয়া হয়ে যাবে।

বিদ্যুৎ বিল চেক করার নিয়মগুলোর মধ্যে বিকাশ অ্যাপস ব্যবহার করে এবং বিকাশ ইউএসএসডি কোড ব্যবহার করে উভয় পদ্ধতিতে আপনি আপনার পল্লী বিদ্যুৎ দেখতে পারেন।

পল্লী বিদ্যুৎ বিল চেক করতে এখন আর বাইরে যেতে হয় না।

পল্লী বিদ্যুৎ বিল চেক অনলাইন পদ্ধতি ব্যবহার করে আপনি সহজেই অনলাইনে বিদ্যুৎ বিল চেক করতে পারবেন।

এতক্ষণ আমরা পল্লী বিদ্যুৎ বিল চেক অনলাইন এর নিয়মগুলো জানলাম।

একজন Bkash গ্রাহক এক মাসে সর্বোমোট পাঁচবার পল্লী বিদ্যুৎ Bill প্রদান করতে পারবেন।

এসএমএস একাউন্ট নাম্বারধারী প্রত্যেক পল্লী বিদ্যুৎ কাস্টমার Bill copy কিংবা সংশ্লিষ্ট কাগজপত্রে উল্লিখিত ৬ ডিজিটের কাস্টমার আইডি নাম্বার দিয়ে bill Pay করতে পারবেন।

নেসকো বিদ্যুৎ বিল চেক – Nesco electricity bill check

নেসকো বিদ্যুৎ বিল চেক
নেসকো বিদ্যুৎ বিল চেক

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর একটি প্রতিষ্ঠান নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড বা NESCO।

এর মাধ্যমে আপনি আপনার নেসকো বিদ্যুৎ বিল চেক ও বিদ্যুৎ বিল pay করতে পারবেন।

কনজ্যুমার নম্বর অথবা মিটার নম্বর দিয়ে আপনি অনলাইনে বিদ্যুৎ বিল চেক করতে পারবেন।

আরও পড়ুনঃ

সব সিমের নাম্বার দেখার কোড | BD All SIM number check code

বাংলাদেশের ভোটার তালিকা দেখার উপায় । Voter list check in Bangladesh

বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে জানুন

বাংলাদেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র চালু হয় কোথায়?

ডেনমার্কের বিনিয়োগে কক্সবাজারে ২০১৭ সালে চালু হয় বাংলাদেশের প্রথম বায়ু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র

বিদ্যুৎ বিলের ডিমান্ড চার্জ কি?

সর্বোচ্চ বিদ্যুৎ ব্যবহারের সীমা বা চুক্তিবদ্ধ লোডের উপর যে চার্জ ধার্য করা হয় তাকেই ডিমান্ড চার্জ বলা হয়।

অনলাইনে বিদ্যুৎ বিল চেক করার নিয়ম কি?

নিজে ঘরে বসে অনলাইনে বিদ্যুৎ বিল চেক করার নিয়ম হচ্ছে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাবহার করা।

উপসংহার

আশা করি আমাদের পোস্টে আপনার কাঙ্ক্ষিত অনলাইনে বিদ্যুৎ বিল চেক করার নিয়ম সম্পর্কে সকল তথ্য পেয়ে গেছেন।

এছাড়াও এ বিষয়ে আরো কিছু জানার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন।

আমরা আপনাকে সকল তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব ইনশাল্লাহ।

ইন্টারনেট থেকে জ্ঞান অর্জন ও প্রয়োজনীয় কাজের সমাধান পেতে চাইলে আপনার অবশ্যই আমাদের ব্লগটি রেগুলার ভিজিট করা উচিত এবং জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।

ধন্যবাদ। 

কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।

Leave a Comment