আপনারা কি জানেন মৃত্যু ব্যক্তির জন্য দোয়া কিভাবে পড়তে হয়? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ কিভাবে আমাদেরকে মৃত ব্যক্তিদের জন্য দোয়া পাঠ করতে বলেছেন। আপনারা যদি এই সকল বিষয়গুলো সম্পর্কে না জানেন তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ আর্টিকেলটি আপনাদের জন্য।
মানুষ মরণশীল। আমরা কেউই পৃথিবীতে স্থায়ীভাবে বসবাস করতে আসিনি। আমাদের সময় ফুরোলে আমাদেরকে ঠিকই চলে যেতে হবে।
তবে মহান আল্লাহ তা’আলা আমাদেরকে একটি জাতি একটি গোষ্ঠী কিংবা আপনজন প্রদান করেছেন।
সুখে-দুখে একে অপরের পাশে থাকার জন্য কাছের মানুষ দিয়েছেন। অবশ্যই যখন কাছের মানুষগুলো দুনিয়াতে করে চলে যাবে তাদের জন্য দোয়া করা ছাড়া আর কিছুই আপনি করতে পারেন না।
সেজন্যই মৃত ব্যক্তিদের জন্য কোন দোয়া গুলো পড়তে হয় কিংবা কিভাবে দোয়া পাঠ করবেন সে সংক্রান্ত বিষয়গুলো জানানোর জন্য আজকের এই আর্টিকেলটি তৈরি করা হয়েছে।
Content Summary
মৃত ব্যক্তির জন্য দোয়া
আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ মৃত ব্যক্তিদের জন্য যেভাবে দোয়া করতেন,
নবী কারিম (সা.) যেভাবে দোয়া করতেন, তার কয়েকটি এখানে দোয়া উল্লেখ করা হয়েছে। (কবরস্থ ব্যক্তির জন্য দোয়া)
اللهُـمِّ اغْفِـرْ لَهُ وَارْحَمْـه، وَعافِهِ وَاعْفُ عَنْـه ، وَأَكْـرِمْ نُزُلَـه ، وَوَسِّـعْ مُدْخَـلَه ، وَاغْسِلْـهُ بِالْمـاءِ وَالثَّـلْجِ وَالْبَـرَدْ ، وَنَقِّـهِ مِنَ الْخطـايا كَما نَـقّيْتَ الـثَّوْبُ الأَبْيَـضُ مِنَ الدَّنَـسْ ، وَأَبْـدِلْهُ داراً خَـيْراً مِنْ دارِه ، وَأَهْلاً خَـيْراً مِنْ أَهْلِـه ، وَزَوْجَـاً خَـيْراً مِنْ زَوْجِه، وَأَدْخِـلْهُ الْجَـنَّة ، وَأَعِـذْهُ مِنْ عَذابِ القَـبْر وَعَذابِ النّـار
উচ্চারণ : আল্লাহহুম্মাগ ফিরলাহু ওয়ারহামহু, ওয়া আফিহি ওয়া ফু আনহু; ওয়া আকরিম নুযুলাহু, ওয়া ওয়াসসি মাদখালাহু;
ওয়াগসিলহু বিল মায়ি ওয়াস সালজি ওয়াল বারাদি, ওয়ানাক্কিহি মিনাল খাতা-ইয়া কামা ইউননাককাস সাওবুল আব ইয়াযু মিনাদদানাসি;
ওয়াবদিলহু দা-রান খায়রান মিন দারিহি, ওয়া আহলান খাইরান মিন আহলিহি; ওয়া যাওজান খাইরান মিন যাওজিহি।
ওয়া আদখিলহুল জান্নাতা, ওয়া আইজহু মিন আযাবিল কাবরি ওয়ামিন আযাবিন নার।
অর্থ : হে আল্লাহ্, তাকে ক্ষমা করুন এবং তাকে দয়া করুন।
শান্তিতে রাখুন এবং তার থাকার স্থানটিকে মর্যাদাশীল করুন।
তার কবর প্রশস্থ করে দিন। বরফ ও তুষারের শুভ্রতা দিয়ে, তাকে গুনাহ থেকে এমনভাবে পরিচ্ছন্ন করে দিন— যেমন ময়লা থেকে সাদা কাপড় পরিষ্কার হয়।
তাকে দুনিয়ার বাসস্থানের চেয়ে উত্তম বাসস্থান, পরিবার ও সঙ্গী দান করুন, হে মাবুদ, তাকে জান্নাতে দাখিল করুন, তাকে কবর আর দোজখের আজাব থেকে রক্ষা করুণ। (মুসলিম, হাদিস : ২/৬৩৪)
আল্লাহ রাসুল (সা.)-এর সাহাবি আওফ বিন ইবন মালিক (রা.) বলেন, আমি রাসুল (সা.)-
কে মৃত ব্যক্তির জন্য এমন দোয়া করতে দেখে— আকাঙ্ক্ষা করেছিলাম যে, যদি সেই মৃত ব্যক্তিটি আমি হতাম।’
আরও পড়ুনঃ
অসুস্থ ব্যক্তির জন্য দোয়া কোনটি?
রাসুল (সা.) কবর জিয়ারত করে এভাবে দোয়া করতেন বলে হাদিসে এসেছে—
السَّلَامُ عَلَيْكُمْ يَا أَهْلَ الْقُبُورِ يَغْفِرُ اللَّهُ لَنَا وَلَكُمْ أَنْتُمْ سَلَفُنَا وَنَحْنُ بِالْأَثَرِ
উচ্চারণ : আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম; আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসারি।
অর্থ : হে কবরস্থানের বাসিন্দাগণ, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক।
আমাদের পূর্ববর্তী ও পরবর্তী সকলের প্রতি আল্লাহ রহম করুন।
আমরাও আপনাদের পদাঙ্ক অনুসরণ করব/আপনাদের সঙ্গে মিলিত হব।’
(মুসলিম, হাদিস : ৯৭৪; মুসলিম, মিশকাত হাদিস : ১৭৬৭)
মৃত ব্যক্তির জন্য দোয়া কিভাবে পড়বেন
মৃত ব্যক্তিদের জন্য আমাদের বিভিন্ন ধরনের করণীয় রয়েছে।
তবে সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে তাদের জন্য আমরা যেন সঠিক ভাবে দোয়া করি।
মৃতদের জন্য পবিত্র কুরআনের এ দোয়াটি আমরা করব :
‘রাব্বানাগফিরলানা ওয়া লি ইখওয়ানিনাল্লাযিনা ছাবাকুনা বিল ইমানি ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রাহিম’ (সূরা হাশর : আয়াত ১০)।
অর্থ : ‘হে আমাদের প্রতিপালক!
আমাদের ক্ষমা কর এবং আমাদের সেসব ভাইকেও ক্ষমা কর যারা আমাদের আগে ইমান এনেছে আর মুমিনদের প্রতি আমাদের হৃদয়ে কোনো বিদ্বেষ রেখ না।
হে আমাদের পালনকর্তা! নিশ্চয় তুমি অতি স্নেহশীল ও বারবার কৃপাকারী।’
আরও পড়ুনঃ
পৃথিবীর সবচেয়ে সুন্দর মসজিদ কোনগুলো?
ঘর থেকে বের হওয়ার দোয়া কোনটি?
মৃত্যু ব্যক্তির জন্য দোয়া FAQS
السَّلَامُ عَلَيْكُمْ يَا أَهْلَ الْقُبُورِ يَغْفِرُ اللَّهُ لَنَا وَلَكُمْ أَنْتُمْ سَلَفُنَا وَنَحْنُ بِالْأَثَرِ . উচ্চারণ : আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম; আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসারি।
উপসংহার
সুপ্রিয় পাঠকগণ মৃত্যু ব্যক্তির জন্য দোয়া কিভাবে পাঠ করতে হয় সে সম্পর্কে আজকের এই আর্টিকেলে আপনাদেরকে বিস্তারিত জানানো হয়েছে।
আশা করছি আজকের এই আর্টিকেলটি আপনাদের ভাল লেগেছে এবং আপনার আজকের এই আর্টিকেল থেকে মৃত ব্যক্তিদের জন্য সঠিকভাবে দোয়া পাঠ করতে পারবেন।
আপনাকে যদি আজকের এই আর্টিকেল সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান।
আপনারা যারা অনলাইন থেকে ঘরে বসে টাকা আয় করতে চান তাদের জন্য আমাদের ওয়েবসাইটে এই সংক্রান্ত আর্টিকেল রয়েছে।
তাই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এবং চোখ রাখুন আমাদের ফেসবুক পেইজে।
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।