অসুস্থ ব্যক্তির জন্য দোয়া কোনটি? | অসুস্থ ব্যক্তির জন্য করণীয়

সুপ্রিয় পাঠকবৃন্দ অসুস্থ ব্যক্তির জন্য দোয়া পড়ার নিয়ম সম্পর্কে আপনারা অনেকেই জানার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। মূলত আজকের এই আর্টিকেলে আমরা আলোচনা করতে চলেছি অসুস্থ ব্যক্তির জন্য আমরা কোন দোয়াটি পাঠ করব এবং কিভাবে পাঠ করবো সেই সম্পর্কে।

সমাজে বসবাসরত প্রতিটি মানুষের কোন না কোন সময় অসুস্থতা আসে। এই সকল অসুস্থতা গুলো আবার একটা সময় শেষে চলে যায়।

তবে অসুস্থ মানুষ গুলোকে খুব তাড়াতাড়ি সুস্থ করার জন্য আমরা কোন দোয়া কিংবা কোন আমল করতে পারে সে সম্পর্কে আমরা অনেকেই জানার চেষ্টা করি।

কেননা আমরা চাইনা কখনো অসুস্থ হয়ে বসে থাকতে। তাই অসুস্থতার জন্য আপনারা কোন দোয়া গুলো পড়বেন এখন আমরা সে সম্পর্কে বিস্তারিত জানব।

অসুস্থ ব্যক্তির জন্য রাসূলে আরবি দোয়া

অসুস্থ ব্যক্তির জন্য রাসূলে আরবি আমল
অসুস্থ ব্যক্তির জন্য রাসূলে আরবি আমল

প্রতিটি অসুস্থ মানুষের জন্য সেবা হচ্ছে উত্তম কাজ।

মূলত যে ব্যক্তি সেবাদান করে থাকেন সেই ব্যক্তি অসুস্থ ব্যক্তির জন্য দোয়া করেন। অসুস্থ ব্যক্তির সুস্থতার জন্য সেবাকারী ব্যক্তির দোয়ার বিকল্প নেই।

আমাদের প্রিয় নবী কোন ব্যক্তিকে সেবা করার সময় কি করতেন? 

রোগীর সেবা করার নিয়ম কি আমরা জানি? তাহলে চলুন এ সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক।

হাদিসের মধ্যে বর্ণনায় ফুটে উঠেছে-

‘হজরত আয়েশা বিনতে সাদ তাঁর পিতা থেকে বর্ণনা করেছেন যে, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘হে আল্লাহ! সাদকে আরোগ্য করে দাও।’

আরও পড়ুনঃ

কদরের নামাজের নিয়ম কানুন

স্বশিক্ষা অর্জনে বই পড়ার গুরুত্ব

অসুস্থ ব্যক্তির সেবায় করণীয় | অসুস্থ ব্যক্তির জন্য দোয়া

অবশ্যই যেকোনো অসুস্থ ব্যক্তির জন্য আমাল করার পূর্বে অবশ্যই তার সেবা-যত্ন করা বেশি গুরুত্বপূর্ণ।

আর এর পাশাপাশি সেবাদানকারী ব্যক্তির মহান আল্লাহর কাছে তার সুস্থতা কামনা করা, বেশি বেশি দোয়া পাঠ করা উত্তম।  

হাদিসের বর্ণনায় আরও ওঠে এসেছে-

ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নিয়ম ছিল।

তিনি যখন কোনো রোগীর কাছে আসতেন কিংবা তাঁর কাছে যখন কোনো অসুস্থ ব্যক্তিকে আনা হতো; তখন তিনি বলতেন-

أَذْهِبِ الْبَاسَ رَبَّ النَّاسِ، اشْفِ وَأَنْتَ الشَّافِي لاَ شِفَاءَ إِلاَّ شِفَاؤُكَ، شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا

উচ্চারণ : ‘আজহাবিল বাসা রাব্বাননাসি, ইশফি ওয়া আংতাশ শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইয়ুগাদিরু সাক্বামা।’

অর্থ : ‘কষ্ট দূর করে দাও, হে মানুষের রব! আরোগ্য দান কর, তুমিই একমাত্র আরোগ্যদানকারী।

তোমার সুস্থতা ছাড়া অন্য কোনো সুস্থতা নেই। এমন সুস্থতা দান কর তা যেন সামান্যতম রোগকেও অবশিষ্ট না রাখে।’ (বুখারি, মুসলিম, মুসনাদে আহমাদ)

অসুস্থ ব্যক্তি সেবার ক্ষেত্রে প্রয়োজনীয় বিষয় 

আপনারা প্রতিটি অসুস্থ ব্যক্তির জন্য ঔষধ এবং দোয়া সবচেয়ে বেশি কার্যকরী যে কাজটি করতে পারবেন সেটি হচ্ছে তার ভালোভাবে যত্ন নেয়া।

অসুস্থ ব্যক্তির জন্য খুবই ভালভাবে সেবা যত্নের পাশাপাশি ঔষধ এবং তার নাম উল্লেখ করে মহান আল্লাহর কাছে দোয়াও চাইতে পারবেন।

আমাদের প্রিয় নবীর অসুস্থ ব্যক্তির জন্য দোয়া চাওয়ার নিয়ম এটি ছিল।

যার কারণে প্রতিটি মুমিন মুসলমান ব্যক্তির উচিত, অসুস্থ ব্যক্তি সর্বোচ্চ যত্ন সেবা করা।

অসুস্থ হয়ে ব্যক্তির সেবা যে আপনি করছেন এটিকে মহান আল্লাহ তাআলার ইবাদত এ পরিণত করা।

অসুস্থ ব্যক্তির নাম উল্লেখ করে বেশি বেশি মহান আল্লাহতালার কাছে দোয়া প্রার্থনা করা।

মহান আল্লাহ তায়ালা আমাদেরকে আমাদের প্রিয় নবীর নিয়ম অনুসরণ করে হাদিসের নির্দেশনা অনুযায়ী অসুস্থ ব্যক্তির জন্য সেবা এবং আমল করার তৌফিক দান করুক।

আমিন।

আরও পড়ুনঃ

তারাবির নামাজের নিয়ম কানুন

কোন নামাজ কত রাকাত? 

অসুস্থ ব্যক্তির দোয়া FAQS

অসুস্থ ব্যক্তির জন্য দোয়া কোনটি?

যেকোনো অসুস্থ ব্যক্তির জন্য সর্বপ্রথম সেবাদানকারীর কাজ হচ্ছে ভালো ভাবে সেবা করা। এবং এর পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করা-
أَذْهِبِ الْبَاسَ رَبَّ النَّاسِ، اشْفِ وَأَنْتَ الشَّافِي لاَ شِفَاءَ إِلاَّ شِفَاؤُكَ، شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا
উচ্চারণ : ‘আজহাবিল বাসা রাব্বাননাসি, ইশফি ওয়া আংতাশ শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইয়ুগাদিরু সাক্বামা।’

উপসংহার 

সুপ্রিয় পাঠকবৃন্দ অসুস্থ ব্যক্তির জন্য দোয়া কিভাবে পাঠ করবেন এবং অসুস্থ ব্যক্তির সেবা যত্ন সম্পর্কে আজকের এই আর্টিকেলে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

আশা করছি আজকের এই আর্টিকেলটি আপনাদের ভাল লেগেছে এবং আপনারা আজকের এই আর্টিকেল থেকে অসুস্থ ব্যক্তির সেবা সম্পর্কে জানতে পেরেছেন।

আপনাদের যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না।

অনলাইন থেকে ঘরে বসে টাকা আয়, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক পেজ থেকে টাকা আয়, ব্লগিং এবং অনলাইন ভিত্তিক ইনকাম সংক্রান্ত আর্টিকেল বলে পড়তে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।

আপনারা অনেকেই অনলাইন ভিত্তিক কাজ করে নিজের ক্যারিয়ার গঠন করতে ইচ্ছুক।

তাই চাইলে আপনি সরাসরি আমাদের ওয়েবসাইটে গিয়ে এসকল আর্টিকেলগুলো করতে পারেন এর পাশাপাশি আমাদের ফেসবুক পেইজে জয়েন করে রাখতে পারেন।

কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।

Leave a Comment